স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার জন্য সুখ বার্তা বয়ে নিয়ে আসুক।
💖 কৃতজ্ঞতা প্রকাশ
প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে যিনি এই করোনাকালীন সময়ে আমাদের সুস্থ্য রেখেছেন,ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জানাই এই সময়ের সেরা আবিষ্কারক কিংবদন্তি নায়ক, ম্যান্টর, ম্যাজিক ম্যান ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। আরো ধন্যবাদ জানাই আমার প্রিয় এই প্লাটফর্ম এর প্রতিটি কোর ভলেন্টিয়ার,জেলা এম্বাসেডর, উপজেলা এম্বাসেডর, কমিউনিটি ভলান্টিয়ার এবং আজীবন সদস্যবৃন্দদের কেও।
🥰 স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা
প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে। আর সে লক্ষ্যেই মানুষ এগিয়ে যায়। আমিও তার ব্যতিক্রম নই। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম বড় হয়ে পড়াশোনা শেষ করে একজন আদর্শ শিক্ষিকা হব। তাই হল। বিএ পাস করে শিক্ষকতা করলাম চার বছর। মাষ্টার্সে ভর্তি হয়েও শেষ করলাম না। আমাদের চাকরিজীবী পরিবার হওয়াতে আমিও মনে মনে ভাবতাম আমার জীবনসঙ্গীও যেন চাকরিজীবি হয়।
আমার বিয়ে হল 2004 সালে। পাত্র বিয়ের আগে সিটি ব্যাংকে চাকরি করতো। চাকরি ছেড়ে দিয়ে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে জাপানের দুই-দুইবার পাড়ি জমায়। কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাতে পারে?প্রায় 12 লক্ষ টাকা নিয়ে আদম বেপারী উধাও।
কথায় আছে, "পুত্রশোক ভোলা যায় কিন্তু টাকার শোক ভোলা যায় না।" অনেক পরে শাড়ির ব্যবসাতে আসে।
আমি বিয়ের পরে চাকরি ছেড়ে দেই বাচ্চা ছোট বলে। বাড়িতে টিউশনি করতে থাকি। বেশ ভালোই চলছিল আমাদের ছোট খাটো সংসার। 2007 সালে আমার প্রিয় বাবা আমাদের এতিম করে চলে যায় না ফেরার দেশে। মাকে আঁকড়ে ধরি। সেই প্রিয় মাও আমাদের বাসায় বেড়াতে এসে 2017 সালে চলে যায় না ফেরার দেশে। এই ব্যাপারটা যেন কোনোভাবেই মেনে নিতে পারিনা। ডিপ্রেশনে চলে যাই। অনেক দিন অসুস্থ ছিলাম।
🖤 গ্রুপে জয়েন হবার ঘটনা 🖤
2020 সালের ফেব্রুয়ারি মাসে Mahbuba Akter Sweeti আপা আমার মনের অবস্থা দেখে এই প্রিয় গ্রুপে। তারপর থেকে আমি যেন জীবনের মোড় ঘুরিয়ে নিলাম রেজিষ্ট্রেশন করিয়ে দেয়। এখন কিভাবে সময় চলে যায় নিজেই বুঝিনা। এত ভালো মানুষের সন্নিধ্য আমাকে যেন নতুন করে স্বপ্ন দেখাতে সাহায্য করছে। আর স্যারের কথা তো বলে শেষ করাই যাবে না। প্রিয় স্যারের প্রতিটি শেষন আমার কাছে মনে হয়েছে প্রতিটি শেষনি যেন আমাকে উদ্দেশ্য করে লিখেছেন। এত উৎসাহ উদ্দীপনা সামনে এগিয়ে যাবার পথ প্রদর্শক। কোনোদিন ভাবিনি চাকরি ছাড়া কলা বিভাগ থেকে পড়াশোনা করে ব্যবসা করবো। মানুষের সামনে গিয়ে কমা বলতে পারতাম না। লজ্জা,ভয়-শংকা বাধা হয়ে দাঁড়াতো। সেই আমি আজ অনর্গল কথা বলতে শিখেছি। কথা বলার জড়তা কেটে যাচ্ছে। মানুষের শেখার কোনো শেষ নেই। আমিও সেই 13 তম ব্যাচ থেকে প্রতিদিন শেষন চর্চা করে যাচ্ছি। খুবই ভালো লাগার জায়গা এটা। এখন একটার পর একটা ব্যবসায়িক আইডিয়া মনের মধ্যে উঁকি দেয়। আফসোস এর ব্যাপার একটা তা হলো জীবন থেকে কতটা বছর পার হয়ে গেছে। আরো আগে যদি ইকবাল বাহার জাহিদ স্যারের মতো মানুষের আগমন ঘটতো। তাহলে হয়তো জীবনের মোড় ঘুরে দাঁড়াতে। একটা সময় ছিল, যখন মনে করা হত গণিতে ভালো না হলে আর্টস নিয়ে পড়াশোনা করবে। আমিও তার বাইরে নই।
করোনাকালীন সময়
২০২০ সালে করোনাভাইরাস এর প্রভাবে আমাদের শাড়ির ব্যাবসা পুরাই লোকশান। আমার স্বামী মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে। আমি তাকে প্রতিনিয়ত আল্লাহর উপর ভরসা রাখতে বলছি এবং নতুন করে শুরু করতে বলছি। এটাও বলছি যে, তুমি এখনো শুরুই করনি। নতুন করে স্বপ্ন দেখ। ইনশাল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন।
🥰 স্যারের দেয়া শিক্ষা
"স্বপ্ন দেখুন, সাহস করুন,শুরু করুন এবং লেগে থাকুন। "
