গর্ব করে বলতে চাই আমিও কিছু করি আমি শুধু একজন গৃহিণী না আমি ন একজন উদ্যোক্তা
🍁🍁🍁আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই🍁🍁🍁 আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন 🍀🍀🍀
আমি সালমা আক্তার নির্ময় কাজ করছি লেডিস আইটেম নিয়ে,আমি নরসিংদী জেলার মেয়ে,
বর্তমান অবস্থান মিরপুর ১,আমি নিজের বলার মত গল্প ফাউন্ডেশন একজন আজীবন সদস্য হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করি, অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর @Iqbal bahar Zahid স্যার এর নিকট আমাদের কে এত সুন্দর ও শিক্ষনীয় প্ল্যাটফর্ম তৈরী করে দেয়ার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো স্যার এর প্রতি।
😌😌ছোট বেলা🙋♀️
আমি যখন তেমন কিছুই বুঝতাম না তখনই আমরা তিন বোন ছিলাম মানে ১ বছর করে সবাই ছোট বড়,, পড়ে আমি যখন ওয়ানে পড়ি তখন আমার আরেক জন বোন হয় তাহলে আমরা হলাম ৪ বোন, তখন আব্বা শুননে বললো আবার ও মেয়ে ১ টা ছেলে হলো না, গ্রামের বা শহরে সবার পরিবারই একটা ছেলে চায়, আমার আব্বা তখন ঢাকা নবাব পুর ব্যবসা করতেন তার নিজের দোকান ছিল, খুব ভালোই ছিলাম, আব্বার প্রচুর বন্ধু বান্ধব ছিল সিলেট, খুলনা অনেক দূরের বন্ধু রা বাসায় এসে ১ মাস ও থাকতো আর বিহারের কিছু বন্ধু ছিলো তারা শুধুই মাংস দিয়ে ভাত খাবে রুটি খাবে তো বুঝাই যাচ্ছে কত খরচ হতো তখন বন্ধু দের পিছনে 🍀🍀🍀আর আব্বা বাহিরে সবার সাথে খুব সুন্দর ব্যবহার করতেন কিন্তু ঘরে সম্পূর্ণ উল্টা যানি না কেন, এরই মাঝে বলি আমি ২য় মেয়ে আমার বড় বোন আমাদের কে ৪ বছরে স্কুলে ভর্তি করানো হয় তখন আমার বোন ৫ বছর এক বছর এর ছোট বড় ওয়ানে পড়লে একট বাচ্চা কত টুকুই বুঝে তো ক্লাস শুরু হওয়ার ৩০/৪০ মিনিট আগে চলে গেছি বাসার কাছেই ছিল, আব্বা জানতে পেরে মা কে দিয়ে স্কুল থেকে ডেকে আনলো এবং জুড়ে দমক দিয়ে বললো আর কোন দিন স্কুলে আগে যাবো নাকি সব সময় যেন ক্লাস শুরু হওয়ার ১০ মিনিট আগে যাই অনেক ভয় পাইনা লাম তখন পরে আর কখন ও আগে যাইনি ভাগ্য ক্রমে আপু রুল ১ আর আমার ২ ছিল ১৯৯৬ সাল এর কথা বলছি,
🙄💢💢🙄আমাদের স্যার কিন্তু বলেন অযথা সময় নষ্ট না করতে বন্ধুদের পিছনে টাকা খরচ না করে সেটা সঞ্চয় করতে শিখো কিন্তু ঐ যে আমার আব্বার বন্ধু,, বিহারের তারা ধুঁকা দিয়ে নবাব পুর এর দোকান নিয়ে নিলো আব্বা কিছুই করতে পারে নাই, তো এখন কি করবে আমরা সবাই ছোট্ট তো কার মাধ্যমে বিদেশে চলে গেলো ওখানে ৫ বছর ছিল একা ধারে পরে দেশে আসলো আমরা বড় হলাম ক্লাস ৬ষ্ট শ্রেণিতে "মাধবদী এস পি ইনিস্টিউশন" কিছু দিন পর আবার চলে গেলেন আলহামদুলিল্লাহ ভালোই ছিলো সব কিছু, আমার কাকা আর আমাদের বাড়ি এক দেওয়াল পরে তো কাকার বন্ধু আমাকে দেখে বলে তোর মেয়ে তো বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দে তখন আমি পড়ি মাএ ক্লাস ৭ম/ ৮ম শ্রেনীতে, এখন আপনারাই বলেন বাল্য বিবাহ মানুষ কিভাবে দেয় দেখেন, একটা মেয়ের যদি সুন্দর হয় সুন্দর বলতে গায়ের রং তা ফর্সা ব্যস এই টুকুই তার লেখে পড়ার কি কোন দরকার নাই, নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে না সারা জীবন কি বাবা / স্বামী উপর বুঝা হয়ে থাকবে??
