বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর
🌿বিসমিল্লাহির রাহমানির রাহীম🌿
🌷সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুলাহ 🌷
🌺আমার জীবনের গল্প 🌺
🌹আজ আমি আমার এই ছোট জীবনের সুখ -দুঃখ, পাওয়া -নাপাওয়ার কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি সবাই পড়বেন।
🌹প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে যিনি আমাকে সৃষ্টির মধ্যে সেরা আশরাফুল মাকলুকাত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন এবং চলমান মহামারির মধ্যে এখনো আমাকে সুস্থ ও ভালো রেখেছেন।আমাকে দিয়েছেন মেদা যোগ্যতা ও দর্য্য। সালাম ও দরূদ বর্ষিত হোক সর্ব কালের সর্ব শ্রেষট মহা মানব হযরত মোহাম্মদ( সাঃ) এর উপর।
🌹আমি চিররিনি ও কৃতজ্ঞ আমার মা বাবার প্রতি।যারা আমাকে ভালবাসা ও মায়া মমতা দিয়ে বড় করে তুলেছেন। যাদের ছায়াতলে কাটিয়ে দিয়েছি জীবনের অনেক গুলো বছর।
🌹ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষক মানবিক মানুষ ঘরার কারিগর, যার অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে এই ফাউন্ডেশন। আমাদের প্রানের মানুষ" জনাব ইকবাল বাহার জাহিদ স্যার"।যার দেখানো পথ অনুসরণ করে অনেক ভাই ও বোনেরা এখন সফল উদ্যেক্তা। আল্লাহ উনাকে এবং উনার পরিবারের সকলকে সুস্থ ও ভালো রাখুক। নেক হায়াত দান করুক আমিন।
🌹আমার সপ্ন
প্রতিটি মানুষের জীবনে কিছু সপ্ন কিছু ইচ্ছে থাকে। আমারও ছিল, লেখা পড়া শেষ করে চাকরি করার।কিন্তু কিছু কারণে সেটা আর সম্ভব হয় নাই। তাই বলে আশা মরে যায় নাই। কথায় আছে যতখন শাস ততক্ষণ আশ।আশা করি এখনো কিছু করার।এই সাহসটা আরো বেরে গেলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর মাধ্যমে। আমাদের স্যারের সেই বাণী সপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন লেগে থাকুন সফলতা আসবেই। স্যারের কথা অনুসরণ করে এবং বুকে ধারণ করে চলব। এখনো কোন উদ্যেগ শুরু করি নি।তারাতাড়ি করবো ইনশাআল্লাহ।
আমি নারী আমি কিন্তু সব পারি
সৃষ্টি ধংশ এমনকি রঙ্গমনচ
বাড়াতে পারি মমতার হাত
সইতে পারি বঞ্চনা আঘাত
বানাতে পারি তিলোত্তমা
করতে পারি শত অপরাধে খমা
আমি নারী পেরুতে পারি সাত সমুদ্র নদী
নিরবে নিবৃতে বয়ে যাই নিরবধি
দিতে পারি নিজেকে বিষর্জণ
আমি জননী সবচে আপন
আমি নারী
শত কষ্ট নিমিষে ভুলাতে পারি
🌹জন্ম পরিচয়
আমার নাম আকলিমা আঁখি। আমার জন্ম ১৯৯৬ সালে।গ্রাম মাওনা শ্রীপুর থানা গাজীপুর জেলা। আমি সাধারণ ও মধ্যবিত ঘরের মেয়ে। আমরা তিন বোন এক ভাই। আমি সবার ছোট। বাবা ব্যাবসা ও কৃষি কাজ করতেন কিন্তু তিনি আর আমাদের মাঝে নেই। ২০০৯ সালে মৃত্যু বরণ করেন।সবাই বাবার জন্য দোয়া করবেন। বাবা যেন জান্নাতুল ফেরদৌসের অধিকারি হতে পারে। আল্লাহর রহমতে আমার মা এখনো বেঁচে আছে। আমার মাকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং নেক হায়াত দান করুক আমিন। আমার মা একজন গৃহিণী।
🌹শৈশব কাল
প্রতিটি মানুষের শৈশব হাসি আনন্দ আর খেলাধুলায় কাটে।ঠিক তেমন আমার ছোট বেলা ছিল আনন্দ মুখরিত। সবার ছোট থাকায় সবার অনেক আদরের ছিলাম। আল্লাহর রহমতে কখনও কিছুর অভাব করি নাই।
🌹কৈশর কাল
