ফাউন্ডেশনে না আসলে এতো পরিবর্তনের হয়তো সুযোগ হতো না
#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশনে_এসে_গৃহিণী থেকে একজন_উদ্যোক্তা_হয়ে_উঠার_গল্প
"আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ"
আশা ও বিশ্বাস সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন।শুকরিয়া মহান আল্লাহর নিকট যিনি আমাদের ভালো রেখেছেন।
কৃতজ্ঞতা আমাদের প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি যিনি আমাদের জন্য এই ভালো মানুষের প্লাটফর্ম তৈরি করেছেন।
#নিজের_বলার_মত_একটা_গল্প_থাকা_দরকার
(ইকবাল বাহার জাহিদ স্যার)
প্রতিটি মানুষের জীবনেই নিজের বলার মত একটা গল্প থাকা দরকার।যে গল্প সবাইকে বলা যাবে। যে গল্প শুনে কেউ কিছু শিখতে পারবে।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি ভাবে এই ফাউন্ডেশনে এসে গৃহিনী থেকে একজন উদ্যোক্তা হয়েছি।মন দিয়ে পড়ার অনুরোধ রইল👇
#আমার_পরিচয়ঃ
-----------------------আমি মুক্তা ভূঁইয়া। লক্ষ্মীপুর জেলার একজন গর্বিত সন্তান। বর্তমানে আছি ঢাকা নাজিরা বাজার।এখন আমার পরিচয় আমি একজন উদ্যোক্তা।
#উদ্যোক্তা__বলতে_আমি_যা_বুজিঃ
আমার কাছে উদ্যোক্তা মানে কারো কথা মত না চলে, কারো হুকুম না মেনে নিজের মত করে নিজের একটা সাম্রাজ্য তৈরি করা।একজন উদ্যোক্তা হতে হলে অনেক রিস্ক নিতে হয়।
আমাদের স্যার বলেন "প্রতিটি উদ্যোগই আমাদের জন্য চ্যালেঞ্জ। তাই যে কোনো কাজ চ্যালেঞ্জ নিয়ে করতে হবে।তাহলে জীবনের কোনো অবস্থায় বাধার সম্মুখীন হব না।
#ফাউন্ডেশন_আসার_পূর্বে_আমার_অবস্থাঃ
----------------------------------------------------------- এই ফাউন্ডেশন আসার পূর্বে আমি ছিলাম একজন গৃহিনী। আমি ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতা একজন ভালো শিক্ষক হবো না হয় উদ্যোগতা হবো।আসলে ছোট বেলায় আমি টিভি তে যখন উদ্যোগতা গল্প শুনতাম তখন আমার অনেক ভালো লাগত।মনে মনে ভাবতাম আমি যদি এমন কিছু করতে পারতাম তাহলে আমি ও টি ভি তে গিয়ে আমার গল্প বলতে পারতাম। তাই ছোট থেকেই টুকটাক হাতের কাজ শিখি।কিন্তুু আমার পরিবারের সবাই ছিলো সরকারি চাকরিজীবি। আমাকে পড়াশোনা করে চাকরি করলে শিক্ষকতা ছাড়া কোন কাজ করতে দিবে না। কিন্তুু আমার সেই স্বপ্ন ও পূরন হয়নি কারণ আমার আব্বু খুন হয়। আব্বু মারা যাওয়াতে আমার পরিবার আমাকে এস এ সি পরীক্ষার পরে বিয়ে দিয়ে দেয়। আমি আমার শশুর বাড়িতে ও সেই সুযোগ পাইনি। আমার হাসবেন্ড কে বলি আমার অনেক ইচ্ছে আমি কিছু করবো কিন্তুু উনি ও তখন রাজি হয়নি।আমি তখন শশুর বাড়িতে যৌথ পরিবারে বউ। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা চলে আসি সংসার বাচ্চা সামলানো ছিলো আমার কাজ।আমার পরিবারের আমার মামারা বাহিরে থাকেন।