বিচিত্রময় জীবনের গল্প 🌿
🌿🌿বিচিত্রময় জীবনের গল্প 🌿🌿
🌺বিসমিল্লাহির রাহমানির রাহিম🌺
🥀আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা🥀
সর্বপ্রথম ঐ মহান আল্লাহ তা'আলার প্রশংসায় সেজদায় অবনত হচ্ছি, যিনি আমাদের এবং আমাদের পরিবারকে সুস্থ, সুন্দর রেখেছেন। তার জন্য মহান আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করছি ,আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালম পেশ করছি মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের সরদার,সায়্যিদুস্সাক্বালাইন, খাতামুন্নাবিয়্যন হযরত মুহাম্মাদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে,~~
শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি প্রিয় শিক্ষক, মেন্টর, ভালো মানুষ গড়ার কারিগর, জীবন্ত কিংবদন্তী এ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার
যিনি সুখ খুঁজে না আপন নীড়ে, প্রাণের টানে এই আঙিনায় বারে বারে আসে ফিরে, কালজয়ী, সময়উপযোগী মহা নায়ক, সকলের নয়নের আলো,আমাদের সকলের নয়নের মনি, শিক্ষাগুরু, আমাদের সকলের প্রিয় শিক্ষক যার চিন্তা ভাবনা এই স্বপ্নের প্ল্যাটফর্ম কে ঘিরে, যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে আমাদের অনুপ্রাণিত করেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয়
ইকবাল_বাহার_জাহিদ স্যার, যার পরিশ্রম একাগ্রতা, সততা ও নিষ্ঠার ফসল হিসেবে আমরা পেয়েছি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের মতো একটি মানবিক প্ল্যাটফর্ম। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা তাদের মেহনত ধারা নিজের বলার মত গল্পঃ ফাউন্ডেশন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে -অনেক অনেক ভালোবাসা নতুন পুরান সকল সদস্য ভাই বোনদের প্রতি ------
🍂ঘুরে দাঁড়ানোর নাম ই জীবন 🍂
জীবনে আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি, অথবা অনেক কিছু আমাদের জীবনে ঘটে, অপ্রতাশ্যিত ভাবে, তখন আমরা অনেকেই খাওয়া দাওয়া কথা বলা সব কিছু ছেড়ে দি,কিন্তু আমরা এটা কখনো ভাবিনা যে আমাদের এসবের কারনে কি আমাদের হারানো জিনিস ফিরে আসবে? যদি হারানে জিনিস ফিরে না ই আসে তাহলে কেন শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া, মনে রাখতে হবে নিজের জীবন নিজেকেই গড়তে হবে, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভভ নিজেক মানুষিক ভাবে শক্ত হওয়া,
~~~~~~~~~
🌈জীবনটা রঙ্গিন তবে........
একটা মানুষ জীবনে কত শত সপ্ন দেখে, কিন্তু সকল সপ্ন কি পূরন হয়??? না হয়না
কিন্তু এজন্য কি আমরা সপ্ন দেখা বন্ধ করে দিবো?? না কখনো নয়
আমার নিজের একটা ঘটনা বলি.....
করোনা কলিন সময়ে যখন আমার চাকরি চলে জায় তখন মনে মনে ভাবতে লাগলাম কি করবো, অনেক হতাশা কাজ করেছিলো নিজের ভিতরে তখন অনেক কিছু চিন্তা করতে লাগলাম
একদিন আমার বড় বোন আমাকে ইকবাল বাহার জাহিদ সারের একটা বিডিওর লিংক দিয়ে বললো বিডিওটা দেখতে,বিডিও দেখে আমার কাছে খুবই ভালে ও গুরুত্বপূর্ণ মনে হলো, অতঃপর ফাউন্ডেশনের ফেসবুক পেইজ ফলো করলাম কিছুদিন, সব মিলিয়ে বেশ ভালো লাগলো
