কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় NO MASK NO SERVICE কর্মসূচি পালন
আস্সালামু আলাইকুম,
✍️সম্মানিত প্রিয় প্লাটফর্মের প্রিয় বন্ধরা কেমন আছেন। আশা করি ভালো আছেন।
আমি ও আপনাূের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ।
শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আমাদের সকলের প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক, তরুণ প্রজন্মের আইডল, জনাব Iqbal Bahar Zahid স্যারকে। যার অক্লান্ত প্ররিশ্রমের মাধ্যমে আমরা এতো সুন্দর একটা প্লাটফর্ম পেয়েছি। আলহামদুলিল্লাহ।
আজ স্যারে শিক্ষা বাস্তবায়ন করার মূহূর্তের কিছু ছবি। স্থান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় কার্যক্রমের কিছু দৃশ্য
""নিজের বলার মতো একটি গল্প" ফাউন্ডেশনের পক্ষে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার
#আজকের কর্মসূচী...
★অফলাইনে মিটাপের পরিকল্পনা
★বিনামূল্যে মাক্স বিতরণ
★সচেতনতা মূলক লিফলেট বিতরণ (যানবাহ, অফিস, রেস্তোরাঁ, ব্যাংক, ও হাসপাতালে।
No mask - No service নোটিশ লাগানো হয়।)
★ এবং শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কিছু কিছু অফলাইন মিট আপ এমন হয়ে থাকে। মিটআপে হাতে গুনা কয়েক জন আসলাম। পরিচিত হলাম, একটু আলোচনা করলাম। তারপর খাওয়া দাওয়া করলাম। মিটআপ শেষ।
এই ধরনের মিটআপ গুলোর সফলতা তেমন এটা দেখা যায় না। সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করা উচিৎ।
সেই ধরনের মিটআপ থেকে আজকের কর্মসূচি খুবই প্রশংসনীয় বলে মনে হয়। মানুষকে সচেতন করা।
আলহামদুলিল্লাহ, আজকের কর্মসূচি সফল ভাবে সম্পূর্ন হলো। যারা পুরো কার্যক্রমটি সফল করতে স-শরীরে উপস্থিত থেকেছেন। এবং কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত নিরলস ভাবে কাজ করেছেন। তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন।
আসলে ভালো কাজ সব জায়গা থেকে করা যায়। তার জন্য ভালো একটা মনের প্রয়োজন হয়। মনের ইচ্ছাটাই যথেষ্ট।
আজকের কর্মসূচি মূল্য উদ্যেশ্য ছিলো মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রচার প্রাচারনা করা। সব মিলিয়ে চমৎকার একটা কর্মসূচি সফল ভাবে সম্পূর্ন হলো। সবাই বেশি বেশি দোয়া করবেন। আমরা যেন প্রিয় স্যারের শিক্ষা সব জায়গায় পৌছে দিতে পারি।
প্রিয় প্লাটফর্মের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো। আপনাদের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করছি।