আমি একজন প্রবাসী, জব করছি একটা কফিশপে, সেই সুবাদে অনেকের সাথে দেখা হয় কথা হয়, একদিন এক বাংলাদেশী ভাই আমার কফিশপে উনার শ্বশুরবাড়ির আত্মীয় নিয়ে আসলেন, উনারা মোট সাতজন ছিলেন,
🤵গল্প পাল্টে যাওয়া আমি,
আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু,
✍️✍️প্রিয় প্ল্যাটফর্মের ভালোবাসার প্রিয় ভাই ও বোনেরা,
সবাই কেমন আছেন?
আশা করি সবাই চমৎকার ভালো আছেন,
আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় চমৎকার ভালো আছি,
সবার প্রতি রইল আমার আন্তরিক দোয়া ও ভালোবাসা,
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এই শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যার কল্যাণে পেলাম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, এবং সেই সাথে পেলাম, আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ,
নিজেকে বদলাতে চেষ্টা করতেছি প্রিয় স্যারের শিক্ষা বুকে ধারণ করার চেষ্টা করছি,
প্রিয় স্যারের শিক্ষা থেকে আমার জীবনে ঘটে যাওয়া ছোট একটা গল্পের কথা বলব আজ আপনাদের কে,
বিনয় এবং রক্তের সম্পর্ক ছাড়াও যে কিছু কিছু সম্পর্ক অনেক কাজে আসে সেই ঘটে যাওয়া ছোট গল্পই আমার জীবন থেকে লিখব,
চলুন গল্পে যাওয়া যাক,
পার্ট এক
✍️✍️ আমি একজন প্রবাসী, জব করছি একটা কফিশপে, সেই সুবাদে অনেকের সাথে দেখা হয় কথা হয়, একদিন এক বাংলাদেশী ভাই আমার কফিশপে উনার শ্বশুরবাড়ির আত্মীয় নিয়ে আসলেন, উনারা মোট সাতজন ছিলেন,
আমার এদিকে উনি ঘুরতে আসলেন,
শুক্রবার ছিল সেদিন, আর শুক্রবারে কফিশফে প্রচুর ভিড় থাকে,
সেই ভাই আমাকে উদ্দেশ্য করে বলতেছে,
উনার আত্মীয় বা ওনার সাথে যারা আসছে তাদের পছন্দমতো যেন কফি বানিয়ে দেই,
আমি সবার জন্যই কফি বানালাম সবার পছন্দ মতো,
সেই সাথে আমার আরেকটা অর্ডার আসলো,
আমি তাদের সবাইকে কপি দিয়ে অন্য অর্ডারটা বানিয়ে সেই কাস্টমারকে দিতে গেলাম,
যে ভাই তার আত্মীয় নিয়ে আসছে উনি বিল পে করতে যাবেন,
আমি ওনাকে লক্ষ করতেছি উনি ওনার প্রত্যেকটা পকেট চেক করতেছে কিন্তু উনার আত্মীয় কাউকে বুঝতে দিচ্ছেন না,
আমি বুঝতে পারলাম উনি হয়তো বা টাকা নিয়ে আসেন নি অথবা উনার মানিব্যাগ হারিয়ে ফেলেছেন,
উনি আমার কাছে আসলেন একটা হাসি দিলেন আর বললেন, ভাই আমার মানিব্যাগটা হয়তোবা রুমে রেখে এসেছি বা টেক্সিতে ভুলে রয়ে গেছে,
আমার সাথে যারা আসছে তারা আমার শ্বশুরবাড়ির আত্মীয়, ওনাদের কাছ থেকে আমি টাকা চেয়ে আপনাকে দিলে আমার সম্মানটা থাকবেনা,
