ঝড়ে ভেঙ্গে পড়া গাছ সরিয়ে মানুষের চলাচলপর পথ পরিষ্কার করতে, খুলনা টিম
November 10, 2019 ·
আইলার দশ বছর পর কিছু গাছপালা মাথাচাড়া দিয়ে উঠেছিল। মানুষ কোনরকম ভিটেমাটি উঁচু করে যবুথবু ঘর বেঁধে ঠাঁই গোঁজার মতো একটা ঘর তৈরি করেছিলো। গতরাতে আবার তা নিমিশেষেই শেষ হয়ে গেলো। ঘরবাড়ি পশুপাখির মায়ায় আশ্রয় কেন্দ্রে যেতে চায় না কয়রার তথা দক্ষিণাঞ্চলের মানুষ। প্রশাসনের চাপে রাতে বাধ্য হয়ে সাইক্লোন শেল্টারে গেলেও সকালে ফিরে দেখে বিধস্ত বাড়িঘর। এমন হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
গত রাতে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছি। সকালে আমাদের টিম রাস্তায় উপড়ে পড়া গাছ সরিয়ে চলাচল স্বাভাবিক করে দিয়েছে। খুলনা জেলা ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর Protul Pathak ভাই সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন, মনিটরিং করছেন। কোর ভলেন্টিয়ার Mujahid Opu ভাই, কমিউনিটি ভলেন্টিয়ার Rtr Rahima Shimu আপু ও Lokman Hossain ভাইসহ খুলনার টিমের সকল সদস্য ঘণ্টায় ঘণ্টায় আপডেট খোঁজ খবর নিচ্ছেন।