আলাদিনের যাদুর প্রদীপ
আসসালামু আলাইকুম
আশা নয় বিশ্বাস আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
নতুন আশা নতুন প্রান
নতুন সুরে নতুন গান।
নতুন জীবনের নতুন আলো,
নতুন বছর কাটুক ভালো।
শুভ নববর্ষ 2020
প্রিয় প্লাটফর্মের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
❣️❣️নতুন বছরের সাথে সাথে আজ প্রিয় প্লাটফর্ম #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন এর #৪র্থ_প্রতিষ্ঠা_বার্ষিকী আলহামদুলিল্লাহ। প্রিয় স্যারের কাছে কৃতজ্ঞ ভালোবেসে আমাদের এতো বিশাল একটা প্লাটফর্ম উপহার দেওয়ার জন্য। আমি গর্বিত এই প্লাটফর্মে আজীবন সদস্য ও প্রিয় মেন্টরের ছাত্রী হতে পেরে।।
📣📣🔴আজ প্রিয় প্লাটফর্ম জন্মবার্ষিকীতে আজ আমার ৪৫৫ তম দিন পথচারণার অনুভূতি শেয়ার।
আমি সাথী আক্তার ১২ তম ব্যাচের রেজিষ্ট্রেশনকৃত একজন গর্বিত ভলান্টিয়ার। যাত্রাটা শুরু ছিলো ১১ ব্যাচে যদিও রেজিষ্ট্রেশন টা একটু লেট করা হয়। কিন্তু যুক্ত হবার পর থেকে গ্রুপে প্রিয় স্যারের সেশন গুলো নিয়মিত চর্চা করতে থাকি। অনলাইন জগৎ বিভিন্ন প্লাটফর্ম আরো আগে যুক্ত হই ভালো কিছু শেখার আশা কিন্তু সব জায়গায় টাকার প্রয়োজন টা একটু বেশি হয়ে দ্বারা। আমি এক সময় স্কুল শিক্ষিকা ছিলাম কিন্তু বর্তমান জীবন গৃহিণীই আমার প্রধান পরিচয়। চাকরি জীবন শেষ হবার সাথে সাথে নিজের স্বপ্ন গুলেকেও শেষ হয়ে গিয়েছিলো। ভেবেছিলাম আর হয়তো কখনো নিজের জন্য কিছু করা হবে না। নিজের স্বপ্ন গুলো মরিচিকা হয়ে গেলো।
❣️❣️অনলাইনে বেশি কিছু দিন যুক্ত থাকার পর খুজে পেলাম আমার জন্য তৈরী করা
🪔 #আলাদিনের_যাদুর_প্রদীপ
#নিজের_বলার_মত_একটা_গল্প ফাউন্ডেশন।
খুজেঁ পেলাম সেই প্রদীপের আশ্চর্য ক্ষমতার অধিকারী, ভালো মানুষ গড়ার কারিগর, আমার দেখা সেরা ম্যাজিক ম্যান প্রিয় মেন্টার Iqbal Bahar Zahid স্যার কে।
প্রিয় প্লাটফর্মকে কেন শুধু আমার জন্য বললাম। আসলে আমি যেন এমন একটাই প্রদীপ ও ম্যাজিক ম্যানকেই খুঁজতে ছিলাম।যে কিনা অন্যের সফলতার কথা শুনে নিজের রাতে শান্তিতে ঘুমানোর টেবলে হিসেবে গ্রহন করে।এমন ম্যাজিক ম্যান কোথায় খুঁজে পাওয়া যাবে। যে পরের সুখের জন্য মৃত্যুশ্যাযাও চিন্তা করে আমাদের সন্তানেরা কেমন আছে তারা কি সফলতার জন্য থেমে আছে। প্রিয় প্লাটফর্মের প্রত্যেকটি সদস্য কে যিনি নিজের সন্তান ও নিজের পরিবার মনে করে।যাদের দুঃখ কষ্টকে নিজের মনে করে সবসময় উৎসাহ,সাহস, অনুপ্রেরণা ও নতুন নতুন শিক্ষায় আরো বেশি জাগ্রত করে রাখে। আমি ধন্য আসলে এমন একটা প্লাটফর্মে যুক্ত হতে পেরে।
