জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলা জেলা কর্তৃক আয়োজিত ফাউন্ডেশন এর ১০০০ তম দিন উদযাপন
ভোলা জেলা ইউনিটের, জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হলো "নিজের বলার মত একটা গল্প" ফাউন্ডেশন এর ১০০০ তম দিন উৎযাপন।
সকাল ১০.০০ ঘটিকায় অতিথিদের আসন গ্রহন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান যাত্রা শুরু করে।
উদ্যোক্তাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সদস্য নারী উদ্যোক্তা প্রভাষক ফারহানা খনম মিলি, চরফ্যাশন উপজেলা এম্বাসেডর উদ্যোক্তা জাকির হোসেন, জেলা এম্বাসেডর ও শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর উদ্যোক্তা এম শরীফ আহমেদ এবং নারী উদ্যোক্তা ও ভোলা জেলা এম্বাসেডর নাহিদ নুসরাত তিশা। অতিথি গণের মধ্যে বক্তব্য প্রধান করেন সুলতানা রাজিয়া সভাপতি ও জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি।।
অতিথিদের বক্তব্য শেষ হলে হাজারতম দিনের কেক কাটা হয়। এবং অতিথিদের সম্মাননা স্মরক তুলে দেয়া হয়, এছাড়াও গ্রুপে অবদান ও অন্যান্য কাজের জন্য ১১ জন উদ্যোক্তাকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
দুপুর খাওয়ার বিরতির পর শুরু হয় উদ্যোক্তা আড্ডা। উদ্যোক্তা আড্ডায় উদ্যোক্তাগন তাদের পন্য ও সেবার ব্রান্ডিং করার সুযোগ পায়। উদ্যোক্তা আড্ডা শেষ হলে ভোলার তুলাতলি মেঘনা নদীর পাড় সুবিধা বঞ্চিত জেলে পরিবার ও শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন, বিজয়ীদের পুরস্কার বিতরন ও সর্বশেষ প্রায় ২০০ বাচ্চা ও জেলেদের মাঝে খাবার বিতরণ করা হয়।