বিয়ে সংসার🥳🥳
আমার আব্বাও রাজি হয়ে গেলো হবেই না কেন ৪ টা মেয়ে বিয়ে হলে তো কমে যাবে ঝামেলা তাই না😭😭 বিয়ে হলো নিউ ট্রেনে পড়ি তখন খুব আনন্দ করে অনেক অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলি কত কি বিয়ে শেষ হলো।
এখন আমার সপ্ন তো লেখা পড়া করবো নতুন বউ আবার বাড়ির বড় বউ স্কুলে যাবে কেমন দেখায় হাসবেন্ড বাইকে করে বউ কে স্কুলে নিয়ে যায় কেমন দেখায় লোকে কি বলবে🤭🤭লোকে তো কিছু বলতেছে না বলতে ছে শাশুড়ী মা তার উপর কে কি বলবে আপনারই বলেন, বউ তো শুধুই বউ মেয়ে তো না এই ধারণা থেকে আমাদের সমাজ কবে মুক্তি পাবে, আর স্বামী র বাড়ি যদি হয় বউ এর বাড়ি থেকে বেশি ধনী তাহলে তো কথাই নেই বউ তো দাশি হয়ে গেলো বউ কে দিয়ে শুধু কাজ করানো হবে কোন স্বাধীন তা থাকবে না কারণ সে এই বড় বাড়ির বউ এই সব কুস্কার কবে আমাদের মন থেকে যাবে,ছেলের বউ কে ভালোবাসে আপন করে নেওয়া যায় না 🙄🙄
🌺🌺জীবনের দ্বিতীয় খন্ড 💐
সব মিলিয়ে ভালোই চলতেছে তার মাঝে বিয়ের দু বছর পর মেয়ে হলো আমি প্রথম একটু কান্না করেছি কারণ আমি লেখা পড়া শেষ করতে চাইছিলাম কিন্তু হলো না তারপর মেয়ে বয়স ৩ বছর হলো তখন S.S.C পরীক্ষা দেই, পাশ করে ভর্তি হই গার্লস স্কুল এন্ড কলেজে H.S.C
আবার ১ বছর অফ যায় মেয়ে কে ৪ বছরে স্কুলে দেই,, আমি নিয়ে যাই নিয়ে আসি সবই আমি করি কারণ কিছু বড় লোক বাবার ছেলে রা যেমন আদরের দুলাল হয় আমার হাজবেন্ড ও তাই,, আমার শাশুড়ী বলতো আমার ছেলে কোন দিন বাজার করেনি, কোন দিন কিচ্ছু করেনি সে কি করবে সব মেয়েদের ই করতে হয়,, আসলেই কি তাই?? সকাল বললে ভুল হবে দুপুর ১২/১ টায় ঘুম থেকে ওঠে বাবার মিল কারখানায় বসবে তারপর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিবে এটাই কি?? মিল এর শ্রমিক, সুপারএড ভাইজার দিয়ে বাজার করাবে কি কি লাগবে লিস্ট অনুয়ায়ী সব নিয়ে আসলাম দ্বায়িত্ব তো সব শেষ হয়ে গেলো তাই না...
