হাতের কাজের পাঞ্জাবি
🌺🌺গল্প কথায় সেল পোস্ট🌺🌺
🌹🌹বিসমিল্লাহির রাহমানির রাহিম।🌹🌹
আসসালামু আলাইকুম সবাইকে।
🌺🌺 আজ ৮১ তম অনলাইন হাট🌺🌺
🌿🌿আজকের দিনটি ক্রেতা বিক্রেতার জন্য ব্যস্ততমদিন। হাটের দিনে সবাই খুব উৎসাহ নিয়ে বাজারে আসে,কেউ পন্য বা সার্ভিস বিক্রি করে খুশি আবার কেউ কিনে খুশি। আজকে "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের সবাইকে জানাচ্ছি ৮১ তম অনলাইন হাটের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌿🌿
💕💕সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন ও ভালো রেখে মানবিক এ প্লাটফর্মে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষক, মেন্টর, ভালো মানুষ গড়ার কারিগর, পথ হারা পথিককে সঠিক পথের সন্ধানে আলোকবর্তিকা হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে গত প্রায় চারটা বছর ধরে। যিনি আপন ঘরকে হয়তো অনেক সময় বঞ্চিত করেও আমাদের সময় দিয়ে যাচ্ছেন,যাতে আমরা ভালো মানুষ হওয়ার পাশাপাশি ঘুরে দাঁড়াতে পারি,তৈরী করতে পারি নিজের বলার মতো একটা গল্প। যে গল্পে থাকবে সফল হওয়ার কথা,নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি অন্যের জীবন গল্পেও থাকবে আমাদের সহযোগিতা,তাহলেই স্বার্থক হবে আমাদের প্রিয় স্যারের মূল্যবান সময়গুলো আমাদের পিছনে ব্যয় করা। সময়টা অনেক মূল্যবান যেটা স্যার আমাদের জন্য মানবিক কাজে ব্যয় করছেন। আমাদের উচিত স্যারের এ নিঃস্বার্থ ভালোবাসাকে আমাদের জীবনে কাজে লাগানো। স্যারের প্রচেষ্টা সকলে মিলে স্বার্থক করে তুলি,গড়ে তুলি চলো এক নতুন বাংলাদেশ।
প্রিয় স্যারের এ প্রচেষ্টাকে যারা প্রতিনিয়ত প্রানবন্ত করে তুলছি সেই পুরাতন ও নতুন ভাই বোনদের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা....।💕💕
🌹🌹আজকে হাটের দিনে গল্প আকারে প্লাটফর্ম থেকে পাওয়া আমার আবেগ অনুভূতি, প্রাপ্তি, ভালোবাসা ও ভালোলাগা সবার সাথে শেয়ার করবো।🌹🌹
🌹🌹 আমি ফ্যামিলিগত কারণে আমার চাকুরীটা যখন ছেড়ে দেই তখন খুব বেশি হতাশার মধ্যে পড়ে যাই। চাকুরী করা অবস্থায় যে ব্যক্তিস্বাধীনতা ছিলো বা পরিবারে আমার গুরুত্ব যতটা ছিলো তা আস্তে আস্তে কমতে শুরু করে। কেনো জানি আমার নিজের কাছেই মনে হতে থাকে সংসারের যত কাজই করি না কেনো এটা আমার নিজস্ব কোনো পরিচয় বহন করে না। আরেকটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যখন চাকুরী করতাম নিজের একটা আইডেনটিটি ছিলো আর্থিকভাবে কিছু করছি,বলতে পারছি আমি একজন চাকুরীজীবী,সম্মানটা অন্য রকম। যেদিন থেকে চাকুরী ছেড়ে দিলাম সেদিন থেকেই যখন কেউ জিজ্ঞেস করতো কি করো,আস্তে করে বলতাম কিছু করি না,এমনভাবে বলতাম যেনো আমি নিজেই শুনতে না পাই,বুকের মধ্যে ধক করে উঠতো,একটা কষ্টের অনুভূতি সবসময় চেপে থাকতো।
