বদলে যাওয়া জীবনের গল্প
"আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ"
আশা নয় বিশ্বাস আল্লাহর অশেষ রহমতে ভালোবাসার পরিবারের ভাই বোনেরা সবাই অনেক ভালো আছেন।
🟣আজ বলব নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের প্রিয় মেন্টরের স্লোগান গুলো থেকে শিক্ষা নিয়ে আমার জীবনের মোড় কত খানি পরিবর্তন হয়েছে।কত টুকু উন্নতি করতে পেরেছি নিজের।নিজের বদলে যাওয়া শেয়ার করব সবার সাথে।
#জীবনের_সব_চেয়ে_বড়_বিনিয়োগ_হচ্ছে_সততা_ও_কমিটমেন্ট
এই স্লোগান টা থেকে শিক্ষা নিয়ে আজ আমি আমার বিজনেসে শুধু মূলধন বিনিয়োগ করছি না। সবার আগে বিনিয়োগ করছি আমার সততা আর ও কমিটমেন্ট কে।আমরা যদি সততা ও কমিটমেন্ট ঠিক রাখি তাহলে অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসবে আমাদের মূলধন দিতে।আমার উদ্যোক্তা জীবনও খুব বেশি টাকা বিনিয়োগ করে শুরু করি নাই।এই ফাউন্ডেশনে আসার আগে আমি ভয় পেতাম যে টাকা বা মূলধন ছাড়া কি ভাবে শুরু করব।তখন এই স্লোগান টা আমাকে বলার মত কেউ ছিলো না।কিন্তু ভালোবাসার প্লাটফর্ম এ এসে প্রিয় স্যার এই স্লোগান টা আমাকে অনেক ভিতর থেকে নাড়া। নিজের সাথে নিজে কথা বলি এবং সততা ও কমিটমেন্ট কে কাজে লাগিয়ে খুব কম টাকা দিয়ে উদ্যোক্তা জীবনের সূচনা করি।আলহামদুলিল্লাহ আজ আমি অনেক সাড়া পাচ্ছি।
#স্বপ্ন_দেখুন_শুরু_করুন_সাহস_করুন_এবং_লেগে_থাকুন_সফলতা_আসবেই
প্রিয় মেন্টরের এই প্রিয় স্লোগান টি পরিবর্তন করেছে লাখো তরুন তরুনীর জীবন। যারা শুধু স্বপ্নই দেখেছে শুরু টা করার সাহস পাইনি তারা আজ শুরু করে লেগেও আছে। আবার অনেকে লেগে থাকার ফলে সফলতাও লাভ করেছে।
#স্বপ্ন সেটা যেটা আমাকে /আপনাকে ঘুমাতে দেই না
স্বপ্ন সেটা নয় যেটা আমি / আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি
আমার স্বপ্ন টা আমি দেখেছি ঠিক কিন্তু শুরু করতে ভয় পেয়েছি।তাই শুরু করা হলো না।কিন্তু এই স্লোগান টা দেখে আমার শুরু করার স্পীহা অনেক গুন বেড়ে যায়।আর আমার মত একটা ভিতু মেয়েও সাহস নিয়ে শুরু করে দি। লেগে থাকার বিকল্প কিচ্ছু নাই।অনেক বাধা বিপত্তি আসবে। সব পার করে এগিয়ে যেতে হবে।স্যার এর স্লোগান থেকে শিক্ষা নিয়ে সাহস করে শুরু করেছি এবং লেগে আছি। ইনশাআল্লাহ সফল হব একদিন।কারন আমার স্বপ্ন আমাকে এখন ঘুমাতে দেই না।সফলতার সুঘ্রাণ পাচ্ছি।সবার দোয়া ও ভালোবাসা পেলে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ।
#জীবনে_বলার_মত_একটা_গল্প_থাকার_দরকার
জীবনে কখনও কেউ এই কথা গুলো ভেবেছেন?? আমি ভাবিনি। কখনও ভাবিনি জীবনে এমন একটা গল্প তৈরি করব যেটা অন্যদের বলতে পারব।কেউ শুনে অনুপ্রাণিত হবে।কেউ আমার গল্প টা বলে গর্ব বোধ করবে।কিন্তু এই স্লোগান থেকে শিক্ষা নিয়ে স্বপ্ন দেখি আমারও একদিন নিজের বলার মত একটা গল্প হবে।এই স্লোগান টা যদি না হতো কখনও নিজের বলার মত গল্প তৈরি করার জন্য ভাবতাম না।যারা ভেবেছেন তাদের আজ বলার মত গল্প আছে এবং কি যারা সফল হয়েছেন তাদের জীবন গল্প আমরা সব সময় শুনি।তাই তো প্রিয় স্যার Utv লাইভে আমাদের এতো এতো সফলতার গল্প শুনান৷ যেখানে গিয়ে নিজের বলার মত একটা গল্প বলার জন্য অপেক্ষা এবং কাজ করে যাচ্ছে আমার মত অনেক স্বপ্ন ভাজ তরুন তরুনী।ইনশাআল্লাহ আমিও একদিন সবার মুখ উজ্জ্বল করে utv লাইভে গিয়ে নিজের গল্প টা বলব।
