সফলতার পথ সবসময় কঠিন থেকে কঠিন হয়, এজন্য প্রয়োজন ধৌর্য আর অটল সাহস, এবং সামাজিক সমালোচনা চুপ করে শোনার পরম শক্তি।
📣গল্প কথায় পন্য বিজ্ঞাপন 📣
আস্সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
~~~~~~===========~~~~~~~~~
গতকাল রাত থেকেই চিন্তা করছিলাম আগামীকাল তো হাটবার, বেচা কিনা কেমন হবে আল্লাহ জানে,
তারমধ্যে এখন আবার মাদ্রাসায় শিক্ষকতার চাকরি নিয়েছি, সে সুবাদে মাদ্রাসার কিছু দায়-দায়িত্ব আছে, এত শত ব্যস্ততার মাঝেও চিন্তা করলাম হাটবারে যদি হাটে না যাই তাহলে অ্যাক্টিভিটি কমে যাবে তাই শত ব্যস্ততা ফেলে চলে আসলাম আপনাদের মাঝে
মজার বিষয় হলো সাধারনত অন্যান বাজার কিন্তু ফজরের পর পর খোলে না কিন্তু আমাদের এ অনলাইন বজার ২৪ ঘন্টাই খোলা থাকে, তাই নো টেনশন, যে কোন সময় এখান থেকে ক্রয় বিক্রয় উভয়টা করা জায়
যাইহোক কথা বেশি বললে মানুষ আবার খারাপ বলতে পারে , তাই কথা না বাড়িয়ে, বাজারে চলে আসলাম প্রতি সপ্তাহের ন্যায়,
আজকে(৮২) তম হাট বারে আপনাদের সকলকে জানাই আন্তারিক অভিনন্দন ও শুভেচ্ছা 🥀🥀
আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি
সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের কে সুস্থ রেখেছেন, ও ভালো রেখেছেন,
শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি প্রিয় শিক্ষক, মেন্টর, ভালো মানুষ গড়ার কারিগর, জীবন্ত কিংবদন্তী এ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার
যিনি সুখ খুঁজে না আপন নীড়ে, প্রাণের টানে এই আঙিনায় বারে বারে আসে ফিরে, কালজয়ী, সময়উপযোগী মহা নায়ক, সকলের নয়নের আলো,আমাদের সকলের নয়নের মনি, শিক্ষাগুরু, আমাদের সকলের প্রিয় শিক্ষক যার চিন্তা ভাবনা এই স্বপ্নের প্ল্যাটফর্ম কে ঘিরে, যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে আমাদের অনুপ্রাণিত করেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয়
ইকবাল_বাহার_জাহিদ স্যার, যার পরিশ্রম একাগ্রতা, সততা ও নিষ্ঠার ফসল হিসেবে আমরা পেয়েছি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের মতো একটি মানবিক প্ল্যাটফর্ম। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা তাদের মেহনত ধারা নিজের বলার মত গল্পঃ ফাউন্ডেশন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে -অনেক অনেক ভালোবাসা নতুন পুরান সকল সদস্য ভাই বোনদের প্রতি ------
~~~~~----------~~~~~~~~-----------~~~~~
~~~~~----------~~~~~~~~-----------~~~~~
মূল পর্বে জাওয়ার পূর্বে আমার প্রাথমিক পরিচয় টা তুলে ধরি,
আমি মোহাম্মদ নাঈমুল হাসান বিপ্লব
আমি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার একজন বাসিন্দা, ভাইবোনের মাঝে আমার বড় একটা বোন আছে, আর ভাইদের মধ্যে আমিই সবার বড়, আমার বাবা একজন সফল বিজনেস ম্যান আলহামদুলিল্লাহ।
