গল্পে গল্পে সেল পোস্ট
#গল্পে_গল্পে_সেল_পোস্টঃ
সব ধরনের ব্যবসার জন্য যে ট্রেড লাইসেন্স ও ট্রেড মার্ক অতি প্রয়োজনীয় বিষয় তা অনেকেই বুঝে না। অনেকেই কোনো লাইসেন্স ছাড়াই ব্যবসা শুরু করে দেয়। প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা করলে যে কি ধরনের সমস্যা হতে পারে তা আজকের গল্প পড়লেই বুঝতে পারবেন।
আমার ছোট বেলার এক বান্ধবীর (সীমা) সাথে একদিন কথা বলে জানলাম সে নাকি হোমমেড তেল তৈরি করছে এবং অফলাইনে বিক্রি করছে। শুনে খুব খুশি হলাম আর বললাম নিশ্চয়ই একদিন অনেক বড় উদ্যোক্তা হবি তুই।তাই তাকে সুপরামর্শ হিসেবে বললাম যে তোর ব্যবসাকে হালাল ভাবে পরিচালনা করার জন্য তোকে ট্রেড লাইসেন্স ও ট্রেড মার্ক অবশ্যই করতে হবে।
( পারলে তোর বিজনেস এর নাম টি রেজিষ্ট্রেশন করে নিবা লিঃ কোম্পানি তে) পাশাপাশি পণ্যের প্রচারের জন্য নির্দিষ্ট নাম থাকতে হবে।পণ্যের বিশুদ্ধতা যাচাই এর জন্য বি.এস.টি.আই এর অনুমোদন নিতে হবে।সে আমার কথা আমলে নিলো না। নরমাল ভাবেই বিজনেস করতে থাকল।এভাবেই অনেক দিন কেটে গেল তার সাথে তেমন আর কথা হয়নি।
অনেক কয়েক মাস তার সাথে আবার কথা হলো। জিজ্ঞেস করলাম তার বিজনেসের কথা।সে বললো তার এত যত্ন সহকারে তৈরি ও নির্ভেজাল তেল সম্পর্কে নাকি কেউ অভিযোগ করে বলেছেন সে নকল পণ্য বাজারজাত করছে।তার তো কপালে হাত।কেস হয়ে গেল ভোক্তা অধিদপ্তরে।সে যত তাদেরকে বুঝাতে চেষ্টা করছে যে এই পণ্য তার নিজের তৈরি করা কিন্তু প্রশাসন তার কথা মানতে চান না। কেননা মুখের কথায় কিছু হয় না।সব জায়গায় প্রমাণ লাগে। প্রয়োজনীয় প্রমাণের অভাবে তাকে অনেক টাকা জরিমানা দিতে হয়। তখন সে আমাকে বললো এখন সে কিভাবে বিএসটিআই করবে??তার বিজনেস অনেক দূর এগিয়ে গেছে কিন্তু তা হয়তো আর টিকে থাকবে না।সে এও বললো যে আমি তাকে যে পরামর্শ গুলো দিয়েছিলাম তা না মানার কারণে তার এই অবস্থা।তখন সে বললো তুই তো Legal Question Advice এর সেবা প্রদান করিস।আর সে সমস্যায় পড়ার পর জানতে পারে যে বিজনেস বা বিপণন শুরুর আগে নাকি লাইসেন্স করতে হয়।সে আমার কাছে জানতে চাইলো এখন কি করবে??
