আমার জীবনের গল্প
💗বিসমিল্লাহির রাহমানির রাহিম💗
🌹 আলাইকুম রাহমাতুল্লাহ🌹
❤️প্রথমেই মহান রাব্বুল আলামীনের নিকট সীমাহীন শুকরিয়া আদায় করছি।
মহান করুণাময় আজও আমাদেরকে তার এই-সুন্দর ধরণীর বুকে সুস্থ রেখে তার সমস্ত নেয়ামত ভোগ করার সুযোগ দিয়ে রেখেছেন শুকরিয়া আদায় করি তার দরবারে।_ আলহামদুলিল্লাহ।
💜গভীর শ্রদ্ধার সাথে সালাম এবং ভালোবাসা প্রিয় জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যারের প্রতি প্রাণ প্রিয় স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা পেয়েছি " নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশ।
💓 শৈশব থেকে বেড়ে ওঠা 💓
আমি একজন গ্রামের ছেলে আমি যে স্কুলে লেখাপড়া করতাম সেই স্কুল টা আমাদের গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে প্রতি দিণ আমাকে
পায়ে হেঁটে স্কুলে যেতে হতো, আমার স্কুলের নাম বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ! আমি এই স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করি আমার খুবই ভালোবাসা এবং ভালোলাগার একটা জায়গা আমি প্রতিনিয়ত মিস করি আমার প্রাণপ্রিয় শিক্ষকদের কে এবং তার পাশাপাশি মিস করি আমার স্কুল জীবনের চলার পথের বন্ধু-বান্ধবদেরকে সত্যি বলতে ভালোবাসার কোন কিছুই সহজে ভুলা যায় না ! এখান থেকে পঞ্চম শ্রেণী পাশ করে আমি !
হাই স্কুলে ক্লাস সিক্সে ভর্তি হই স্কুলের নাম হচ্ছে বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় সেখান এসে নতুন বন্ধু বান্ধবদের সাথে পরিচয় হয় নতুন শিক্ষকদের সাথে পরিচয় হয় খুবই উপভোগ করতে লাগলাম আমার শিক্ষা জীবন সেখান থেকে শুরু হয় আরেক নতুন জীবন নতুন অধ্যায় নিয়মিত লেখাপড়া শুরু হয় খুব ভালোভাবে লেখাপড়া করতে থাকি এবং দিনগুলি অনেক সুন্দর ভাবে কাটাতে থাকি ঠিক তখনই টাকার অভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারলাম না
ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া শেষ করে আর পরীক্ষা দেওয়া হলো না, অভাবের কারণে!
#জীবনের গল্প #
আমি মোঃ বাবুল হোসেন আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি আমার মাকে ছাড়া জীবনে কোনদিন কোথাও একটি রাত কাটায় নি।
আমি কোনদিন ভাবিনি আমার মাকে ছাড়া একা রাত্রি যাপন করতে হবে! আমার মা আমার জীবনের চেয়েও অনেক বেশি প্রিয় মা আমার কলিজা ' আমি যখন ছোট, একদিন আমার বড় ভাইয়া মাকে বলতেছে মা আমি আজকে মামার বাড়ি বেড়াতে যাব~ ঠিক তখন আমি শুনে পেলি আমিও বায়না ধরে ফেলি বড় ভাইয়ের সাথে মামার বাড়ি বেড়াতে যাবো ভাইয়া বলতেছে না তোকে নেব না তুই গেলে থাকবিনা চলে আসবি অতএব আমি তোকে নেব না ! কারন আমার ফ্যামিলির সকলে জানে আমি আমার মাকে ছাড়া কোথাও একটি রাত থাকি না " আমিও নাছোর বান্দা আমি যাবোই কেউ আমাকে আটকাতে পারবেনা 'কারণ আগে আমি অনেক ধোকা খেয়েছি ভাইয়া আমাকে নেবে না।আমি আর ধোকা খেতে চাইনা তাইতো ভাইয়াকে পাহারা দিতে শুরু করলাম কখন যাবে অবশেষে আমাকে নিয়ে যেতে বাধ্য হল' যেই কথা সেই কাজ
