রংপুর জেলা সদস্যের সামাজিক কার্য সম্পাদন
"নিজের বলার মত একটা গল্প " তৃতীয় ব্যাচের ৯০ দিন, সমাপনী দিনটি উদযাপন উপলক্ষে ইকবাল বাহার স্যারের অনুপ্রেরনায়..
১। আজ শুক্রবার সকালে দুইটি ফলজ গাছ লাগিয়েছি যেটা আমার জীবনের এটাই প্রথম ।
২। আমাদের তাম্বুলপুর ফকিরপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ শেষে অপেক্ষেয়মান একজন সাহায্যপ্রার্থীকে নিয়ে আমাদের বাড়িতে ভাত খেয়েছি । খেতে খেতে কিছু কথা হয়েছিল তার আবেগ তার অনুভুতি আমারও হৃদয় ছুয়েছে ।
২। রক্তদানের জন্য গত 20/10/2018 আমাদের রংপুর-পীরগাছায়, স্বেচ্ছায় রক্তদান প্রতিষ্ঠান ”বিন্দু”তে স্বেচ্ছায় রক্তদানের জন্য পোষ্ট দিয়েছি । আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পীরগাছা, রংপুর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পাশে পালস এবং প্যারাডাইস ডায়াগনস্টিক সেন্টারে রক্ত দানের জন্য কথা বলি কিন্তু তাদের রক্ত সংগ্রহ করে রাখার ব্যবস্থ্যা না থাকায় রক্ত দেওয়া হয়নি । তাই আমার নাম মোবাইল নাম্বার দিয়ে এসেছি এবং বলে এসেছি কোন রুগির বি পজেটিভ রক্তের প্রোয়োজন হলে আমাকে জানাতে পারেন ।