গল্পে গল্পে সেল পোস্ট
🌹🌹🌹🌹গল্পে গল্পে সেল পোস্ট🌹🌹🌹
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম। আশাকরি প্রিয় প্লাটফর্মে সকল ভাই বোনেরা ভালো আছেন।
আজকে প্রিয় প্লাটফর্মে ৮১ তম হাটবারে গল্পে গল্পে সেল পোস্ট নিয়ে হাজির হলাম। আশাকরি সকলের ভালো লাগবে।
🌹আমাদের সকলের প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে এতো সুন্দর ভালোবাসার একটি প্লাটফর্ম পেয়েছি।
🌹চলে যাচ্ছে গল্পের মূল পর্বে🌹
-------মামা ভাগ্নে যখন রিপিট কাস্টমার----
কাস্টমার : আসসালামুয়ালাইকুম আপু।
আমি : .....
কাস্টমার : আপু ভালো আছেন?
আমি : ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হুম ভালো আছি। আপনি ভালো আছেন?
কাস্টমার : আলহামদুলিল্লাহ আপু। অবশেষে আপনার উত্তর পেলাম।
আমি : দুঃখিত ভাইয়া। আমার মোবাইলে সমস্যা কারনে উত্তর দিতে পারিনি।
কাস্টমার : সমস্যা নাই আপু। সমস্যা থাকতে পারে।
আমি : ধন্যবাদ ভাইয়া।
কাস্টমার : আপু গরুর রেজালা ও মোরগ পোলাও নিতে চাই। কিভাবে কি করতে হবে। কতটুকু নিতে হবে?
আমি : ভাইয়া মোরগ পোলাও অডার করলে মিনিমাম ২টা নিতে হবে । গরুর রেজালা আধা কেজি।
--কিছুক্ষণ পর--
কাস্টমার : আপু আজকে দুপুরে দিতে পারবেন?
আমি : না ভাই। এখন ১২টা বেজে গিয়েছে। আমার বাজার করতে হবে তারপর রান্না করতে হবে।অডার ১দিন আগে দিতে হয়।
কাস্টমার : ওহহহহ। তাহলে আপু এখন না খেয়ে থাকবো।কতো আশা করেছি আপনার হাতের রেজালা টেস্ট করে দেখবো।ছবি দেখে খেতে মন চাইছে।
আমি : চুপ করে রইলাম। খারাপ ও লাগছে। একজন কাস্টমার নেয়ার এতো আগ্ৰহ করছে।
কাস্টমার : আপু আজকে নয়তো শুধু রেজালা অথবা মোরগ পোলাও দেন। তারপরেও না বইলেন না।
আমি : অবাক হয়ে রইলাম। একজন কাস্টমার এতো রিকোয়েস্ট করছে।যে আমাকে চিনে না। কখনো আমার হাতের খাবার খেলো না। মনে মনে ভাবলাম হয়তো ব্যাচেলর মানুষ । এখানে হয়তো কেউ থাকে না তাই। তারপর জিজ্ঞেস করলাম,
কিছু মনে করবেন না ভাই।একটা কথা জিজ্ঞেস করি?
কাস্টমার : জি আপু।
কাস্টমার : অবশ্যই আপু।
আমি : আপনার পরিবার কি গ্ৰামে থাকে। এখানে কি আপনি একা থাকেন?
কাস্টমার : না আপু।মা বাবা সবাই একসাথে ঢাকাতে থাকি। বাড়িতে সবাই আছে।
আমি : তাহলে না খেয়ে কেনো থাকতে হবে।আন্টি কিছু না কিছু তো রান্না করবে।
কাস্টমার : জি আপু ।
আমি : তাহলে যে বললেন না খেয়ে থাকতে হবে।
কাস্টমার : আপু আমার যখন মন চায় আমি তখন ঐটাই খেতে পছন্দ করি। আপনার খাবারের ছবি দেখে ইচ্ছা করছে।
আমি : ওওওও। ঠিক আছে রেজালা তৈরি করে দিচ্ছি। তবে একটু সময় দিতে হবে।
কাস্টমার : ওকে আপু।
আমি : কিছুক্ষণ পর । ভাইয়া ঠিকানা ফোন নাম্বার দেন।
কাস্টমার : ওকে
আমি : আপনার খাবার পাঠিয়ে দিয়েছি ভাইয়া।
কাস্টমার : অসংখ্য ধন্যবাদ আপু। খুব খুশি হয়েছি।
আমি : মেসেজ বক্স চেক করে দেখি আরো একজন মেসেজ দিয়েছিলো। তাকে নক করলাম। আসসালামুয়ালাইকুম ভাইয়া।
কাস্টমার : অনেকক্ষণ পর।ওয়ালাইকুম আসসালাম আপু।
আমি : ভাইয়া আপনি খাবার অডার করতে চেয়েছিলেন।
কাস্টমার : খাবার পেয়েছি আপু।
আমি : ঠিক বুঝলাম না ভাইয়া।
কাস্টমার : কিছুক্ষণ আগে যাকে রেজালা দিয়েছেন ঐটা আমার ভাগ্নে। আমরা এক সাথে জব করি। খাবার ভালো হলে আরো অডার দিবো আপু।
আমি : ধন্যবাদ ভাইয়া।
কাস্টমার : রাতের বেলা। আপু ও আপু।
আমি : ------
কাস্টমার : ও আপু
আমি : ------জি ভাইয়া।
কাস্টমার : আলহামদুলিল্লাহ খাবার খুব ভালো হয়েছে। আপনার সব খাবার ট্রাই করে দেখতে হবে।
আমি : শুনে খুব খুশি হলাম। অনেক বেশি ধন্যবাদ।
কিছুদিন পর
কাস্টমার : আপু ও আপু
আমি-----
কাস্টমার : আপু জবাব দেন। কাস্টমারের ক্ষুধায় পেট পুরে গেলো।
আমি : আসসালামুয়ালাইকুম।জি ভাইয়া বলেন ভালো আছেন?