মামারা মামিরা যখন আমেরিকার থেকে দেশ আসেন তখন বা তার আগে পরে মামানিদের সব কেনাকাটা আমি করতাম। আমার মামানির অনেক জামা আমি অনলাইনে কিনতাম। তাই আমার কেনাকাটা সম্পর্কে মোটামুটি ধারণা ছিলো কিছু কিছু জায়গা আমি চিনতাম। একদিন মোবাইলে দেখতে পাই প্রিয় স্যারের একটা ভিডিও। সেই থেকে আমি আবার আমার স্বপ্ন দেখা শুরু করলাম এবং স্যাররে সেশন ভিডিও দেখা শুরু করলাম। আমার মনে হলো আমি পারবো এখনো কিছু করতে।আমি আমার হাসবেন্ড কে বলি প্রিয় পাউন্ডডেশনের কথা। ও আমার কথা শুনে রাজি হয়ে যায়। আসলে করোনার কারনে আমার হাসবেন্ডর ব্যাবসাটা অতো ভালো যাচ্ছে না। যাই হোক আমি ওর অনুমতি পেয়ে আমার ছেলেকে দিয়ে রেজিষ্ট্রেশন করায়। আমি যুক্ত হই চৌদ্দ তম ব্যাচে এবং আমার ছেলেকে ও পনেরো তম ব্যাচে রেজিষ্ট্রেশন করিয়ে দিয়। এককথায় আমি এখন অনেক ভালো আছি। আমি অনলাইনের মাধ্যমে আজ পরিচিত হতে পেরেছি।আমি শ্রদ্ধা জানাই প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারকে। স্যার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সৃষ্টি করেছে বলেই আজ আমি একজন উদ্যোগতা হতে পেরেছি।
#ফাউন্ডেশনে_আসার_পরে_আমার_পরিবর্তনঃ
-------------------------------------------------------------- এই ফাউন্ডেশনে এসে আমি সফল উদ্যোক্তা হতে পারব কিনা জানি না।তবে আমি ভালো মানুষ হতে পেরেছি।এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে তাহলে কি আগে খারাপ ছিলেন? স্যার বলেছেনঃ
#যে নিজেকে ভালো রাখে এবং
অন্যকে ভালো রাখে সেই একজন ভালো মানুষ।
আমি কখনও নিজেকে ভালো রাখতাম না।নিজের যত্ন নিতাম না।নিজের কাজ নিজে করতাম না।কারো সমস্যা দেখলে সাহায্য করার জন্য তেমন আগ্রহ দেখাতাম না।কিন্তু আজ এই গ্রুপের শিক্ষা নিয়ে আমার মধ্যে অনেক অনেক পরিবর্তন আসে।স্যার বলছেন,,, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজের শরীরের যত্ন নিতে হবে।এখন নিজের যত্ন নিজেই নেই।এখন যত টুকু পারি অন্যকে সাহায্য করার জন্য চেষ্টা করি।নিজে না পারলে আরেক জন কে বলি। কারন এই গ্রুপে এতো ভালো ভালো ভাইয়া আপুরা আছেন যারা আমাদের অনুপ্রেরণার উৎস।আমি এই ফাউন্ডেশনে না আসলে এতো পরিবর্তনের হয়তো সুযোগ হতো না।আমি এখনো এই ফাউন্ডেশনে কোন সেল করতে পারিনি। তবে আমার পেইজ বুক বন্ধু আমার পরিবারের লোকজন। আশেপাশের মানুষের কাছে আমি গত এক দেড় মাসে প্রায় সেল করেছি দেড় লক্ষ টাকার ও বেশি। আলহামদুলিল্লাহ এখন আমার প্রতিদিন টুকটাক সেল হয়।সেই সাথে মাঝে মাঝে একসাথে দশ পনেরো হাজার টাকা ও সেল হয়।আমি একজন উদ্যোগতা হতে পেরে বিষন আনন্দিত। আমি আমার পরিবারে আমার হাসবেন্ড কে সাহায্য করতে পারছি। আমার এই অগোছালো গল্প ধৈর্য্য ধরে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✍️পয়েন্ট আকারে কিছু পরিবর্তন নিম্নরুপঃ
