আমার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কেমন ছিল
🪴💥আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।💥💥💥
আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভাল আছেন।
আমিও ভালো আছি।
আজ আপনাদের শোনাবো
🌺🌺🌺আমার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কেমন ছিল।🌺🌺🌺
একটু পিছনে যেতে হয় আমার আর আমার অর্ধাঙ্গিনী পরিচয় 2010 সালের 18 ই ফেব্রুয়ারি। একই প্রতিষ্ঠানে পড়াশোনার কারণে একে অপরকে চিনতে শুরু করি। দেখা হয় কথা হয় তার পরিচয়, নিজে থেকে একটা সময় তাকে খুব ভালো লাগে। অনেকটাই রিলেশনশিপে রুপান্তর হয়ে গেল এমনটাই ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কোনো এক অজানা কারণে ওই প্রতিষ্ঠানে থেকে তাকে বিদায় নিতে হয় 🙆🙆অন্য প্রতিষ্ঠানে সে চলে যায়। অন্য একটি প্রতিষ্ঠানে সে পড়ালেখা করে। আমি আমার প্রতিষ্ঠানে পড়ালেখা করি।।
💐💐💐এভাবে চলতে থাকে 2015 সাল পর্যন্ত। 2015 সালে নেমে আসে আমার অর্ধাঙ্গিনী জীবনে এক ভয়াবহ দুর্বিষহ জীবন। বাবা অসুস্থ হয়ে বিদেশ থেকে দেশে চলে আসে। চিকিৎসা বাবদ প্রায় 10 লক্ষ টাকার মত হারিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে যায় তারা, অবশেষে 2015 সালের 10 জুলাই আমার শ্বশুর ইন্তেকাল করেন ।😭😭😭😭😭ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিকে তার পড়াশোনা অন্যদিকে তার ফ্যামিলি ও আরেকটি কথা না বললে নয় আমার অর্ধাঙ্গিনীর ফ্যামিলিতে সে ছাড়া তার ভাই-বোন অন্য কেউ নেই। পড়ালেখা চলতে থাকে 2016 সাল পর্যন্ত, রামগঞ্জ সরকারি কলেজ থেকে 2017 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল সাইন্স থেকে। তারপর থেকে ওর আর পড়াশোনা হয়নি। 2018 সালের 25 মে আমরা ফ্যামিলি গত ভাবে বিবাহের সিদ্ধান্তে উপনীত হই। 👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨
💐💐💐💐 উভয়ের পারিবারিক সংগ্রাম🌻🌻🌻
আলহামদুলিল্লাহ আমি পড়াশোনার পাশাপাশি ছোট চাকরি করতেছি ফ্যামিলি সুন্দর চলতেছে, এরইমধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, পাশাপাশি আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি, ও আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল অবশেষে 18 সালের 11 ই অক্টোবর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি। আলহামদুলিল্লাহ ব্যবসা চলতেসে এরই মধ্যে আরেক যন্ত্রণাদায়ক স্মৃতি সেটা আপনারা কম বেশি জানেন।
আমি 4 বারক্ষতিগ্রস্ত।
🪴প্রথমে একবার চুরি হয়
🌾ঝড়ে সব তছনছ করে দিয়ে যায়
🍄দ্বিতীয়বার আবার চুরি হয়।
🌿দীর্ঘদিন করোনার কারণে বন্ধ ছিল।
এ যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর মুহূর্তে যে মানুষটিকে সবচেয়ে বেশি কাছে পেয়েছি সে হলো আমার অর্ধাঙ্গিনী।
এরপরেও থেমে যায়নি জীবন চালিয়ে যেতে হবে এজন্য ব্যবসা পড়ালেখা চালু রেখে এবং সংসার চালিয়ে যাচ্ছিলাম।
👪👪👪👪2020 সালের সেরা উপহার👪👪👪👪