মামার বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর আমার আর মামাবাড়িতে মন টিকছে না মায়ের জন্য অনেক বেশি পরান পুড়তে লাগলো ভাইয়াকে বললাম আমি বাড়িতে যাব কিন্তু ভাই আমাকে বাড়ি নিয়ে যাবে না ' অবশেষে আমি আমার মামার বাড়ি থেকে পালিয়ে আমাদের বাড়িতে চলে আসি শুধুমাত্র মায়ের ভালোবাসার টানে ~~~
আমার ফ্যামিলি হচ্ছে মধ্যবিত্ত আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান আমার বাবা একটা পাইভেট হসপিটালে পিয়ন এর কাজ করতো আমাদের কোন জায়গা জমি ছিলনা আমার বাবা যে টাকা বেতন পেতেন 'তা দিয়ে আমাদের সংসার চলত না
অনেক কষ্টে আমাদের দিন কাটাতে হতো আমার দাদার সংসারে আমার বাবা এবং চাচা ফুফি মিলিয়ে দশ ভাই বোন আমার বাবা যা ইনকাম করত কিছুটাকা আমার দাদার হাতে তুলে দিতে হতো ' আর আমার বাবার সংসারে আমরা ভাই বোন পাঁচ জন বাবা আমাদের লেখাপড়া খরছ ঠিকমত চালাতে পারতো না অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করতে হতো ! একদিন হঠাৎ করে আমার বাবার চাকরিটা চলে যায় নেমে আসলো আমাদের জীবনে দুর্যোগ অভাব-অনটন দেখতে দেখতে একটি বছর কেটে গেল কষ্টের মধ্যে দিনগুলো কাটাতে লাগলাম যেদিকে তাকাই শুধু দেখি গহীন অন্ধকার কোন কিছু ভেবে কূল না পেয়ে বাবাকে সাহায্য সহযোগিতা করার জন্য কোন রাস্তায়ই ভেবে পাচ্ছি না আমি কি করতে পারি এবং কি করব, এখান থেকে লেখাপড়ার পাশাপাশি আমার কর্মজীবন শুরু হয়, শুরু হয় আমার উদ্যোক্তা জীবন !
ঠিক তখন থেকে আমি সিদ্ধান্ত নেই আমাকে কিছু একটা করতে হবে আমি আমার মায়ের কাছ থেকে ২০০০টাকা ধার নিয়ে আমি একটা কাপড়ের বির্জনেস শুরু করি ' সে বির্জনেসটা আমার বেশি দিন টেকেনি এক মাসের মাথায় বন্ধ হয়ে যায় কারণ আমি লাভের মুখ দেখেনি
তখন বাবা এবং মা বলে তোকে দিয়ে কিছু হবে না
এরপর আমি সিদ্ধান্ত নেই আমি আর একটা বির্জনেস স্টার্ট করব আমি বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েও যেতে পারিনি মায়ের ভালোবাসার টানে আমাদের বাড়ির পাশের এক আংকেলের খেতে দুই মাস কাজ করি দুই মাসে আবার ২০০০টাকা সংগ্রহ করি আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে স্পন্সের স্যান্ডেল কিনে ব্যবসা শুরু করি দুই থেকে তিন মাস পর্যন্ত ব্যবসা চলে তারপর আবার ব্যবসা বন্ধ হয়ে যায় কারণ অনেক বেশি দাম দিয়ে জুতা কিনতে হতো সেই জুতা বিক্রি করতে পারতাম না
বেশি দাম দিয়ে কিনার কারণে লস দিয়ে জুতা বিক্রি করতে হতো !
