সুন্দরবন_রক্ষায়_প্রকল্প_অক্সিজেন_বাস্তবায়নে_নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন
#সুন্দরবন_রক্ষায়_প্রকল্প_অক্সিজেন_বাস্তবায়নে_নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন:-
#স্যালুট_প্রিয়_স্যার_আপনাকে:-
বাংলাদেশের জন্য কিছু অক্সিজেন তৈরিতে ভাগ বসানোর সৌভাগ্য হল... বাণীতে ইকবাল বাহার জাহিদ স্যার
সুন্দরবন বার বার বাংলাদেশকে রক্ষা করে ভয়াবহ সব প্রাকৃতিক দুর্যোগ থেকে ৪৯ বছর বয়সের প্রিয় বাংলাদেশকে এই ৪৯,০০০ অক্সিজেন কিছুটা হলেও শক্ত করবে। আর এই অবদানের কিছুটা সাক্ষী রাখার যথেষ্ট অবদান রেখেছেন "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এবং এর জন্যে রিসার্চ এ্যান্ড প্রমোশন টিমের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট Iqbal Bahar Zahid স্যারকে।
‘প্রকল্প অক্সিজেন’ এর অধীনে আম্ফান-ক্ষতিগ্রস্থ উপকূলীয় অঞ্চলে ৪৯,০০০ গাছ লাগানো হয়েছে।নিজার বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ৫০০০ গাছ দিয়ে এই সবুজ উদ্যেগে অবদান রেখেছে।
এটা আমাদের জন্য বিশাল অর্জন। অনেক গর্বের একটি কাজ।
প্রজেক্ট অক্সিজেন হ'ল ভিড়-অর্থায়িত প্রকল্প, বাংলাদেশের বন্ধু ফাউন্ডেশন, গিভ বাংলাদেশ এবং আমরাই বাংলাদেশকে দিয়েছিল।
শুক্রবার খুলনার কয়রা উপজেলার আম্ফান-ক্ষতিগ্রস্ত এলাকায় ৪৯ মিনিটের মধ্যে ৪৯,০০০ গাছ লাগানোর পরিকল্পনা করেছে এটি।
আয়োজকরা বলেছিলেন যে তারা এই উদ্যোগের মাধ্যমে স্বাধীনতার ৪৯ তম বছরকেও স্মরণ করবে।
ব্র্যাক ব্যাংক এই সবুজ উদ্যোগে ৪,৯০০ গাছ অবদান রেখেছে।
চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় আম্ফানের কারণে কয়রা উপজেলা প্রায় ৪০,০০০ গাছ হারিয়েছে। প্রকল্প অক্সিজেন আশা করে যে গাছগুলি সেই অঞ্চলের পুনরায় বনাঞ্চলের দিকে পরিচালিত করবে এবং ভবিষ্যতের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সুন্দরবনের গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ব্র্যাক ব্যাংকের পাশাপাশি ব্যাংক এশিয়া, আইপিডিসি ফিনান্স লিমিটেড, নিজার বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, রবি আজিয়াটা লিমিটেড, শোপ্নো, ঢাকা লেডিজ ’ক্লাব, এবং এপিলিয়ন গ্রুপের মতো সংস্থাও এই সবুজ উদ্যোগে অবদান রাখছে।
ধন্যবাদ Fakharuddin Emel ভাই রিসার্চ এ্যান্ড প্রমোশন টিমের চমৎকার একটি প্রতিবেদন তৈরি করাতে।