গিয়েছি, থেমে গিয়েছি, কিন্তু হারিয়ে যাই নি। সাময়িক বিধ্বস্ত হয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি।
স্বপ্ন দেখতে কে না ভালোবাসে???!!! আশা আর স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে!!! এ দুটো যদি না থাকতো তাহলে মানুষ বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতো। আর সে স্বপ্ন দেখা মানুষগুলোর মাঝে আমিও একজন😊😊।
একটু বেশিই আবেগতাড়িত আমি সেই ছোট্ট বেলা থেকেই অনেক স্বপ্ন দেখে এসেছি। তখনকার স্বপ্নগুলো রূপকথার গল্পের মতোই কিছু স্বপ্ন ছিলো। আস্তে আস্তে বড় হয়েছি.... স্বপ্নের ধরণ বদলেছে। কিন্তু ২টা স্বপ্ন মনের গহীনে কোন এক জায়গায় হয়তো রয়ে গিয়েছিলো যা আমি নিজেও বুঝি নি.... সেগুলোকে ছাপিয়ে আরো অনেক স্বপ্ন দেখে গিয়েছি.... কিন্তু কোন টার্গেটেড স্বপ্ন ছিলো না। অনেকটা..."আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাই নি".... টাইপ।
ছোট্ট বেলার প্রথম স্বপ্ন ছিলো আমার আর আমার আম্মুর এক রকম৷ যেহেতু হাতের কাজ পারতাম এবং করতাম.... তখন স্বপ্ন দেখতাম আমার একটা বুটিক হবে.... আমরা কাজিনরা মিলে চালাবো.... শুধু হাতের কাজ হবে..... অনেক সুবিধা বঞ্চিত মেয়েরা আমার বুটিকে কাজ করবে। ঐ বয়সে যতটুকু বুঝেছি ততটুকুই দেখেছি স্বপ্ন। মাঝে গড়িয়ে গেছে অনেক বছর.....মনে চলেছে অনেক স্বপ্নের আনাগোনা....
এতো বছর পর আবার স্বপ্নটা দেখছি আরেকটু আপডেটেড ভাবে। যুগের সাথে তাল মিলিয়ে শুধুই হাতের কাজে বিভিন্ন ফিউশন এনে..... একটা ব্র্যান্ড.... যেখানে আমার ব্র্যান্ডের ট্যাগ লাগানো হাতের কাজের পণ্য..... নানা ধরণের ফিউশন..... নানা ধরণের ফেব্রিক্স..... নানা রঙের সুতা...... চারদিকে শুধু রঙিন আর রঙিন...... নিজের একটা কর্মক্ষেত্র.... কিছু লোকের কর্মসংস্থান.... তাদের হাসি মাখা মুখ.... তাদের সব দুঃখ কষ্টের ভাগীদার আমি সমান ভাবে.... তাদের ভালোবাসায় নিজেকে ঘিরে রাখা.... সারাক্ষণ তাদের দোয়ায় থাকা..... তাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে আমি মিশে থাকা!!!.....
আমি ঘুমিয়ে না..... জেগে থেকে এ স্বপ্ন দেখি এবং এ স্বপ্ন দেখতে গিয়ে আমার ঘুম হয় না😢😢😢 আমি স্বপ্নে জাগরণে শুধু হরেক রঙ.... হরেক রঙের সুতা.... হরেক রঙের কাপড়....হরেক রকম কম্বিনেশন..... হরেক রকম ডিজাইন..... হরেক রকম মানুষ.... নিজের সুখ দুঃখের সাথে তাদের সুখ দুঃখ মিলে মিশে যেতে দেখে যাই। মাঝে মাঝে মনে হয় আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি!!!! কিন্তু না!!! আমি সত্যিই পাগল হই নি, তবে হবো যদি এ স্বপ্নের কিছুটা অংশ ও পূরণ করতে না পারি!!!
এক জীবনে অনেক কিছু হয়তো পাওয়া সম্ভব.... অর্থ, প্রতিপত্তি, আভিজাত্য..... কিন্তু মানুষের ভালোবাসা পাওয়াটা অতো সহজ নয় হয়তো!!! আমি আমার এ ছোট্ট জীবনে অল্প বয়সে আর কিছু না পারি মানুষের ভালোবাসা কুড়িয়েছি। এ একটা জিনিস পেলে বর্তে যাই আমি। তাই আমার জীবনের প্রথম স্বপ্ন টা ই সবাইকে নিয়ে.... আমার নিজের সাথে আরো কিছু মানুষের হাসি মাখা মুখের স্বপ্ন দেখি আমি। স্বপ্ন দেখি উদ্যোক্তা হওয়ার.... স্বপ্ন দেখি কর্মসংস্থান সৃষ্টির..... স্বপ্ন দেখি কিছু মানুষের ভালোবাসা পাবার নিজের ভালো কাজের মাধ্যমে।
আরেকটা স্বপ্ন ছোটবেলায় দেখতাম আমি। ৮/১০ বছর বয়স থেকে। আমার বাবাকে বলেছিলাম আমি যখন আমার বয়স ১০ ছিলো, "আব্বু তুমি গ্রামে একটা বাড়ী করো। বাড়ীতে একটা বড় পুকুর কাটো, পুকুরে শাপলা লাগাও, বাড়ীতে অনেক আম গাছ (যেহেতু আমার আম প্রিয় ফল) লাগাও, আর অনেক ফুলের গাছ। পুকুরে যাওয়ার রাস্তার ২ পাশে সুপারি গাছ লাগাও।" আব্বু বলেছিলো এটা আমার ও স্বপ্ন কিন্তু অনেক টাকার ব্যাপার রে মা!!!! আমি জানি না আমার এমন স্বপ্ন কেনো এসেছিলো মনে!!! হয়তো নাটক বা মুভিতে দেখা কোন বাড়ী আমার মনে দাগ কেটে গিয়েছিলো!!! মনে নেই আমার আসলে। কিন্তু আমি এখন এ স্বপ্নটা আবার দেখি। আরো আপডেটেডভাবে। আরো বড় করে.....