এরপর থেকে চেষ্টা করতে থাকি ঘরে বসে অনলাইনে বিজনেস করা যায় কিনা। একে একে কয়েকটা গ্রুপে জয়েন করি। কিছুদিন করে সময়ও দিতে থাকি। কিন্তু ঐসব গ্রুপে প্রচুর সময় দেয়ার পাশাপাশি অনেক টাকা খরচ করে ট্রেনিং করতে হয় বলে আমার কাছে মনে হয় এগুলোও এক ধরনের গ্রুপ খুলে তারা নিজেরা আয়ের ধান্দা করছে। আবার কিছুদিন ভীষণ হতাশার মধ্যে ডুবে যাই।😢😢
হঠাৎ আমার বোন একটা ভিডিও পাঠায়,সেটা দেখি। এরকম প্রায় দিনই সে আমাকে ভিডিও সেশান পাঠাতে থাকে। কিছু দেখি,আবার কিছু দেখি না। দেখতাম শুধু একটা কারণে আপা ফোন দিয়ে জিজ্ঞেস করলে যাতে মিথ্যে বলতে না হয় তাই মাঝে মাঝে কিছু দেখতাম। মনে হতো এরকম ভিডিও বানিয়ে অনেকেই তাঁর চ্যানেল চালায় টাকা ইনকামের জন্য,তাই আগ্রহ নিয়ে তেমন দেখা হতো না। একদিন আপা হঠাৎ আবার প্রায় ৪৫ মিনিটের একটা ভিডিও পাঠায় আমার ম্যাসেঞ্জারে। আমি তো পড়ে গেলাম মহা বিপদে! এতো সময় নষ্ট করে এটা দেখবো,এতো ধৈর্য্য তো নেই কারণ আমি কিছু একটা করবো এ চিন্তা থেকে কিভাবে বের হবো সেটার কারণে অনেকটা হতাশায় ডুবে ছিলাম। আবার পরে ভাবলাম আপা তো জিজ্ঞেস করবে ভিডিওটি দেখেছিস? কি জবাব দিবো? মিথ্যে তো বলতে পারবো না। বিপদে পড়ে গেলাম এবং শেষ পর্যন্ত ভিডিওটি পুরোটাই দেখলাম। আমি আবার দেখলাম ভিডিওটি। অবাক হয়ে সেই উদ্যোক্তার সফল হবার গল্প শুনছিলাম। সে এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাজকে ভালোবেসে লেগে থেকে আজ সে তাঁর সাফল্য ছিনিয়ে এনেছে। আমি নিজের হতাশা থেকে বের হয়ে আসার চেষ্টা করলাম। সেই ৪৫ মিনিটের গল্প আমার জীবনের মোড় ঘুরিয়ে দিলো। মনকে বুঝালাম আমাকে আগে শিখতে হবে,জানতে হবে,তারপর উদ্যোক্তা জীবনে নামতে হবে। নিজেই খুঁজে বের করলাম সেই ভিডিওতে বলা গল্পের মানুষটির স্বপ্নের গ্রুপ 🌹🌹"নিজের _বলার _মতো _একটা_গল্প" 🌹🌹ফাউন্ডেশন। লিংক খুঁজে বের করেই রেজিষ্ট্রেশন করে ফেলি আমি ১৪ তম ব্যাচে জয়েন করি।
🌹🌹আমার সব থেকে বেশি অবাক লেগেছে যে বিষয়গুলো তা হলো-
🍁১। আমাদের প্রিয় প্লাটফর্মে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়ার বিষয়টি যা অন্য গ্রুপে অনেক টাকার বিনিময়ে করিয়ে থাকে।
🍁২। এখানে লিখিত ও ভিডিও আকারে প্রতিদিন সেশানগুলো আয়ত্ব করা যায়।