আমার বন্ধুকে তখন আমি বললাম এগুলো কোনো ব্যাপার না। আবার নতুন করে সব শেষ থেকে শুরু কর।আমি তাকে বুঝিয়ে বললাম যে একটি বিজনেস রান করতে অনেক গুলো ফরমালিটি মেইনটেইন করতে হয় নয়তো অনেক বিপদে পড়তে হয়।হোমমেড যেকোনো প্যাকেটজাত খাবার ও পণ্যের গুণগত মান যাচাই করে তা বাজারজাত করতে হয়।এই গুণগত মান যাচাই করার জন্য পণ্যের বিএসটিআই অনুমোদন নিতে হয়।আর বিএসটিআই,ট্রেড লাইসেন্স ও ট্রেড মার্ক পরস্পর সম্পর্কযুক্ত। প্রথমে ট্রেড লাইসেন্স করতে হয় নাহলে ট্রেড মার্ক করা যায় না।আর এই দুই লাইসেন্স হলেই খুব সহজেই বিএসটিআই অনুমোদন নেয়া যায়।
তখন সে (আমার বান্ধবী) বলে তাহলে আমার ভরসার একমাত্র অবলম্বন তো তুই।যেহেতু তুই এই কাজ গুলো করিস তাহলে আমার উদ্যোগের সম্পূর্ণ বৈদ্ধতা নিরাপত্তা নিশ্চিত তোকেই করতে হবে।আমি (সে) জানি তুই সব সময় আমার জন্য একজন ভালো পরামর্শক দাতা।
আমি তখন তাকে বললাম চিন্তা করিস না।আমি তোকে সব সাহায্য করব আর তুই যদি আমাদের গ্রুপে জয়েন করিস তাহলে Iqbal Bahar Zahid স্যারের সেশন থেকে অনেক কিছু শিখতে পারবি আর অনলাইনে খুব ভালো সেল করতে পারবি।সে জানতে চাইলো কোন গ্রুপ?আমি বললাম "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন"-এখানে আছে হাজার হাজার উদ্যোক্তার মেলা।সে তখন আমাদের ফাউন্ডেশন সম্পর্কে জানতে চায়। তখন তাকে বলি এটা একটা উদ্যোক্তা গ্রুপ। আমাদের স্যারের মূল লক্ষ্য আমাদের সকলকে ভালো মানুষ হিসেবে তৈরি করা।আমরা যাতে বুক ফুলিয়ে বলতে পারি আমরা একজন ভালো মানুষ আর আমরা যেন নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে পারি। এছাড়াও স্যার এখানে আমাদের সকলের জন্য তিনি ১২টি অনলাইন স্কিল শেখার সুযোগ করে দিয়েছেন সম্পূর্ণ ফ্রি। আরও অনেক কিছু যা তুই এ্যাড হলে বুঝতে পারবি।আর আমরা প্রতি মঙ্গলবার অনলাইন হাটবারে অনেক উদ্যোক্তা দেখতে পাই। তখন সে বললো আমাকে সেখানে এ্যাড করে দে।আমি তাকে এ্যাড করলাম।তার রেজিস্ট্রেশন করে দেই।সে আজীবন সদস্য হয়ে যায়।।
এর মধ্যে তো বলা হয়নি।আমি ওর ট্রেড লাইসেন্স ও ট্রেড মার্ক করে দেই। বিএসটিআই করতেও সাহায্য করি।আর এখন সে সব নিয়ম মেনে তার উদ্যোক্তা জীবন পার করছে। অনলাইন ও অফলাইনে তার এখন মাসিক সেল লক্ষ টাকা পেড়িয়ে গেছে। বর্তমানে তার প্রোডাক্ট দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও চলে যাচ্ছে।
বর্তমানে সীমা একজন সফল উদ্যোক্তা।সে করেছে অনেক মেয়েদের কর্মসংস্থান। নতুন উদ্যোক্তাদের সে সব সময় পরামর্শ দেয় ট্রেড লাইসেন্স ও ট্রেড মার্ক করতে।আর এসব কাজের জন্য তার আস্থার একজন সে আমাকেই মনে করে।
এখানে তার দ্বারা আমার কর্মকাণ্ড ছড়িয়ে গেল আর সেও অনলাইন জগতে একটা পরিচয় তৈরি করতে পারল আমার দ্বারা। এটাই তো আমাদের প্রকৃত শিক্ষা। প্রিয় মেন্টরের স্বার্থকতা।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬১১
Date:- ০১/০৯/২০২১
👉ইছমত_ হাসান
👉 মডারেটর_ ও _ওয়ারী (ঢাকা)_ জোন_ এম্বাসেডর
👉মেম্বার -_রিসার্চ_অ্যান্ড প্রোমোশন_ টিম।
👉ব্যাচঃ _অষ্টম
👉রেজি.নংঃ _৯২৫৩
👉 জেলাঃ_ ফেনী
👉 বর্তমান_ অবস্থানঃ _ঢাকা
#কোম্পানি_ও_ট্রেডমার্ক_রেজিষ্ট্রেশন_জন্য_যোগাযোগ করুন।