৯ টা ৫ টা ভুলে গেছি। রাত নেই, দিন নেই। কাজ করে যাচ্ছি আপন গতিতে,। আর এই গতি দিয়েছেন প্রাণ প্রিয় শিক্ষক ইকবাল বাহার জাহিদ স্যার।
,,💌💌,,#গল্পে_গল্পে_সেল_পোস্ট,,💌💌,,
#আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন!? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি।
✍️ প্রাণ প্রিয় শিক্ষক জনাব Iqbal Bahar Zahid স্যার আপনি বলেছেন, জীবনে অন্তত ৫ টা বছর, টাইম ৯টা, ৫টা ভুলে যেতে হবে। প্রিয় শিক্ষক, প্রাণ প্রিয় স্যার, আপনার কথাটা বুকে লালন করে ছুটে চলছি প্রতিনিয়ত, করে যাচ্ছি পরিশ্রম। আলহামদুলিল্লাহ, তার মূল্য আজ পাচ্ছি। 🙂
আজ আমি আপনাদের মাঝে নিজের জীবনের পরিশ্রম করার গল্প বলবো।
,,,,,,,,,, #নিজের_জীবনের_পরিশ্রম_এর_গল্প,,,,,,,,,,,,,
🕋🕋সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি পরম যত্নে এই অগোছালো পৃথিবীতে এখনও বাঁচিয়ে রেখেছেন, হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, সেই মনিবের দরবারে হাজারো লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
,,💝💝 তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রাণ প্রিয় মেন্টর, প্রাণ প্রিয় শিক্ষক জনাব #Iqbal_bahar_zahid স্যার এর প্রতি। যার বিনা স্বার্থে অক্লান্ত পরিশ্রমে, এই সুন্দর ফাউন্ডেশন পাওয়া,, এতো এতো ভালো মানুষ গুলো কে পাওয়া। সেই প্রিয় শিক্ষক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসলেই শেষ করা যাবে না। শুধু মন থেকে তার জন্য দোয়া, অনেক ভালোবাসা ,আল্লাহ তাকে অনেক বেশি হায়াত দারাজ করুক। #আমিন_আমিন_আমিন।
👇👇চলুন মূল গল্পে ফিরি,,, 👇👇👇
,,,,😭 জীবনের অনেকটা সময় অবহেলা করে অনেকটা সময়কে নষ্ট করে ফেলেছি, সময়কে আসলে কাজে লাগাতে পারেনি,, সুযোগ থাকা অবস্থাতেও সময় টাকে আঁকড়ে ধরে রাখতে পারিনি, কোন কাজ করতে পারেনি, অনেক সুযোগ পেয়েছি, কিন্তু আসলে সময়টাকে আমি সময় দিতে পারিনি, মূল্য দিতে পারিনি। কখনোই বুঝিনি জীবন এ সময় টাকে কাজে লাগাতে হবে।? আমার ভুল ছিলো। ভাবনা গুলো। সত্যি আমি এক অবুঝ, বা বোকা মানুষ। আমার জীবনে তেমন কোনো লক্ষ্য হয়তো বা ছিলোনা। আমি অনেক সুযোগ পেয়েছি। অনেক টা সময় পেয়েছি কাজে লাগানোর জন্য। কিন্তু দুঃখের বেপার টা হচ্ছে, আমি সময়টাকে মূল্য দেইনি। কারন আমি বুঝতেই পারিনি, কেমন করে সময় টাকে কাজে লাগাতে হয়? সারাটাজীবন ভুল করে গেছি,। ব্যাকগ্রাউন্ড টা অনেক স্ট্রং ছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিলো, আমার মামাদের অবস্থা অনেক ভালো ছিলো। সবাই খুব সাপোর্ট দিতো, তাই ভাবতাম আমার তো জীবনে আর কিছুই লাগবেনা। 😭
