মায়ের গল্প
_____বিসমিল্লাহির রাহমানির রাহিম_____
🙋 আসসালামুয়ালাইকুম
পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করিলাম। আল্লাহের অশেষ নিয়ামতের মাঝে আছি বলেই আমরা সকলে অনেক ভালো আছি।
মহান রাব্বুল আলামীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন।তার সৃষ্টির সকল জীবের চেয়ে আমাদের ভিন্ন বানিয়েছেন বলেই আমরা সৃষ্টির সেরা জীব।আর এসকল কিছু আমাদের প্রতি মহান রাব্বুল আলামীনের অশেষ রহমত।
🌿 আমাদের এই পৃথিবীতে অসংখ্য মানুষের বসবাস। সেখানে ভালো মানুষ আছে আবার খারাপ মানুষ ও আছে। বর্তমান এ আমরা অনেকেই জানি বা বলে থাকি মানুষ অনেক স্বার্থপর।বিনা স্বার্থে কেউ কিছু করেনা। আমরা যারা এ কথা মনে গেঁথে নিয়েছি তারা সকলেই ভুল ধারনায় বসবাস করছি।এই পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে।যারা অন্যোর উপকারে নিজেকে বিলিয়ে দেয়। নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাচ্ছে আমাদের অনেক বেকার তরুণ তরুণীদের।
🌿হুম আমি সেই মানুষটির কথা বলছি ।যিনি আমাদের সকলের আইডল, সকলের প্রতিভা, সকলের ভেঙ্গে গড়ে উঠার শক্তি
🌹🌹 ইকবাল বাহার জাহীদ স্যার 🌹🌹
🌹🌹🌹🌹🌹যিনি আমাদের সকলের Real Hero.🌹🌹🌹
আপনার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার আপনার প্রতি।আজ আমরা আপনার জন্য পেয়েছি এতো সুন্দর একটি প্লাটফর্ম
👉👉👉 নিজের বলার মতো একটা গল্প 💐
🌿গ্ৰামের কোনো এক কোনায় পড়ে থাকা সাধারণ মানুষ, বেকার তরুণ তরুণী, অসহায় মানুষ গুলো যাদের কষ্টের কথা বলা বা শুনার মতো কেউ ছিলো না। কিন্তু আজ এই প্লাটফর্ম সকলে যুক্ত হয়ে তাদের দুঃখ সুখ মনের ভাব প্রকাশ করতে পারছে।
🌿এই সাধারণ মানুষ গুলোর মাঝে লুকিয়ে থাকা প্রতিভা গুলো আজ এই প্লাটফর্ম মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে পড়েছে।
🌿 অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনাকে।
🌹🌹🌹আজ আমি বলবো আমার মায়ের কথা🌹🌹🌹
🌹🌹🌹মা🌹🌹🌹 মায়ের সাথে কারো তুলনা হয়না।
মা শব্দটি অনেক মধুময়।
🌹একজন সাহাবী নবীর কাছে যখন জানতে চায় প্রথম কার স্থান?
👉তখন উঃ ছিল" মা"🌹
👉২য় কার স্থান? উঃ মা🌹🌹
👉৩য় কার স্থান? উঃ" মা"🌹🌹🌹
👉৪থ কার স্থান? উঃ বাবা।🌹🌹🌹🌹
🌿যখন একজন মা ৯মাস কষ্ট করার পর একজন সন্তানের মা হোন তখন ঐ সন্তানের মায়াভরা অবুঝ চোখে মুখে তাকিয়ে দীর্ঘ ৯মাসের সকল কষ্ট ভুলে যায়।আর যখন সন্তান ''মা" বলে ডাকতে শুরু করে তখন মায়ের বুকটা ভরে যায়।
🌿 মায়ের ছোটবেলা🌿
আমার মায়ের ছোটবেলা ছিলো অনেক সাধারণ।কারন মা নিজেও একজন সাদাসিধে মানুষ। মায়ের জীবনে স্বপ্ন বলতে কিছু ছিলো না। আমার নানা ছিলো সামান্য কিছু বেতনের কর্মচারী।যা পেতো কোনো মতে দিন চলে যেতো।
🌿 আমার মা অনেক সুন্দরী।মা তাদের বাড়ী, আশপাশের সবার বাড়ীর মেয়ের চাইতে অনেক বেশি সুন্দর ছিলো।একদিন মায়ের ইচ্ছে হলো মাথায় লাল ফিতা দিয়ে চুল বাধবে। নানাকে বললো কিনে আনতে। কোনো ভাবে নানা নিয়ে আসলো।মা অনেক খুশি।লাল ফিতা দিয়ে চুল বাঁধার পর কপালে একটা লাল টিপ পড়লো। হঠাৎ করে পিছন থেকে নানা এসে মা কে মারলো।লাল টিপ কপালে পড়েছে বলে।মা তখন জানতো না লাল টিপ কপালে দেয়া ভালোনা। সেই দিনের পর থেকে মা কোনদিন টিপ দেয় নি কপালে।
🌹 আমার মা সেরা রাঁধুনি 🌹
সবার মা ভালো রান্না করতে পারে। কিন্তু সত্যি বলতে আমার মা অনেক ভালো রান্না করতে পারে। ছোট থেকেই মা বিভিন্ন পিঠা, সকল কিছু রান্না করতে পারে। মায়ের হাতের রান্নার আজ ও অনেক সুনাম রয়েছে।
🌿 মায়ের বিবাহিত জীবন 🌿
আমার মা কে দেখে বাবা সাথে সাথে পছন্দ করে ফেলে। নানী কোন মতেই বিয়ে দিতে রাজি ছিলোনা। বাবার তখন কোন কাজ করতো না। কিন্তু ভাগ্য যা আছে তাই হলো। বাবা জ্বর করে মা কে বিয়ে করে ছাড়লো।মা তখন অনেক ছোট।