আমার নিজের বিজনেসটা বড় করে.... সমাজে নিজের নাম প্রতিষ্ঠিত করে নিজের ইনকামের টাকায় কেনা এক টুকরো জায়গা!!!! তার বাউন্ডারির চারপাশে থাকবে সোনালু, জারুল, কৃষ্ণচূড়া, কদম ফুলের গাছ। একেক সিজনে একেক ফুলে রাঙা হবে তারা। ভিতরে থাকবে একটা পুকুর। তাতে থাকবে বিভিন্ন দেশি বিদেশী শাপলা। বাড়ীর ভেতরে থাকবে নানা রকম লিলি আর চন্দ্রমল্লিকা গাছ। আর মাঝে একটা ছোট্ট বাড়ী। খুব বেশি আড়ম্বর নেই যেখানে.... কিন্তু শান্তি আছে। বৃষ্টির দিনে বারান্দায় বসে চায়ের কাপ হাতে আমি লিলি আর বৃষ্টির সৌন্দর্য দেখতে চাই। ভরা পূর্ণিমায় শাপলা পুকুরের পাশে বসে পূর্ণিমা দেখতে চাই। আমি চাই স্বর্গের একটু সৌন্দর্য যেনো আমি পৃথিবীতে দেখে মরতে পারি....
ইদানিং প্রচন্ড ভাবে এ স্বপ্ন আমাকে নাড়া দেয়। খুব আবেগতাড়িত করে.... আমার স্বপ্ন পূরণে কাজ করতে তাগাদা দেয়। তাই তো সব বাঁধা অতিক্রম করে কাজ করে যেতে চাই। আমার বিজনেসটা দাঁড় করাতে চাই। আমার প্রথম স্বপ্নটা আগে পূরণ করতে চাই। সেজন্য দিন রাত কাজ করছি আমি। কারণ প্রথমটা পূরণ না হলে তো ২য়টা পূরণ করতে পারবো না!!!! একটার সাথে আরেকটা জড়িত। কারণ যা অর্জন করতে চাই তা নিজের চেষ্টায়!!!! কারো সাহায্যে বা দানে বা অনুগ্রহে নয়!!
একা রাস্তায় হেঁটে যাওয়া আমি..... স্বপ্ন যেমন একা দেখেছি, তা বাস্তবায়নের জন্যও একাই পথ চলছি। প্রত্যেকটা মেয়ের কাজের পেছনে অনুপ্রেরণা দেন পরিবারের কেউ না কেউ। হয় স্বামী, নয়তো মা, বাবা, ভাই, বোন অথবা কেউ না কেউ। আমাকে অনুপ্রেরণা দেবার, সাহস দেবার, দুইটা আশার কথা শোনাবার কেউ ছিলো না, নেই। কিন্তু বারবার ভেঙে দেওয়ার মতো লোকের অভাব নেই পরিবার থেকে শুরু করে বাহিরে পর্যন্ত!!! ভেঙে গিয়েছি, থেমে গিয়েছি, কিন্তু হারিয়ে যাই নি। সাময়িক বিধ্বস্ত হয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। স্বপ্ন ২টার বাস্তব রূপ কিছুটা হলেও চোখে দেখে মরতে চাই আমি। জানি না তত দিন হায়াত পাবো কি না!!! সুস্থ থাকবো কি না!!! কিন্তু থাকতে চাই, বাঁচতে চাই। দেখে মরতে চাই আমার মাধ্যমে অনেকের কর্ম সংস্থান!!! কিছু মানুষের হাসি মুখ!!! কিছু মানুষের ভালোবাসা!!! এসব নিয়েই যেনো শান্তিতে চোখ বুজতে পারি!!! এর চেয়ে বেশি কিছু চাওয়া নেই আমার।
মানুষের ভালোবাসা, দোয়া পাবার মত সুখ আর হাসি মাখা মুখ দেখতে পারার মতো শান্তি পৃথিবীতে খুব কমই আছে!!! যারা এর মর্ম বোঝে তারা এটা ঠিকই আদায় করে নিতে পারে। আমিও পারব ইনশা আল্লাহ। স্বপ্ন পূরণের পথে হাঁটছি।😊😊😊 মাথায় আছে আমাদের দিক নির্দেশক Iqbal Bahar Zahid স্যারের বাণী, "স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। সফলতা আসবেই।" প্রথম তিনটা আমি করে ফেলেছি.... এখন শুধু লেগে থাকার পালা।😊😊। বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। সবার দোয়া প্রার্থি😊😊😊
স্টাটাস অফ দ্যা ডে=৭২৬
১৯/০১/২০২২
Tanzila Zannat Suchana
কমিউনিটি ভলান্টিয়ার
১৫ তম ব্যাচ
রেজিষ্ট্রেশন নংঃ ৭১৯৪৩
ওয়ারী জোন
নিজ জেলাঃ ঢাকা
কাজ করছি হাতের কাজের ড্রেস ও লিলি নিয়ে।
সত্ত্বাধিকারী
Suchana Collection