#জীবনে_অন্তত_৫_টা_বছর_৯থেকে৫টা_ভুলে_যেতে_হবে
স্লোগান টা দেখে প্রথমে বুজি নাই কি বুজানো হয়েছে ভাবতেছি ৯-৫ টা কি ভুলতে বলছে স্যার 🤔কয়েক দিন সেশন ক্লাস করে এই স্লোগান নিয়ে সবার বিশ্লেষণ শুনে বুজলাম স্যার কি বুজাতে চেয়েছেন।আমার মত নতুন অনেকে হয়তো বুজে নাই। আমাদের উদ্যোক্তা জীবনের প্রথম ৫ টা বছর আমরা ৯-৫ টা যে অফিস টাইম কাজ করি তা ভুলে যেতে হবে।যতক্ষন হাতে কাজ থাকবে করতে হবে।আমি কাজ চুরি করলে আমারই লস হবে। সেই শিক্ষা নিয়ে আমি রাতেও কাজ করি।ভুলে গেছি ৯-৫টা।
#জীবনে_সফলার_৪স_সুশিক্ষা_সুস্বাস্থ্য_সুখ_সম্পদ
💜এই স্লোগান দেখে যে কেউ ভাববে কি বলছে স্যার মাথার উপর দিয়ে গেলো।জীবনে সফলতার জন্য বুজি ৪ টা স লাগে🤔জ্বি হ্যাঁ গভির ভাবে ভাবেন আসলেই এই ৪ টি স তেই লুকিয়ে আছে আমাদের সফলতা।আমরা সবাই শিক্ষিত কিন্তু সুশিক্ষিত কত জন আছি।নিজেকে শিক্ষিত না সুশিক্ষিত ভাবতে হবে।তারাই সুশিক্ষিত যারা নিজে এক বড় নয় অন্যদের নিয়ে বড় হওয়ার চেষ্টা করে।আমি আগে অন্যদের কথা তেমন একটা না ভাবলে এখন ভাবি।কারো সাথে পরিচয় হলে চেষ্টা করি কি ভাবে তাকে এই প্লাটফর্ম এর সাথে যুক্ত করতে পারব।কিভাবে তাকেও এগিয়ে নেওয়া যায়।
💜আগে কখনও নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা করতাম না।এখন আগে স্বাস্থ্যের কথা ভাবি কারন আমার শরীর ভালো না থাকলে কাজ গুলা কে করবে।তাহলে সফলতার জন্য এতো কষ্ট করে আমার লাভ কি হলো।তাই নিজের কথাও ভাবতে শিখে গেছি।
💜সুখ সেটা তো একটা অনুভুতি। স্যার এখানে অনেক অনেক টাকা থাকলে সুখ আছে বা হবে সেটা বুজান নাই।অল্প টাকায় বা সম্পদেও সুখী হওয়া যায়।আমার বাবা আগে আমাকে ২০০০৳ দিলেও এতো খুশি হতাম না যে খুশি টা বর্তমানে আমার কাজ থেকে ৫০০৳ পেয়ে হই।সত্যি অন্য রকম অনুভব করি।আমি ইনকাম করতে শিখেছি।তখন বাবার কষ্ট টা বুজি।আর এইটাই আমার সুখ।
💜সম্পদ বলতে কিন্তু স্যার অনেক জমিজামার মালিক বা টাকার মালিক হতে হবে বুজান নাই।যত টুকু সম্পদ হলে আমরা সুখে থাকতে পারব তাই বুজিয়েছেন আমি মনে করি সুখে থাকলে অনেক অনেক সম্পদ লাগে না।নিজের চাহিদা অনুযায়ী হলেই আলহামদুলিল্লাহ। তবে অল্পতে খুশি হওয়া উত্তম। তাই নিজের চাহিদা গুলো দিন দিন কমিয়ে পেলছি।
#জীবনে_বড়_সফল_হওয়ার_জন্য_পজিটিভিটির_বিকল্প_নেই
আসলেই বড় হতে হলে আগে পজেটিভ চিন্তা করতে হবে।আমি নিজেও অনেক বেশি নেগেটিভ চিন্তা করতাম অন্যদের নিয়ে।স্যার শিক্ষা নিয়ে ধীরে ধীরে এই অভ্যাস টা ত্যাগ করতেছি।এখন কোনো ঘটনা ঘটলে আগে নিজেকে সেই জায়গায় দাঁড় করাই।এর পর চিন্তা করি।কারো কিছু দেখলে আন্দাজে কোনো ভাবনা পোষণ না করে নিজেকে তার জায়গায় বসিয়ে চিন্তা করলে নেগেটিভ চিন্তা আসবে না।সবাই চেষ্টা করব এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য।