প্রতিদিন বিকেল বেলায় দেখতাম আমার ভাইয়া কথা বলতো সেশন নিয়ে জে মিটআপ হয় সেখানে আমার কাছে বিষয় গুলো খুব ভালো লাগতো,তাই আমি সিদ্ধান্ত নিলাম এখানে জয়েন করবো, তারপর আমার বড় ভাই(বোন জামাই) মাওলানা আব্দুল খালেক, এর মাধ্যমে এখানে রেজিষ্টেশন করলাম, তারপর ধীরে ধীরে দেখতে লাগলাম, শিখতে লাগলাম,বলতে লাগলাম
ধীরে ধীরে সবার সাথে পরিচয় হতে থাকলাম
তখন দেখতাম অনেকই বিভিন্ন জায়গায় মিটআপের চবি ফেসবুকে শেয়ার করেছে
ব্যানার নিয়ে দাড়িয়ে ছবি তুলে শেয়ার করছে, ছবি দেখে ভাবতাম তারা মনে হয় অনেক বড় মাপের লোক তখন মনে মনে ভাবতাম, আমি যদি এরকম একট পর্যায়ে যাইতে পারতাম তাহলে আমিও ছবি তলতে পারতাম ব্যানার সামনে নিয়ে, আস্তে আস্তে যত দিন জাচ্ছে ততই শিখছি।
সবার সাথে আরে সম্পর্ক উন্নতি হচ্ছে,, আরেকটা বলে রাখি আমি এ প্লাটফর্মে যুক্ত হওয়ার পর থেকে একদিন ও এমন হয়নাই যে সেশন চর্চা মিটআপে আমি উপস্থিত হইনি, ৫ মিনিটের জন্য হলেও জয়েন করেছি একদিন আমি অনেক ক্লান্ত ছিলাম, এবং মোবাইলে ও তেমন চার্জ ছিলোনা তাই আমি ভাইয়ার (আব্দুল খালেক) এর মোবাইল থেকে কথা বলেছি মোটা কথা প্রতিদিন উপস্থিত থাকার চেষ্টা করেছি কিছুক্ষণের জন্য হলেও,
~~~~~~~~~~
সময়_বদলায়- সময়ের -সাথে______________
আমাদের জীবনের ছোটবেলার গল্প গুলো ছোট ছোটই থাকে বন্ধুবান্ধবের সাথে ছোটাছুটি লেখা পড়ার ফাঁকে একটু দুষ্টামি ইস্কুলের স্যার দের কাছ থেকে মিষ্টি মিষ্টি বকুনি বাবা-মার ছোট ছোট শাসন আমাদের আগামী ভবিষ্যতের উজ্জ্বল পথ দেখানো পাড়া-প্রতিবেশীদের মিষ্টি মিষ্টি আদর সব কিছু মিলিয়ে যেন একাকার ছোট বেলার কথা একটু ভাবুন তো, কেমন ছিল দিনগুলো,
ভোরে ঘুম থেকে উঠে মক্তবে যাওয়া, কার আগে কে যাবে তার জন্য প্রতিযোগিতা এসব কি এখন চাইলে সম্ভব?! কখোনই সম্ভন না কারন সময়বদলায়----
-সারাদিন এদিন সেদিক ঘুরাঘুরি মায়ের বকা শুনা আব্বুর দোড়ানি খাওয়া ছিল নিত্য দিনের অংশ, কোন কারণে যদি স্কুল মাদ্রাসা বন্ধ থাকতো সেই মহাখুশি কেউ থামাতে পারতো না--চাইলেই এখন সেই সময় ফিরে পাওয়া সম্ভব?কখনো না, কারন সময় বদলায়।
হারিকেন দিয়ে পড়ার স্মৃতি,বিদ্যুৎ চলে গেলে সেই মহাখুশি এখন চাইলেও ফিরে পাওয়া যায় না,কারন!সময় বদলায়-------!!!!!দিন দিন এভাবে সব স্মৃতি হয়ে গেল আমাদের জীবন থেকে,১০টা বাজার আগে পড়ার টেবিলে যে ঘুমের জন্য কত বার পড়ে গেছি তার হিসেব নেই।
আর এখন ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটিয়ে দিচ্ছি চাইলেই সেই সময় গুলোতে যাওয়া সম্ভব? কখোনই না--কারন সময় বদলায়------!!!!
হয়তো আমাদের সময়টা আমাদের জন্য ভাল ছিল,দিন দিন পৃথিবী উন্নত হচ্ছে,সাথে আমরা ও, কিন্তু স্মৃতি কখনো মুছে যাওয়ার নয় কিংবা ভুলে যাওয়ার নয়।আগামী প্রজন্ম হয়তো নব্বই দশক এর কথা জানবে কিন্তু এই নব্বই মানে কি সেটা হয়তো তারা সহজে অনুধাবন করতে পারবে না।
কারন সময় অনেক বদলে গেছে----!!! সাথে বদলে গিয়েছে আমাদের চাওয়া-পাওয়া সময়ের সাথে সাথে মানুষ আধুনিক হচ্ছে লেখাপড়ার মান বেড়েছে --কিন্তু বাড়ছে না মানুষের চাকরি কোটা- যতই লেখাপড়ার মান বাড়ছে যতই শিক্ষার মান বেড়েছে -আমরা ততোই বেকার হয়ে পড়েছি-- লেখাপড়ার পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে --তা না হলে অচিরেই আমরা অন্ধকারের পথ দেখতে পাবো--- কারণ সময় বদলায়----!!!!সময়ের সাথে আমাদের কেউ বদলাতে হবে নিজেকে দক্ষ যোগ্য করে তুলতে হবে নতুন সময়,নতুন যুগে----!!!