ম্যাজিক ম্যান আসলে আপনি জানেও না আপনার প্রতিটি কথা কতটা যাদুর মতো কাজ করে একজন সফল মানুষ ও ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। ছোট বেলা থেকে নিজেকে সফল হিসেবে দেখতে চেয়েছি সবসময় চিন্তা করছি পড়ালেখা করে ভালো চাকরি করবো জীবনে সফলতা অর্জন করবো। এক পর্যায়ে পড়ালেখা শেষ করে স্কুল শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন নিয়োজিত ছিলাম। কিন্তু সংসার আর সন্তান নামের কঠিন সত্যের কাছে সব স্বপ্ন বিলিন হয়ে যায় শুধু পড়ে রয় স্বপ্ন ভাঙ্গা মরিচিকাময় জীবন। সব আশা ছেড়ে সংসার আকরে পড়ে ছিলাম এতো দিন।ভাবচিলাম এটাই জীবন চরম সত্য একজন নারীর জন্য।
❣️❣️কিন্তু আমার সব ধারনা ভূল প্রমানিত হয় নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন যুক্ত হয়ে। জীবন টা এক মূহুর্তে পরিবর্তন হয়ে যায়। প্রিয় স্যারের সেরা উক্তি গুলো অনেক বেশি অনুপ্রাণিত করে থাকে আমাকে।আমি বিশ্বাস করি প্লাটফর্মের প্রতিটি মনে এই উক্তি গুলো শক্তি যোগায় সফল হবার। ফাউন্ডেশন যুক্ত হবার পর থেকে প্রতিটি সেশন আমাকে একটু একটু করে তৈরি করছে। দীর্ঘ দিন সংসার নিয়ে ব্যস্ত থাকায় কোন জ্ঞান চর্চা করা হয় নাই। কখনো একটা বইয়ের পাতা খুলে পড়ার সময় হয় নাই। যার ফলে একসময় নিজেকে একজন শিক্ষিত দাবি করতেও নিজের কাছে অবাগ লাগতো। কারণ যে আমি শিক্ষকতা করছি দীর্ঘদিন সে আমি ঠিক ভাবে নিজেকে পেজেন্ট করতে পারছি না। কথা বলতে ভয় হয়, লিখতে গিলেও মনে হতো এটা ভুল হচ্ছে, বানান কথা গুছানো হচ্ছে না আরো নানা সমস্যা নিজেকে গুটিয়ে রাখতাম।
কিন্তু ফাউন্ডেশন আমাকে মুক্ত বিহঙ্গের মতো উড়তে শিখিয়েছে।
চলতে শিখিয়েছে সাহস করে একা একা।
স্বপ্ন দেখিয়েছে আবার নিজেকে নতুন ভাবে তৈরি করার। সেই সাহস নিয়ে আমি আজ বলতে পারি।
আমি নারী, আমি জয়ী
আমি নারী, আমিই সব পারি।
যে নারী সংসার করে সে নারী আবার দেশ জয় করে। দরকার শুধু সাহস, শুরু করা লেগে থাকা, ও সফলতার জন্য কঠিন পরিশ্রম করা। প্রিয় স্যারের কাছে কৃতজ্ঞ আমাকে নতুন জীবনের সন্ধান দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ এতো চমৎকার একটা প্লাটফর্ম তৈরী করার জন্য। ফাউন্ডেশন যুক্ত না হলে আসলে বুঝতে পারতাম না। জীবন মানে সংগ্রাম আর সফল না হওয়া পর্যন্ত লেগে থাকার নামই জীবন। প্রিয় স্যারের সাথে সাথে আরো একজন কে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আজকের ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আমার ৪৫৫ দিনের এই যাত্রা যার কারনে শুরু হয়েছে কেরানীগঞ্জ জোনের প্রিয় @Md.Al Monir প্রিয় ভাইয়ের সহযোগিতা করার জন্য এতো তারাতারি আমার নতুন জীবন টা গুছিয়ে নিতে পেরেছি।
❣️❣️ফাউন্ডেশন থেকে পরিবর্তনঃ
