হাটবারে সবাইকে শীতের শিশির ভেজা ভোরের শুভেচ্ছা❣️❣️
কাক ডাকা ভোরে ইচ্ছে করতেছে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাটতে হাটতে সকালের অপূর্ব আবহাওয়া টা উপভোগ করতে। চাইলে কি আর সব ইচ্ছে পূরণ হয়,,যেমন আজ এই ইচ্ছেটাও পূরণ হলোনা😒
একটু মন খারাপ হলেও আবারো ভুলে যাই,, সত্যিতো চাইলেই কি আমাদের জীবনের সব ইচ্ছে পূরণ হয়।
ইচ্ছে পূরণের লক্ষ্যে ছুটে চলেছি তো নিরন্তর❤️ সব ইচ্ছে তো আর পূরণ হয়না,,সব যদি পেয়েই যায় তাহলে আর চাওয়ার কিছুই থাকেনা। অনেক কিছুই তো কল্পনা করতে ভালো লাগে জানি এই জীবনে তা হয়তো সম্ভব না তারপরও ইচ্ছে করে ভাবতে ভাবতে কল্পনার জগতে হারিয়ে যেতে।
আমাদের জীবনে হয় কি কখনো কোন চাওয়া পূরণ না হলেও তার পরিবর্তে অন্য কিছু এসেই আমাদের জীবনে বিপ্লব ঘটায়। হারিয়ে যায় না পাওয়া চাওয়া গুলো
না চাওয়া পাওয়া গুলোর মাঝেই। তখন খুশী থাকি জীবনের প্রাপ্তি গুলোই নিয়ে।
প্রাপ্তির খাতায় ইচ্ছে করে সব কিছু জমা করতে আসলে কি চাইলেই সব প্রাপ্তি অর্জন করতে পারি। প্রাপ্তি গুলোকে অর্জন করে নিতে হয় নিজের অক্লান্ত পরিশ্রম,, অদম্য সাহস,,,নিরন্তর ছুটে চলার মাঝেই।
ভেবে চলেছি অনেক কিছুই,,, ভাবনার মাঝেই বিচ্ছেদ ঘটায় মোবাইল এর রিংটোন টা। আননোন নাম্বারের কল,,, যদিও আগে আননোন নাম্বারের কল রিসিভ করতাম না,,অচেনা নাম্বার থেকেই কল আসলেই বিব্রতবোধ করতাম। এখন প্রতিনিয়তই বিভিন্ন নাম্বার থেকেই বিভিন্ন কাস্টমার এর কল আসে। তাই এই অভ্যাস টাও আস্তে আস্তে বদলাতে শুরু করছে।
কথোপকথন জানতে পারলাম আমার এক কাস্টমার এর মামী হয় সম্পর্কে তিনি। তার ভাগনের কাছেই আমার হাজারো স্বপ্ন ঘেরা প্রতিষ্ঠান Fashion Food BD এর রিভিউ পেয়েছেন।
এবং কি ওনার ভাগনির মাধম্যেই আমার পেজের নাম,, এবং নাম্বার পেলেন।
আন্টির মেয়ে বিয়ে দিয়েছে ৪ মাস চলতেছে,,,এখন নতুন বেয়াই বাড়িতে শীতের পিঠা স
দিতে চাচ্ছেন,,তাই কোন মেসেজ না করেই ডিরেক্ট কল করলেন।
আন্টি কথোপকথন এর মাঝখানে জানতে চাইলো,, নওশিন তুমি যে এত পিঠা বানাবে এত গুড়ি কোথায় পাও,, একদিন আমার ছেলে বাজার থেকে গুড়ি কিনে আনছিলো পিঠা খাবে বলে,,সেই গুড়ি দিয়ে পিটা বানিয়ে খেলাম। খেতে বসে মনে হলো কেমন যেন একটু বালি বালি লাগতেছে।