,,, কিন্তু বাস্তবতা যে এতোটা কঠিন হবে। বা আমার নিজ হাতে ভুল গুলো করা আমায় এই এতোটা বাস্তবতার সম্মুখে এনে দাঁড় করাবে জীবনে ভাবতে পারিনি।। যাই হোক। হয়তো ওই ভুল গুলো না করলে, আজ এই বাস্তবতা বুঝতে পারতাম না। এতোটা পরিশ্রম করা বুঝতে পারতাম না। তাই জীবনে কিছু ভুল থাকতে হয়। আমারও ছিলো। তাই আজ শিখেছি পরিশ্রম করা। সময় টাকে কাজে লাগানো।
,,, কিন্তু না আর সময় টাকে অবহেলা করা যাবেনা৷ স্যার এর এই সেশন টা যখন পাই, জীবনে অন্তত ৫ টা বছর, ৯ টা, ৫ টা ভুলে যেতে হবে, ঠিক তখন থেকেই শুরু এক নতুন জীবন। শুরু করলাম ৯ টা ৫ টা ভুলে গিয়ে পরিশ্রম করা। এখন প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি। এবং ভালো কিছু করতেছি। আলহামদুলিল্লাহ। এতোটা পরিশ্রম কিরতেছি, হয়তো লিখে শেষ করা যাবেনা।। কখনো নিজের উদ্যোক্তা জীবন নিয়ে ছুটে চলি এ মার্কেট থেকে ও মার্কেটে। কোনো কাস্টমার একটা পণ্য চাইলে, আমি সব সময় চেষ্টা করি আমার কাছে না থাকলে, অন্য এক যায়গায় থেকে খুঁজে বের করে এনে দেবার। কারন আমার কাছে আমার উদ্যোক্তা জীবন শুরু করা, বা আমি উদ্যেক্তা হয়েছি। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আলহামদুলিল্লাহ। #আমি_একজন_উদ্যোক্তা। এই উদ্যোক্ত শুরু করে, তার পাশাপাশি চাকরি, স্টুডেন্ট পড়ানো, সব খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে কঠর পরিশ্রম করে যাচ্ছি।
,,, আর এই পরিশ্রম আমায় আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার স্বপ্নের দিগে। আমি সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি । এর ভুল করেও সময় টাকে নষ্ট করতে রাজি নয়।৷ কারন স্যার বলেন, সময় নষ্ট করলে, এই সময় একদিন আমায় সময় দিবেনা৷ এটা ১০০% সত্য।। কারন আমি তার জলন্ত প্রমান। তাই আর সময় টা নষ্ট করতে পারবোনা। এই জন্য করে যাচ্ছি পরিশ্রম।। আলহামদুলিল্লাহ। সবচেয়ে মজার বেপার হচ্ছে,, আমি এই ফাউন্ডেশন এ এসে অনেক কিছু পেয়েছি। অনেক কিছু নিয়েছি। হয়েছি একজন #উদ্যোক্তা। শিখেছি সময়টাকে সময় দেয়া। হয়েছি পরিশ্রমী। আমি আমার যায়গায়া টা অনেক পরিশ্রম করে তৈরি করেছি,, শিখেছি। সারাজীবন প্রিয় শিক্ষক জনাব #ইকবাল_বাহার_জাহিদ_স্যার এর শিখবো। ইনশাআল্লাহ।
,, আমি যখন খেতে বসি, ঠিক তখনো আমি তখনো পরিশ্রম করি, আমায় চিনানোর জন্য ফাউন্ডেশনে সময় দেই, নিজেকে আরও অনেক পরিচিত করতে চাই৷ ইনশাআল্লাহ, এই ফাউন্ডেশন থেকেই একজন সফল উদ্যোক্তা হয়ে লেগে থাকবো৷ আমি এমনো দিন গেছে, অনেক মিটআপ এর ঘন্টার ঘন্টা গিয়ে বসে থাকতাম, শুনতাম সবার কথা, মাথায় নিতাম অনেক আইডিয়া। চিন্তা করতাম আমায় কখন ডাকবে। কখন পরিচয় দিবো আমি? এইভাবেই এইভাবেই নিজেকে তৈরি করে নিয়েছি,, আস্তে আস্তে পরিচিত করে নিয়েছি। অনেক সময় কোনো মিটআপ এ ডাকতো, আবার ডাকতোনা। তাও আমি অধৈর্য হতাম না। সেখান থেকে, এইভবেই নিজেকে একটু একটু করে পরিচিত করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন প্রতিনিয়ত ৪/৫ টা দাওয়াত পাই বিভিন্ন মিটআপ এ। আমি এখনো অনেক কিছু শিখে যাচ্ছি। সারাজীবন শিখবো। এই লক্ষ্য নিয়েই নেমেছি মাঠে। এখান থেকেই নিজেকে অনেক বড় সফল উদ্যোক্তা হয়ে যাবো৷ আমার বিশ্বাস। আমি নিজেকে আরও অনেক বেশি পরিচিত করতে চাই৷ অনেক সময় দিতে চেষ্টা করতেছি।
,,, আমি নিজেও অনেক মানুষের কথা শুনেছি। অনেক কঠু কথা, এই ফাউন্ডেশন কি পাবো, এখানে সময় দিয়ে কি হবে?? এই সব আবল তাবল কথা শুনেছি। কিন্তু আমি কারো কথাতে কান দেইনি, এখনো দেইনা।। কারন যারা এই গুলো বলতো, তারা আজ আমায় নিয়ে গর্ব করে, কারন আমি একজন উদ্যোক্তা হয়ে গেছি। কখনো কারো কথায় ধৈর্য হারা হইনি। মন খারাপ করিনি। কষ্ট পায়নি। হাসিমুখে সবার কথাগুলো কে বরণ করে নিয়েছি। তাই আজ আমি এখানে আসতে পেরেছি।। না হয় অনেক টা এলোমেলো হয়ে যেতাম। পরিশ্রম করে যাচ্ছি অনেকটা,, আমি এখন এতোটা পরিশ্রম করি,, আমি মাঝে মাঝে খাবারের টাইম ভুলে যাই। কারন কাজ, আর পরিশ্রম টা আমার কাছে সবচেয়ে বড় পথ। আমি যখন ঘুমাই, ঠিক তখনো চিন্তা দিয়ে পরিশ্রম করি, কোথা থেকে কোনো নতুন পণ্য সংরক্ষণ করব, কি নিয়ে আরও উদ্যোক্তা জীবন এগিয়ে নিয়ে যাবো৷।।।। এটাও কিন্তু একটা পরিশ্রম।
,,, 💌আমি নিজেকে আরও অনেক বেশি পরিচিত করার জন্য দিন রাত এই ফাউন্ডেশনে প্রতিটি পোস্ট এ কমেন্ট করে যাওয়ার চেষ্টা করি। কারন ৫০ টা পোস্ট এ ৫০ টা কমেন্ট করলে৷ এই ৫০ জনের মধ্যে অন্তত ২০ জন তো আমায় চিনবে, এই ২০ জনের মধ্যেও তো ১০ জন আমার প্রোফাইল ঘুরবে, দেখবে আমি কি পণ্য নিয়ে কাজ করছি, এই ১০ জনের মধ্যেও তো অন্তত ৫ জন আমার কাছে থেকে পণ্য কিনতে নক দিবে?. এটাই আমার পরিশ্রম এর সবচেয়ে বড় পাওয়া হবে। আমি যখন খাবার খাই, ঠিক তখনো ফাউন্ডেশন সময় দেই। ডান হাত দিয়ে খাই, বাম হাত দিয়ে মোবাইলে সময় দেই। কারন নিজেকে অনেক বেশি পরিচিত করতে চাই। অনেক বড় উদ্যেক্ত হতে চাই। অনেক বড়। এটাই আমার মূল লক্ষ্য।
