নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ১০০০ তম দিন উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা খুব সুন্দর একটি প্রোগ্রাম এর আয়োজন করেছিলো।
আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ ঈদের আমেজ সবার মনে।
ছোটবেলায় ঈদ আসলে যে আনন্দ উপভোগ করতাম,একটু বড় হওয়ার পর তো ঈদের খুশিটা যেন হারিয়েই গেছিলো।ঈদের দিন আর ঈদের মত লাগতো না😥
অনেক বছর পর যেন আবার সেই ঈদের আনন্দ টা ফিরে পেলাম🥰 ৩০ সেপ্টেম্বর ২০২০ দিন টি তে।
দেশের ৬৪ টি জেলা এবং বিশ্বের প্রায় ৩০ টি দেশের ন্যায় আমাদের নারায়ণগঞ্জ জেলা টিমের ভাইয়েরাও নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ১০০০ তম দিন উদযাপন উপলক্ষে খুব সুন্দর একটি প্রোগ্রাম এর আয়োজন করেছিলো।
আমিও ছিলাম সেই ঐতিহাসিক দিনের সাক্ষী।এর জন্যে আমি সত্যিই গর্বিত।
এটা ছিলো অফলাইনে সবার সাথে আমার প্রথম মিট করা।
আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের প্রোগ্রাম। আর এর জন্যে নিস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জেলা টিম এর এম্বোসেডর ভাইয়েরা এবং অন্যান্য সদস্য ভাইয়া রা।তাদের কে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনের জন্যে।
আসলে এতদিন যাদের শুধু অনলাইনে চিনতাম,তাদের সাথে বাস্তবে দেখা না হলে সত্যিই মানুষ গুলো কত অসাধারণ। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের শিক্ষার্থী রা যে নিঃসন্দেহে ভালো মানুষ।সেদিন ই আমি বুঝতে পেরেছি।
সবাইকে যেন মনে হলো আমার খুব কাছের মানুষ,আমার পরিবারের কেউ।আমার একবার ও মনে হয়নি যে আমি প্রথম তাদের সাথে দেখা করেছি।ভাইয়া আপুরা সেটা বুঝতেই দেয়নি।মনে হলো যেন আমি তাদের কত পরিচিত।
এ সব কিছুই সম্ভব হয়েছে আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার এর শিক্ষার ফলে। এই জন্যে স্যারের কাছে আমরা কৃতজ্ঞ।
Mukta Farhana Sharmin Islam আপু উনাদের
ভালবাসা আমাকে আপ্লুত করেছে।
আমাদের জেলা এম্বোসেডর Hasan Mehedi Hasan ভাইয়া, যিনি অনুষ্ঠান টি উপস্থাপনা করেছেন, ভাইয়া অসাধারণ একজন মানুষ, কাছ থেকে না দেখলে,সেটা বুঝতেই পারতাম না।
এ ছাড়া জেলা এম্বোসেডর Md Zaman ভাইয়া, যিনি আমাকে ছোট বোনের মত ই স্নেহ করেন সবসময়।
শামীম ভাই
অর্নব ভাই
নবী হোসেন ভাই
হাবিব ভাই
সহ সব ভাইয়াদের ব্যাবহারে আমি মুগ্ধ।
এক ভাইয়া,নাম টা মনে নেই।মাশাআল্লাহ খুব সুন্দর গজল এবং কোরআন তেলাওয়াত করেছেন।
আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফল নারী উদ্যোক্তা জনাবা শামসুন্নাহার পি এম জে এফ (চেয়ারম্যান নীট কনসার্ন গ্রুপ)
উনার সুন্দর বক্তব্য আমাদের অনুষ্ঠান কে পরিপুর্ন করেছে।
সভাপতিত্ব করেছেন নারায়ণগঞ্জ জেলা এম্বোসেডর লায়ন
Mohammad Nizamul Haque ভাইয়া,স্বল্প সময়ে উনি খুবই মুল্যবান বক্তব্য দিয়েছেন,যা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ১০০০ তম দিনটিকে স্মরণীয় করে রাখতে নারায়ণগঞ্জ জেলা টিম যেসব উদ্যোগ গ্রহণ করেছিল তারমধ্যে,
♦কোরআন তেলাওয়াত
♦ কেক কাটা,
♦নারায়ণগঞ্জ তল্লা মসজিদের অগ্নি দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনটি অসহায় পরিবারকে চিহ্নিত করে সেলাই মেশিন প্রদান।
♦ ৬০ টি এতিম অসহায় ও পথশিশু কে খাবার বিতরণ।
♦ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বাকিতে মালামাল দিয়ে এক মাসের মধ্যে বিক্রয় কৃত মালামালের টাকা পরিশোধ সাপেক্ষে আবার মাল নিয়ে বিজনেস করার সুযোগ ও বেকার সমস্যার সমাধান।
এই ভালো কাজ গুলো করার জন্যে ইকবাল বাহার জাহিদ স্যার আমাদের সবসময় উৎসাহিত করেছেন।
এর জন্যে স্যার কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
কারণ এই কাজ গুলো করে আমরা মনে শান্তি পাই।
সবমিলিয়ে অসাধারণ একটি দিন ছিলো আমার জীবনে।
আর এর পুরো কৃতিত্ব #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন এর।
ধন্যবাদ সকলকে
আমি,,
আফিফা ইসলাম রোজিনা
বন্দর উপজেলা এম্বোসেডর
সপ্তম ব্যাচ, রেজি নং ৫৬৯
নারায়ণগঞ্জ জেলা