আপনার নাম্বারটা দিন আমি দরকার পড়ে পড়ে এসে টাকাটা দিয়ে যাব,
সচরাচর আমি এমন কাউকেই ছাড় দেইনা ডাইরেক্ট বলি সাথে যারা আছে তাদের কারো কাছ থেকে নিয়ে দেন,
কিন্তু কেন জানি প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার এর কথা মনে পড়ে গেল,
প্রিয় স্যার বলেছেন বিনয়ী হতে, পজিটিভ চিন্তা করতে,
আমি স্যারের কথা চিন্তা করে স্যারের শিক্ষাটাকে মেনে নিয়ে উনাকে একটা হাসি উপহার দিলাম,
হাসি দিয়ে বললাম ভাই ঠিক আছে সমস্যা নেই আপনার টাকাটা আমি পে করে দেবো,
আমি প্রস্তুত ছিলাম না এটা দেখার উনার চোখ দিয়ে পানি এসে গেল, উনি বললেন ভাই 110 রিয়াল কোন মানুষই এটা ছাড় দিতেন না,
আপনি আমার সম্মান বাঁচালেন,
আমার শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছে আমাকে ছোট করলেন না, আমি আপনার টাকা পাঠিয়ে দিব, আমি উনাকে আবার হাসি দিয়ে বললাম ভাই এটা আমার প্রিয় শিক্ষক Iqbal Bahar Zahid স্যারের শিক্ষা,
আপনি বাংলাদেশি ভাই আমি চাইলে এই বিলটা পে করতে পারব,
আর আমি কফিশপে কাজ করি প্রতিদিন একটা করে কপি আমার নামে বরাদ্দ থাকে,
আর কফি শপের কাজ করার কারণে আমি কফি একদম কম পান করি,
মনে করেন আপনার হাসিটা আজ আমি কিনে নিলাম 110 রিয়ালের এর বিনিময়ে,
আপনি তো কোন না কোন জায়গায় কাজ করেন,
সেখানে যদি আপনার মত কেউ এসে ফেসে যায়
তখন আপনি তার হাসিটা আমার মত কিনে নিয়েন বিনয়ের সাথে,
তার সম্মানটা আপনি রক্ষা করবেন,
মনে করবেন আমি টাকা পেয়ে গেছি,
আমি ওনাকে বিশ্বাস করেছিলাম এবং তিনি সেই বিশ্বাসের যোগ্য ছিলেন,
তিনি রুমে পৌঁছে আমাকে ফোন দিলেন,
তিনি বলেন বাংলাদেশের কোন নাম্বার দেন আপনার কারো পরিচিত আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি আপনার কাজে আসবে,
আমি প্রিয় স্যারের শিক্ষা বুকে ধারণ করে আছি,
তাই উনাকে বললাম ভাই আমি আপনার হাসিটা কিনলাম আপনি অন্য কারো হাসি কিনে নিয়েন,
উনি অনেক অনুরোধ করলেন একদিনে দশবার কল করলেন যেন নাম্বার দেই টাকা পাঠাবেন, এতো অনুরোধ করার পর আমি টাকাটা নিলাম,
✍️✍️অনেকদিন প্রায় চার মাস পর আমি গেলাম আমার কিছু কাপড় কিনতে বাতা মার্কেটে, কাপড় গুলো সিলেক্ট করে আমি কাউন্টারে আসলাম বিল পে করতে,
দুইটা প্যান্ট দুইটা টি শার্ট আর ছিল দুই জোড়া সু,
প্রায় 300 রিয়াল এর মত আমার বিল হল,
আমি কাউন্টারে ভাইটিকে একটা হাসি দিয়ে প্যাক করতে বললাম, আর বললাম আমার বিল কত হয়েছে?