,,, এখন মাসে হয়তো কম সেল হয়, আমি বিশ্বাস করি এই কম থেকে একদিন অনেক বড় সেল হবে আমার। অনেক বড় উদ্যোক্তা হবো। এটাই আমার মূল লক্ষ্য। আমি এই অনলাইন এর পাশাপাশি অফলাইনেও অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সব মিলায় একদিন আমি হবো সবচেয়ে বড় উদ্যোক্তা। এটাই আমার পরিশ্রম এর সবচেয়ে বড় চাওয়া। আর কিছু নেই। এই ৯ টা ৫ টা ভুলে গেছি। রাত নেই, দিন নেই। কাজ করে যাচ্ছি আপন গতিতে,। আর এই গতি দিয়েছেন প্রাণ প্রিয় শিক্ষক। প্রাণ প্রিয় মেন্টর। চেলেঞ্জ নিয়েছি অনেক বড়। আর এই চেলেঞ্জ নিয়ে এগিয়ে যাবো বহুদূর। বহুদূর।
,,, শেষ করবো। কিছু কথা দিয়ে। সবার কাছে আমি অনেক অনেক দোয়া চাই। অনেক ভালোবাসা চাই। অনেক সাপোর্ট চাই। আসলে এই ফাউন্ডেশনের সবাই অনেক ভালোবাসাময়। অনেক সম্মান দেয়াময়। আমি বিশ্বাস করি আপনাদের দোয়া, আর আপনাদের সাপোর্ট, সবচেয়ে বড় আমার মা বাবার দোয়া আছে আমার প্রতি, এই আপনাদের সবার দোয়া সাপোর্ট এ আমি একদিন অনেক বড় হবো। ইনশাআল্লাহ ।।
যারা এতো সময় নিয়ে আমার গল্পটা পরলেন, সবার প্রতি চির কৃতজ্ঞতা।। সেই সাথে অনেক অনেক দোয়া ভালোবাসা চাই।
আপনাদের সবার জন্য আমার পক্ষ্য থেকে থাকলো অনেক অনেক দোয়া আর বুক ভরা ভালোবাসা।৷
#শুধু_পাইকারি।।।
প্রিয় মেন্টরের বানী,
#আমরাই_ক্রেতা, #আমরাই_বিক্রেতা।।
হাজির হয়েছি বাটিক ডিজাইন করা মেক্সি নিয়ে।
#মেকসি_মেকসি_মেকসি।।।
সুতি কাপড়, #বাটিক,,, নরম এবং খুবই আরামদায়ক। ডিজাইন ও সুন্দর।
১০০% রং গ্যারান্টি।
১০০% সুতি।
১০০% আরামদায়ক।
১০০% রঙ গ্যারান্টি।
ঢাকা এর ভিতরে ৬০ টাকা ক্যাশ অন ডেলিভারি,
ঢাকা এর বাহিরে ডেলিভারি চার্জ ১৩০ টাকা।
মেকসি_বাটিক,।
বুতাম_খোলা_যায়।
লম্বা_৫৪ এর বেশি।,
বডি_৫৪+!
ফ্রী_সাইজ।।।
ঘের_১৪০।।
পাইকারি_নিতে_চাইলে_যোগাযোগ_করুন।
আমার #পেজ_লিংক
https://www.facebook.com/DressviewBoutiques/
স্টাটাস অফ দ্যা ডে=৭২৫
তারিখঃ১৮-১-২০২২
Md. Nirob Hossain
ব্যাচঃ 11
রেজিষ্ট্রেশনঃ 20519
জেলাঃ মুন্সিগঞ্জ
বর্তমানঃ মুন্সিগঞ্জ + ঢাকা, যাত্রাবাড়ী, ওয়ারি জোন।
কমিউনিটি ভলান্টিয়ারঃ নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম।
টপ ২০ ক্লাব মেম্বার।
মেম্বারঃ নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম।