নারীদের জীবনের গল্প
🌿আসসালামু আলাইকুম,
প্রিয় পরিবারের সবাইকে।
👇 আশা করছি সবাই মহান আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন।আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।
👇আজ বলবো আমাদের নারীদের জীবনের উদ্দ্যোক্তা হওয়ার লড়াই এর গল্প।আশা করছি সবাই আমাদের গল্প পড়বেন এবং আমাদের পাশে থাকবে।
👇আমাদের সবার প্রিয় মেন্টর শ্রদ্ধেয় জনাব Iqbal Bahar Zahid স্যার কে সালাম জানাই।স্যার আমাদের সকলের জন্য ভালো মানুষের একটি প্যার্টফর্ম তৈরী করেছেন।আমাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের পাশে আছেন।আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ স্যার কে যেন ভালো এবং সুস্থ রাখেন সব সময়।আমিন।
নারীদের জীবনের গল্প
মা👇
প্রত্যেকটা সন্তানের জন্য তার মা শ্রেষ্ঠ শিক্ষক ।আর সেই ছোটবেলা থেকেই আমাদের মাকে দেখে জীবনের সবকিছু করার সাহস অনুপ্রেরণা পেয়েছি। মা তিনি একজন নারী।
👇আমরা নারীরা যারা উদ্যোক্তা হয়েছি বা উদ্যোক্তা জীবনে পা রাখছি আমাদের এই উদ্যোক্তা জীবন টা এত সহজ না।
👇অনেকে অনেক সমস্যার সমূহের সম্মুখীন হচ্ছেন প্রতি নিয়ত। কেউ বাবার কাছে, কেউ ভাইয়ের কাছে,কেউ স্বামীকে এভাবে শশুর,শাশুড়ী, দেবর,ভাসুর, চাচা,মামা ইত্যাদি পরিবার পরিজনকে সামলিয়ে যার যার কাজ করে যাচ্ছেন।
👇এর মাঝে কেউ সফল হচ্ছেন পরিবারের লোকজন কে রাজি করাতে, আবার অনেকে রাজি করানোর সংগ্রাম করে যাচ্ছেন। এই সংগ্রামে কেউ জয়ী হবেন আবার কেউ ঝরে পড়বেন।
👇অনেক জায়গায় পরিবারের লোকজন নারীদের কে কাজ করতে দিচ্ছে এখন স্বাচ্ছন্দে।তারা জানেন নারীদের কে স্বাবলম্বী হতে হবে। সব ধরনের সহযোগিতা পাচ্ছেন পরিবারের লোকজন এর কাছ থেকেই। কিন্তুু আসে পাশের লোকজন সেইটাকে ভালো চোখে দেখেনা। তাদের মনোভাব মেয়ে বা নারীদের কাজ করার কি দরকার।
👇আমরা নারী হয়ে কেন কাজ করতে আগ্রহী এইবার বলি।আমরা সবাই মোটামুটি নিম্ন মধ্যবৃত্ত।বেশির ভাগ সময় আমাদের প্রয়োজনের কথা সবার সাথে শেয়ার করিনা,যা নিম্নবিত্তরা খুব সহজে সবার সাথে তাদের সমস্যার কথা শেয়ার করতে পারে।
👇আমরা নারীরা আমাদের চাহিদা গুলো বিয়ের আগে বাবা মার কাছে বলে আদায় করতাম। যাদের বড় ভাই আছে তারা ভাইকে বলে , আর বিয়ের পরে স্বামীর কাছে বলে আদায় করি।এটাই হচ্ছে আমাদের নারীদের জীবন। আবার সবসময় সব কিছুর কথা বলতে ও পারি না।
👇কারন সেই মানুষ গুলোর কাঁধের উপর অনেক দায়িত্ব থাকে।নিজ মা,বাবার দেখাশুনা করা,বোনকে বিয়ে দেওয়া বা বোনদের খোঁজ খবর নেওয়া, নিজ সংসার চালানো, ছেলে মেয়ের পড়া শুনার খরচ চালানো,ইত্যাদি ইত্যাদি অনেক দায়িত্ব পালন করেন তারা।
👇এত কিছুর পরে আমরা নারীরা আর অন্য খরচ চালানো কথা বলতে পারিনা সবাই।অন্য খরচ বলতে আমার ইচ্ছে করে আমার ভাই বোনের জন্য কিছু করতে,বাবা-মাকে কিছু দিতে, স্বামীকে বিশেষ দিনে গিফট দিতে,সন্তানের জন্য নিজে থেকে কিছু করতে,নিজের আত্মীয় স্বজনরা যারা অসুবিধায় আছে তাদের জন্য কিছু করতে। কিন্তুু আমরা সবাই করতে পারিনা, কখন করতে পারবো যখন আমরা উচ্চবৃত্ত হবো আথবা নিজে কিছু করবো।
👇উপরের সব গুলো বিষয় আমাদের করো না কারো জীবনের সাথে মিল আছে।
👇এই প্লাটফর্মে এসে জানতে পারি সবাই কতটা আন্তরিক, ভালো মনের মানুষ। স্যারের শিক্ষায় সবাই শিক্ষিত হচ্ছেন। সব শ্রেনীর মানুষ আছে এই ফাউন্ডেশনে।যাদের মনে নারী পুরুষ নিয়ে কোন ভেদাভেদ নেই।এখানে সবাই চাই তাদের মা,মেয়ে,স্ত্রী,বোন সবাই ভালো শিক্ষা গ্রহন করে উদ্যৌক্তা হয়ে উঠুক।
