গল্পে গল্পে সেল পোস্ট
আসসালামু আলাইকুম,
আজকের হাটে সবাইকে স্বাগতম। আমি নিয়ে এসেছি গল্পে গল্পে একটি সেল পোস্ট, দেরি না করে শুরু করা যাক...
সেল পোস্টের নতুনত্ব মানেই একটু ভিন্ন স্টাইল। আর ভিন্ন স্টাইল মানে অন্য আঙ্গিকে নিজেকে ও নিজের পণ্যকে অপরের সামনে পরিচিত করানো। আর এই পরিচিতি সব জায়গায় এক রকম হবে এমন কিন্তু নয়। অনলাইন বিজনেস মানে নিয়মিত এক্টিভ থাকা, নয়তো মানুষের হৃদয় থেকে আপনার নাম মুছে যাবে। আর যদি ভালো পণ্য সেবা দিয়ে থাকেন তাহলে তো অনেক রিপিট কাস্টমার তৈরি হয়ে যাবে। এ সুযোগ পেতে গেলে কিন্তু অবশ্যই সততার সাথে বিজনেস পরিচালনা করতে হবে।যা হোক মূল গল্পে আসা যাক।
আমি ওয়ারী জোন থেকে যুক্ত আছি। অনলাইন ও অফলাইন দু জায়গায় বিজনেস পরিচালনা করছি। অনলাইনে বিজনেস করার জন্য আস্থা ও ভরসার জায়গা একটিই আর তা হলো "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন"। এই প্লাটফর্মে সবাই ভালো মনের মানুষ। পরস্পরকে খুব সহযোগিতা করে তারা। তাই তো খুব সহজেই সকলের সাথে একটা আন্তরিকতা পূর্ণ সম্পর্ক গড়ে উঠে এই ভালবাসার প্লাটফর্মে।
আপনি যদি সততার সাথে বিজনেস করেন তাহলে আপনার লাভ। আপনি যাকে ভালো পণ্যের নাম করে খারাপ পণ্য দিবেন সেখানে কিন্তু তার লাভ। আপনারই ক্ষতি। তাই আমি কখনও পণ্য বিক্রি করি না। বিক্রি করি সততা। আমি বিশ্বাস করি ভালো কিছু দিলে ভালো কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ। সেই থেকে আমার প্রচেষ্টা থাকে আমার গ্রাহককে খাঁটি পণ্যের সেবা নিশ্চয়তা করা। খাঁটি পণ্য সেবা দেয়ার যে কত সুফল তা আজ আপনাদের সাথে শেয়ার করব।
একদা আমাকে এক ভাই নক দেন। আমি #ঘি নিয়ে কাজ করি তাই উনি আমার কাছে ঘি এর জন্য নক দেন।ভাই আর আমার কথোপকথন শেয়ার করছি আপনাদের সামনে। একটু মন দিয়ে পড়বেন। তাহলে বুঝতে পারবেন অনলাইনে বিজনেস হয়, আর সততাও রক্ষা হয়।
সিয়াম (কাল্পনিক চরিত্র): আসসালামু য়ালাইকুম ভাই। কেমন আছেন?
আমি: আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই।
সিয়াম: ভাই আপনি তো ঘি নিয়ে কাজ করেন?
আমি: জ্বি ভাই।
সিয়াম: ভাই আমি আপনার থেকে ঘি নিতে চাই। কত করে কেজি?
