মতিঝিল জোন কতৃক শীতবস্ত্র বিতরন
গত কয়েক দিনের হাড় কাঁপানো শীতে সারাদেশে একটা যবুথবু অবস্থা প্রায়। যেটা একজন সুস্থ-সবল মধ্যবয়সী মানুষের জন্যই কষ্টকর। সেখানে নারী-শিশু-বয়োবৃদ্ধদের জন্যতো আরও বেশি কষ্টের। কিন্তু যারা রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, প্রচন্ড শীতের মধ্যেও ঝড়-বৃষ্টি-কুয়াশা উপেক্ষা করে সামান্য একটা কাঁথা বা চাদর জড়িয়ে শুয়ে থাকে তাদের অবস্থা নিশ্চই আমাদের অনুমেয়। স্বাভাবিক হিসেবেই তাদের জন্য আমাদের করণীয় রয়েছে। আমরা যারা স্বচ্ছল আমাদের ওপর তাদের একটা অধিকার আছে। যদি আমরা বুঝি। সুতরাং, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কয়েকজন ভাই-বন্ধু মিলে উদ্যোগ নিয়েছি শীতার্তদের কিছু শীতবস্ত্র দিব। আমাদের সামর্থের মধ্যে আমরা চেষ্টা করেছি যতটুকু ভালো মানের কম্বল দেওয়া যায় এবং সবচেয়ে নিরীহ মানুষটির কাছে পৌছাতে।
গতকাল শুক্রবার মধ্যরাতে আমরা নিজেরাই এ কাজে ভলেন্টিয়ারিং করেছি। একেক জনের কাছে কম্বল পৌছে দিয়ে তাদের অনুভূতি শুনেছি। এটা একটা অন্য লেভেলের ভালো লাগা। আমাদের প্রত্যেকেই একে অপরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে সামাজিক কাজছি সম্পন্ন হয়েছে। প্রত্যেকের প্রতি অবিরাম ভালোবাসা❤️
...