সবাই আমাকে ভালো চোখে দেখে না আমার সাথে ইগনোর করা শুরু করে দিল সবাই বলে এই ছেলেকে দিয়ে কোন কিছুই হবে না তখন আমি ক্লাস নাইনে পড়ি একপর্যায়ে আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই আমার সামনের পথগুলো খুবই অন্ধকার হয়ে আসছে তবে আমি বাড়ি ছাড়তে পারলাম না যে যা বলুক মায়ার বন্ধন তো একটা থেকেই যায়' তারপর আরেকটা ডিসিশন নেই আমাদের পাসের বাড়ীর এক ভাইয়ের ইলেকট্রিক দোকানে ছয় মাস কাজ করি আমার বেতন মাসে ১৫০০ টাকা এখানে ছয় মাস কাজ করার পর এক বন্ধুর সাথে পার্টনারশিপে ব্যবসা করার সিদ্ধান্ত নেই তখন তাহার হাতে আমি ৫০০০টাকা তুলে দেই' সেখানেও আমার জীবনে নেমে আসে অন্ধকার সে বন্ধু আমার টাকা নিয়ে পালিয়ে যায় !অনেক খোঁজাখুঁজির পরেও আর তাকে পাইনি !
সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে আমি পদে পদে ব্যর্থ হয়েছি ঠিক তখন সিদ্ধান্ত নেই আমি বিদেশ চলে যাব তখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম !
পরীক্ষা না দিয়ে ১২/০৩/২০০১ আমি সৌদি আরবের মরুর দেশে চলে আসি আর আমাকে সৌদি আরব আসতে অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করতে হয়েছে! আমাদের বাড়ির এক প্রতিবেশীর কাছ থেকে এক বছরে ১২ মন চাউল দেয়ার বিনিময় জমি নিয়েছিলাম। ওই প্রতিবেশীর জমি আরেকটা লোকের কাছে বন্ধক রেখে ১ লাখ ২৫ হাজার টাকা ম্যানেজ করতে হয়েছে সেই লোকটাকে ১লাখ ২৫ হাজার টাকার বিনিময়! বছরে ৩০ হাজার টাকা লাভ দিতে হয়েছে ! অনেক বড় একটা রিক্স নিয়ে আল্লাহর উপর ভরসা করে সৌদি আরব চলে আসি। আর আমি হয়ে গেলাম একজন প্রবাসী রেমিট্যান্স যুদ্ধা। যেই ছেলেটা মাকে ছাড়া কোনদিন কোথাও একটি রাত কাটায়নি। আজ সেই ছেলেটা মায়ের আদর মাখা আচঁল ছেড়ে সৌদি আরব চলে আসতে বাধ্য হলো।
এই চলে আসাটা যে কত কষ্টের সেটা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না এবং কাউকে বোঝানো যাবে না হৃদয় টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আমার যে সকল ভাইয়েরা মা বাবা কেমন জিনিস বুঝতে চায় না এবং বুঝেনা আমি তাদেরকে অনুরোধ করব একবার হলেও প্রবাসে এসে দেখেন মা বাবা কি এবং কতটা আপন ও মুল্যবান। তিনটা বছর ধরে এমন একটি রাত বাদ যায়নি আমার মা-বাবার জন্য আমি কাঁদিনি। যখনই একা হতাম ঠিক তখন ছাদের উপরে গিয়ে কাঁদতাম যখনই মন খারাপ হতো পার্কের মধ্যে একলা বসে বসে কাঁদতাম জীবনে কোনদিন কোন কিছুর অভাব দেখিনি প্রবাসে এসে মা-বাবার অভাবটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি এবার শুরু হয়ে গেল আমার কর্মজীবন সৌদি আরবের ৩০০ রিয়াল বেতনে এসে কোম্পানির সুপার মার্কেটে ডিউটি স্টার্ট করি' প্রবাস জীবনেও এসে কোন সুখ পাই নি৷
