অনলাইন বিজনেস করতে হলে দরকার নেটওয়ার্কিং,ব্যান্ডিং, একজন ভালো মানুষ হওয়া, সততার সাথে কাজ করা
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামুয়ালাইকুম। আশাকরি আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি।আর যারা ভালো নেই তাদের জন্য দোয়া কামনা করছি।
ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহীদ স্যার কে। তাঁর দেয়া শিক্ষা অর্জন করে আমি আজ নিজেকে অনেকটা সাবলম্বী করে তুলছি।একটা সময় আমার অনেক কিছু সমন্ধে ধারনা ছিল না।
অনলাইন বিজনেস করার জন্য একটি বিজনেস পেজ লাগে তা জানতে পেরেই বিজনেস করার জন্য শুরু করে দেই। কিন্তু আমি কোনো ভালো রেজাল্ট পাইনি। সবসময় মাথায় একটি প্রশ্ন বার বার আসতো আমার সেল কেনো হয়না?
সবাই সেল করে আমার সেল হয়না। প্রশ্নের উত্তর খোঁজার জন্য গত দেড় বছর যাবত অনেকের কাছে জানতে চাই আমার কারনটি। কিন্তু কেউ কোনো ভালো পরামর্শ দেইনি।একটা সময় রাগ করে বিজনেসে অমনোযোগী হয়ে উঠি। সিদ্ধান্ত নেই আর বিজনেস করবো না। কিন্তু নিজের মনের অজান্তে এই কথাটা মেনে নিতে পারছি না আমি বিজনেস করবো না। আবার চেষ্টা শুরু করি। একদিন হঠাৎ আমাদের প্রিয় প্লাটফর্ম
,"নিজের বলার মতো একটা গল্প"
সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মে যুক্ত হই।
স্যারের ৯০দিনের সেশন গুলো পড়ে পড়ে নিজের সমস্যাগুলো সমাধান আস্তে আস্তে জানতে ও বুঝতে পারি । আমার বিজনেসে সেল না হওয়ার কারন।স্যার তার প্রতিটি সেশনে খুবই গুরুত্বপূর্ণ কথা গুলো তুলে ধরেছেন। কিভাবে বিজনেস করলে ভালো রেজাল্ট পাবো। এই সেশন গুলোর জন্য স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট করতে হইনি বা কোনো প্রকার ফ্রি প্রদান করতে হয়নি । আজ ১৫তম ব্যাচ চলছে। স্যার আমাদের বিনামূল্যে সাবলম্বি করে তুলছে।এই প্লাটফর্ম থেকে শিক্ষা অর্জন করে অনেক ভাই ও বোনেরা তারা জীবনে অনেক দূর এগিয়ে গিয়েছে।আজ এই প্রিয় মানুষটির জন্য অনেক মানুষ তাদের সপ্নের সিড়ি ছুঁতে পেড়েছে।প্রিয় মানুষটির জন্য দোয়া রইল।স্যারের কাছ থেকে আমার শিক্ষা অর্জন করার মধ্যে কিছুটা তুলে ধরছি।
অনলাইন বিজনেস করতে হলে শুধু বিজনেস পেজ অপেন করে শুরু করলেই হবে না।এজন্য দরকার নেটওয়ার্কিং,ব্যান্ডিং, একজন ভালো মানুষ হওয়া, সততার সাথে কাজ করা। আমাদের নেটওয়ার্কিং বৃদ্ধি পেলে একটা সময় ঠিক সেল শুরু হয়ে যাবে।
তাছাড়া নিজের ব্যান্ডিং করতে হবে। আমাকে যে যত চিনবে ততোই আমার বিজনেসের জন্য ভালো।
একটা ছোট্ট গল্প বলি। আশাকরি সবাই মন দিয়ে পড়বেন।কারন আমি মনে করি এই গল্প থেকে শিক্ষার কিছু আছে।
