নাইনে পড়াকালীন নাইনের স্টুডেন্ট পড়াতো।
রুবেল আর ডলির সম্পর্ক সেই ক্লাস নাইন থেকে। দু জন দু জনকে দেখার জন্যই যেনো স্কুলে যেতো।অনেক ব্রিলিয়ান্ট ছিলো ডলি,রুবেল ও দারুন।ম্যাথমেটিংস রুবেল খুব ভালো বুঝতো।নাইনে পড়াকালীন নাইনের স্টুডেন্ট পড়াতো।
SSC পাশ করলো দু জনেই।পরিবারকে বুঝিয়ে একই কলেজে ভর্তি হলো দু জন।ভালোই চলছিল তাদের সময়।অনেক মজার মজার সময় কাটাতো দু জন।
রুবেল তার বাড়ি থেকে ঘি এ ভাজা পরাটা নিয়ে আসতো ডলির জন্য।ডলি ঘি এ ভাজা পরাটা খেতে খুবই ভালোবাসতো।
ডলি প্রাই রুবেলের বাসায় যেতো।রুবেল এর পরিবার ডলিকে খুব পছন্দ করতো।ডলি যখন রুবেল এর বাসায় আসতো ঘি না খেয়ে বাসায় ফিরতো না।কারণ রুবেল খুব ভালো ঘি বানাতে পারতো।রুবেল এর তৈরি ঘি যে একবার খেয়েছে সে আবার খাওয়ার জন্য আগ্রহী হয়েছে।
ভালোই চলছিলো তাদের দুজনের।ঘি এর ঘ্রাণের সাথে সাথে তাদের সম্পর্কের ঘ্রাণটাও সবার কাছে পৌঁছে গেলো।ডলির পরিবার ছিল বৃত্তবান। রুবেল এর সাথে ডলির সম্পর্ক তারা মেনে নিতে পারেনি।পড়াশোনা বন্ধ হয়েগেলো ডলির।শত চেষ্টা করেও রুবেল আর ডলি দেখা করতে পারতো না।রুবেল এর দেওয়া ঘি এর কৌটা থেকে প্রতিদিনই ডলি ঘি দিয়ে পরাটা ভেজে খেতো।ঘি এ ভাজা পরাটা যখনই খেতো তখনই রুবেল এর কথা মনে পড়তো ডলির।ডলি কাছে রুবেলের দেওয়া ঘি এর কৌওটার ভিতরে থাকা ঘি কমতে শুরু করলো।একসময় ঘি শেষ হয়ে গেলো।ডলি ঘি দিয়ে পরাটা ভেজে খেতে পছন্দ করতো বলে ওর বাবা বাজার থেকে ঘি কিনে আনলো।কিন্তুু ডলি যেনো বাজারের ঘি এ কোনো স্বাদ পাই না।তার রুবেল এর তৈরি ঘি লাগবে।তার বাবা মা ও রুবেলের ঘি খেয়েছে।তার বাবা বাজারের ঘি খেয়ে দেখলো। কিন্তুু সে নিজেও রুবেল এর ঘি এর মতো ভালো ঘ্রাণ বা স্বাদ পেলো না।
ডলির বাবা মস্থ ব্যাবসায়ি।সবার অগচরে হঠাৎ ডলির বিয়ে ঠিক হয়ে গেলো।ডলি শত চেষ্টা করেও রুবেল এর সাথে যোগাযোগ করতে পারিনাই।তখন মোবাইল ছিলনা।মোবাইল থাকলে হয়তো সম্ভব হতো যোগাযোগ করার।
ডলির বিয়ে হয়ে গেলো।কিন্তুু রুবেল কে সে ভুলতে পারলো না।পারবে কি করে, রুবেল এর সাথে কাটানো মূহুর্ত গুলো যে অনেক মজার ছিলো,অনেক রঙ্গিন ছিল।
রুবেল ও ডলিকে ভুলতে পারেনা।পরিবারের স্বচ্ছতা ফিরিয়ে আনতে রুবেল মনপ্রাণ দিয়ে কাজ করতে লাগলো।তার মনে একটাই স্বপ্ন সে অনেক বড়ো হবে।
রুবেল তার তৈরি ঘি মার্কেটিং করতে শুরু করলো।নিজের বলার মতো একটা গল্প গ্রুপের বিশাল এক প্লাটফর্মে যুক্ত হয়েগেলো।আলহামদুলিল্লাহ রুবেলের হিউজ বেচাকেনা হচ্ছে। গ্রপের সকল সদস্যের ঘর এখন ঘ্রাণে ভরা।
দীর্ঘদিন হয়ে গেলো। ডলির বিয়ে হয়েছে ১০ বছর।ডলির স্বামী ওয়ান লাইনে #AHNAF_organic_foods এ ঘি সরিষার তৈল, মধু ও চুইঝাল অডার করলো।ডলির স্বামী সবসময় ভেজাল মুক্ত খাদ্য খেতে চাই। আর এ জন্যই সে বিশ্বাস্ত #আহনাফ_অর্গানিক_ফুড এ অডার করলো।
অডারকৃত পন্য দুই দিনের মধ্যে পৌঁছে গেলো।কুরিয়ার থেকে কল আসলো।ডলির স্বামি অডারকৃত পন্য রিসিভ করে বাসায় নিয়ে আসলো।ডলি রাতে তার স্বামির আনা গাওয়া ঘি দিয়ে পরাটা ভাজলো।সবাই মিলে খেলো ঘি এ ভাজা পরাটা। ডলি অনেক বছর পরে প্রাণ ভরে পরাটা খেলো।সে অবাক হয়ে গেলো।এটা কি ভাবে সম্ভাব?এটা হতেই পারেনা!সে মনে মনে ভাবতে লাগলো রুবেল এর কথা।রুবেল এর তৈরি ঘি আর এ ঘি এর স্বাদ একই। এটা কি সম্ভব?
