বাবা মায়ের খোঁজ খবর রাখেন না। আসলে সেই সকল সন্তানতো হতভাগ্য সন্তান।
🌿বিসমিল্লাহির রাহমানির রাহীম🌿
🌿আসসালামু আলাইকুম🌿
🌹প্রথমেই লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামীনের দরবারে।যার অশেষ কৃপায় আবারো একটি নতুন ভোরের আলো উপভোগ করতে পেরেছি।এবং যিনি এই মহামারী করোনা পরিস্থিতিতেও আমাদের সবাইকে এবং সবার পরিবারকে এখনো এই ধরনীর বুকে সুস্থ অবস্থায় রেখে তার অশেষ নেয়ামত ভোগ করার তৌফিক দিয়েছেন।ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের সর্বশ্রেষ্ট নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রতি❤
🌹অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় শিক্ষক মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। তার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি এত সুন্দর একটা প্লাটফর্ম পেয়েছি হাজার হাজার ভাই বোন। পেয়েছি এত বড় একটা পরিবার। সকল ভাই ও বোনদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভ কামনা।
__________বাবা__________
বাবা আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত যার কৃতজ্ঞতা কখনো মুখে বলে শেষ করা যায় না।
বাবা দুই অক্ষরের শব্দ যার অর্থ বিশাল সমুদ্র বা তারও বেশি। কিন্তু আমরা বেশির ভাগই বাবার আগে মায়ের স্থান রাখি।আমরা সবাই শুনে থাকি যে, ছেলেরা মায়ের ভক্ত আর মেয়েরা বাবার ভক্ত তবে সন্দেহ নেই যে প্রতিটি শিশু তার বাবা এবং মা উভয়কেই খুব ভালোবাসে। তবে চোখের সামনে দেখেছি মেয়েরা একটু বেশি বাবাকে ভালোবাসে আর ছেলেরা একটু বেশি মাকে ভালোবাসে।
বাবা এমন একটা শব্দ যেটা নিয়ে বলার বা লেখার ভাষা আমার নেই বা যা লিখবো তাও কম হয়ে যাবে।বাবাকে নিয়ে আমার সবটা অনুভুতি ভাষায় প্রকাশ করতে পারবো না।
😘😘 আমাদের বাড়ি খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে।পাঁচ ভাই দুই বোনের মধ্যে আমি বাবা-মায়ের তৃতীয় সন্তান।ছোটবেলা থেকে বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন।
আমার বাবা একজন কৃষক ছিলেন।
আমার বাবা ছিলেন একজন সহজ সরল মানুষ। কখনো কারো ক্ষতি করেনি কারো মনে আঘাত দিয়ে কথা বলেননি। হাসিমাখা মুখ নিয়ে মানুষের সাথে চলাফেরা করতেন। তিনি ছিলেন একজন দানশীল ব্যাক্তি, উদার মনের মানুষ।সবার সাথে মিশতেন। নিজের কষ্ট গুলো কখনো কাউকে বুঝতে দিতেন না আমার ভাই বোনদের মধ্যে বাবা-মা আমাকে অনেক ভালোবাসতেন এবং আমি বাবার পাশে পাশেই থাকতাম বেশিরভাগ।আমার বাবা মাঝেমধ্যে ওনার শৈশব-কৈশরের গল্প শেয়ার করতেন আমাদের সাথে।যে গল্পগুলাতে ছিল বাবার অনেক দুঃখ কষ্ট।আমি সর্বদা আমার বাবার পথ অনুসরণ করে চলতাম।বাবা কখনো খারাপ মানুষদের সাথে মিশতেন না। কখনো মিথ্যা কথা বলতেন না। আমার দেখা আমার বাবাই সেরা একজন ভালো মানুষ ছিলেন😘😘
যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে দেখতাম বাবা আমাদের জন্য খুব কষ্ট করতেন।অনেক কঠোর পরিশ্রম করতেন।বাবা আমাদের নিজের জমিতে ধান চাষ করতেন ও পাশাপাশি সংসারের বাড়তি আয়ের জন্য অন্যের জমিতেও কাজ করতেন।এটা দিয়ে আমাদের সংসার চালাতেন এবং আমাদের লেখাপড়া করিয়ে মানুষের মত মানুষ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যেতেন।বাবা কখনো রোদে পুড়েছেন বৃষ্টিতে ভিজেছেন।কিন্তু কখনো বাবার চোখে কষ্টের গ্লানি দেখিনি।
আমি যখন ক্লাস থ্রিতে পড়ি সকাল থেকে বাবার কাজে সহযোগিতা করতাম। তখন অনুভব করতাম বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেন। তারপর যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম বাবার কষ্ট গুলো বুঝতে লাগলাম। তখন থেকে বাবার সব কাজে সাহায্য করতাম।বাবার সাথে কাটানো সময় গুলো অনেক ভালো আনন্দের ছিল।
যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখনই আমাদের সংসারে অনেক টানাপোড়ন চলে আসে।তাই আমি লেখাপড়া ছেড়ে দিয়ে তখন বাবার সাথে সংসারের কাজে সাহায্য করতাম। তারপর দুই বছর পর আবার যখন আমাদের সংসার একটু স্বস্তি ফিরে আসে তখন আমি পুনরায় স্কুলে ভর্তি হই।তারপর বাবা অনেক কষ্ট করে অন্যের জমিতে কাজ করে আমাদের লেখাপড়া করার খরচ বহন করতেন।
এইমি করে আমি যখন ক্লাস নাইনে উঠি তখন আমার বাবা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে যান।বাবা তখন অসুস্থতার জন্য সংসারের কাজ করতে পারছেন না
তাই আমি পড়ালেখা ছেড়ে দিয়ে নিজেদের জমিতে চাষাবাদ করতাম।এভাবেই বাবার অসুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকলো।যার ফলে,সংসারের সম্পূর্ন হাল ধরতে হয় আমাকে। আমি নিজেদের যেটুকু জমি ছিল সেটা তে চাষাবাদ শুরু করি।এবং পাশাপাশি অন্যের জমিতেও কাজ করে সংসার চালাতাম।
এত কষ্টের মাঝেও বাবা কখনো এক বেলা খাবার ভালো হোটেলে খাননি, ভালো শার্ট পরেননি।
বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। বাবার ঋণ কখনো শোধ করা যাবে না।
আজ বাবাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছে করছে,"বাবা তোমাকে অনেক ভালোবাসি"
"তোমাকে অনেক মিস করছি বাবা"
ভালো থেকো পরপারে বাবা😭
তারপর হঠাৎ ২০০৯ সালের জানুয়ারি ৪তরিখ বাবা নামের বটগাছটা খুব অসুস্থ হয়ে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান। তখন থেকেই বুঝতে পারছি বাবার শূন্যতা কি জিনিস।বুঝতে পেরেছি বাবার ভালোবাসা টা কি😭
যাইহোক, বাবা তো চলে গেলেন আমাদের কে ফাঁকি দিয়ে😭
আজ বাবা আমাদের মাঝে নেই😭
আজ বাবার মৃত্যু বার্ষিকী 13 টি বছর পার হয়ে গেল।বাবাকে হারিয়ে দিনের পর দিন বুঝতেছি বাবার শূন্যতা কি জিনিস😢
"ভালো থাকো বাবা"
পৃথিবীর সকল বাবাদের নিয়ে কিছু কথা:
আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই যে অনেক সন্তান আছেন যারা তাদের বাবা-মাকে দেখেন না বা ভরণপোষণ দেন না।বাবা মায়ের খোঁজ খবর রাখেন না। আসলে সেই সকল সন্তানতো হতভাগ্য সন্তান। কারণ বাবা থেকেও যে বাবার খেদমত করল না সে নিজের থেকে জান্নাত হারালো।
আপনার যদি বাবা বেঁচে থাকে তাহলে আপনি কখনোই ভুল করবেন না।
সবচেয়ে অভাগা সেই ছেলে যার বাবা-মা জীবিত থাকা অবস্থায় সে জান্নাত নিশ্চিত করতে পারল না। আমার জীবনে যে সকল চাওয়া পাওয়া ছিল বাবা তার জীবন দিয়ে পূরণ করার চেষ্টা করেছেন
বাবা তোমাকে আর একটিবার দেখার জন্য হৃদয়টা হাহাকার করছে। কাউকে বুঝাতে পারছি না কেন তুমি চলে গেলে বহু দূরে আমাদের ছেড়ে😭
মেঘের ওপারে তো আর নেটওয়ার্ক থাকে না 😭
তাই তো বাবার কল আসে না😭
যার বাবা নাই সে বুঝে বাবার শূন্যতা কত কষ্টের।
সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাকে দেওয়া সেরা উপহার তুমি বাবা। আমি নিজেও জানি না আমি তোমাকে কতটা ভালোবাসি বাবা। তোমাকে বাবা শব্দটি উচ্চারিত হওয়ার সাথে সাথে যেকোনো বয়সে সন্তানের হৃদয়ের কৃতজ্ঞতা😂
স্ট্যাটাস দ্যা ডে - ৭১৬
তারিখ ৬-০১-২০২২
🌺🌺মো শাহজালাল
🌻🌻ব্যাচ নং15
🥀🥀রেজিষ্ট্রেশন নং71686
🌿🌿🍀থানা মানিকছড়ি উপজেলা
💚💚💚খাগড়াছড়ি জেলা
💜💛💛এনআরবি ওমান