স্যারের এই স্লোগানগুলো যেন জীবনে চলার পথে নতুন করে বেঁচে থাকার শক্তি জোগায়। আধার শেষে যেমন আলো উদ্ভাসিত হয়, তেমনি দুঃখের পরে সুখ আসবে ইনশাআল্লাহ। আমি নিজেই নিজের উপর অবাক হয়ে যাই কোথা থেকে আমি এত শক্তি-সাহস, উদ্দীপনা ও ধৈর্য পাই! তার উত্তর হলো আমাদের প্রিয় প্লাটফর্ম ও স্যারের শিক্ষা। লেগে থাকার কোনো বিকল্প নেই।
😊 আমার স্বভাব
ছোটবেলা থেকেই একটু শান্ত, ধৈর্যশীল এবং পড়াশোনার প্রতি খুব আগ্রহী ছিলাম। একারণে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির লোকজন এর কাছে আদর ও ভালোবাসার কমতি ছিল না। আমার বেশ মনে আছে, ২০০৪ সালের ১৬ ই জুলাই আমার বিয়ের দিন বিদায় হওয়ার সময় যখন আমি কান্নায় ভেঙে পড়ছিলাম, তখন আমার শ্বাশুড়ি মা আমাকে জরিয়ে ধরে বলেছিল যে, কান্না করিস না তুই আমার আরেকটি মেয়ে। আমার বাড়িতে গেলে দেখবি কত ভালো লাগবে। সত্যি আদর ভালোবাসার কোনো অভাব ছিল না।
😔 Critical Situations
স্বপ্ন দেখতে সবারই ভালো লাগে। তবে স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়ন করা দুটো দুই জিনিস। স্বপ্ন দেখা শেষ করে সাহস করে শুরু করতে লাগলাম। এখন শুধু লেগে থাকার ব্যাপার। আমি সবসময় আল্লাহর কাছে শুধু বলি, "হে আল্লাহ বিপদে আমি যেন, ভয় না পেয়ে ধৈর্য ধরে আপনার উপর ভরসা করে থাকতে পারি। আমার স্বামী যখন রাতে বাসায় ফিরে তখন তার মানসিকভাবে ভেঙে পড়া মনটাকে ধীর স্থীর থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থণা করি। আমার স্বামী বলে বাসায় এসে তোমার কথা শুনে মনটা প্রশান্তিতে ভরে যায়। সাহস পাই। নতুন করে স্বপ্ন দেখি। কিন্তু মার্কেটে গেলে নানাজনের নানা কথা শুনে মনটা বিষাদ এ ভরে যায়।😔 এই ডিসেম্বরে তাকে এই গ্রুপে রেজিষ্ট্রেশন করিয়ে দেই। আমাদের এই প্রিয় প্রাণের গ্রুপ মানসিক প্রশান্তির জায়গা একটা। ভেঙে পড়লে চলবে না। সামনে অনেকটা পথ আমাদের পারি দিতে হবে। নতুন করে শুরু করতে হবে আমাদের এই পথ চলা। কথায় আছে, "যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক ও রতন।"
যেকোনো কাজ ধৈর্য্য সহকারে করতে হবে। লেগে থাকার কোনো বিকল্প নেই। আমার ধীর বিশ্বাস আমার এই সাময়িক সমস্যা থাকবে না চিরকাল। আবার আমি আমার কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। তা শুধু সময়ের ব্যাপার। স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন চিরকালের, চিরদিনের। অভাবের তারনায় ভালোবাসা যেন জানালা দিয়ে পালিয়ে না যায়। করুণা বা দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। চাই সম্মান নিয়ে বেঁচে থাকতে। নতুন নতুন স্বপ্নগুলো আমাকে দেয় না। আমি কাজ পাগল মানুষ। আমাকে কিছু করতেই হবে। এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমার আগামীর পথ চলা। কত নির্ঘুম রাত কাটে আমার। কবে আমি আমার স্বপ্নগুলো বাস্তবে পরিণত করতে পারব? জীবন থেকে কতটা সময় চলে গেল! সেই চাওয়া পাওয়ার হিসাব না হয় নাই করলাম। আমি এখন এবং আগামীতে কি করব সেটাই বড় ব্যাপার।
🤗ইতিকথা
পরিশেষে বলবো, আমার প্রিয় ভাই ও বোনেরা আমার পাশে থেকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ। আমার এই লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে বা না জেনে কারো মনে কষ্ট দিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় এই প্লাটফর্ম এর কারণেই আজকে আমার এই অগোছালো কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার সুযোগ হয়েছে। এজন্য স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্যারকে এবং স্যারের পরিবারকে আল্লাহ সুস্থ রাখুক এবং দীর্ঘ নেক হায়াত দান করুক। আমিন।
আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১২
Date:- ০১/০১/২০২২ইং
ফেরদৌসি আক্তার
ব্যাচঃ১৩
রেজিষ্ট্রেশনঃ৬০২২৪
জেলাঃনারায়ণগঞ্জ সদর
আমি কাজ করছি দেশিয় শাড়ি, চুলের হারবাল তেল, মেয়েদের থ্রি-পিস এবং হোম মেইড খাবার নিয়ে।
পেজের লিংকঃhttps://www.facebook.com/Nuna128/