আজ ১০/১২/২১ রোজ শুক্রবার উদ্যোক্তাদের মান উন্নয়ন ও ৪র্থ মহাসম্মেলন এর প্রস্তুতি উপলক্ষে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায়
আসসালামু আলাইকুম
❤️অফলাইন মিট আপ ও এখানে যারা উপস্থিত ছিলেন❤️
আজ ১০/১২/২১ রোজ শুক্রবার উদ্যোক্তাদের মান উন্নয়ন ও ৪র্থ মহাসম্মেলন এর প্রস্তুতি উপলক্ষে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেলো একটা চমৎকার অফলাইন মিট আপ।উক্ত মিট আপ এ উপস্থিত ছিলেন রায়পুর রুস্তম আলী কলেজ এর প্রিন্সিপাল স্যার,রায়পুর মার্চেন্ট একাডেমীর সহকারী প্রধান শিক্ষক।আরো উপস্থিত ছিলেন নিজের বলার মত গল্প ফাউন্ডেশন এর দুজন সম্মানিত কোর ভলান্টিয়ার ও লক্ষীপুর জেলার কৃতি সন্তান কোর ভলান্টিয়ার MD Saiful Islam ভাই ও Kazi Hasan Mahmud ভাইয়া।💥অতিথী হিসেবে ছিলেন চাঁদপুর জেলার প্রতিনিধি রফিকুল ইসলাম ভাই।আর অন্যান্য সকলের মধ্যে যারা ছিলেন তারা হলেন লক্ষীপুর জেলার জেলা এম্বাসেডর রিজোয়ান হোসাইন ভাই সহ কমিউনিটি ভলান্টিয়ার, আজীবন সদস্য নতুন সদস্য সহ অনেকেই।
💢সংক্ষেপে মিট আপ নিয়ে আমার অনুভুতি💢
আসলেই মিট আপ টি ছিলো অন্যান্য সকল অফলাইন মিট আপ থেকে আলাদা।তাই আমি মিট আপ আয়োজক টীমকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন এর জন্য।
যে দুজন শিক্ষক উপস্থিত ছিলেন উনারা খুবই সুন্দরভাবে আমাদের মিট আপ এবং ফাউন্ডেশন নিয়ে অনুভুতি প্রকাশ করেছেন। উনাদের স্থান থেকে উনারা ফাউন্ডেশন এর যে কোন কাজে সহায়তা করবেন বলে কথা দিয়েছেন।
💦এর পর যাদের কথা না বললেই নয় আমাদের দুজন কোর ভলান্টিয়ার এই মিট আপ এ উপস্থিত হওয়ার জন্য নিজেদের শত ব্যস্ততার মধ্যেও ঢাকা থেকে এসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মিট আপ এ উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন এবং মিট আপ টিকে সাফল্য মন্ডিত করেছেন।
💦মিট আপ এর অন্যতম আকর্ষণ ছিলো উদ্যোক্তাদের পন্য প্রদর্শন। সেখানে জান্নাতুল ফেরদাউস আপুর নিজের তৈরি বেবি ড্রেস গুলা খুবই চমৎকার ছিলো।নুর নাহার আপুর চকলেট গুলাও খুবই মজাদার যেটা মিট আপ এর শুরুতেই আকবর হোসেন ভাই আমাদের কিনে খাইয়েছেন।অন্যান্য সব ও দারুন ছিলো।💜 তাহমিনা আলম এর বেবি কাঁথার কথা না ই বা বললাম সেগুলো কাপড় এর মান ও ডিজাইন অসাধারণ। খাদিজা আপুর আচার সহ অন্যান্য আইটেম গুলো ও দারুন ছিলো।
❣ Salma Sultana আপুর রোলের কথা না বললেই নয় সেগুলো ও অনেক মজার ছিলো।
💥এর পর যার কথা বলতেই হয় তিনি হলেন আমাদের জেলার এম্বাসেডর Rezon Hossain & Shakib M Shohag ভাই মিট আপ টির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পুর্ন দায়িত্ব নিয়ে সম্পন্ন করেছেন। রিজন ভাইয়ার একটা স্টল ছিলো। উনার স্টলে ছিলো উন্নত মানের চমৎকার সব কসমেটিক্স আইটেম।ভাই সব সময় বলেন উনার কসমেটিক্স এর ঘ্রান খুবই ভালো লাগে।এত ব্যস্ততার মাঝেও উনার স্টলে সময় দেয়া দেখেই সেটা বুঝতে পেরেছি।
💜আরো ছিলো রেজিষ্টেশন বুথ।যেটার মাধ্যমে নতুন আসা সদস্যদের রেজিষ্টেশন করা হয়।
💕মিট আপ এর এক পর্যায়ে আমাদের সাথে ভার্চুয়ালি সৌদি আরব থেকে যুক্ত হোন আমাদের প্রিয় স্যার জনাব Iqbal Bahar Zahid স্যার। উনার সাথে ছিলেন লক্ষীপুর জেলার আরেক কৃতি সন্তান কান্ট্রি এম্বাসেডর Jahangir Ahmed ভাই।
আলহামদুলিল্লাহ সব মিলিয়ে মিট আপ টি খুবই প্রানবন্ত ও সফল ছিলো। তাই আবার ও মিট আপ এ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।আর যারা সরাসরি উপস্থিত হতে পারেন নাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তাদের মধ্যে কয়েকজন এর নাম না বললেই নয় তারা হলেন আমাদের সকলের প্রিয় কোর ভলান্টিয়ার Cm Hasan ভাই জেলা এম্বাসেডর Nasir Mirza ভাই, Ahmed Juwel ভাই, Priya Islam আপু, মহসেন ভাই সহ আরো অনেকে আপনাদের কেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ও কৃতজ্ঞতা।