বর্তমানে কাজ করছি ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনের, এই হলো আমরা সংক্ষিপ্ত পরিচয়, ~~~~~>>>~~~~~~~>>
বাজারে যেহেতু আসছেন কষ্ট করে তাহলে আমার পন্য/ কাজ সম্পর্কে কিছু কথা বলি,
ইয়ে মানে লিখি,
মনোযোগ দিয়ে পড়বেন আশা করছি
আমাদের এই প্লাটফর্মে যারা নতুন উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতাছেন, তারা হয়তো এক পযার্য়ে গিয়ে হতাশ হয়ে পড়ছেন,তাদেরকে বলছি📣📣
আপনি সবার আগে যে কাজটি করতে হবে, সেটা হলো আপনার পারসোনাল ব্যান্ডিং,আর ব্যন্ডিং এর জন্য যে সকল বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো আপনার নিজের বিজনেসের একটা পেইজ থাকা,এবং পেইজটি হতে হবে ভালো লেবেলের,
যেমন= আপনার পেইজের প্রোফাইল, লোগো, ইত্যাদি, তাহলে আপনি তাড়াতাড়ি মানুষের নিকট পরিচিত হতে পারবেন,
এখন অনেকে হয়তো ভাবতাছেন কি ভাবে পেইজ খুলবেন, অথবা কি ভাবে লোগো বানাবেন,, নো টেনসান,, আপনাদের পাশে আমি আছি সর্বদায়
কারো কোন প্রজার হেল্প প্রয়োজন হলে ইনবক্সে নক দিতে পারেন
💕আলহামদুলিল্লাহ 💕
এইতো কয়েকদিন আগের একটি কথা আমার খুব মনে পড়ে 🌸🌸
একজন ভাইয়া আমাকে ইনবক্সে নক(সালাম) দিলো
তারপর আমি রিপ্লাই (সালামের উত্তর) দিলাম
তারপর আমাকে মেসেঞ্জারে কল দিয়ে বললো ভাইজান আমার একটা লোগো প্রয়োজন, কিন্তু কোথয়া সল্প মূল্যে লোগো বানাবো সেটা খুঁজে পাইতেছিলামনা, তারপর যখন আপনার একটা পোষ্টে আপনার কাজের বিবরণ ও পেইজের লিংক দেখলাম তখন আমি আপনার পেইজ ভিজিট করলাম, এবং আমার কাছে আপনার কাজ গুলো খুবই চমৎকার লাগলো, তাই আপনাকে নক দিয়েছি লোগো বানানোর জন্য, তারপর আমি বললাম আমি যে কম মূল্যে লোগে বানাই এটা আপনাকে কে বললো, তখন ভাইয়াটি বলতাছে আমার একটা পোষ্টে নাকি আমি লিখেছি সল্প মূল্যে লোগো করা হয় তাই, তখন আমি হাসতে হাসতে বললাম ভাইজান তাহলে তো আপনি জায়গা মত কোপ মারলেন,তখন তিনিও হাসতে হাসতে বললো একদম ঠিক মনের কথাটি ই বলছেন আমিও সুযোগ বুজে আপনার নিকট আসলাম,
তারপর তার সাথে পরিচয় হলাম কথা বার্তা হলো,তারপর তিনি বলতাছে ভইজান আপনি কতটাকা করে রাখেন লোগোর জন্য, তখন আমি বললাম, আমার একটা নিয়ম হলো যারা আমাদের এ প্লাটফর্মে যুক্ত আছেন তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে,তখন তিনি তো আরো মাহা খুশি, বললো ভাইজান আমি তো এ প্লাটফর্মের আমার জন্য কত টাকা রাখবেন, তখন আমি আমার নিধার্রিত মূল্য তাকে বললাম, শুনে প্রথমে ভাইয়াটি অনেক্ষণ চুপ ছিলো,তারপর আমি বললাম কি ভইজান বনাবেননা? তখন তিনি বললো ভাই অবশ্যই বানবো কেনো নয়? তারপর বললো ভাইজান আমি লোগো চার টা বানাবো, আমি তো অবাক, কি ব্যাপার এতক্ষণ বললো একটা, এখন বলতাছে চার টা, আমি বললাম ভাই আপনি না বললেন একটা? উত্তরে তিনি বললেন, হ্যা প্রথমপ বলেছি একটা কিন্তুু এখন আপনার দাম শুনে মনে হলো এ সুযোগে আর মিস করা জাবেনা, আপনি হয়তো পরবর্তিতে দাম বাড়ীয়ে পেলবেন তাই, আমার, দুই জন ভাই আছে তাদেরও লোগে প্রয়োজন, আর আমার একটা কলিগ আছে তারও লোগো প্রয়োজন, তাই এরসাথে চারটা বানাবো, তারপর,আমার নিজের কাছেও খুব ভালো লাগলো, এক প্রকার আনন্দ কাজ করছিলো মনের ভিতর, যে আমিও তাহলে সেল দিতেছি, অন্য সবার মত,
অতঃপর ভাইয়াটিকে লোগো বানিয়ে পাঠালাম
তারপর তিনি নির্ধারিত মূল্য থেকে ৫০ টাকা বেশি পাঠালেন, এবং বললেন ভাই বাড়তি টাকা দিয়ে চা খেয়েন, তখন নিজের ভিতরে একটা আত্নবিশ্বাস আসলো যে আমিও ইনশাআল্লাহ পারবো আমার দারা ই সব কিছু সম্ভব,
তরপর প্রতিনিয়ত এভাবে লোগোর জন্য ওয়ার্ডার আসতো আমিও খুশি মনে লোগো বানিয়ে দিতাম, আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় মোটামুটি একটা অবস্থানে আছি, কিন্তু এখোনো অনেক পথ বাকি পুরাপুরি সাকসেস হওয়ার জন্য,
সফলতার পথ সবসময় কঠিন থেকে কঠিন হয়, এজন্য প্রয়োজন ধৌর্য আর অটল সাহস, এবং সামাজিক সমালোচনা চুপ করে শুনে থাকার পরম শক্তি, আর কিছু মানুষ তো আছেই সমালোচনা করার জন্য, মনে হয় আল্লাহ তয়ালা তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের সমালোচনা করার জন্য, এর জন্য বিচলিত হবার কোন কারণ নেই, সবাই আপনার সফলতা দেখে খুশি হবেনা, কিছু মানুষ আপনার সফলতা দেকেও আপনার দোষ খুঁজবে, এসকল আপনাকে এড়িয়ে চলতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হতে পরবেন,ইনশাআল্লাহ, একদিন আপনি আপনার কাজের দ্বারা তাদের সমালোচনার জবাব দিতে পারবেন.....
আমার লিখায় যদি কোন প্রকার ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আপনাদের নিকট আমি কৃতজ্ঞ থাকবো
সকলে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের পেইজের লোগো অথবা পেইজের কভার,অথবা ব্যানার ইত্যাদি প্রয়োজন হলে অবশ্যই আমাকে স্মরন করবেন
স্টাটাস অফ দ্যা ডে=৭২৫
তারিখঃ১৮-১-২০২২
🍁নাঈমুল হাসান(বিপ্লব)
🍁কমিনিটি ভলেন্টিয়ার
🍁 সোশ্যাল মিডিয়া ফিডব্যাক টিম
🍁থানাঃ রামগঞ্জ
🍁জেলাঃ লক্ষ্মীপুর
🍁ব্যাচঃ১৫
🍁রেজিঃ৬৭৬৫০
💻বর্তমানে কাজ করছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে
🧭পেইজ লিংক https://www.facebook.com/Alif-Graphics-design-100780982356827/
🖊কাজের বিবরণ
👉পেইজ লোগো
👉ওয়েব ব্যানার
👉ফেসবুক প্রোফাইল ও কাভারফটো
👉ভিজিটিং কার্ড
👉গ্রুফ লোগো
👉ব্যানার ও শুভেচ্ছা কার্ড
👉নাম কালিগ্রাফি ডিজাইন
👉 লোগো ডিজাইন (থ্রীডি প্রিমিয়াম কোয়ালিটি)
👉 ইউনিক বিজনেস কার্ড
👉 বিজনেস পেইজ সেট আপ
যে ফাইলগুলিতে পাবেন JPG,PNG,PSD,PDF,AI,WORD
নোট :
১. আমরা প্রিন্টিংয়ের কাজ করি না।
২. ডিজাইনে কোনো প্রকার হারাম এলিমেন্টস ব্যাবহার করি না।
Contact us
Call : 01309770746(Whatsapp)