সকলের আগামী দিনগুলো নতুন ভোরের মতো স্নিগ্ধতায় ভরে উঠুক। Happy New Year 2022.
🕋বিসমিল্লাহির রাহ মানির রাহীম🕋
🥀নববর্ষের প্রথম দিনে প্রিয় ফাউন্ডেশনে আবেগ অনুভূতি, প্রাপ্তি, ভালোবাসা ও ভালোলাগা নিয়ে সংক্ষেপে কিছু লিখার চেষ্টা🥀
🥀 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি শত কর্ম ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও যার যার অবস্থানে সবাই ভালো, সুস্থ ও নিরাপদে আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।
🥀 আবেগ অনুভূতিঃ সেই ২০১৮ সালের জুন মাসে যখন প্রথম আমার চোখে পড়লো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের পেইজ। দেখি একটা সেশন দেওয়া হল, পড়তে লাগলাম এবং পড়তে পড়তে খুবই ভালো ও অনুপ্রেরণা পাচ্ছি যা অন্য কোনদিন পাইনি। জীবনে অনেক লিখা পড়েছি কিন্তু এই সেশনের মতো লিখাতো পড়া হয়নি। যাক বিস্তারিত পড়ে শেষ করলাম। এরপর নিচের দিকে আরও অনেক সেশন দেওয়া আছে, একে একে পড়তে লাগলাম। যতই পড়ি ততই মুগ্ধ হই। কিছুদিন যাবার পর প্রিয় ভালোবাসার প্লাটফর্মের নিয়মিত একজন ছাত্র হয়ে গেলাম। তারপর প্রথমেই পেইজে লাইক দিয়ে দিলাম এবং পরবর্তীতে কিছুদিন যাবার পর দেখতে পাই প্রিয় ফাউন্ডেশনের নামে একটি মেইন গ্রুপ আছে। সাথে সাথেই গ্রুপে জয়েন হয়ে গেলাম। এরপর থেকে শুরু হয়ে গেলো প্রিয় ফাউন্ডেশনের প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা। এরপর মনে মনে জানার খুব ইচ্ছে জাগলো যে এই মহৎ ফাউন্ডেশনের মতো গ্রুপ যিনি তৈরি করেছেন তাকে চিনার। সেশন পড়ার পাশাপাশি যখন দেখলাম গ্রুপে জনাব ইকবাল বাহার জাহিদ নামে একজন সন্মানিত ব্যক্তি প্রতিদিন পোষ্ট করেন। তখনই বুজতে পারলাম জনাব ইকবাল বাহার জাহিদ স্যারই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের তৈরি করার আসল কারিগর। প্রিয় ফাউন্ডেশনের খোজ পাওয়ার পর থেকেই কেন জানি নিজের মধ্যে ভালোলাগা, ভালোবাসা, পরিবর্তন, ভালো মানুষী চর্চা, মহৎ কাজ করা এসব কাজ করাটা বেড়ে গেলো। প্রিয় ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত হয়ে ভালো ভালো কাজ করার ইচ্ছে জাগে মনে, ভালো কিছু করতে পারলে মানুষের ভালোবাসাও অর্জন করা যায়। সুখ একটি মানবিক অনুভূতি। সুখ মনের একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।।
🥀 প্রাপ্তিঃ আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হল “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন। এই ভালবাসার প্লাটফর্ম আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। চলার গতি, সুন্দর একটা রাস্তা, আগামীর পথ চলার যথেষ্ট অনুপ্রেরণা। এই ফাউন্ডেশন না ফেলে হয়তো এখন অবস্থায় আছি সেটা কোন দিনই হয়ে উঠতোনা। আমি গর্বিত যে, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত ও একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পেরে। আরও গর্বিত যে, ইকবাল বাহার জাহিদ স্যারের মতো একজন সৎ মানুষের ছাত্র হতে পেরে, যিনি ফাউন্ডেশনের লক্ষ্য লক্ষ্য তরুন তরুণীর আইডল, মেন্টর, শিক্ষক, পরামর্শদাতা, উদ্যোক্তা তৈরির কারিগর, পদ প্রদর্শক, প্রিয় অভিবাবক। যিনি প্লাটফর্মে ভালো মানুষের ফাউন্ডেশনে আজ গ্রিনিজ বুক অফ ওয়াল্ডে নাম লিখিয়েছেন। প্রিয় প্লাটফর্ম থেকে প্রাপ্তির কথা লিখে শেষ করা যাবেনা, একেক করে যে শিক্ষা, দক্ষতা, ভালো মানুষী চর্চা, একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকা ও পাশাপাশি সবাইকে ভালো রাখা এটাও একটা অসাধারণ প্রাপ্তি। প্রিয় প্লাটফর্ম থেকে প্রতিদিন যে সেশন, আইডিয়া, অনুপ্রেরণামূলক পরামর্শ, দিকনির্দেশনা মূলক আলোচনা গুলা পেয়ে যাচ্ছি তা এক কথায় অসাধারণ প্রাপ্তি বলে মনে করছি। যা আর কোথাও এই সুযোগ গুলো পাওয়া যায়না। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও প্রতিদিন যে সময়টা প্রিয় স্যার দিয়ে যাচ্ছেন, এই সুযোগ-সুবিধে অন্য কোথাও বা কোন গ্রুপে আছে বলে আমার মনে হয়না। ফাউন্ডেশন এর বিষয়ে যদি লিখতে যাই তা আসলে কম হয়ে যাবে বা ভাষায় প্রকাশ করা ও এখানে লিখে শেষ করে পারবোনা।
🥀 ভালোবাসা ও ভালোলাগাঃ প্রতিটা মুহূর্ত প্রিয় স্যার ও প্রিয় ভাই-বোন ও সকল দায়িত্বশীল যে ভালোবাসা ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তা বলে/লিখেও প্রকাশ করা যাবেনা। সুখে, দুখে, ভালো, মন্দ বিপদে আপদে এবং কি প্রত্যেকটা সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এটাই আন্তরিকতা, ভালোবাসা, ভালোলাগার অনুভূতি। প্রিয় স্যারের পাশাপাশি প্রিয় ফাউন্ডেশনের ভাই-বোন ও সকল দায়িত্বশীল যে আন্তরিকতা বজায় রেখে এবং সন্মান জানিয়ে একে অন্যের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন তা অসাধারণ এক ভালোবাসা ও ভালোলাগার জলন্ত প্রমান। যা আমরা পোষ্ট করা মাত্রই দেখতে পাই যে লাইক/কমেন্টস করে যাওয়ার মাধ্যমে ভালোবাসার আত্মপ্রকাশ পায়। প্রিয় ভাই-বোনদের অনেকেই আছেন যে বিজনেস করতে গেলে আমাদের অনেক সময় অপরিচিতির কারনে ব্যবসা করা সুখকর হয়ে উঠেনা সেটার জন্যও প্রিয় স্যার একটি সুযোগ করে দিয়েছেন যে কিভাবে সবাই একে অন্যকে প্রমোট পোষ্টের মাধ্যমে পরিচিতি লাভ করা যায়। এটাও একটা ভালোবাসার, ভালোলাগার বহিঃপ্রকাশ।
🥀 ইংরেজি শুভ নববর্ষঃ সকালের সূর্যটা গোধূলি লগ্নে ডুব দিলো পশ্চিমাকাশের শেষ প্রান্তে। জীবন থেকে খসে পড়ল আরও একটি বছর। এভাবেই পুরাতন হারিয়ে যায় নতুনের ভিড়ে। একটি বছর ৩৬৫ দিন। শুরুতে মনে হয় অনেক দীর্ঘ, অথচ চোখের পলকে এক এক করে সময় চলে যায়।
🥀 করোনার থাবায় বিশের মতো বিষময় হয়ে উঠেনি। যদিও করোনা থেকে বিশ্ব এখনো মুক্তি পায়নি। তবুও চিকিৎসা বিজ্ঞান ও আল্লাহর অশেষ রহমতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে কম ছিল। এরফলে প্রাণ ফিরে পায় পৃথিবী। নতুন করে জেগে উঠে উচ্ছাস। পুরাতন বিদায় নেয় বলেই কি নতুন আসে, না নতুনের আগমনে পুরাতনকে বিদায় নিতে হয়। নতুন পুরাতন এর আসা-যাওয়ার চক্র, বহমান বলেই নতুন প্রভাতের অপেক্ষার প্রহর গুনি। পাওয়া না পাওয়ার হিসাবের খতিয়ান মিলানো ভার। প্রাপ্তি-অপ্রাপ্তির খাতা কখন থাকেনা শুন্য। যা যায় তার সবটাই কি যায়। কিছু রেখা এঁকে যায় স্মৃতির পাতায়। সবকিছু নিয়েই আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। এখনো বেঁচে আছি, সুস্থ আছি। এটাই জীবনের বড় প্রাপ্তি।সকলের আগামী দিনগুলো নতুন ভোরের মতো স্নিগ্ধতায় ভরে উঠুক। Happy New Year 2022.