ব্যবসায় লস ঋণে জর্জরিত বিপদ সবকিছু মিলিয়ে খুব ক্ষতিগ্রস্ত ছিলাম। আল্লাহ তা'আলার পক্ষ থেকে এমন এক উপহার পেলাম সব কষ্ট ভুলে গেলাম। 2020 সালের 19 সেপ্টেম্বর আমার ঘর ভালো করে ছেলে সন্তান আসে। আমার অর্ধাঙ্গিনী আমাকে সাপোর্ট এর দিক থেকে আমার কাছে সবচেয়ে সেরা মুহূর্ত সেটা। তারপর থেকে দায়িত্ব আরো বেড়ে গেল সন্তান দেখাশুনা বাসা আমার ব্যবসাপ্রতিষ্ঠান মানসিকভাবে আমাকে সাপোর্ট দেওয়া সবকিছু মিলিয়ে এক অতুলনীয় নারীর নাম শারমিন আক্তার প্রিয়া।
💓💓🐦🐦 ক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি।❣️❣️🐦🐦
🌻অর্থনৈতিক সাপোর্ট
🌻মানসিক সাপোর্ট
🌻পারিবারিক সাপোর্ট
🌻অপারেশনের সময় সাপোর্ট
আমি কি থেকে কি শুরু করবো বুঝতে পারতেছি না। আমার লাইফে এমন কোন জায়গা নেই যেখানে ওর বিচরণ ছিল না। যেখানেই আমি চিন্তা যুক্ত হয়েছি সেখানে সে আমাকে আলোর পথ দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছিল। বিশেষ করে কিছু মুহূর্ত না বললেই নয় ,আমি যখন বারবার ব্যবসা প্রতিষ্ঠানে ভেঙে পড়েছিলাম রাতে যখন বাসায় ফিরতাম সে প্রতিদিন আমাকে বলতো তোমাকে দিয়ে হবে ,তুমি একদিন সবকিছু ঠিক করে নিতে পারবে ,আমি তোমার সাথে আছি চিন্তা করো না ,আল্লাহ 1 দ্বীন তোমার সবকিছু দিবে ,এই শক্তি-সাহস গুলো আমি কারো কাছে পাই নাই ও আমাকে সব সময় এই কথাগুলো বলত। ওর একটা কথা ছিল এমন আমরা ডাল-ভাতে খাব তুমি কখনো মানসিক প্রেসার নিও না মানসিক প্রেসার নিলে তুমি অসুস্থ হয়ে যাবে।
🪴🪴🪴একটা মজার স্মৃতি। 🍄🍄🍄🍄
আমার অর্ধাঙ্গিনী আমাদের গ্রুপের পঞ্চম ব্যাচের গর্বিত একজন স্টুডেন্ট, তার কিন্তু একটা ব্যবসায়িক পেজ আছে নকশি কাঁথা হাতের কাজের সমাহার, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সে ভালো বিজনেস করে যাচ্ছিল। আমাদের ঘরে যখন বাবু আসলো বাবুকে সামলিয়ে সে ব্যবসাতে সময় পুরোপুরি দিতে পারেনা তাই একটু ব্যবসার কাজ আপাতত স্লো হচ্ছে। আমি ওকে বললাম তুমি ব্যবসা করার কোন প্রয়োজন নেই সে আমাকে বলে ক্ষতি কিসের আমিতো তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য কাজটুকু করতেছি আর কাজটা আমি জানি আমি করতে তো কোনো সমস্যা নেই। পাশাপাশি আমাকে সাপোর্ট দেওয়ার জন্য 💓💓সে ফ্রিল্যান্সিং এর কাজ শিখতেছে,💕💕সে আমাকে সাপোর্ট দিবে এই জন্য। সর্বোপরি আমি বলতে পারি আল্লাহর দেওয়া আমার সবচেয়ে বড় উপহার গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী। Sharmin Akther Priya আপনাদের কাছে আমি দোয়া চাই সারা জীবন যেন আমরা দুজন একসাথে থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এবং জীবনে যত ঝড় আসুক সব সময় তার কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট আশা করি।
ওকে নিয়ে বলতে গেলে কি থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব আমি ঠিক বলতে পারিনা, তবে আজ আর বেশি বলব না,
🌻🌻🌻🌻 ভালো থেকো ভালোবাসা।🌹🌹🌹🌹
কৃতজ্ঞতা ইকবাল বাহার জাহিদ স্যার।
সফল হোক 15 জানুয়ারির মহাসম্মেলন।
সর্বোপরি কৃতজ্ঞতা সমস্ত ভাই-বোনদের কে যারা পাশে থেকে সাপোর্ট দিচ্ছেন।
ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো
আসসালামু আলাইকুম।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১৮
Date:- ০৮/০১/২০২২ইং
মোঃ মাইন উদ্দিন
উপজেলা এম্বাসেডর রামগঞ্জ
2/3265
ফাউন্ডার। Itcomputer