কাস্টমার : জি ভালো। আপু কিছু দিতে পারবেন এখন রান্না করে।
আমি: ভাইয়া আমি অসুস্থ।
কাস্টমার : ওও। ঠিক আছে আপু। সমস্যা নাই। দোয়া রইলো আপনার জন্য।
আমি : শুকরিয়া ভাই।
অনেক দিন পর
কাস্টমার : আপু কেমন আছেন আপনি? আমাকে চিনতে পেরেছেন?
আমি : জি আলহামদুলিল্লাহ।হ্যা চিনতে পেরেছি । আপনি সাইফুল ভাইয়ার মামা।
কাস্টমার : জি আপু। আপনার রান্না খুব ভালো লেগেছিলো সেদিন। আমার ভাগ্নে খুব চঞ্চল সৌখিন মানুষ। ওকে আমি খুব আদর করি। আমার ভাগ্নের কাছে আপনার ব্যবহার খুব ভালো লেগেছে। বিশেষ করে সেদিন এতো অল্প সময়ে খুব সুন্দর করে রান্না করে দিয়েছেন। আপনি চাইলে না করতে পারতেন। কিন্তু আমার ভাগ্নের ইচ্ছাকে প্রায়োরিটি দিয়েছেন। সত্যি আপনি খুব ভালো।
আমি : অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কাস্টমার : আমাকে গরুর রেজালা ১টা
কোরমা ১টা
মোরগ পোলাও ৬টা দিতে পারবেন।
আমি : পারবো।কবে লাগবে?
কাস্টমার : আপনি যেদিন দিতে পারবেন।
আমি : ২দিন পর দেই।
কাস্টমার : ওকে।ধন্যবাদ আপনাকে।
দুই দিন পর
আমি : আসসালামুয়ালাইকুম। আপনার ঠিকানা দেন মামা।
কাস্টমার : পপি জেনারেল হাসপাতাল এসে ফোন দিলে হবে।
আমি : জি ধন্যবাদ। কিছুক্ষণ পর।
আপনার খাবার পাঠিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলবেন প্লিজ।
কাস্টমার : জি অবশ্যই।
অপেক্ষায় রইলাম
কাস্টমার : আপু কি করেছেন আপনি।
আমি : অবাক হয়ে চুপ করে রইলাম। ভাবলাম হয়তো ভালো হয়নি।
কাস্টমার : আপু কিছু বলেন না কেনো।
আমি : কোনো সমস্যা হয়েছে ।
কাস্টমার : না। আমাদের ছয় বন্ধু ও ভাগ্নের সবার কাছে খাবার খুব ভালো লেগেছে আপু। আমার ফ্রেন্ডরা প্রথমে খাবার নিতে চিনতা করছিলো কেমন হবে?
টাকাটা নষ্ট হবে কি না। কিন্তু আমার কথার উপর ভরসা করে নিয়েছে। আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি। আপনি আমার সম্মান রক্ষা করেছেন। দোয়া রইলো আপনার জন্য।
আমি : অনেক খুশি হয়েছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা আমার সবচেয়ে বড় পাওয়া।
কাস্টমার : আপু আমরা যারা এখানে একসাথে কাজ করি তাঁরা সবাই আজ থেকে আপনার কাছ থেকে খাবার নিবে বলেছে।
আমি : শুনে খুব খুশি হয়েছি। দোয়া রইলো আপনাদের সকলের জন্য। এখন থেকে মামা ভাগ্নে ও তাদের ফ্রেন্ডরা যখনি খাবার খায় আমার কাছ থেকে অডারটা করে থাকে।
বিজনেসে সফলতা পেতে হলে ও বিক্রয় বৃদ্ধি করতে হলে রিপিট কাস্টমার বাড়াতে হবে।আর অবশ্যই কাস্টমারের মতামত কে প্রায়োরিটি দেয়া উচিত।
( ইকবাল বাহার জাহীদ স্যার)
সত্যি স্যারের কথা আমি প্রমান পেয়েছি।আমি সেদিন কাস্টমারের মতামত কে প্রায়োরিটি দেয়ার কারণে এবং আন্তরিকতার সাথে ব্যবহারের ফলে আজ তাঁরা আমার রিপিট কাস্টমার হয়েছে। এবং তাদের মাধ্যমে আমি আরও কাস্টমার পেয়েছি।তাই আমাদের সকলের উচিত কাস্টমার মতামত মনোযোগ দিয়ে শোনা এবং ভালো ব্যবহার করা। তাহলে আমরা রিপিট কাস্টমার পাবো।যা আমাদের বিজনেসের জন্য খুব উপকারী।
সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এতো ধৈর্য্য সহকারে আমার গল্পটি পড়ার জন্য।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭২০
Date:- ১১/০১/২০২২ইং
💢আমি মুন্নী আক্তার
💢আছি ওয়ারী জোন
💢ব্যাচ নং ১৩
💢রেজিস্ট্রেশন নং ৫৯৩৯২
💢কমিউনিটি ভলেন্টিয়ার
💢 রেজিস্ট্রেশন টিম মেম্বার
💢টপ ২০ক্লাব মেম্বার
💢কাজ করছি হোম মেইড খাবার ও মেয়েদের থ্রিপিস নিয়ে
💢আমার পেজ লিংক https://www.facebook.com/Sokherranna623/
https://www.facebook.com/mahirfashion.xyz/