সেই থেকে গুড়ি আনেনা ছেলে,,শীত আসলেও ওভাবে পিটা খাওয়া হয়না। একটু ভালোভাবে দেখে শুনে বানাইও এগুলো তো বেয়াই বাড়ি যাবে,, তাই একটু চিন্তায় আছি। এখন পিঠা খাওয়া তেমন হয়না তারপর ও অনলাইনের যুগে মাঝে মাঝে অর্ডার দিয়ে খাওয়া হয় শীতের পিটাপুলি,, সব সময় ওভাবে মুখরোচক হয়না পিঠাগুলো।
তারপর আমার ভাগনি তোমার পেজ আর নাম সাজেস্ট করলো আমায়।
আন্টির সব কথা শোনার পর বললাম আন্টি আমি পিঠা বানাই আমার নিজের করা গুড়ি দিয়ে। ধান থেকে চাউল করে সেই চাউল থেকেই গুড়ি করি,,সব চেয়ে বড় কথা এত গুলো প্রসেসিং আমি নিজ দ্বায়িত্বে করি,,অন্য কারো মাধ্যমে ও নয়। আন্টি আমি গুড়িও সেল করি,, আপনার ইচ্ছে করলে গুড়ি ও নিতে পারেন অল্প করে। পিঠা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। আলহামদুলিল্লাহ আন্টি আমার এই ডিসেম্বরেই ৭৫+ কেজি গুড়ির অর্ডার পরছে। আমি অল্প অল্প করে প্রসেস করে অনেক যত্ন সহ কারে এই গুড়ি গুলো করি। আলহামদুলিল্লাহ এই পযন্ত গুড়ি গুলোর রিভিউ অনেক ভালো ছিলো❤️ আশা করি আপনিও নিরাশ হবেন না।
মাশা আল্লাহ তোমার কথা শুনেই অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ আশাও পেলাম অনেক টা।
আচ্ছা তুমি আমাকে আপাতত ২ কেজি গুড়ি দাও নিজে পিঠা বানিয়ে ছেলেকে খাওয়াবো। আর আগামী সোমবারের জন্য ২০০ পিস ভাপা পিঠা,,১০০ পিস মুগপাকন,,১০০ পিস তেলের পিঠা,,২০০ পিস ম্যারা পিঠা,, এগুলো দিবে। আমি অর্ডার কনফার্ম করে দিলাম। ইনশাআল্লাহ এগুলো সোমবারে পাঠিয়ে দিবো মেয়ের বাড়িতে❤️
আচ্ছা আন্টি আলহামদুলিল্লাহ,,, আলহামদুলিল্লাহ ❤️❤️
আমি পিঠা গুলো ইনশাআল্লাহ সময় মতো পাঠিয়ে দিবো,,আর গুড়ি গুলো আজই দিয়ে দিবো ইনশাআল্লাহ।
আচ্ছা ঠিক আছে,,পিঠা আর গুড়ির দাম তো জানালে না।
আন্টি গুড়ি প্রতি কেজি ৯০ টাকা করে
ভাপা পিঠা ২০ টাকা পিস
মুগপাকন ২০ টাকা পিস
তেলের পিঠা ১০ টাকা পিস
ম্যারা পিঠা ৪ টাকা পিস
ওকে ঠিক আছে তোমার বিকাশ নাম্বার টা দাও আমি কিছু টাকা পাঠিয়ে দিবো এখন,,আর বাকিটা ডেলিভারির দিন দিবো ইনশাআল্লাহ
আচ্ছা আন্টি ঠিক আছে 01------------------------------
আলহামদুলিল্লাহ এইভাবে কথোপকথন এর মাধ্যমেই অনেক বড় একটা অর্ডার পেলাম।❣️❣️
দিনশেষে না পাওয়া চাওয়া গুলোর তৃপ্ততা মিটে যায় এই প্রাপ্তি গুলোর মাঝেই।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০৯
Date:- ২৮/১২/২০২১ ইং
নওশিন তারানুম
কমিউনিটি ভলান্টিয়ার
নবম ব্যাচ
রেজিষ্ট্রেশন নম্বরঃ১২৬২৮
জেলাঃ ফেনী
ব্যবসাঃ ফুড ও গার্মেন্ট আইটেম নিয়ে