ফাউন্ডেশনে যুক্ত হবার পর থেকে একটা বিষয় সবচেয়ে বেশি ভালো লাগতো সকল কিছু প্রশিক্ষণ বিনামূল্যে করা হয়।আমার মতো গৃহিণীর জন্য এটা আকাশ কুসুমের মতো পাওয়া ছিলো। তাই যুক্ত হবার পর থেকে দেরি করিনি একটি দিনও নিজেকে তৈরি করার জন্য। প্রতিনিয়ত চেষ্টা করছে ফাউন্ডেশনের প্রতিটি ভলান্টিয়ার কাজের সাথে থাকতে শিখার জন্য। ভালোবাসার ফাউন্ডেশন আমাকে আবার লিখতে শিখিয়েছে।জীবন টা কে নতুন করে বুঝতে শিখিয়েছে। নতুন ভাবে নিজেকে সফল করার জন্য আবার নতুন যাত্রা শুরু করি উদ্যোক্তা জীবন। এখনো শিখচ্ছি স্যারের কাছ থেকে। কিছু প্রতিবন্ধকতার কারনে এখন সফল হতে না পারলেও শিখে গেছি সফল হবার জন্য ধৈর্য ধরে লেগে থাকতে হয়।
❣️❣️আজ আমার ৪৫৫ তম দিনের এই পথচলা শুরু মাত্র। এখান থেকে ইনশাআল্লাহ আমি সফলতা অর্জন করবো।সে পর্যন্ত শুধু লেগে থাকা,জ্ঞান চর্চা ও ভালো মানুষ হবার চেষ্টা করে যাওয়া। আল্লাহ পাক আমার প্রতি সহায়ক হোন। দয়াময় আমাকে সফল হবার তৈওয়াফিক দান করুন। আমিন
পরিশেষে প্রিয় স্যারের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন একটা জীবন আমাকে উপহার দেওয়ার জন্য। আল্লাহ পাক আপনার নেক হায়াত দান করুন।আমাদের মাঝে আরো আরো অনেক বছর আপনাকে বাঁচিয়ে রাখুন। আপনার দ্বিতীয় জন্মের সার্থকতা যেন হয় আমাদের মতো স্বপ্নবাজদের স্বপ্ন পূরনের সফলতা দিয়ে। আল্লাহ পাক সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন সব সময় আপনাকে ও আপনার পরিবারের সবাইকে। আমিন আমিন আমিন। আমার জন্য দোয়া করবেন প্রিয় স্যার আপনার শিক্ষা নিয়ে যেন সফল হতে পারি। অনেক অনেক ভালোবাসা প্রিয় স্যার।প্রিয় প্লাটফর্ম ও আপনার কাছ থেকে কি পেয়েছি তা লিখতে গেলে দুচোখ বেয়ে পানি চলে আসে😪😪
প্রিয় স্যার বলে বুঝানোর ভাষা নাই নতুন জীবন টা কিভাবে সাজিয়েছি, কতটা সাহসী হয়েছি আজ নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য, কত টা সংগ্রামী আজ নিজের বলার মতো একটি গল্প তৈরী করার জন্য। আপনার দোয়ার দরখাস্ত রইল। ২০২১ সালে সেরা একটা মূহুর্ত হলো নভেম্বর মাসের ৯ তারিখ প্রথম বার আপনার সাথে দেখা করার সুযোগ হয়। প্রথমবার আপনাকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি খুব বেশি আনন্দে। ইনশাআল্লাহ আবার দেখা হবে মহা সম্মেলনে। দোয়া রইলো প্রিয় স্যার ভালোবাসা অবিরাম।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১২
Date:- ০১/০১/২০২২ইং
✳️আমি সাথী আক্তার
✳️কমিউনিটি ভলান্টিয়ার
🏆টপ 20 ক্লাব মেম্বার
✳️ব্যাচঃ১২
✳️রেজিঃ৩৭৯৫৫
✳️জেলাঃ মুন্সিগঞ্জ ও পটুয়াখালী
✳️বর্তমান অবস্থান মিরপুর
🌈🌈🌈 পেইজঃ সাত রঙ