🤔🤔ছেলে মেয়ে কে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে না পারি তাহলে সারাজীবন এর কুফল করতে হবে তার সাথে জড়িত সবাই কে
আমার হাসবেন্ড এর অনেক বন্ধু ছিলো অযথা সময় কাটাতো যা একদমই উচিৎ না,,,
যাই হোক এক সময় আমার শাশুড়ী র মনে হলো ছেলে আলাদা করে দিবে তাই দিলো আমার শশুর এর সুতার "মর্ডান ড্রাইং" আর ছেলে কে দিলো "বিসমিল্লাহ ইয়াং ড্রাইং" খুবই সুন্দর চলতে ছে দুই বাপ ছেলের মিলস্ তার কিছু দিন পর শুনি কোন বন্ধু তাকে পটিয়ে তার বিজনেস এর পাটনার হয়েছে কেন নিয়েছে তাও জানিনা,, কিছু দিন পর শুনি সেই পাটনার মিল টা কিনে নিবে 🤫🤫 আমি কিছুই জানি না কারণ আমি ঐ সব বুঝবো না,,,,, শেষ
এর মাঝে আমার শশুর আবার তাকে নারায়ণগঞ্জ আরেকটা সুতার ডাইং কিনে দিলো চললো ৩ বছর মাশাল্লাহ কিন্তু সেখানে ও আরেক জন্য পাটনার হতে চাইলো তাকে নেয়নি কিন্তু অনেক ভালো সম্পর্ক গড়েছিলো বাবা বলে ডাকতেন আর আমাকে মা বলতেন কি মধুর সম্পর্ক রূপায়ন সিটিতে থাকতাম অন্য রকম জীবন তারা আমাদের বাসায় আসতো আমরা যেতাম কি সুন্দর তাই না আমার হাসবেন্ড এর সমস্যাসে খুব সহজে মানুষ কে বিশ্বাস করে ৪বছর বিজনেস এ শুরু হলো কাল বৈশাখি জড়,,,,, আবার শেষ,,,,
😭😭এরই মাঝে ২০১৪ সালে আমার পা ভাঙ্গে ৮ মাস বিছানায় আমার মা আমার আমার মেয়ের সব কিছু দেখা শুনা করেন,,
মা না থাকলে কি হতো তা বলে বুঝানো সম্ভব না সন্তান এর সুখে দুঃখে মা পাশে থাকে সব সময় ভালো বাসা প্রতিটা মায়ের জন্য💜💜
🌿🌿উদ্যোক্তা জীবন 🌿🌿🌿
সালটা ছিলো ২০২০ ডিসেম্বর মাস সব সময়ই কিছু না কিছু করার ইচ্ছে মনে গুর পাক খেতো খুবই ইচ্ছে ছিল কোন এক সময় ব্যাংকে চাকরি করবো কিন্তু এখনও গ্যাজুয়েশন কমপ্লিট হয় নাই তাই সাহস করতে পারিনি আর সব থেকে বড় কথা আমার পা টা ভাঙা বেশি খন দাড়ি য়ে থাকতে যেমন কষ্ট লাগে, বেশি হাঁটলে কষ্ট লাগে, আবার বেশি খন বসে থাকলেও কষ্ট লাগে সব মিলিয়ে চিনতা করে দেখলাম বাহিরের কাজ টা আমার জন্য না, তাই ভেবে চিনতে ঠিক করলাম বাসায় বসে করা যায় এমন কিছু কি আছে যার মধ্যে নিজের স্বাধীনতা থাকবে, কেউ বলবে না এত সময় এর মধ্যে এই ফাইলটা রেডি করে দেন,,, 🙃🙃শুরু করে দিলাম উদ্যোক্তা হওয়ার কারিগরি আমি শপিং করতে খুবই পছন্দ করি তাই মেয়েদের ড্রেস, শাড়ী, থ্রি পিস নিয়ে কাজ শুরু করে দিলাম আমার প্রথম কাষ্টমার