🍁৩। দেশের ৬৪ টি জেলা ও প্রবাসের প্রায় ৫৫ টি দেশ আমাদের এ গ্রুপের সাথে কাজ করছে। এতো বড় বিশাল নেটওয়ার্ক বাংলাদেশে আর একটিও নেই। বিশাল বাজার এটা,যা একজন ব্যবসায়ী বা উদ্যোক্তার জন্য বড় সুযোগ সফলতা ছিনিয়ে আনার জন্য।
🍁৪। একজন সফল উদ্যোক্তার জীবন গল্পের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
🍁৫। সব থেকে বড় একটা বিষয় হলো সেশানগুলো কেউ যদি আয়ত্ব করে সে একজন ভালো ও মানবিক মানুষ হবে ইনশাআল্লাহ ,এটা আমাকে খুব আকৃষ্ট করে।
🌹🌹সেই থেকে গ্রুপের প্রতি মায়ায় পড়ে যাই এবং শত প্রতিকূলতার মাঝেও টানা ৯০ দিনের সেশানগুলো শেষ করি এবং ভিডিও সেশানও করি কয়েকটা। সেই সাথে আস্তে আস্তে পোস্টগুলো পড়ার চেষ্টা করতে থাকি,কে কি লিখছে সেগুলো শেখার চেষ্টা করি। একদিন সাহস করে পরিচিতি পোস্ট দেই
সাথে সাথে প্রিয় গ্রুপের ভাই বোনেরা গ্রহণ করে নেয়,এই আন্তরিকতা আমি অন্য কোন গ্রুপে পাইনি। আমি একটা পেইজ খুলে আমার ছোট ব্যবসাটা আস্তে আস্তে শুরু করে দিই। অনলাইনে অনেকের সাথে পরিচিত হওয়াতে এখানে অনেকটা সেল করছি আবার ভাইবোনদের প্রোডাক্টগুলো কিনছি প্রতিনিয়ত,বিশ্বাসের একটা ভিত্তি মজবুত হয়েছে।।
কারণ এখানে
🌹🌹আমরা পণ্য কিনি না, কিনি বিশ্বাস।
আমরাই ক্রেতা,আমরাই বিক্রেতা🌹🌹
-বাণীতে জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।
ভালোই চলছিল.....
হঠাৎ আমার জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটে যায়,যার ফলে গ্রুপ থেকে অনেক দূরে সরে যাই। 😢😢দীর্ঘ অনেকদিন পর ১৫ তম ব্যাচের শেষের দিকে নিজেকে হতাশা থেকে বের করে আমার চেষ্টা করতে থাকি। আলহামদুলিল্লাহ প্রিয় স্যারের সেশানগুলো আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।
🌹🌹এ গ্রুপ থেকে আমার একটা বড় পাওয়া হতাশা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। 🌹🌹
🌹🌹আমরা সাভার জোন নিয়মিত সেশান চর্চা চালিয়ে যাচ্ছি সকলের সহযোগিতায়। দেশি ও প্রবাসী অনেক ভাই বোনদের সাথে এখন অনেক ভালো একটা সম্পর্ক হয়েছে,আলহামদুলিল্লাহ। এরই ধারাবাহিকতায় আমাদের 🌹 ১০০ তম অনলাইন সেশান চর্চা মিটআপে 🌹প্রিয় স্যারের উপস্থিতি ও দিক নির্দেশনাগুলো ছিলো আমাদের জন্য বড় পাওয়া। আমরা সাভার জোন আরো অনুপ্রাণিত হয়ে সেশান চর্চার পাশাপাশি মাসিক মিটআপগুলোও করছি এতে আমাদের নিজেদের ব্রান্ডিং আরো বাড়ছে।
🌹🌹গল্প লেখা প্রতিযোগিতায় এ পর্যন্ত ৫ বার আমি প্রিয় প্লাটফর্মে "স্ট্যাটাস অব দা ডে" নির্বাচিত হয়েছি।
এই অর্জনের ফলে গ্রুপে এখন আরো বেশি মানুষ আমায় চেনে প্রাপ্তিগুলো আমার কাজের গতিকে আরো বাড়িয়ে দেয়।🌹🌹