কৈশর থেকেই আমি খুব লাজুক ছিলাম। প্রয়োজন ছাড়া কোথাও যেতাম না। সবসময় বাড়িতে থাকতে ভালোবাসতাম।আম্মুর সাথে ঘরের কাজ করতাম।
🌹বিবাহিত জীবন
আমি ২০১২সালে s.s.c পাশ করি এবং ২০১৫ সালে আমি H.s.c পাশ করি। এইচএসসি পাশ করার সাথে সাথেই আমার বিয়ে হয়ে যায়। আমার হাসবেন্ড ব্যাবসায়ী।আমার প্রতি অনেক সাপোর্ট এবং ভালো মনের মানুষ। নিজের বাড়ি ছেড়ে প্রথম প্রথম শশুর বাড়ি অনেক কষ্ট হতো কিন্তু দিরে দিরে সবাই আমাকে আপন করে নেয় এবং আমিও সবাইকে আপন করে নেই।সংসারে বড় বউ হওয়ায় যথেষ্ট দায়িত্ব নিয়ে সংসার করতে হয়।২০১৮সালে আমার কোলে প্রথম কন্যা সন্তান আসে।আমি সমস্ত সুখ খুঁজে পাই ওর মাঝে।
🌹প্লাটফর্মে যেভাবে যুক্ত হই
সবসময় ইচ্ছে ছিল কিছু করার। একদিন আমার ভাইয়া (দুলাভাই) আমাকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কথা বলে।স্যারের কিছু ভিডিও আমার সাথে শেয়ার করে।আমি স্যারের শেসন চর্চা ক্লাসের ভিডিও গুলো এবং গুরে দারানোর গল্পের মঞ্চে অনেক ভাইয়া ও আপুর সফল হওয়ার কথা শুনলাম। অনেক ভালো লাগলো। ভাবলাম সবাই পারলে আমি কেন পারবনা।স্যারের ব্যাবসা বিষয়ক অনেক দিকনির্দেশনা আমার ভিষণ ভালো লাগে। যেমন স্যার বলছেন "আমরা পণ্য নয় বিশ্বাস বিক্রি করি। "জীবনে শুধু একটা কাজ করার জন্য আপনার জন্ম হয়নি"। সত্যিতো সংসারের পাশাপাশি যদি অন্যকিছু করতে পারি, নিজের পরিচয় তৈরি করতে পারি।তাহলে সপ্ন পূরন করতে পারব। তাই আমার ভাগিনার সাহায্যে ১৬তম বেঁচে রেজিষ্ট্রেশন করি।আমার ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সম্পর্কে জানিয়েছে ও ভাগিনাকে দোয়া ও ভালোবাসা রেজিষ্ট্রেশন করে দিয়েছে। তারপর গাজীপুর জেলা মেসেঞ্জার টিমে যুক্ত হওয়ার জন্য আমার প্রিয় এই গ্রুপের এক আপু ফারজানা আপুর সাহায্যে পাই। ফারজানা আপুর সাহায্যে প্রিয় আল মামুন ভাই আমাকে এড করে দেন।আল্লাহ যেন এই ভাইয়া ও আপুর মনের সৎ আশা পূরণ করে। সুস্থ রাখে। আমিন
🌹নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে যা শিখেছি
👉ভালো মানুষির চর্চা করা
👉মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা
👉জীবনে সংগ্রাম করে বেচে থাকা
👉সময়কে মূল্যায়ন করা।
👉অসৎ কাজ বা ব্যাবসা না করা
👉দর্য্যশীল হওয়া
👉কথা দিয়ে কথা রাখা এবং কাওকে না ঠকানো
👉মা বাবাকে সেবা যত্ন করা
👉অসহায় মানুষের পাশে থাকা
👉সফল না হওয়া পর্যন্ত লেগে থাকা
👉নিজেকে ভালোবাসা
স্যার মেয়েদের জন্য এই ফাউন্ডেশনে আলাদা নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। প্রতিটি মেয়েই নিরাপদে কাজ করতে পারে।আমাদের ভাইয়ারাও ভিষন সাপোর্টেট।সবার মাঝেই ভাই বোনের সম্পর্ক।সবাই সবাইকে সাহায্য করে এক সাথে এগিয়ে যাবো।কাজী নজরুল ইসলামের সেই কবিতার দুই লাইন মনে পরে গেলো
🧑সাম্যের গান গাই
আমার চোখে পুরুষ রমনী কোন বেদাবেদ নাই
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর👧
সবার কাছে অনেক কৃতজ্ঞ যারা দর্য্যে নিয়ে আমার গল্প পরেছেন। সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা, দোয়া ও শুভ কামনা রইলো। সবার সুস্থতা কামনা করছি।
🌺সবাইকে ধন্যবাদ 🌺
আমি আকলিমা আঁখি
ব্যাচ ১৬
রেজিষ্ট্রেশন ৭৯৯১৪
গাজীপুর মাওনা চৌরাস্তা