#সময়_নিন_সময়_দিন_সময়_বদলাবে
স্লোগান টি যে কতটা কার্যকরী যারা সময় দিয়েছে তারাই জানে কত টা বদলে গেছে তাদের জীবন। আমি যে কোনো কাজে তাড়াহুড়া করতাম বেশি।সময় নিতাম না দিতামও না।কিন্তু হাতের কাজ করতে গিয়ে আমি বুজেছি কত টা সময় নিয়ে সময় দিয়ে কাজ করলে ভালো কিছু করা যায়।এখন অনেক ধৈর্যশীল হয়েছি।সব কিছু তে সময় দিতে পারি।
#মানুষের_জন্য_কাজ_করলে_জীবিকার_অভাব_হয়_না
আগে থেকে জানতাম অন্যের উপকার করলে আল্লাহ রহমত দেন। কখনও এভাবে ভাবিনি যে অন্যের জন্য কাজ করলে আমার জীবিকার ব্যবস্থা হয়ে যাবে।এখন প্রমাণ পাচ্ছি। আমি যাদেরই সামান্য হেল্প করেছি তারা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।আমি মনে করি আমি আমার দায়িত্ব টা পালন করেছি।স্যার এর শিক্ষা কাজে লাগিয়েছি। কিন্তু তারাই আমার ব্র্যান্ডিং করছে আমার অর্ডার বাড়িয়ে দিছে।ইনশাআল্লাহ সারা জীবন পাশে থেকে সাপোর্ট করবে।খোজ খবর হলেও নিবে।তাই আমরা কারো জন্য কাজ করতে কিপটামি করব না।
#বৃষ্টি_সবার_জন্য_পড়ে_কিন্তু_ভিজে_কেউ_কেউ
কতটা গভীরে গিয়ে চিন্তা করার মত একটা বাক্য।বৃষ্টি পড়তে দেখি কিন্তু ভিজে খুব কম মানুষ। তেমন নিজের বলার মত গল্প ফাউন্ডেশনে অনেক সদস্য আছে কিন্তু কয়জন স্যার এর শিক্ষা নিয়ে জীবন পরিবর্তন করেছে।বৃষ্টির মত আমাদের ফাউন্ডেশনের সদস্যের তুলনায় কম লোকই স্যার শিক্ষা নিতে পারছে বলেই সফল হয়েছে।তাই যারা ভিজবে তারাই পারবে।যারা না ভিজে উপভোগ করতে চাইবে তারা কিছুই পাবে না।আমরা ভিজেছি বলেই সফলতার আশা করি।
#সমস্যা_থেকে_বেরিয়ে_আসতে_পারে_কোনো_বিজনেস_আডিয়া
দৈনন্দিন জীবনে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই।যেগুলো মোকাবেলা করতে হিমশিম খেয়ে যায়।কারন সমস্যা টাকে সমস্যা হিসেবেই ভাবি।সমস্যাকে সম্ভাবনা মনে করলে বেরিয়ে আসে একটা বিজনেস আইডিয়া।আমাদের পরিবারের কেউ তেমন নকশি কাঁথা সেলাই করতে পারে। মূল সমস্যা সেলাই করতে পারলেও আঁকতে পারে না।এই জন্য কাঁথা সেলাই করতে মানুষের কাছে যেতে হতো।এই একটা সমস্যা।আমি কিন্তু আমার শখের কাজ বলে এই উদ্যোগ টা শুরু করছি। যেটা আমার শখও পূরণ করছে আমার স্বপ্নের দিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে।আমার একটা সমস্যারও সমাধান হয়েছে।এখন আর আমার পরিবারের কেইরে বাহিরে কারো কাছে কাঁথা সেলাই করতে যেতে হয় না।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১১
Date:- ৩০-৩১/১২/২০২১ইং
👩🎓আমি তাহামিনা আক্তার
🏅কমিউনিটি ভলেন্টিয়ার
🎗️ব্যাচঃ১৪
✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩
🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর
🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী
🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে
🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/