ছিল আমার বোন,ননদ খুবই উৎসাহিত হলাম আস্তে আস্তে পাশের ফ্ল্যাটের ভাবি তারপর আরও অনেকে 😱এক বছর হলো উদ্যোক্তা জীবন শুরু হয়ে গেছে এমন দিন ছিল ১ম দিকে রাত ৩টা পর্যন্ত ও ছবি তুলতাম তখন আমার হাসবেন্ড বলে এত রাত পর্যন্ত এই গুলা কি করো কি দরকার,,,, তখন বলতাম আমার ভালো লাগে,,,ঐ দিন আমার মেয়ে তার ভর্তি ফর্ম পূরণ করতেছে তো বলতেছে আম্মু মা কি করেন লিখা আছে এই খানে কি লিখবো আমি বললাম লিখো "উদ্যোক্তা" এক বছর আগেও লিখতো "গৃহিণী" গর্ব করে বলতে চাই আমিও কিছু করি আমি শুধু একজন গৃহিণী না খুব ভালো লাগে,
🌴🦋🌾আর একটা কথা না বললেই না সেটা হলো নিজে কে প্রশ্ন করি কেন আরও আগে নিজের বলার মত গল্প ফাউন্ডেশন যুক্ত হলাম না তাহলে হয়তো আমি এত দিনে একজন ভালো মানুষ, হতে পারতাম তবে এখন কতটা হতে পেরেছি সেটা আপনারা ভালো বলতে পারবেন,আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন।
😱💐নিজের বলার মত গল্প ফাউন্ডেশন কি পেয়েছি ঃ
প্রিয় ফাউন্ডেশন যুক্ত হয়েছি ১৬ তম ব্যাচ থেকে কি পেয়েছি বললে ভুল হবে কি পাইনি সেটা বলতে হবে কারণ,, একজন উদ্যোক্তা হতে একজন ভালো মানুষ হতে যা যা লাগবে ছোট ছোট ব্যাপার গুলো অসাধারণ ভাবে তুলে ধরেছেন ৯০ দিনের সেশন চর্চা ক্লাস এ🌷🌷
অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার কে,, আমি আমার দেশের কথা বলবো না পুরা দুনিয়াতে ফ্রী তে কিছু নাই আমি বলতে চাচ্ছি টাকা ছাড়া এক গ্লাস পানিও পাওয়া যায় না অথচ আমাদের প্রিয় মেন্টর ভালো মানুষ গড়ার কারিগর ইকবাল বাহার স্যার ফ্রী তে প্রতি দিন সেশন চর্চা ক্লাসে Perfect বিজনেস প্ল্যান খুবই সহজ ও সুন্দর করে গুছিয়ে আমাদের কে দিয়েছেন।।।
💜💜ভালোবাসি নিজের বলার মত গল্প ফাউন্ডেশন কে,ভালোবাসি প্রিয় মেন্টর বড় ভাই শ্রদ্ধীয় ইকবাল বাহার জাহিদ স্যার কে লাষ্ট একটা কথাই বলতে চাই স্যার আপনি আছেন বলেই এত উদ্যোক্তা তৈরী হয়েছে, আপনি আছেন বলেই এত এত ভালো মানুষ হতে পেরেছে আলহামদুলিল্লাহ দোয়া করি অন্তরের অন্তত স্থল থেকে আপনার জন্য 😍😍
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১৪
Date:- ০৩/০১/২০২২ইং
Salma Akter Nirmoy
জেলাঃ নরসিংদী
ব্যাচঃ১৬
রেজিঃ৭৫১৩৪
বর্তমান অবস্থান মিরপুর১
কাজ করছি দেশী পণ্য ঢাকাইয়া জামদানী শাড়ি, আড়ং তাতঁ থ্রি পিস, বাটিক থ্রি পিস, বেডশিট,।।।।