১০ম ব্যাচের সমাপনী উপলক্ষে সারা দেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অংশ হিসেবে খুলনা জেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত
বিসমিল্লাহির রহমানির রহিম ৷
#আসসালামু আলাইকুম
সর্ব প্রথম কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আল আমীন এর কাছে যিনি সৃষ্টি করেছেন এবং আল্লাহর অসীম রহমতে সুস্থ ও সুন্দর রেখেছেন।
সবাই বলি #আলহামদুলিল্লাহ
#কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় শিক্ষক,মেন্টর #জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে।যার জন্য আজ আমরা এ ভালো মানুষের প্লাটফর্ম পেয়েছি।
আমাদের প্রিয় স্যারের সময়োপযোগী দেশজুড়ে সামাজিক বনায়ন কর্মসূচি সিদ্ধান্তের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
স্যারের এই সিদ্ধান্তের সাথে একাত্বতা পোষণ করে বৃক্ষরোপন কার্যক্রম সফল করার জন্য স্যারের নির্দেশনা মোতাবেক ১০ম ব্যাচের সমাপনী উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালনে খুলনা জেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে গতকাল। উপযুক্ত স্থান ও অনুমতি পাওয়ার জটিলতার কারণে একটু দেরি হলেও #হামিদুল্লাহ ভাইয়ার সহযোগিতায় সকল বাধা অতিক্রম করে,খুলনা রেলওয়ে স্টেশনের প্বার্শবর্তী চত্বরে ও রেস্ট হাউজে মোট ২০ টি ওষধি গাছ ও ৭ টি ফুলের গাছ রোপন করা হয়েছে ।
#আলহামদুলিল্লাহ
#খুলনা_রেলওয়ে স্টেশনের প্বার্শবর্তী চত্ত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালনের সময় খুলনা রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত থেকে আমাদের সার্বিক সহযোগিতা করেন এবং অংশগ্রহণ করেন।
বৃক্ষ রোপন শেষে রেলওয়ে কর্মকর্তাদের সাথে #নিজের_বলার_মতো_একটা_গল্প প্লাটফর্মের সার্বিক কার্যক্রম তুলে ধরি।
কর্মকর্তাগণ আমাদের প্রিয় প্লাটফর্মের কার্যক্রম এর বর্ননা শুনে কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন, এবং আমাদের গ্রুপের সার্বিক সফলতা কামনা করেন। এমনকি ভবিষ্যতে যে কোন সামাজিক কাজে সার্বিক সহযোগিতার হাত বাড়াবেন বলে আশ্বাস দেন।😍
আলোচনা শেষে আমাদের প্রিয় মেন্টর IIqbal Bahar Zahid স্যারের জন্য এবং আমাদের প্রিয় গ্রুপের জন্য দোয়া চেয়ে বৃক্ষ রোপন কর্মসূচি শেষ করা হলো।
★এই বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহন করে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ।
Saidur Rahman মামুন ভাইয়া
Sk Sohel
Huzaifa Hassan
জিতু সহ অনেকে
সবাইকে ধন্যবাদ
রহিমা শিমু
ব্যাচ:৩য়
রেজি নং:১৪০৫
👉ডিস্ট্রিক্ট এম্বাসেডর, খুলনা
👉নারী রিসার্চ ও প্রমোট ভলান্টিয়ার
👉এ্যাডমিন, বিশুদ্ধ এগ্রো ফার্ম
https://www.facebook.com/বিশুদ্ধ-এগ্রো-ফার্ম-104039174625227