অনেক ত্যাগ স্বীকার করে সৌদি আরবের উদ্দেশে পাড়ি জমিয়ে আমাকে করতে হয়েছে অক্লান্ত পরিশ্রম ১৭ থেকে ১৮ঘন্টা ডিউটি প্রতিনিয়তঃ করতে হয়েছে আমাকে তারপর আবার আমার ফোরম্যান এর অত্যাচার সহ্য করে আমাকে কাজ করতে হত একটা সেকেন্ডও আমাকে রেস্ট নেওয়ার সুযোগ দিত না যত রকমের কষ্টের কাজ আছে ওইসব কষ্টের কাজ আমাকে দিয়ে করাতেণ আমি সেই লোক যে বার বার ব্যর্থ হওয়ার পরেও কখনো কোনদিন হাল ছাড়েনি আমি ব্যর্থতার গানি মাথায় নিয়ে জীবন যাপন করতে চাইনি অনেক স্ট্রাগল করার পর অবশেষে সফলতার মুখ দেখতে পেয়েছি ৩০০ রিয়াল স্যালারি থেকে শুরু করে এখন আলহামদুলিল্লাহ আমার ১৫০০ রিয়াল স্যালারি আজ আমাকে কেউ বলে না ওই ছেলেটা ব্যর্থ ছেলে তাকে দিয়ে কিছু হবে না আমি মুছে দিতে পেরেছি আমার গায়ে লেগে থাকা সেই কলঙ্কের দাগ !এখন আমি একজন সফলএবং সুখী মানুষ আমি ইউটিউব ঘাটতে ঘাটতে পেয়ে গেছি আমাদের প্রাণপ্রিয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের একটা ভিডিও সেশন সেই সেশনটা শোনার পর থেকে আমার রাত্রে ঘুম হচ্ছে না আমি কি করবো স্যারের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারলাম, তখনই সিদ্ধান্ত নেই এমন একটা ভালো মানুষের প্লাটফর্মে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে আর দেরি না করে ১২ তম ব্যাচের শেষের দিকে রেজিষ্টেশন করে ফেলি!
✅ ঠিক তখন থেকেই✅
জীবনের মানি টা এখন বুঝতে পারি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়ে প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষা থেকে হারিয়ে যাওয়া সপ্নটা আবার নতুন ভাবে দেখতে উদ্বুদ্ধ হয়েছি।
💞 প্রতিনিয়ত #শেসন_চর্চার মাধ্যমে প্রিয় প্লাটফর্মের প্রিয় স্যারের শিক্ষাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ায় চেষ্টা করে যাচ্ছি।
মাঝে মাঝে মনে হয় সবার সামনে বুক ফুলিয়ে বলতে ইচ্ছে করে আমি একজন ভালো মানুষ, একজন সামাজিক মানুষ, একজন মানবিক মানুষ এর পুরা কৃতিত্ব প্রিয় #ইকবাল_বাহার_জাহিদ স্যারের।
💞 এই প্লাটফর্মে যুক্ত না হলে বুঝতে পারতাম না কতোটা পরিবর্তন করতে পেরেছি নিজের মধ্যে।
অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রিয় স্যারের প্রতি।
👉 প্রতিটি মানুষের মধ্যে জীবনের গল্প থাকে যা সবাই প্রকাশ করতে পারে না। আমি এই প্লাটফর্মের একজন গর্বিত সদস্য হয়ে প্রিয় মানুষদের কাছে প্রকাশ করার সুযোগ পেয়েছি।
পেয়েছি অফুরন্ত ভালোবাসা এই প্ল্যাটফর্মের প্রতিটি মানুষ মানবিক এবং ভালো মানুষ তাদের ভালোবাসা পেয়ে আমার মধ্যে অনেক শক্তি সাহস বেড়ে গেছে তারা প্রতিনিয়ত ও আমার খোঁজ খবর রাখেন এই যে এত বড় একটা পাওয়া আমি তাদের কাছে চির কৃতজ্ঞ হয়ে আজীবন থাকবো
👉 ইনশাআল্লাহ এখন থেকে আমার শুরু হবে নতুন চ্যালেঞ্জ প্রিয় প্লাটফর্মে সকলে ভালোবেসে পাশে থাকবেন এবং দোয়া করবেন। আমি যেন নিজের স্বপ্ন বাস্তবায়ন করে নিজের বলার একটা গল্প তৈরি করতে পারি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১৯
Date:- ০৯/০১/২০২২ইং
নাম মোঃ বাবুল হোসেন
ব্যাচ নং ১২
রেজিষ্ট্রেশন নং ৪২৯৮৮
জেলা কুমিল্লা
বর্তমান অবস্থান সৌদি আরব মক্কা