মঙ্গলবার মানে গল্পে গল্পে পণ্যের প্রচার
#গল্পের_চলে_আমি_এক_পণ্য_বিক্রেতা
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ।
#আজ_৮০তম_হাটে_সবাইকে_স্বাগতম 🌹🌹
🍂আলহামদুলিল্লাহ আমাদের হাট বারের সংখ্যা বাড়তেছে প্রতি হাটে ক্রেতারা অনেক উপভোগ করে গল্পের চলে পণ্য গুলো প্রদর্শন করে। আর বিক্রেতারা নিজেদের চাহিদা মত পণ্য ক্রয় করে।
কৃতজ্ঞতা প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার এর প্রতি যিনি সকল জন্য এই আয়োজন করে দিয়েছেন।
সেল পোস্ট গুলো সবাই আগ্রহ নিয়ে পড়ে না কিন্তু গল্পে গল্পে সেল পোস্ট গুলো সবাই পড়ে কারন একটি গল্পে লুকিয়ে থাকে অনেক তথ্য।আর গল্প পড়তে সবাই পছন্দ করে। আর আমরা যারা গল্প লিখতে পছন্দ করি তাদের তো কথায় নাই।মঙ্গলবার মানে গল্পে গল্পে পণ্যের প্রচার। সবাইকে আহ্বান করব নিজের পণ্য গুলোর গল্পের মাধ্যমে তুলে ধরার জন্য।
সবাইকে গল্পটি পড়ার অনুরোধ করছি👉👉
আজ কিছু বাস্তব অভিজ্ঞতার গল্প বলবঃ
💢হঠাৎ এক দিন এক আপু মেসেজ দিলো।সালাম দিয়ে অনেক সুন্দর করে কথা বলল।আমি কাজের চাপে খুবই ব্যস্ত ছিলাম।ঠিক সময় রিপ্লাই দিতে পারছিলাম না।আপুটা একটু বিরক্ত হলো।কিন্তু আমি তো একটা কাজ নিয়ে বসে নেই। বলল আপু আমি আপনার কাঁথা গুলো ফেইসবুক থেকে দেখেছি খুবই সুন্দর লাগছে।আরও ছবি থাকলে আমাকে একটু পাঠাবেন প্লিজ।
আমি কিছুক্ষন পরে অনেক গুলো ছবি দিলাম। তখন বলল আপু কাঁথার সাইজ আর দাম টা বলবেন প্লিজ।আমি সব ডিটেইলস বললাম।উনি দাম শুনেই অবাক।
বলল কি বলেন আপু এতো বেশি দাম🤔আমি আরও অনেক জায়গায় দাম জিজ্ঞেস করে আসছি। আপনার কাঁথা গুলো অনেক পছন্দ হইছে তাই ভাবছি আপনার থেকে নিব।এতো দাম কেমনে আপু?
আমি উনার কথা গুলো শুনে হাসছি আর বলছি আপু জিনিস যে টা ভালো দাম তার একটু বেশিই। আপনি চাইলে বাজার যাচাই করে আসতে পারেন। আমি বাজারের সব থেকে ভালো কাপড় টা দিয়ে কাঁথা বানানোর চেষ্টা করি।এবং দামি কাপড় টাই কিনি।যদি দোকানদার রা আমার সাথে বেঈমানি করে তাহলে কিছু করার নেই।কিন্তু আমি চেষ্টা করি ভালো কাপড় খুঁজে কিনার জন্য এবং এই পর্যন্ত যত জন কে দিছি কেউ খারাপ রিভিউ দেই নাই।আপনি চাইলে আরও অন্যান্য দের থেকে দাম জিজ্ঞেস করে যার থেকে ভালো বুজেন কিনবেন।আমার থেকে কিনতে হবে তা কিন্তু নয়। যেখানে ভালো পাবেন সেখান থেকে নিবেন।
আপুটা বলল,,, তাই বলে এতো দাম? আমি বিজনেস করার জন্য নিব। তাই আমাকে কম দামে পাইকারিতে কিনতে হবে যাতে আমি কিছু পাই।
বললাম আপু আপনি অন্যের থেকে নিয়ে বিজনেস করবেন তাই আবার বলব ভালো জিনিস কিনে বিজনেস করবেন যাতে সারা জীবন বিজনেস টা থাকে দুই দিনের জন্য বিজনেস করে লাভ নেই।আপনি পাইকারিতে নিলে আমি কমাই রাখব। কারন পাইকারি আর খুচরা দাম এক না।তবে ভালো কাপড় এর কাঁথা দিব এইটা গ্যারান্টি দিতে পারি।
আপুটা চুপ থেকে বলল,,, আচ্ছা আমি জানাব। আল্লাহ হাফেজ।
(বেশ কিছু দিন পরে আমাকে ডিরেক্ট কল দিলো)
আমি আইডিটা আগে থেকে চিনি তাই ধরলাম। খুব মন খারাপ করে বলল আপু আমি তো একটা বিপদে পড়েছি।বললাম কি বিপদ আপু? বলল,,আপু আমি সেদিন আপনার কাঁথা দাম বেশি বলে কিনি নাই।অন্য আরেক জন থেকে কম দামে অনেক গুলো কাঁথা নিচি। আলহামদুলিল্লাহ পোস্ট করার সাথে সাথে অনলাইনে, অফলাইনে সব সেল হয়ে গেছে।
আমি বললাম,,তো কি হইছে এখন আলহামদুলিল্লাহ ভালো বিজনেস করতেছেন।
বলল,, আপু কাপড় গুলো ভাইয়াটা ভালো দেইনি। আমি ছবি দেখে উনার কথা বিশ্বাস করে কম দামে কিনেছি যাতে ভালো বিজনেস করতে পারি।এখন তো আমার কাস্টমার রা আমাকে কল দিয়ে বকাবকি করতেছে,,যারা বাসায় এসে অফলাইনে নিছে তারা কাঁথা বাসায় দিয়ে যাচ্ছে। সবাই বলতেছে কাঁপড়ের রং উঠে।কাপড় ভালো না।এখন আমি কি করব আপু😪
আমি তো এসব শুনে অবাক।বললাম আপু আমি কখনও এমন সমস্যায় পড়িনি।আপনাকে আগেই বলেছি দেখে শুনে বুজে কিনবেন। আমার থেকে কিনতে হবে তা কিন্তু না আপনি যাচাই করে কিনবেন।একবার মার্কেট খারাপ হলে আপনি আর সেই জায়গা পাবেন না।আগে হচ্ছে বিশ্বাস অর্জন করা।
#আমরা_পণ্য_নয়_বিশ্বাস_বিক্রি_করি
এই স্লোগান সব সময় মনে রাখবেন।এখন আপনি সব কাস্টমার কে টাকা ফিরত দেন। আর বুজিয়ে বলেন।
আপুটা খুব মন খারাপ করে বলল,,আমি আপনার কথা শুনি নাই ভাবছি ভালো প্রোডাক্ট পাব এখন আপনি আমাকে কাঁথা দেন আমি কাস্টমার কে আপনার কাঁথা গুলো দিব।আশা করি ভালো রিভিউ পাব।
আমি বললাম,,,আচ্ছা তাহলে কত পিস লাগবে বলেন আর আমাকে সময় দিতে হবে।ডিজাইন বলে দেন আমি কাজ শুরু করি।ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট দিব।
নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাঁথা গুলো পাঠিয়ে দিলাম।সে এইবারও ভয়ে ছিলো আসলেই ভালো প্রোডাক্ট দিলাম কিনা।সে তার কাস্টমার দের আবার আমার কাঁথা গুলো দিলো। সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ দিলো।
দুই দিন পর ফোন দিয়ে বলে আপু আপনার প্রতি কৃতজ্ঞ। আমার সম্মান রাখছেন। আমার টাকা লস হয়েছে কিন্তু আমার অনেক বড় শিক্ষা হয়েছে।আমি পরের বার থেকে যাচাই করে পন্য নিব।
বললাম,,, জ্বি আপু দাম শুনে পালাবেন না। আপনি কথা বলেও দাম কমাতে পারবেন।কারন আমিও বিক্রি করার জন্য সেল পোস্ট দি। প্রোডাক্ট হাতে নিয়ে বসে থাকার জন্য নয়।একটু বেশি টাকা যাবে কিন্তু ভালো জিনিস কিনবেন।আমার থেকে হোক আর অন্যদের থেকে হোক।
বলল,,,জ্বি আপু আপনার রিপিট কাস্টমার হব।আমি আপনার থেকে নিয়ে বিজনেস করব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ।
🍂#গল্পের_মেসেজঃ আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ এই গল্পটি পড়ার জন্য।মনে রাখবেন বিজনেস এক দিনের জন্য নয়। একবার আপনার ফেইসভ্যালু নষ্ট হলে তা আর ফিরে পাবেন না। তাই বুজে যাচাই করে ক্রয় বিক্রয় করবেন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১৫
Date:- ০৪/০১/২০২২ইং
তাহামিনা আক্তার
🏅কমিউনিটি ভলেন্টিয়ার
🎗️ব্যাচঃ১৪
✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩
🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর
🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী
🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে
🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/