বাংলার আঙ্গিনা
💞স্বল্প কথায় সেল পোষ্ট 💞
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।
🌺🌺আজ ৮০ তম অনলাইন হাট🌺🌺
🌹🌹শুরুতেই সকলকে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
🥀🥀🥀🥀🥀শুভ নববর্ষ-২০২২🥀🥀🥀🥀
🌹🌹আসছে ১৫ জানুয়ারি ২০২২ আমাদের প্রিয় প্লাটফর্মের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের সকলের সহযোগিতায় যেনো প্রিয় স্যারের এ উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে পারি বহুদূর সেই প্রত্যাশা রইলো সবার প্রতি। আমরা সকলেই যেনো এ মহাসম্মেলনে অংশগ্রহণ করতে পারি এজন্য দরকার আমাদের ইচ্ছাশক্তি এবং প্রয়োজন একটি টিকিট। ৮ জানুয়ারি টিকিট সংগ্রহের শেষ দিন। আর মাত্র বাকি ৪ দিন!! আমরা যেনো কেউ এ সুযোগ মিস না করি। কারণ মহাসম্মেলন থেকে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পারবো যা আমাদের উদ্যোক্তা জীবনকে আরো গতিময় করে তুলবে ইনশাআল্লাহ। 🌹🌹
🌹🌹সপ্তাহের অনলাইন হাটটা আমার কাছে স্পেশাল একটা দিন। কারণ হাটের দিনে নিত্য নতুন জিনিস পাওয়া খুব সহজে ও তুলনামূলক ভালো মানের পণ্য পাইকারী রেটে অনেকটা। আমাদের এ মানবিক প্লাটফর্মে একদিন মাত্র হাটের দিন,পুরো সপ্তাহে অপেক্ষায় থাকি কবে আসবে মঙ্গলবার।
আজকে আমাদের ( ৮০) তম অনলাইন হাট বারে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌹🌹
💞আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। 💞
🌹🌹সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন ও ভালো রেখে মানবিক এ প্লাটফর্মে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
💕💕💕অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষক, মেন্টর, ভালো মানুষ গড়ার কারিগর, পথ হারা পথিককে সঠিক পথের সন্ধানে আলোকবর্তিকা হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে গত প্রায় চারটা বছর ধরে। যিনি আপন ঘরকে হয়তো অনেক সময় বঞ্চিত করেও আমাদের সময় দিয়ে যাচ্ছেন,যাতে আমরা ভালো মানুষ হওয়ার পাশাপাশি ঘুরে দাঁড়াতে পারি,তৈরী করতে পারি নিজের বলার মতো একটা গল্প। যে গল্পে থাকবে সফল হওয়ার কথা,নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি অন্যের জীবন গল্পেও থাকবে আমাদের সহযোগিতা,তাহলেই স্বার্থক হবে আমাদের প্রিয় স্যারের মূল্যবান সময়গুলো আমাদের পিছনে ব্যয় করা। সময়টা অনেক মূল্যবান যেটা স্যার আমাদের জন্য মানবিক কাজে ব্যয় করছেন। আমাদের উচিত স্যারের এ নিঃস্বার্থ ভালোবাসাকে আমাদের জীবনে কাজে লাগানো। স্যারের প্রচেষ্টা সকলে মিলে স্বার্থক করে তুলি,গড়ে তুলি চলো এক নতুন বাংলাদেশ।
প্রিয় স্যারের এ প্রচেষ্টাকে যারা প্রানবন্ত করে তুলছি সেই পুরাতন ও নতুন ভাই বোনদের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা ও আন্তরিক ভালোবাসা। 💕💕💕
🌹🌹লিখতে ভীষণ ভালো লাগে বলে লিখি। বলতে পারেন মনের খোরাক,যা আমাকে ভালো রাখে। আজকে আমি লিখবো" সম্পর্ক " নিয়ে।🌹🌹
❤️"সম্পর্ক" শব্দটা ছোট একটি শব্দ হলেও এর গভীরতা ব্যাপক। "সম্পর্ক" বলতে আমি সে সম্পর্ককেই বুঝি যা আমাদের মনে বিশ্বাসের সাথে সাথে প্রশান্তির জন্ম দেয় অর্থাৎ সুসম্পর্ককেই আমি সম্পর্ক বলি। প্রত্যেকটা সম্পর্কেরই একটা বিনিময় আছে। যদি কেউ বলে সম্পর্কে বিনিময় নাই আমি বলবো সেটা কোনো সম্পর্ক না বা নিজেকে বেশি উদার জাহির করতে এমনটি বলছে।
একজন মেয়ে বা ছেলে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন কিছু চুক্তি মেনেই উভয় পক্ষ নতুন সম্পর্কে নতুন জীবন শুরু করে। এখানে উভয়ের স্বার্থ রক্ষা হলেই কিন্তু একটা সুসম্পর্ক হয় মূলত সেটাই হলো সম্পর্ক।
যা দুটি জীবনে আত্মতৃপ্তির মাধ্যমে প্রশান্তি আনে। ফলে ভালো থাকে পরিবার,সমাজ।
রক্তের সম্পর্কগুলোও একটা সময় পর্যন্ত নিঃস্বার্থের সম্পর্ক মনে হলেও এ সম্পর্কেরও নূন্যতম স্বার্থ থাকে।
সেটা হতে পারে ভালোলাগা। এ সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতেও কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। তবেই টিকে থাকে সম্পর্ক।
অনেক সময় রক্তের কেউ না হলেও অনেকের সাথে পরিচয় হয় বিভিন্ন সময়ে। চলতে চলতে একটা সময় আমরা অনুভব করি তার প্রতি একটা টান ভালোলাগা,বিশ্বাস। গড়ে ওঠে এক সম্পর্ক। যেখানে আর কোনো স্বার্থ না থাকলেও মনে হয় তার সাথে কথা বললে,কথা শেয়ার করলে নিজেকে হালকা লাগে,ভালো একটা পরামর্শ পাওয়া যায়,মনে আসে প্রশান্তি। অনেক কাছের রক্তের মানুষের চেয়েও মনে হয় এ সম্পর্কটা অনেক মজবুত। তবে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবুও চলতে হয়,বিশ্বাস রাখতে হয়
কারো না কারো প্রতি।
প্রত্যেকটা সম্পর্কই কিছু না কিছু আমাদের শিক্ষা দিয়ে যায়। চারাগাছটিকে খাবার,পানি না দিলে যেমন গাছটি আর বেড়ে উঠবেনা, ফুল ও ফল সে গাছ থেকে আশাও করা যাবে না। তেমনি সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল না হলে,যত্ন না নিলে সে সম্পর্কেরও একদিন মৃত্যু ঘটবে।
সম্পর্কগুলো টিকে থাক পরম যত্নে,ভালোবাসায়। সম্পর্ক হোক প্রকৃতির মতো নির্মল,সবুজ......।
🌺🌺"সম্পর্ক"........ ভীষণ মায়ার.....।।🌺🌺
🌹🌹প্রতিটা সম্পর্কেই মায়া থাকে,ভীষণ মায়া......
তুমি যখন সম্পর্কগুলো ছেড়ে ঢের দূরে থাকবে
কিংবা রাগ বা অভিমান করে ভুলে যেতে চাইবে সবকিছুকে,
নতুন করে আর ফিরে পেতে চাইবে না স্মৃতিগুলোকে,
কিছুদিন গেলে দেখবে কি অদৃশ্য এক টানে
তোমায় পূর্বের স্মৃতিতে হারিয়ে ফেলবে....
আবার কাছে টানতে চাইবে সম্পর্কগুলোর কাছে....।
মাঝে মাঝে কেঁদেও ওঠবে নিজের অজান্তে
বুকের ভিতর অনুভব করবে এক সমুদ্র শূন্যতা
মনে হবে কি যেনো নেই,বড্ড একা আমি....
এটাই কি মায়া....?? মায়া বড় অদ্ভূত....!!🌹🌹
🌷🌷সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য্য ধরে লেখাটি পড়ার জন্য।
🌹🌹লেখায় কোনো ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
🌹🌹আমি সবসময়ই সবাইকে একটা কথা বলি----
""""পাশে থাকবেন""""
""""পাশে রাখবেন'"""'"।
🌹🌹সব সময় আমি আমার কাস্টমারকে প্রাধান্য দিয়ে থাকি, কারণ কাস্টমাররা হলো লক্ষি। তাই আজকের হাটে আমার ছোট বেলা থেকে আজ পর্যন্ত নেয়া শিক্ষা থেকে একটা অফার প্রত্যেক হাটবারের জন্য থাকবে।
🌺🌺অন্য দিনের থেকে কিছুটা ছাড় থাকবে আমার পন্যে শুধুমাত্র হাটবারে।🌺🌺
🌹🌹আজকে আমি নিয়ে আসছি আমার নিজস্ব ডিজাইনে করা হাতের কাজের পাঞ্জাবি। নিখুঁতভাবে সুই সূতা দিয়ে করা ডিজাইনগুলো। সূতি কাপড় যা শীত ও গরম উভয় ঋতুতে পরতে বেশ আরামদায়ক।🌹🌹
🌺🌺পাঞ্জাবির রেগুলার খুচরা প্রাইজ ১১০০ টাকা ।
যা আজকের হাটে পাবেন মাত্র ১০০০টাকায়।🌺🌺
🌹🌹অফারটি লুফে নিতে পছন্দ হলে এখনি অর্ডার করে ফেলুন।
💕প্রিয় প্লাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন 💕
🌺🌺কাজ করছি থ্রিপিস,টুপিস,কুর্তি,থানকাপড়,শাল,রেডি পাঞ্জাবি হাতের কাজের পাঞ্জাবি,কাপল ড্রেস ইত্যাদি নিয়ে।
🌹🌹স্বত্বাধিকারীঃ বাংলার আঙ্গিনা।
🌹🌹পেইজ লিংকঃ https://www.facebook.com/বাংলার-আঙ্গিনা-101700918088202( ভালোবেসে পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন) ।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১৫
Date:- ০৪/০১/২০২২ইং
সালমা আক্তার
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচঃ১৪
রেজিঃ ৬২৭৭১
জেলাঃ ঢাকা
উপজেলাঃ সাভার