🌿 সাংসারিক জীবন 🌿
বাবা মাকে নিয়ে তার নিজ বাড়ি যায়। সবাই মা কে দেখে খুব পছন্দ করে। কিন্তু বাবা কোন কাজ করেনা তাই দাদা দাদী অনেক রাগারাগী করে।মা তো এমনিতেই সাদা মনের মানুষ। আবার বাবা জ্বর করে বিয়ে করলো।মা কান্না করছিলো।মার জীবনে বিয়ের প্রথমদিন থেকেই আস্তে আস্তে ঝড় শুরু হতে লাগলো। বাবাদের ছিলো জয়েন ফ্যামেলি। অনেক কাজ।মা এতো ছোট মানুষ কিভাবে কি করবে।চাচা ফুফুরা অনেক জ্বালাতন করতো।মা আস্তে আস্তে সকল কাজ করতে থাকলো।পাটায় বেটে ১০/১২কেজি চাল বেটে পিঠা বানিয়ে মা সবাই কে খাওয়াতো। একদিন দাদা দাদী মা ও বাবাকে বাড়ি থেকে বের করে দেয়।তখন ও বাবা কোন কাজ করতো না। বাবা ভাবতে লাগলো কিভাবে চলবে, কি খাবে, কোথায় থাকবে। বাবা মাকে নানীর কাছে রেখে জীবনে প্রথম বারের মত কাজ করতে শুরু করলো।এখান থেকে বাবা লাক্ষ লাক্ষ টাকা উপার্জন করা শুরু করে। মায়ের ছোট বেলা থেকে কষ্টের জীবন আজ সুখে পূর্ন হলো।ভালোই দিন যাচ্ছিলো। আমরা চার বোন তখন। বাবার ৪.৫কাটার উপর নিজের বাড়ি। বাবা জায়গায় জমির বিজনেস অনেক ভালো বুঝতো। হঠাৎ অনেক লস হয়। বাবা আস্তে আস্তে ঋন হতে থাকে।মা তার সকল গয়না বিক্রি করে দেয়।বাবা ও হার মানে নাই।হাড় জিত সবার জীবনে আছে। বাবার আবার দিন ফিরলো। চলতে চলতে এখন আমরা বাবা মায়ের ছয় সন্তান। বাবার ৩০/৩২বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়ে।এরপর থেকে বাবা বিভিন্ন সমস্যা বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে। আবার আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। একদিন মা বললো আমাকে আল্লাহ ৫কন্যার মা বানিয়েছে।আমি এই মেয়ে নিয়ে কিভাবে চলবো। তখন বাবা বললো আমাদের মহান রাব্বুল আলামীন ১২টা মুশকিল ১৩টা আহসান দিয়েছেন। তোমাদের আল্লাহ দেখবে। মায়ের জীবন ছোটবেলা থেকেই কষ্ট। বাবার উপার্জন শুরু হওয়ার পর সুখ পেয়ে আবার হারিয়ে গেলো। ২০১৭সালে বাবা চির বিদায় নিল।😢😢😢😢
🌿🌿মা আমাদের নিয়ে বেঁচে আছে। বর্তমান এ মাকে নিয়ে আমরা মোটামুটি দিন কাটাচ্ছি। কষ্টের বিষয় একটাই।মা মাঝে মাঝে বলে আমরা একটা সময় অনেক বড় হবো। কিন্তু তখন হয়তো মা না ও থাকতে পারে। খুব কষ্ট হয় মায়ের জন্য। কিছুই করতে পারছিনা।
😢আদৌ কি পারবো মায়ের জন্য কিছু করতে।
🌿🌿এই প্লাটফর্ম থেকে শিক্ষা নিয়েছি যে, মানুষ মাত্র সমস্যা। সমস্যা আসবে যাবে এটা মেনে নিতে হবে। সমাধান নিজেকে বের করতে হবে। কিছু সমস্যা মানুষ কে ভেঙ্গে নতুন করে শক্তিশালী করে গড়ে তুলে। হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু সমাধান হবে।তার জন্য নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে।
মনে রাখতে হবে
👉হয় জিতবো
👉নয় শিখবো
👉 হাড়বো না কোনদিন
স্যারের প্রতিটি কথা আমার মনে গেঁথে আছে।যা আমি থেমে গেলেও সেই কথাগুলো আমাকে আবার চলতে সাহায্য করে।
🌿 সময় দিন,
🌿সময় নিন
🌿দিন একদিন ঠিক বদলাবে।
আমার নিজের প্রতি অনেক কনফিডেন্স আছে। আমি অবশ্যই পারবো,পারতে আমাকে হবে।সেই সময়ের অপেক্ষা তে আছি।
সবাই আমার মায়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন।
সকলকে ধন্যবাদ জানাই আমার মায়ের কাহিনী পড়ার জন্য।
ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সকল কে জানাই আমার ভালোবাসা।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬১৩
Date:- ০৩/০৯/২০২১
🌿মুন্নী আক্তার
🌿ঢাকা জুরাইন থেকে (ওয়ারী জোন)
🌿ব্যাচ নং:১৩
🌿রেজিস্ট্রেশন নং :৫৯৩৯২
🌿কমিউনিটি ভলেন্টিয়ার
🌿পেজ : https://www.facebook.com/MahirFashionHouse/