আমি: জ্বি ভাই। আমি দাম বললাম। তখন তিনি এক কেজি ঘি অর্ডার করলেন। বললো ভাই আগে টেস্ট করে দেখি কেমন লাগে। ভালো লাগলে পাইকারি রেটে আরও বেশি নিব।
আমি : জ্বি ভাইয়া ঠিক আছে। আমি আগামী কাল পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। উনি ঠিকানা দিলেন, আর আমি পাঠিয়ে দিলাম।
তারপর অপেক্ষা করছি কবে উনি জানাবেন। কিন্তু ভাইয়ের আর কোনো খবর নেই। মনে মনে খুব খারাপ লাগছে এটা ভেবে যে, হয়তো তার ঘি পছন্দ হয়নি। এটা ভেবেও খারাপ লাগছে যে, আমি আমার একটা কাস্টমার হয়তো হারালাম। হঠাৎ একদিন ভাই নক দিল।
সিয়াম: ভাই আপনার ঘি অনেক ভালো ছিল, আর আমি পরীক্ষামূলক ভাবে ঘি নিয়েছিলাম, তাই জানাতে একটু সময় লাগলো। কিছু মনে করবেন না ভাই।
আমি: জ্বি ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আমি খুব টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ, যে আপনার ভালো লেগেছে ঘি।
সিয়াম: জ্বি ভাইয়া। আমি আপনার থেকে সব সময় ঘি নিতে চাই, আর প্রতি সপ্তাহে আমার ঘি লাগবে। আপনি কি দিতে পারবেন? আর আমার প্রতি সপ্তাহে প্রায় ১০-১৫ কেজি লাগবে।
আমি: জ্বি ভাইয়া অবশ্যই দিতে পারব।
সিয়াম: আর হ্যাঁ ভাইয়া, আমার আরও কিছু জিনিস লাগতো। আপনার কাছে কি মধু, খেজুরের গুড় ও সরিষার তেল হবে?
আমি: জ্বি ভাইয়া অবশ্যই হবে আর সব গুলো জিনিস আমি নিজের তত্ত্বাবধানে সংগ্রহ করি। আপনাকে অল্প করে পাঠিয়ে দিব।
সিয়াম: না ভাইয়া। অল্প করে পাঠাতে হবে না। আপনি ডিরেক্ট আমাকে ২০ কেজি সরিষার তেল, ২০ কেজি মধু,২০ কেজি ঘি এবং খেজুরের গুড় পাঠিয়ে দেন। কেননা আমি জানি আপনার সব প্রোডাক্ট খাঁটি ও ভালো।
আমি: জ্বি ভাইয়া ঠিক আছে আমি আগামী কাল সব পন্য আপনাকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ।
সিয়াম: আচ্ছা ভাইয়া ঠিক আছে। আপনি পাঠিয়ে দেন আর আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। কথা শেষ হলো আমাদের।
ভাই এখন আমার রিপিট কাস্টমার। প্রতি সপ্তাহে তাকে আমি আমার সব পন্য অর্থাৎ ঘি, মধু, সরিষার তেল, খেজুরের গুড় সহ অন্যান্য পণ্য পাঠিয়ে দেই। আমাদের মাঝে তৈরি হয় এক বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক। এতো বেশি আস্থা ও বিশ্বাস তার অর্জন করেছি আমি যে, তিনি এখন অন্য পাইকারি ক্রেতাদেরকে আমার কাছে রেফার করেন। তিনি আমার রিপিট কাস্টমার, আর তার থেকে তৈরি হয়েছে আমার আরও ৩ জন রিপিট কাস্টমার।
সততার সাথে বিজনেস করলে পণ্য সেল করার পাশাপাশি ভালো কিছু সম্পর্ক তৈরি হয়ে যায়।
গল্প শেষে কে কি বুঝলেন জানাবেন অবশ্যই??
আমি কাজ করছি বেশ কয়েকটি স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট নিয়ে যেমন-
👉 #প্রাকৃতিক_মৌচাকের_মধু
👉 #ঘানিতে_ভাঙ্গানো_দেশী_সরিষার_তেল
👉 #গরুর_দুধের_ঘি
👉 #কালোজিরার_তেল
👉 #তিলের_তেল
👉 #নারকেল_তেল
👉 #হিমালয়ান_পিংক_সল্ট, ইত্যাদি
স্ট্যাটাস অফ দ্যা ডে - ৬৫৬
২৬/১০/২০২১
মোঃ হযরত আলী
"নিজের বলার মত একটা গল্প" ফাউন্ডেশন এর গর্বিত সদস্য।
ব্যাচঃ ১১ তম
রেজিষ্ট্রেশনঃ ৩৫৫৬০
ব্লাড গ্রুপঃ A+
জেলাঃ ঢাকা।
বর্তমান অবস্থানঃ দক্ষিণ মাতুয়াইল (ওয়ারী জোন), কদমতলী থানা, ঢাকা।
মোবাইলঃ 017 11 390 131
স্বত্বাধিকারীঃ http://Facebook.com/icTEnterprise/