মিষ্টি নোনতা নাস্তা ঘর
#গল্পে_গল্পে_সেল_পোস্ট #পন্য_নয়_আমি_বিশ্বাস_ক্রয়_করি
👉 আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন৷ আমিও ভালো আছি।
💜 শুরুতে কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি। স্যারের অক্লান্ত পরিশ্রমের ফসল হলো " নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন "। এই প্রিয় প্লাটফর্মের জন্যই লাখ লাখ ভাই বোন যারা উদ্যােক্তা হওয়ার সপ্ন দেখতে শুরু করেছেন। নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছেন। বিশেষ করে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করছি আমরা সবাই।
💜 শুধু উদ্যােক্তা হলেই বা বিজনেস শুরু করলেই যে পণ্যের সেল হবে তা কিন্তু নয়। তার সাথে সাথে কিন্তু কাস্টমারের বিশ্বাস অর্জন করতেও হবে যাতে করে সেই কাস্টমার বার বার আপনার বা আমার কাছে আসে পণ্য ক্রয় করার জন্য। আমার বেলায়ও একই বিষয় প্রযোজ্য। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি আমার ক্রেতার বিশ্বাস অর্জন করলাম এবং সেই কাস্টমার এখন আমার প্রতি মাসের রিপিট কাস্টমার। কারন আমাদের স্যার বলেন নতুন নতুন কাস্টমার আসলেই ভাববেন না আপনার বিজনেস খুব ভালো চলছে। বিজনেস তখনই ভালো হবে যখন রিপিট কাস্টমারের সংখ্যা বাড়বে বা হবে।
👉 একদিন সকালে একজন ভাইয়ার কল আসলো আমার মেসেনজারে
👉 কাস্টমারঃ আসসালামু আলাইকুম আপু। আমি একজন ব্যাচলর মানুষ। রুটি বানাতে সমস্যা হয়।এবং মাঝে মাঝে একটু নাস্তা খেতেও মন চায় কিন্তু মনমতো কোথায়ও পাচ্ছিলাম না। আপনার পেজটা দেখে আপনাকে নক করলাম।
💜 আমিঃ অলাইকুম আসসালাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আমাকে নক করার জন্য। আপনার কি কি পণ্য লাগবে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো শতভাগ নিরাপদ খাবার দেওয়ার।
👉 কাস্টমারঃ আপু আমার মাসে রুটি লাগে ৯০ পিস লাগে করে প্রতিদিন তিনটা। আর আমি সিংগাড়া খুব পছন্দ করি। আমি দোকানে থেকে কিনে খেলেও আমার শারীরিক সমস্যা হয় তাই সিংগাড়া ৪০ পিস আর ভেজিটেবল রোল ২০ পিস দিবেন। মাঝে মাঝে বন্ধুরা আসে তাই ।
💜 আমিঃ ঠিক আছে ভাইয়া। আমি চেষ্টা করবো আপনি যেই ভরসা করে অর্ডার করেছেন সেই ভরসা রাখার। তো কবে কোনদিন লাগবে তা কনফার্ম করে আমি সময়মতো পণ্য ডেলিভারি করে দিলাম।
👉 কাস্টমারঃ পরের দিন আবার নক দিলো। আমাকে বললো আপু আপনি এটা কি দিলেন।
💜 আমিঃ খুব ভয় পেয়েছি ভাইয়ার কথা শুনে তাই বললাম ভাইয়া খাবারটা হয়তো ভালো হয়নি তার জন্য আমি খুব দুঃখিত ।
👉 কাস্টমারঃ হাসতে হাসতে বললেন আপু রুটিটা খুব নরম ছিলো আর সিংগাড়াটা খুবই মজার ছিলো । আপু আপনি আমার প্রতি মাসের রুটির টেনশন আর আমার প্রিয় সিংগাড়া খাওয়ার টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
💜 আমিঃ ভয় কেটে বললাম ভাইয়া আপনার কথা শুনে শান্তি পেলাম মনে। আমি খুব খুশি হয়েছি যে আপনার মনমতো পণ্য দিতে পেরেছি।
👉 কাস্টমারঃ হুমম আপু আপনিও আমাকে সকালের নাস্তার যে একটা চিন্তা ছিলো তা থেকে মুক্তি দিলেন। আর আপু এখন থেকে যেনো আর বলতে না হয়। প্রতি মাসের ১ তারিখে আমার বাসায় যেনো এসব হোমমেড খাবার পৌঁছে যায় আর আমিও টাকাটা বিকাশ করে পাঠিয়ে দিবো।
💜 আমিঃ শুনে এতো ভালো লাগলো যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সবচেয়ে খুশির কথা হলো সেই ভাইয়া গত ৪ মাস ধরে আমার রিপিট কাস্টমার। আমার বিশ্বাস এমনি রিপিট কাস্টমার হয়ে ভাইয়া সবসময় পাশে থাকবেন আমার। আর সেই ভাইয়ার জন্য আমি আরও ৪ জন রিপিট কাস্টমার পেয়েছি। তারাও প্রতি মাসে আমার থেকে ফ্রোজেন পরোটা, সিংগাড়া আর ভেজিটেবল রোল নিয়ে থাকেন। আর এটাকে আমি সম্মান মনে করি যে তাদের কাছ থেকে কখনও টাকা চাইতে হয় না। এমনও সময় গেছে তারা আগেই আমার টাকা বিকাশে পাঠিয়ে দিয়ে বলেছেন টাকা পাঠিয়ে দিয়েছি আপু।
💜 আমিঃ আরও একটি বিষয় শেয়ার করি সেই ভাইয়া আমাকে আমার জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন। দেখা যায় এই কাজটা আমরা করে থাকি যে কাস্টমারের বিশেষ দিনে তাকে শুভেচ্ছা পাঠাই। সেখানে আমার কাস্টমার আমাকে শুভেচ্ছা পাঠিয়েছেন।
💜 আমিও তাই মনে করি নতুন নতুন কাস্টমারের চেয়ে রিপিট কাস্টমার পাওয়া অনেক গুরুত্বপূর্ণ। কারন একজন রিপিট কাস্টমার তখনই হয় যখন আমার উপর বা আপনার উপর বিশ্বাস অর্জন করতে পারে। তাই আমরা যারা উদ্যােক্তা তারা সবাই সেই চেষ্টা করবো বেশি বেশি রিপিট কাস্টমার যাতে পাই। মানুষের বিশ্বাস আর ভালোবাসা এবং আস্থা অর্জন করাও কিন্তু খুব কঠিন কাজ। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি আমার বিজনেস খুব ছোট কিন্তু তার মাঝে আমি আর যাই পেয়েছি তা হলো #রিপিট_কাস্টমার।
👉 অসংখ্য ধন্যবাদ প্রিয় #স্যারকে যিনি আমাদের ভালো মানুষ হতে এবং মানুষের বিশ্বাস আস্থা অর্জন করার জন্য প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
👉 সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো এভাবেই সারাজীবন কাস্টমারের সাথে সাথে সবার বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করতে পারি। সবাই আমার পেজটা ঘুরে দেখবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১৫
Date:- ০৪/০১/২০২২ইং
তাহেরা জেবিন
ব্যাচ -১৫
রেজিষ্ট্রেশন নংঃ ৭১৪৯৮
টপ টুয়েন্টি ক্লাব মেম্বার
নিজ জেলাঃ বি বাড়িয়া
বর্তমান অবস্থানঃ ঢাকার জুরাইন।
সওাধীকার
মিষ্টি নোনতা নাস্তা ঘর