তিনি প্যাক করে সবকিছু নিয়ে এসে একটা হাসি দিলেন আর বললেন বিল পে হয়ে গেছে,
আমি বললাম আমি তো বিল পে করিনি,
উনি বললেন আমাকে মনে আছে ভাই আপনার,
4 মাস আগে যেহেতু একবার দেখেছি তাই আমার মনে ছিল না,
তখন তিনি ওপরের পুরো ঘটনাটা বললেন,
আর সেদিন আপনি আমার সম্মান বাঁচিয়ে ছিলেন,
এটা আমার দোকান আমি এখানে মালিক এবং কাজ করি,
আমি উনাকে বুঝাতে চেষ্টা করলাম,
সেদিন আপনি বিপদে ছিলেন তাই আমি আপনাকে হেল্প করেছি, আমি তো বিপদে নেই, আমি বিল পে করতে পারব, উনি বললেন এটা আপনার উপহার আমার তরফ থেকে,
উনি নাছোড়বান্দা উনি টাকা নিবেন না,
উল্টো উনার সহকারীকে বললেন আপনি একটু দোকান দেখেন আমি এই ভাইয়ের সাথে একটু বাহির থেকে আসছি,
আমাকে নিয়ে গেলেন একটা খাবার হোটেলে, আমাকে বলেন আমার পছন্দ মতো খাবার অর্ডার করতে,
আমার কাছে সবকিছু স্বপ্নের মত মনে হচ্ছিল,
প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার কে মনে মনে এত ধন্যবাদ দিচ্ছিলাম যে বলে বুঝানো যাবে না,
প্রিয় স্যার বলেছেন বিনয়ী হতে, সেদিন একটু বিনয়ী হয়েছিলাম আজ এত সম্মান পেলাম, যেটা পাওয়ার যোগ্যতা আমার নেই
ভালোবাসা অবিরাম সেই প্রিয় স্যারের প্রতি যিনি আমাদেরকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিচ্ছেন,
আমাদের বিনয়ী হতে শিক্ষা দিচ্ছেন,
অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার আপনার প্রতি,
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
পার্ট দুই
✍️✍️গল্প পার্ট ১ এবং পার্ট ২থেকে
আমার শিক্ষার পার্থক্য হল,
দ্বিতীয় গল্পটা শুধু আমি অসহায়দের সাহায্য করতাম, অসহায়দের হাসি কেনার চেষ্টা করতাম,
কিন্তু নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর সাথে যুক্ত হয়ে প্রিয় স্যারের শিক্ষা গ্রহণ করে আমি প্রথম গল্পের ভাইটিকে সাহায্য করি,
যা এর আগে আমি কখনও করিনি,
কখনো করব এমন কোন চিন্তাও করিনি,
কারণ আমি ভাবতাম যাদের টাকা আছে তারা বিভিন্ন অজুহাত দেখায়,
প্রিয় স্যারের শিক্ষা আমাকে পাল্টে দিয়েছে,
সেদিন সেই ভাইটিকে প্রিয় স্যারের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমি সাহায্য করেছিলাম যা আমার জীবনে বিরাট পরিবর্তন এনেছে,
আমার চিন্তাধারা পাল্টেছে, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত না হলে আমি সেই দিন সেই ভাইটিকে বিল পে করা ছাড়া আমার কফিশফ থেকে যেতে দিতাম না,
সামান্য বিনয়ী হওয়ার কারণে সেই ভাই আমাকে যে সম্মান করল সে সম্মানের যোগ্য আমি না,
তার পুরোটাই কৃতত্ব ইকবাল বাহার জাহিদ স্যারের,
ধন্যবাদ প্রিয় স্যার কে আমাকে পাল্টে দেওয়ার জন্য, প্রিয় স্যারের সুস্থতা কামনা করছি,
দোয়া করি আমাদের আইডল আমাদের শিক্ষক ইকবাল বাহার জাহিদ স্যার সব সময় যেন আমাদের সাথে থেকে আমাদের দিকনির্দেশনা দিয়ে আমাদেরকে পাল্টে যেতে সাহায্য করেন।
পৃথিবীতে হাসি কেনা বেচার খুব প্রয়োজন,
আসুন হাসি কেনা বেচা করি প্রিয় স্যারের শিক্ষা বুকে লালন করি পাল্টে যাই আর ভাল থাকি।
যারা আমার পাল্টে যাওয়া আমির গল্পটা পড়বেন তাদের কে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সবার প্রিয় মেন্টর গার্ডিয়ান জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে যার জন্য পেলাম এতো সুন্দর একটা প্যাল্টফ্রম,
প্রিয় প্ল্যাটফর্ম এর সকল ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬১৮
Date:- ০৮/০৯/২০২১ ইং
মোঃ আনোয়ারুল ইসলাম জুয়েল
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচঃ 12
রেজিঃ 37168
থানাঃ মাধবপুর
জেলাঃ হবিগঞ্জ
বর্তমানে সৌদি আরব প্রবাসী।
কো ফাউন্ডার শ্রেষ্ঠ