অনলাইন বিজনেস করতে হলে দরকার নেটওয়ার্কিং,ব্যান্ডিং, একজন ভালো মানুষ হওয়া, সততার সাথে কাজ করা
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সবাই সেল করে আমার সেল হয়না। প্রশ্নের উত্তর খোঁজার জন্য গত দেড় বছর যাবত অনেকের কাছে জানতে চাই আমার কারনটি। কিন্তু কেউ কোনো ভালো পরামর্শ দেইনি।একটা সময় রাগ করে বিজনেসে অমনোযোগী হয়ে উঠি। সিদ্ধান্ত নেই আর বিজনেস করবো না। কিন্তু নিজের মনের অজান্তে এই কথাটা মেনে নিতে পারছি না আমি বিজনেস করবো না। আবার চেষ্টা শুরু করি। একদিন হঠাৎ আমাদের প্রিয় প্লাটফর্ম
,
"নিজের বলার মতো একটা গল্প"
সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মে যুক্ত হই।
ওইখানে এক রিকশাওয়ালা বেশ দেখে শুনে একটা লাল গামছা কিনলো। গামছা কিনে সে মাথায় বেঁধে বিক্রেতা ছেলেটাকে দেখালো যে কেমন লাগছে? মানাইসে কি না। তখন দুইভাই মজা করতেসিলো যে দারুন মানাইসে, ভাল্লাগতেসে।
রিকশাওয়ালা আমাদের কাছে এসে বললো, "মামা, রিকশায় বিভিন্ন সময় বিভিন্ন প্যাসেঞ্জার থাকে। কেউ হয়ত রিকশা থেকে নেমে বলে যে বাইরে কিছুক্ষণ দাঁড়াতে, মার্কেট থেকে কিছু কিনেই আবার রিকশায় ব্যাক করবে। কেউ হয়ত দোকানের সামনে দাঁড়াতে বলে দোকান থেকে কিছু কেনার জন্য। কিন্তু মার্কেট থেকে বের হয়ে কোন রিকশায় আসছে সেটা মনে করতে পারে না। একবার একটা রিকশায় উঠে রিকশাওয়ালাকে মনে রাখব কিভাবে? এজন্য লাল গামছা কিনে মাথায় বেঁধে নিয়েছি। প্যাসেঞ্জার এখন সহজে চিনবে আমাকে।"
রিকশা চালিয়ে জীবিকা অর্জন করা রিকশাওয়ালার পেশা৷ এই জীবিকা অর্জনে তিনি যেন সঠিকভাবে আয় করতে পারেন সেজন্য নিজের ওপর ইনভেস্ট করেছেন। যাত্রী যদি রিকশা চিনতে না পারে তাহলে রিকশাওয়ালা তার ভাড়া হারাবে। সেই ভাড়া যেন তিনি না হারান তাই লাল গামছা কিনে নিয়েছেন।
এই যে জীবিকা অর্জনের জন্য নিজের ওপর ইনভেস্ট, এই কাজটা আমরা কয়জন করি? ইনভেস্ট শুধু টাকা পয়সায় হয় না, পড়াশুনা বা পরিশ্রমের মাধ্যমেও ইনভেস্ট হয়, সেটা কি করি আমরা?
ঘটনার শুরুই হয়েছিল ৩জন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর ব্যবসা করা নিয়ে৷ তারা হয়ত পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্যই ব্যবসায় নেমেছে। এদের থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে৷ এই শিক্ষাগুলো নিজের জন্যই হোক... 
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬২১
Date:- ১৫/০৯/২০২১
,
ব্যাচ নং:১৩