🌹🌹আমার পরিবারের অনেককেই এই গ্রুপে জয়েন করিয়েছি। আরো খুশির খবর হলো আমাকে বিশ্বাস করে সৌদি প্রবাসী এক ভাই আমার সাথে বিজনেস করছে। তিনি আমার রিপিট কাস্টমার এখন। আমরা কেউ কাউকে দেখিনি শুধুমাত্র এ গ্রুপের মাধ্যমেই পরিচয়,বিশ্বাস,ব্যবসা। মাঝে মাঝে খুব অবাক লাগে এ ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে। সবই সম্ভব হয়েছে আমাদের প্রিয় মেন্টরের অক্লান্ত চেষ্টায়।
🌹🌹আমাদের আগামী মহাসম্মেলন ২০২২ এ অংশগ্রহণ করে আরো অনেক কিছু শিখার প্রত্যাশায় প্রহর গুনছি আর এজন্য টিকিট ক্রয় করেছি এবং আমার আগ্রহ দেখে পরিবারের আরো দুইজন সদস্য যেতে আগ্রহী হলে তাদের টিকিটও আমি কনফার্ম করে দেই। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে মহাসম্মেলনে।
যদিও করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আজকে সরকারী নির্দেশ অনুযায়ী মহাসম্মেলন স্থগিত করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে সবাই দোয়া করি যেনো অচিরেই এ মহামারীর প্রকোপ কমে যায় আর আমরা প্রাণের মিলনমেলায় সবাই যেনো একত্রিত হতে পারি।🌹🌹
🌹🌹আমার ইচ্ছে এই গ্রুপের ভাইবোনদের সাথে নিয়েই এগিয়ে যাবো বহুদূর। অনেক মানুষের কর্সংস্থানের ব্যবস্থা করতে পারি সেই স্বপ্ন দেখি প্রতিনিয়ত। দোয়া করবেন সবাই।
🌹🌹 পুরো বাংলাদেশকে একই ছাতার নিচে নিয়ে আসার যে মহতী প্রয়াস তার সাথে আমরাও একাত্নতা ঘোষনা করছি এবং প্রিয় মেন্টরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি।
লেখায় কোনো ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
🌹🌹আমি সবসময়ই সবাইকে একটা কথা বলি----
""""পাশে থাকবেন""""
""""পাশে রাখবেন'"""'"
💦 আজকে বিশেষ অফার নিয়ে চলে আসলাম ৮১ তম অনলাইন হাটে। তাই আর দেরি নয় ঝটপট পছন্দ করে নিয়ে নিতে পারেন এই সুন্দর ড্রেসগুলো। দেখতে যেমন সুন্দর তেমনি পরতেও বেশ আরামদায়ক।
💦পছন্দ হলে এখনই অর্ডার করতে পারেন।
১। হাতের কাজের পাঞ্জাবি
🥀রেগুলার প্রাইজ= ১২০০/-
🥀এখন পাচ্ছেন =১১০০/-
🌺কাজ করছি থ্রিপিস,টুপিস,কুর্তি,থানকাপড়,শাল,রেডি পাঞ্জাবি হাতের কাজের পাঞ্জাবি,কাপল ড্রেস ইত্যাদি নিয়ে।
🌺স্বত্বাধিকারীঃ Bangler Angina-বাংলার আঙ্গিনা
🌺পেইজ লিংকঃ https://www.facebook.com/বাংলার-আঙ্গিনা-101700918088202( ভালোবেসে পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন) ।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭২০
Date:- ১১/০১/২০২২ইং
সালমা আক্তার
কমিউনিটি ভলেন্টিয়ার
ব্যাচঃ১৪
রেজিঃ ৬২৭৭১
জেলাঃ ঢাকা
উপজেলাঃ সাভার।