সময় জীবনে অনেক কিছু যোগ করবে,অনেক কিছু আবার নিয়ে যাবে,হারিয়ে দিবে কোন এক হারানো রাজ্যে--আস্তে আস্তে আমরা আমাদের গন্ত্যব্যের দিকে পা বাড়াবো,সময় বদলাবে, মানুষ বদলাবে, আমরা আমাদের সঠিক স্থান থেকে চিরন্তন গন্তব্যে হারিয়ে যাবো,কোন এক অজানা দিনে মুছে যাবে বহুকালের স্মৃতি, একবুক সপ্নের আশা।কারন সময় বদলায় আর আমারাও-----!!
হাজার বছর ধরে বহমান থাকবে এ সময় বদলে যাওয়ার ধারা-----!!!!
বড় ইচ্ছা করে জীবনে সফল হতে___________
আমরা যখন জীবনে কোন কাজে সফলতা অর্জন করার চেষ্টা করি- তখনি আমরা অনেক ভুল সিদ্ধান্ত নেই ছোট ছোট ভুলের কারণে আমাদের জীবন থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন হারিয়ে যায় অথবা পাশে থাকা লোক গুলোর কটুক্তির কারনে সব এলোমেলো হয়ে যায়। তখনই সিদ্ধান্ত গুলো সঠিক হয় অথবা ভুল হয়। হয়তবা যে বিষয়ে একটু ও ধারণা নেই সেটা নিয়ে শুরু করতে চাই। আর যদি শুরুটা ভালো হয় তবে বাহবা দেওয়ার লোকের অভাব হয় না-- যদি কোনো সিদ্ধান্ত ভুল হয় শুধরানোর লোক খুজে পাওয়া যায় না-- আর যদি কোনভাবে আমাদের কাজে ভুল হয় তবে ধিক্কার দেওয়ার এবং আমাদেরকে ছোট করার লোকের অভাব হবে না-
আসলে এটাই হলো আমাদের সমাজ আমাদের জেনারেশন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের বর্তমান সমাজের শিক্ষা এরকম নেগেটিভ মন মানসিকতার মানুষের সমাজের কোনো অভাব নেই--তাই আমাদের প্রত্যেকের উচিত যে বিষয় টি নিয়ে কথা বলছি অথবা কাজ করতে চাই সেটা নিয়ে আগে থেকে ধারনা রাখা অথবা ধৈয্য ধরে জ্ঞান অর্জন করা। জীবনের প্রতিটি ব্যাপারে রিক্স নিতে হবে নিজের কাজের উপর বিশ্বাস রেখে নিজের উপর আস্থা স্থাপন করে কঠিন সিদ্ধান্ত নিতে হবে - কাজের উপর ভালোবাসা রেখে প্রতিজ্ঞা করতে হবে যে, আমি এইটা করবই -
এবং এখান থেকেই সফলতা অর্জন করব, আমাকে পারতে হবে, আমি পারবো মানুষই পারে, সবকিছু মানুষের দ্বারা সম্ভব-- অসম্ভবকে ধৈর্যের সাথে কষ্ট সাধারণ করে সম্ভব করা -এবং কাজ এবং সফলতা প্রতি সবটুকু ভালোবাসা দিয়ে ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। যতক্ষণে সফলতার চূড়ায় না পৌঁছানো যায়- ততক্ষণ পর্যন্ত লেগে থেকে চেষ্টা করতে হবে তবেই আমরা অবশ্যই সফল হব ইনশাআল্লাহ।
🍁বিপদের সময় ধৌয্য ধারন করা🍁
সুখ আর দুঃখ নিয়ে মানুষের জীবন।যখন সুখের সময় কাটায় কখন সময় চলে যায় বুঝতে পারি না। কিন্তু যখন দুঃখের সময় কাটাই, তখন মনো হয় সময় কাটে না।দুঃখ আছে বলেই সুখ প্রকাশিত হয়। মানুষ দুঃখের সময় সুখের কথা দিনগুলো মনে করে। অন্ধকার আছে বলেই আলোর সৌন্দর্য প্রকাশ পায়।
দুঃখ কে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।কারন দুঃখ কষ্ট মানুষকে সুখের পথ দেখায়।আজ যে কষ্টের দিন কাটিয়ে নিজেকে দুঃখী ভাবছেন।এমন ও হতে পারে এই দুঃখ নিয়ে আসছে আপনার জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ।যদি আপনি নিজেকে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন।
🌿“ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। “
🥀👨🍳👨🍳শিক্ষকের আসনে প্রথমবার 👨🍳🥀🥀
আমার এক ওস্তাদের মাধ্যমে একটা মাদ্রাসায় আমার চাকরি হলো,তারপর নতুন চাকরিতে জয়েন করলাম, এ সম্পর্কে আমার পূর্ব অবিজ্ঞতা নেই,
