মানিকগঞ্জ জেলা টিমের ৮ম মেগা অফলাইন মিট আপ
আলহামদুলিল্লাহ্, উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী,ক্রয়, বিক্রয়, মহাসম্মেলনের টিকিট উদ্বোধন ও বিতররনের মধ্যে দিয়ে সফলভাবে সম্পূর্ণ হলো তারুণ্যের মানিকগঞ্জ জেলা টিমের ৮ম মেগা অফলাইন মিট আপ।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব Iqbal Bahar Zahid স্যার ৬৪ জেলায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সেই ধারাবাহিকতায় ০৩-১২-২০২১ইং রোজ শুক্রবার তারুন্যের মানিকগঞ্জ জেলা টিমের ৮ম অফলাইন মেগা মিট আপ সম্পূর্ণ হয়ে গেল। মাঝখানে কোরনা কালীন সময়ে স্যার এর দিকনির্দেশনা নিয়ে অনলাইন কার্যক্রম গুলো চলমান ছিল এবং স্বাস্থবিধি মেনে সামাজিক কাজ যেমন, ইফতার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
এই অফলাইন মিট আপের মাধ্যমে মানিকগঞ্জ টিমের উদ্যোক্তা,ব্যাবসায়ী এবং সাধারণ সদস্যদের মধ্যে সৃষ্টি হয়েছে বিশাল সম্পর্কের সেতুবন্ধন।
নেটওয়ার্ক তৈরি, সম্পর্কের উন্নয়ন ও নিজেকে ব্র্যান্ডিং করতে অফলাইন মিটআপের জুড়ি নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার একজন বিশেষ সম্মানিত ব্যাক্তি এন পি আই এবং এন পি আই ইউ বি এর পরিচালক
Mohammod Faruque Hossain স্যার
(B.sc Engr. (EEE) MBA Ph.D California (USA) Director National Polytecnic Institute. যিনি অনেক মূল্যবান কথা এবং মানিকগঞ্জ টিমকে অনেক সাপোর্ট দিয়েছেন, উদ্যোক্তাদের উৎসাহিত করেছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা এম্বাসেডর হাসান মাহমুদ , মডারেটর, ইমরুল কাউসার সজীব এবং উপজেলা এম্বাসেডর সুমন আহমেদ হৃদয়, মিজানুর মাহবুব ক্যাম্পাস এম্বাসেডর যারা শারীরিক ভাবে শ্রম দিয়েছেন।অনলাইনে এছাড়া সাপোর্ট ও পরামর্শ দিয়েছেন লাভলু রহমান -জেলা এম্বাসেডর, জাহাঙ্গীর আলম -কমিউনিটি ভলেন্টিয়ার,তাসলিমা সিকদার -জোন এম্বাসেডর।
এবার আসি বিশেষ আয়োজনেঃ
১৫ই জানুয়ারি মহাসম্মেলন কে কেন্দ্র করে টিকিট উদ্ভোধন সহ বিক্রি করা হয়েছে উদ্যোক্তাদের মাঝে।
উদ্যোক্তা স্পন্সরদের বিশেষ ভাবে সম্মানিত করতে ক্রেস্ট দিয়ে বরন করে নেওয়া হয়।এছাড়া উদ্যোক্তাকথন এর সুযোগ ছিল নিজের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করার জন্য।ছিল পন্য প্রদর্শনীর ব্যাবস্থা যেখানে উদ্যোক্তারা নিজেদের পন্য ডিসপ্লে সহ বিক্রি করেছেন।
এছাড়াও ক্রেস্ট গ্রহণ করেন
প্রধান অতিথি (ড: মোহাম্মদ ফারুক হোসাইন)
বিশেষ অতিথি (প্রভাষক: Md. Niamat Ullah )
জেলা এম্বাসেডর (হাসান মাহমুদ )
জেলা এম্বাসেডর (লাভলু রহমান )
মডারেটর (ইমরুল কাউসার সজীব)
টপ ২০ সম্মাননা
সুমন আহমেদ হৃদয় -উপজেলা এম্বাসেডর শিবালয়।
মোঃ মেহেদী হাসান -কমিউনিটি ভলেন্টিয়ার।
💙এই আয়োজনকে এগিয়ে নিতে যারা স্পন্সর করেছেন 💙
1. Masud Alnoor (Faith Hub BD)
2. Hasan Mahmud (Healthy Online Shopping)
3. Imrul Kawser Sogeb (Hafij R Enterprise)
4. Mohammad Mehedi Hasan (RAM3 Garments)
5. Mahbub Hasan Mizanur (Technical Sheba)
6. Md Siddiqur Rahman (Shiny Printing & Packaging Service)
7. Lablu Rahman (BD64Tech)
8. Nasrin Siddiki Nodi (Nodir Hessel)
9. Sk Nahar (Meherun Food & Collection )
10. Sabrina Khanom (Nandonikotar Bangali)
11. Taslima Shikder (TKT WINGS)
12. Sumon Ahmed Hridoy (Ranga shop)
13. Jahangir Alam (BD64Tech)
ব্যানার স্পন্সর Bichoronmart.com
সর্বশেষ কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।