★★শীত বস্ত্র বিতরণ★★ শীতবস্ত্র বিতরণ★★
★★শীত বস্ত্র বিতরণ★★ শীতবস্ত্র বিতরণ★★ পোস্ট
৷৷৷৷৷৷৷৷ মানুষের জন্য কাজ করলে,
জীবিকার জন্য কাজের অভাব হয় না।৷৷৷৷৷
------- Iqbal Bahar Zahid
প্রিয় প্ল্যাটফর্মের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম।ইকবাল বাহার জাহিদ স্যারের নির্দেশনা অনুযায়ী, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর পটুয়াখালী জেলা গত দুইদিন যাবৎ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলতেছে। এ পর্যন্ত প্রায় ২০০ জন অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পটুয়াখালী জেলার ডিসটিক অ্যাম্বাসেডর ও অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই কাজটি করা সম্ভব হয়েছে। আমরা রাত্র একটা দেড়টা পর্যন্ত প্রত্যেকটি শহরের গলিতে মোটরসাইকেল নিয়ে ঘুরে অসহায় মানুষদের কে খুঁজে বের করে শীত বস্ত্র দেওয়ার চেষ্টা করছি।তাই প্রতিদিন ১০০ জন মানুষের বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। চাইলে আধা ঘন্টার ভিতরে এক হাজার মানুষকে দেওয়া সম্ভব। কিন্তু সেটা না করে আসলেই যারা অসহায় মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করছি। তাই আমাদের অনেক সময়ের প্রয়োজন হচ্ছে। এমত অবস্থায় পটুয়াখালী জেলার সকল উপজেলা অ্যাম্বাসেডর দের কে জানানো যাইতেছে যে, আপনারা নিজেদের উপজেলায় অসহায় মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত করতে চাইলে, আমাদের পটুয়াখালী জেলার ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর দের সাথে যোগাযোগ করুন। জেলা ডিস্ট্রিক এম্বাসিডরদের দিক নির্দেশনা অনুযায়ী আপনার উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করতে পারেন। তবে বড় পরিসরে নয় প্রত্যেক উপজেলায় সর্বোচ্চ ৫০ জনের শীতবস্ত্র ব্যবস্থা রয়েছে। আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের কে বিতরণ করার জন্য।
আর আপনারা জেনে খুশি হবেন যে এই শীতবস্ত্র গুলো elitesfashionbd.com এর নিজস্ব প্রোডাক্ট। এই প্রতিষ্ঠানটি এ বছরে প্রায় ৮৮০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। আমার সাথে সহযোগী আরেকটি প্রতিষ্ঠান আছে Digital wear এই প্রতিষ্ঠানের পরিচালক আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্য Md.Abbas Uddin সপ্তম ব্যাচ।
আরো সহযোগিতা করেছেন,
১.মেসার্স আদিল এন্টারপ্রাইজ
পরিচালক মোঃসাইফুল আরেফিন
ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর, পটুয়াখালী জেলা।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
২.এস এস ট্রেডিং
পরিচালক শাওন শামসুদ্দোহা (বাবু)
ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, পটুয়াখালী জেলা।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
সর্বশেষে সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে প্রতিবছর আমরা এভাবে অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে পারি এবং সমাজের ভালো কিছু কাজে আপনাদের নিয়ে যুক্ত হতে পারি।