নতুন মাদ্রাসা,🕌 নতুন ছাত্র,প্রথম প্রথম বুজে উঠতে একটু কষ্ট হয়েছে পরে অবশ্য আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে, ভালোই কাটতে ছিল আমার দিন রাত, দেখতে দেখতে সমানে চলে আসলে রমাজান মাস,রমজানে মাদ্রাসা বন্ধ থাকে, তাই আমি বাড়িতে চলে আসলাম, তারপর,তারবির নামজের জন্য এক জাগায় ইন্টারভিউ দিলাম, আল্লাহর রহমতে আমার তারবীহ ও ঠিক হলো, কিন্তু বিপত্তি ঘটলো তারবীর ২দিন আগে খবর আসলো এবার নাকি ঐ মসজিদে 🕌খতম তারাবি হবেনা, করোনার কারনে।কি আর করা হয়তো এটা আমার কপালে লিখা ছিলো,
তারপর ভাবলাম রমজান মাস কি ভাবে কাজে লাগানো জায়, তারপর ভেবে চিন্তে ঠিক করলাম কম্পিউটার 🖥️কোর্স করবো যেই ভাবনা সেই কাজ
ভর্তি হয়ে গেলাম কম্পিউটার ক্লাসে,তারপর সেখানে রমজান মাস পুরা কম্পিউটার শিখলাম গ্রাফিক্স ডিজাইনের উপর,
~~~~~~~~~~
“একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে, তারচেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে- যারা সফল হয়, তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মত আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিনত হয়। আমরা যদি মনে প্রানে বিশ্বাস করি যে আমি সফল হব তবে সফলতার পথে যতই বাধা আসুক না কেন সেটা অতিক্রম করা কোন ব্যাপার নয় মনের শক্তি মানুষের আসল শক্তি এই শক্তির সঞ্চার করা সম্ভব হয়েছে প্রতিদিনের সেশন ক্লাস থেকে মূলত জীবনে আমরা আমাদের বাহ্যিক কাজে কতটা সফল হব তা প্রমাণ হবে আমাদের ব্যবহার আচরণে তবে যাই হোক না কেন আমাদেরকে লেগে থাকতে হবে কাজকে ভালোবেসে---।
🌷এখানে এসে যা কিছু পেলাম ও শিখলাম🌷
স্যারের অক্লান্ত পরিশ্রম সততা ও নিষ্ঠার সাথে তিল তিল করে যে স্বপ্নের ফাউন্ডেশন গড়ে তুলেছেন,আজ আমরা সেই ফাউন্ডেশনের গর্বিত সদস্য,সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ।এই প্লাটফর্মে লক্ষ লক্ষ ভালো মানুষ পেয়েছি বাংলাদেশের আনাচে-কানাচে তথা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত যাদের আমরা চিনিনা জানিনা অথচ আজ তাদের সাথে আমাদের সবার একটা নেটওয়ার্কিং অর্থাৎ সুসম্পর্ক সৃষ্টি হয়েছে সেটাই আমাদের প্রাপ্তি ।
একটা সময় আমরা নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে হারিয়ে হতাশায় ভেঙে পড়েছিলাম আজ সেই আমরাই নতুন করে বাঁচার স্বপ্ন দেখি, এটাই তো প্রাপ্তি,যে বয়সে ছেলেমেয়েরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় , নেশার অন্ধকার জগতে হারিয়ে যায়, আজ সেই বয়সের তরুণ তরুণী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে।
এখানে এসে আরো পেলাম সবার কাছ থেকে সহযোগিতা, এখানের সব আপু ভাইয়ার সবার প্রতি খুবই আন্তরিক, আরো পেলাম নিজেকে নিয়ে ভাবার অন্য এক নতুন দুনিয়া, শিখলাম কি ভাবে সবার সাথ সবালিল ভাবে কথা বলতে হয়,কি ভাবে একজন সফল উদ্যোগতা হওয়া যায়, এবং কথা বলার জড়াতা
কি ভাবে কটাতে হয় সব মিলিয়ে খুবই ভালো একটা প্লাটফর্ম,
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১৩
Date:- ০২/০১/২০২২ইং
🥀নাঈমুল হাসান(বিপ্লব)
🥀কমিনিটি ভলেন্টিয়ার
🥀জেলা★লক্ষীপুর
🥀থানা★রামগন্জ
🥀ব্যাচ★১৫
🥀রেজিঃ★৬৭৬৫০
💻বর্তমানে কাজ করছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে
🧭পেইজ লিংক https://www.facebook.com/Alif-Graphics-design-100780982356827/