গরীবের হাতই খাদ্য বিতরণ করা অফলাইন মিট আপ এ মাদারিপুর জেলা
দিনে আনে দিনে খায়।।
মানুষ মানুষের জন্য
মাদারীপুর জেলা
#নিজের_বলার_মতো_একটা_গল্প#
আসসালামুয়ালাইকুম,
আজ সারা বিশ্বের প্রায় অর্ধেক এরও বেশি মানুষ গৃহবন্দি।বন্ধ সব ধরনের কর্মকাণ্ড যার বিশাল প্রভাব পড়েছে অসহায় ও নিম্নবিত্ত এবং দিনে আনে দিনে খায় এই মানুষগুলোর উপর।
#আমাদের প্রিয় প্লাটফর্মের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার স্যারের পূর্ব ঘোষণা অনুযায়ী"নিজের বলার মতো একটা গল্প" প্ল্যাটফর্মের উদ্যোগে "দিন আনে দিন খায়" (দরিদ্র মানুষ) কর্মসূচিতে আজ মাদারীপুর জেলার তত্ত্বাবধানে আমরা অংশ নিয়ে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে এই কর্মসূচি সবার ঐকান্তিক প্রচেষ্টায় সফল ও সার্থক ভাবে বাস্তবায়ন করেছি আলহামদুলিল্লাহ।
আমাদের প্রিয় প্ল্যাটফর্মের মাদারীপুরের Kazi Nazmul Alam Hamim, Shameem Meem, সহ সৌদি আরব থেকে Lokman Bin Nurhashem , গাইবান্ধা থেকে @Masud Rana(মাদারীপুর্র কৃতি সন্তান) সহ যারা সরাসরি দায়িত্ব নিয়ে নিরলস ও নিঃস্বার্থভাবে পরিশ্রম এর মাধ্যমে কার্যক্রমগুলো পরিচালনা করছেন এবং খাদ্য সামগ্রী, লিফলেট বিতরণ করার জন্য অর্থ,সময়, শারীরিক শ্রম, বুদ্ধি-পরামর্শ দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করেছেন তাদের সবার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং শুভ কামনা।
এভাবেই সব জেলায় এবং দেশের বিভিন্ন স্থানে আমাদের প্রিয় স্যারের আহবানে সাড়া দিয়ে সবাই যদি যার অবস্থান থেকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তার যেভাবে সম্ভব এগিয়ে আসেন ইনশাআল্লাহ এই কার্যক্রম সারা বাংলাদেশের অসহায় মানুষদের সহায়তার জন্য আরো ব্যপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।সবার জন্য এখনি উপযুক্ত সময় সাহায্যের হাত বাড়ানোর।।
আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি।।
করোনা ভাইরাস এর ছোবলে বিপর্যস্ত পৃথিবীর উন্নত উন্নয়নশীল ও অনুন্নত প্রায় সব কটি দেশ ।অদৃশ্য এই প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যে দিয়ে চরম ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা সকলেই এবং উদ্বেগ, আতংক ও উৎকণ্ঠা নিয়ে দিন অতিবাহিত করছি।
আশা করছি আপনারা এই বিপর্যয়ের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে অতি জরুরী প্রয়োজন ব্যতীত ঘর থেকে না বের হই।
সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং যে কঠিন সময় আমরা অতিক্রম করছি,সর্বময় ক্ষমতার মালিক আমাদের সহ সারা বিশ্বের মানুষকে মুক্ত করে দিন এই প্রার্থনা করি আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য।
ঘরে অবস্থান করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, অন্যদের ও নিরাপদ রাখুন।