👇প্রত্যেকটা মানুষ তার কাজের মাধ্যমে নিজেকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখবে ,নিজেকে ভালোবাসবে,ও নিজের কাজের মাধ্যমে বেঁচে থাকবে,ও সুন্দরভাবে এবং জীবনকে উপভোগ করবে।
🍁🍁 এই প্লাটফর্ম থেকে যা পাচ্ছি 👇
👇এই প্লাটফর্মে এসে আমারা প্রত্যেকটা ইচ্ছা, চিন্তাভাবনা সমস্যার সমাধান পাচ্ছি। স্যার এর প্রত্যেকটা সেশন আমরা একটা একটা করে পড়তেছি।আর অনুপ্রেরণা পাচ্ছি।
👇আমরা যেন অসংখ্য মানুষের মাঝে থেকে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি।একজন ভালো মানুষ হয়ে ,সবার আনন্দের কারণ হতে পারি।সে মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের উদ্যোক্তা হওয়ার জীবন। আর এ প্লাটফর্মে এসে স্যারের সেশন গুলি পড়ে নিজের কাজ অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছি।
👇 ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। অনেক মানুষের কর্মের জায়গা তৈরি করতে চাই ।সবাই আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন । সত্যিই আমরা চেষ্টা করলে সবই সম্ভব। কোন কিছুই আমাদের নাগালের বাইরে নয়। শুধু আমাদের একটু ইচ্ছা শক্তির অভাব ।আর সেই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে গুটি গুটি পায়ে আমরা আগাচ্ছি। আমরা নিঃসঙ্গ একাকীত্ব জীবন কাটাতে আমি চাই না। সকলের মাঝে আমাদের কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই।
👇এখন চিন্তা হয় আরো আগে কেন খোঁজ পেলামনা। কত সময় নষ্ট করেছি,ঐই সময় গুলো যদি ফিরে পেতাম? জানি যে দিন চলে গেছে আর ফিরে পাবোনা তাই আমরা সবাই চেষ্টা করবো সামনের প্রতিটা দিন কাজে লাগাতে।
👇আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তায়ালা আমাকে ভালো বাবা,মা,ভাই,বোন,আত্মীয় শশুর, শাশুড়ী দিয়েছেন।যারা উৎসাহ দিয়েছেন ভালো কিছু করার। আগে ও অনেক বার অনেক কিছু করেছি।ভালো কাজ করার পর ও আগাতে পারিনি, কারন আমি সাহস করে আগাতে পারেনি, এক পা আগে দিয়ে দুই পা পিছনে দিয়েছি।
🌹 এই প্লাটফর্ম পেয়ে সাহস আর্জন করছি পা আর পিছনে দিবোনা। এই প্লাটফর্মের আজীবন সদস্য হয়ে ভালো কিছু শিখতে চাই।নিজের কাজ নিয়ে লেগে থাকতে চাই।🌹
এখন আমাকে উৎসাহিত করে আমার মেয়ে,ছেলে,আর ওদের বাবা।মাঝে মাঝে আমার কান থেকে হেড ফোন খুলে দিয়ে ওরাও সেশন গুলো শুনে।আমাকে জিজ্ঞাসা
করে আজকে কয়টা অর্ডার আছে,ওদের কি কাজ করতে দেবো,কোন কাজ আছে কিনা,দোকান থেকে কিছু আনা লাগবে কিনা,ইত্যাদি প্রশ্ন করে এখন। আমার কাছে খুব ভালো লাগে ওদের উৎসাহ দেখে।
সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আর সবাই।,🌹"নারীদের কে সম্মান করবেন 🌹"
🍁"এই ফাউন্ডেশনের প্রতিটি শিক্ষা আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে কাজে লাগাবো।"🍁,
সবার উদ্দেশ্যে স্যারের জনপ্রিয় স্লোগান-
🗣️স্বপ্ন দেখুন,সাহস করুন, শুরু করুন, এবং লেগে থাকুন। সফলতা আসবেই।
➡️আশা নয় বিশ্বাস, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন আমাদের সবাইকে নিয়ে অনেক দূরে চলে যাবে এই প্রত্যাশা করি।
স্টাটাস অফ দি ডেঃ৬৫৭
তারিখঃ২৭-১০-২১
আমিঃ সুমী ভূইয়া
ব্যাচঃ ১৫
রেজিঃ৭৩৯৭৫
জেলাঃ ফেনী
উপজেলাঃ ছাগলনাইয়া
রক্তের গ্রুপঃ AB+
জোনঃ লালবাগ
বর্তমান অবস্থানঃ সদরঘাট, পাটুয়াটুলী, ঢাকা
কাজ করছি হোমমেড খাবার
আচার ও
পুরান ঢাকার বাকরখানি
নিয়ে।
আমার পেজ লিংকটি👇
https://www.facebook.com/letsbakeurtaste/