🥀 নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের এর সন্মানিত প্রিয় ভাই ও বোন, যারা এখনো টিকেট সংগ্রহ করেননি তাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনাদের কথা চিন্তা করে মাঠ পর্যায়ে দায়িত্বশীল ও আজীবন মেম্বারদের বিশেষ অনুরুধে প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার উদ্যোক্তা মহাসম্মেলনের টিকিট নেয়ার সময় আরো ৮ দিন বাড়িয়েছেন। মহাসম্মেলনের টিকিট সংগ্রহ করার শেষ সময় ৮ই জানুয়ারী ২০২২ ইং তারিখ পর্যন্ত। তবে মহাসম্মেলনের সর্বশেষ প্রস্তুতি নেয়ার জন্য কোন সময় বাড়ানো হবে না। দয়া করে সবাই নির্ধারিত সময়ে আপনারা আপনাদের কাঙ্খিত টিকেটটি সংগ্রহ করুন।
🥀 পরিশেষে কৃতজ্ঞতা ও সালাম জানাচ্ছি জনাব ইকবাল জাহিদ স্যারের প্রতি। যিনি এই “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন তৈরি না করে দিলে হয়তো এই লিখাটা লেখার সুযোগ পেতাম না।
🌻প্রিয় ফাউন্ডেশনের খুবই গুরুত্বপূর্ণ কিছু স্লোগান আপনাদের কাছে তুলে ধরলাম যা আমি খুবই অনুপ্রেরণা পাই।
✅জীবনের সবচেয়ে বড় অর্জন একজন ভালোমানুষ হয়ে বেঁচে থাকা
✅বৃষ্টি সবার জন্যই পড়ে তবে ভিজে কেউ কেউ।।
✅জীবনে বলার মতো একটা গল্প থাকা দরকার।
✅জীবনের সবচেয়ে বড় অর্জন একজন ভালোমানুষ হয়ে বেঁচে থাকা।।
✅জীবনে ব্যস্ততা বলে কিছু নেই, সব কিছু প্রায়োরিটি।
✅জীবনে এগিয়ে যাবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নাই।
✅নিয়ম মানা একটা সৌন্দর্য্য।
✅জীবনের সফলতার ৪ "স" - সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ,
✅স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন সাফল্য আসবেই।।
✅চাকরি করবোনা, চাকরি দেবো
🌻 আমি চাকরি করার পাশাপাশি ভালবাসার প্লাটফর্ম থেকে অনুপ্রাণিত হয়ে অনলাইনে এবং অফলাইনে কাজ করছি বিভিন্ন পোশাক আইটেম নিয়ে। আমার বিজনেস পেজের নাম ফেব্রিকন গ্যালারি। আশা করছি ভালোবেসে সবাই পাশে থাকবেন। সবার জন্য দোয়া ও শুভ কামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১২
Date:- ০১/০১/২০২২ইং
RaFiquL IsLaM
ব্যাচ নং: ৩য়
রেজি.নং: ২০৭৯৩
উপজেলাঃ রামগড়
জেলা: খাগড়াছড়ি পার্বত্য জেলা
বর্তমান অবস্থানঃ বনানী আবাসিক এলাকা, ঢাকা
ফোনঃ ০১৭২৯ ৪৫৮২৩৬
স্বত্বাধিকারীঃ Fabricon Gallery