একদিন আমার এক বন্ধু ও তাঁর ভাই প্রায়ই রাতে হাটাহাটি করতো। বেশ কিছুদিন আগে রাতে হাঁটতে বেরিয়ে বাসায় আসার সময় দেখে মাদ্রাসায় পড়ুয়া ৩টা ছোট ছোট ছেলে গামছা বিক্রি করছে। তখন আমার বন্ধু ভাবতে লাগলো ওদের থেকে গামছা কিনবে দুইটা। ওদেরও ব্যবসা হলো, আমাদেরও গামছা কেনা হলো।
ওইখানে এক রিকশাওয়ালা বেশ দেখে শুনে একটা লাল গামছা কিনলো। গামছা কিনে সে মাথায় বেঁধে বিক্রেতা ছেলেটাকে দেখালো যে কেমন লাগছে? মানাইসে কি না। তখন দুইভাই মজা করতেসিলো যে দারুন মানাইসে, ভাল্লাগতেসে।
রিকশাওয়ালা আমাদের কাছে এসে বললো, "মামা, রিকশায় বিভিন্ন সময় বিভিন্ন প্যাসেঞ্জার থাকে। কেউ হয়ত রিকশা থেকে নেমে বলে যে বাইরে কিছুক্ষণ দাঁড়াতে, মার্কেট থেকে কিছু কিনেই আবার রিকশায় ব্যাক করবে। কেউ হয়ত দোকানের সামনে দাঁড়াতে বলে দোকান থেকে কিছু কেনার জন্য। কিন্তু মার্কেট থেকে বের হয়ে কোন রিকশায় আসছে সেটা মনে করতে পারে না। একবার একটা রিকশায় উঠে রিকশাওয়ালাকে মনে রাখব কিভাবে? এজন্য লাল গামছা কিনে মাথায় বেঁধে নিয়েছি। প্যাসেঞ্জার এখন সহজে চিনবে আমাকে।"
রিকশা চালিয়ে জীবিকা অর্জন করা রিকশাওয়ালার পেশা৷ এই জীবিকা অর্জনে তিনি যেন সঠিকভাবে আয় করতে পারেন সেজন্য নিজের ওপর ইনভেস্ট করেছেন। যাত্রী যদি রিকশা চিনতে না পারে তাহলে রিকশাওয়ালা তার ভাড়া হারাবে। সেই ভাড়া যেন তিনি না হারান তাই লাল গামছা কিনে নিয়েছেন।
এই যে জীবিকা অর্জনের জন্য নিজের ওপর ইনভেস্ট, এই কাজটা আমরা কয়জন করি? ইনভেস্ট শুধু টাকা পয়সায় হয় না, পড়াশুনা বা পরিশ্রমের মাধ্যমেও ইনভেস্ট হয়, সেটা কি করি আমরা?
ঘটনার শুরুই হয়েছিল ৩জন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর ব্যবসা করা নিয়ে৷ তারা হয়ত পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্যই ব্যবসায় নেমেছে। এদের থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে৷ এই শিক্ষাগুলো নিজের জন্যই হোক...
জীবনে শিক্ষার কোনো শেষ নেই। আমি প্রিয় প্লাটফর্ম থেকে অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু এখনো শিক্ষছি। একটা সময় এই শিক্ষা অর্জন আমাকে আলোর পথ দেখাবে।
আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহীদ স্যারের সেশন গুলো পড়ে আমি এখন হতাশা থেকে , ধৈর্য্য হারা থেকে অনেকটা নিজেকে গুছিয়ে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬২১
Date:- ১৫/০৯/২০২১
মুন্নী আক্তার
কাজ করছি মেয়েদের থ্রিপিস নিয়ে। নতুন উদ্যোগ হোম মেইড ফুড নিয়ে।
জেলা:ঢাকা (আছি ওয়ারী জোন)
বর্তমান:ঢাকা জুরাইন
,ব্যাচ নং:১৩
রেজিস্ট্রেশন নং:৫৯৩৯২
কমিউনিটি ভলেন্টিয়ার