রুবেল এর বাসা সাতক্ষীরা আর আমি থাকি চট্টগ্রাম। সারারাত ডলি ঘুমাতে পারিনাই।সারারাত সে রুবেল ও তার তৈরি গাওয়া ঘি নিয়ে ভাবতে থাকলো।ছটপট করতে থাকলো ডলি।জানার আগ্রহ বেড়ে গেলো।রুবেল কেমন আছে?কি ভাবে আছে?কি করছে?
রুবেল এর সাথে কাটানো দিনগুলো ডলি মনে করতে লাগলো আর অঝরে অশ্রু ঝরতে থাকলো।রিয়েল ভালোবাসা বুঝি এমনই হয়?
সকালে ডলি তার স্বামির আনা পন্যোর প্যাকেট চেক করলো।একটা ভিজিটিং কার্ড পেলো সেখানে।
আহ! নামটা লেখা মোঃ রুবেল আহমেদ। 01319933170 এই নাম্বার।কোম্পানি নাম #AHNAF_Organic_foods।ডলির স্বামি অফিসে চলে গেলো,ডলি ভিজিটিং কার্ডে দেওয়া নাম্বারে কল করলো।রিং বাজছে, হার্ডবিট ও বাড়ছে,নিঃশ্বাস বেড়ে যাচ্ছে।
কল রিসিভ হতেই ওপার থেকে সালাম দিলো।ডলি সালামের উত্তর ফুটে দিতে সক্ষম হলো না ডলি।ডলির বুঝতে আর বাকি রইলো না এটা তার রুবেল। ডলির অঝরে অশ্রু ঝরছিল। কিছু বলতে পারলো না ডলি।ফোনটা কেটে দিলো ডলি।কাঁদতে থাকলো ডলি।বুকের ভিতরটা হুহু করে পুড়ছে।আহ!
রুবেল কিন্তুু এখনো বুঝতে পারিনি কে কল করছিলো।ফোনটা কেটে গেলো?কে ছিলো?
জানার জন্য রুবেল আবার কল দিলো।তিনবার রিং বাজার পরে রিসিভ হলো।রুবেল জানতে চাইলো কে বলছেন?জবাবে শুনতে পেলো আমি ডলি বলছি।রুবেল চমকে উঠলোঃ। প্রাণে ধাক্কা খেলো।রুবেল অংক মেলাতে পারলো না,যদিও সে ম্যাথমেটিক্স ভালো জানতো।অবাক হয়ে গেলো রুবেল কি ভাবে সম্ভব?
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬১৬
Date:- ০৬/০৯/২০২১
ভালোবাসার আরেক নাম রুবেল এর তৈরি #আহনাফ_গাওয়া_ঘি
প্রতি কেজি ১২০০ টাকা।
কুরিয়ার খরচ ক্রেতা বহন করিবেন।
হোলসেল নিতে সরাসরি রুবেল এর সাথে যোগাযোগ করুণ01319933170.
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬১৬
Date:- ০৬/০৯/২০২১
মোঃ রুবেল আহমেদ
কোর ভলেন্টিয়ার
মডারেটর
প্রশিক্ষক এগ্রো ফোরাম
হাট মনিটারিং টীম
রেজিষ্ট্রেশন টীম
লাইভ সাপট টীম
রেজিষ্ট্রেশন ৬৫
দ্বিতীয় ব্যাচ,সাতক্ষীরা
Founder #AHNAF_organic_foods
Founder #AHNAF_RF_AGRO_FARM
01319933170
01880409336