আমার প্রাপ্তি। 🌿🌹
🪴🪴🪴বিসমিল্লাহির রাহমানির রাহিম।💐💐💐💐💐
নিজের বলার মত গল্প ফাউন্ডেশন আজ 1460 দিনে পদার্পণ করল।
প্রিয় মেন্টর বলেছেন নিজের অনুভূতি প্রকাশ করার জন্য এবং প্রাপ্তির কথাগুলো তুলে ধরার জন্য।
আল্লাহর দরবারে শুকরিয়া আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন সুস্থতার হায়াত দিলেন ভালো কাজ করা এবং ভালো ফাউন্ডেশন এর সাথে যুক্ত থাকার মত তৌফিক দান করলেন।🙏
শ্রদ্ধার সাথে স্মরণ করছি। Iqbal Bahar Zahid স্যার কে যার অক্লান্ত পরিশ্রম এবং পরামর্শের মাধ্যমে আমার মত হাজার তরুণ তরুণী পথ চলার পাথেয় খুঁজে পায়💕💕
🎊আমার অনুভূতি। 💦💦
দেখুন সুখের অনুভুতি এমন একটা বিষয় যেটা সকল মানুষের সাথে জড়িয়ে আছে। শিশু কিশোর জোয়ান বৃদ্ধা এবং কি পাগলের একটা অনুভূতি থাকে। অর্থাৎ যার যার অবস্থান এবং ব্যক্তি হিসেবে তার তার অনুভূতির জায়গাটা ভিন্ন হয়ে থাকে।
ফাউন্ডেশনের একবারে প্রথম থেকে আছি বলে আমার অনুভূতিটা আর দশটা মানুষের মতো হবে না। একটু ভিন্ন ধরনের অনুভূতি আছে আমার। আজকে যারা ফাউন্ডেশনে আছেন তারা সবকিছু কত সুন্দর সাজানো-গোছানো ভাবে পেয়েছেন। কিন্তু এই ফাউন্ডেশন হুট করে এত সুন্দর সাজানো বসানো হয়নি। বহু পরিশ্রমের ফসল হাজার তরুণ-তরুণীর আত্ম প্রচেষ্টার ফসল হিসেবে আজকের এই ফাউন্ডেশন দাঁড়িয়ে। আর এই সব কিছুর নেপথ্যের কারিগর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।
তাই আজকে নববর্ষের প্রথম দিনে ফাউন্ডেশন এর সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের কে জানাচ্ছি অভিনন্দন। এবং দোয়া করি বিগত বছরের গুনাহ গুলো আল্লাহ খমা করে দেও। নতুন বছরে আল্লাহর এবাদত বেশি করার তৌফিক দান করুক আমিন।
💐💐💐💐আমার প্রাপ্তি। 🌿🌹🌹🌹🌹
আমাকে যদি আপনি প্রশ্ন করেন কি পেয়েছেন এ ফাউন্ডেশন থেকে??
আমি জবাবে আপনাকে বলতে পারি কি পাইনি!!!!
যার কারণ হলো আমার মত একটা স্টুডেন্ট কখনো স্বপ্ন দেখেনি ইতিপূর্বে সে পড়াশোনা করা অবস্থায় ব্যবসা করবে।
আমার মত একটা স্টুডেন্ট স্বপ্নেও ভাবতে পারেনি তার পার্সোনাল ব্র্যান্ডিং হবে সারা বাংলাদেশে তাকে চিনবে।
আমার মত নগন্য একজন ব্যক্তি কখনো এটা ভাবতে পারিনি যে সোশ্যাল মিডিয়ার সু ব্যবহারের মাধ্যমে অন্যের উপকার করতে পারবো এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরীর ক্ষেত্রে সহযোগিতা করতে পারব।
ইতিপূর্বে আমি ভাবতাম আমাকে দিয়ে কী হবে??
ফাউন্ডেশন এর বদৌলতে আজকে আমি সমাজে বলিষ্ঠ কণ্ঠে বুক উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি আমাকে দিয়ে কোন কাজ হবে না। আমি সমস্ত কাজের জন্য প্রস্তুত।
এবার চিন্তা করেন এ ফাউন্ডেশন আমাকে কি না দিয়েছে আমি মনে করি যতটুক পাওয়া ছিল আমার তার চেয়ে অনেক বেশি এই ফাউন্ডেশন আমাকে দিয়েছে।
🌟🌟🌟🌟🌟স্পেশালি পাওনা। 💥💥💥💥
ফাউন্ডেশন এর দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট হিসেবে সবচেয়ে বড় অর্জন হল আমার স্বপ্নের ব্যবসাপ্রতিষ্ঠান। আইটি আই টি কম্পিউটার শেখপুরা এ প্রতিষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহপাক আজকে আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এবং আমাকে খুব বেশি চিন্তা করতে হয় না যে আমি চাকরি না পেলে কি করব হতাশায় ভুগতে হচ্ছে না আমার। কারন আমার একটা ব্যবসাপ্রতিষ্ঠান আছে দিনশেষে ওখান থেকে আল্লাহর রহমতে কিছু ইনকাম আসবে তা দিয়ে ডাল ভাত খেয়ে দুনিয়া থেকে যেতে পারলে এটাই হবে আমার সার্থকতা।
তাই অনুভুতির কথা বলে এবং কি পেয়েছি ফাউন্ডেশন থেকে কথাগুলো যদি শুরু করি দীর্ঘ লাইন হয়ে যাবে কথা শেষ হবে না।
আজকে সংক্ষেপে বলে গেলাম এ ফাউন্ডেশনে আমি কি পেলাম। তবে আপনারা যারা আছেন স্যারের স্লোগানকে পুঁজি করে যদি লেগে থাকতে পারেন। তাহলে অবশ্যই সফলতার মুখ দেখবেন দুদিন আগে অথবা দুদিন পরে।
❤️❤️❤️এছাড়াও পেয়েছি। ❣️❣️❣️❣️
🪴মানুষের ভালোবাসা
🪴ভালো মানুষ হয়ে বেঁচে থাকার ফর্মুলা
🪴ব্যবসায়ী কাঠামো
🪴মানুষের সাথে পরিচিতি
🪴সততা, আরো বহু কিছু।
সর্বশেষ বলব যারা আছেন এবং সামনে যারা আসবেন তারা এখান থেকে পাবেন।
সঠিক মানুষ গড়ার দারুন নির্দেশনা।
এবং উদ্যোক্তা হওয়ার দারুন কিছু আইডিয়া।
মনে করেন যে কিছুই পেলেন না এরপরেও একটা জিনিস পাবেন তা হল। সমাজে ভালো মানুষ হয়ে বুক ফুলিয়ে বেঁচে থাকা।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১২
Date:- ০১/০১/২০২২ইং
মোঃ মাইন উদ্দিন
২/৩২৬৫
উপজেলা এম্বাসেডর রামগঞ্জ।
ফাউন্ডার:
Itcomputer