🍂আমার মধ্যে সফল উদ্যোক্তা হওয়ার তাড়না হচ্ছে।
🍂কথা বলার জড়তা কমে গেছে।তাই খুব সহজে সবার সাথে কথা বলতে পারি।
🍂প্রতিদিন এর সেশন চর্চা করে উপস্থাপনা করার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।
🍂ইংরেজি লিখা ও বলার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।
🍂কনটেন্ট তৈরি করার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।
🍂খুব সহজে সবার সাথে মিশতে পারতেছি।যা আগে কখনও পারতাম না।
🍂কুরআন শিক্ষা ক্লাস করে সহিহ শুদ্ধ কুরআন পড়তে পারি।
🍂বিভিন্ন পোস্ট লিখে এখন ভালো বাংলা লিখতে পারি।
এই অল্প দিনে অনেক অনেক কিছু অর্জন করেছি এই ফাউন্ডেশন থেকে।এখানে দেওয়ার মত কিছু নেই নেওয়ার মত অনেক কিছু আছে।শুধু লেগে থাকতে হবে তাহলেই নিতে পারবে।আমার জীবনে দেখা সেরা একটা ফাউন্ডেশন। যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে ভালো মানুষ।
#ফাউন্ডেশনে_আসার_পরে_আমার_লক্ষ্যঃ
---------------------------------------------------------- প্রতিদিন স্যার এর শিক্ষা নিয়ে এখন আমিও সবার মত স্যার এর একজন নিয়মিত ছাত্রী। এখন আমার প্রিয় স্লোগান,
#চাকরি_করব_না_চাকরি_দিব
এখন আর আমি চাকরি করার স্বপ্ন দেখি না।চাকরি দেওয়ার স্বপ্ন দেখি।তাই আমার লক্ষ্য আমি একজন সফল উদ্যোক্তা হব।শুধু আমি সফল হলে হবে না তাই আমি আমার মত যারা গৃহিনী হয়ে ও কাজ করার ইচ্ছে আছে তাদেরকে এই ফাউন্ডেশনে যুক্ত করার জন্য কাজ করব।আমি আমার মতো করে আমার প্রিয় গৃহিনী বান্ধবীদের নিয়ে কাজ শুরু করে দিয়েছি।ইনশাআল্লাহ এক দিন সব স্বপ্ন দেখা গৃহিণীদের কাছে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের শিক্ষা পৌঁছে যাবে। যদি কেউ এই ফাউন্ডেশনের শিক্ষা নিতে পারে তাহলে সফলতা তার জীবনে খুব তাড়াতাড়ি ধরা দিবে।
আমার মত যারা গৃহিনি আছেন তাদের উদ্দেশ্যে বলছিঃপ্রিয় আপুরা আমরা যারা গৃহিণী আছি। আমরা একটা সময় স্বপ্ন দেখেছি চাকরি করবো বা উদ্যোগতা হবো। কিন্তুু সুযোগ পাইনি। কিন্তুু আজ আমরা ঘরে বসেই কাজ করার সুযোগ পেয়েছি প্রিয় গ্রুুপে। তাই আর দেরি না করে আমার মতো আপনি ও কাজ করতে পারেন।আমি আমার মতো গৃহিণী বান্ধবীদের ফাউন্ডেশন সম্পর্কে বুজাবো।একবার যদি কেউ ফাউন্ডেশনে আসে এবং স্যার এর শিক্ষা নিতে পারে সে আরও ১০ জন কে আনবে এ ভাবেই আমাদের ফাউন্ডেশন বড় হবে।সবাই শিখার সুযোগ পাবে।বিনা মূলে ৯০ দিনের এই কোর্স বাংলাদেশের কোথাও করানো হচ্ছে না।তাই নিজে শিখি এবং অন্যকে শিখতে সাহায্য করব।
#সেশন_চর্চার_গুরুত্বঃ
------------------------------ আমার এতো পরিবর্তনের পিছনে সেশন চর্চার গুরুত্ব অপরিসীম।শুধু গ্রুপে থাকলেই হবে না।নিয়মিত সেশন চর্চা করতে হবে।কারন সেশন চর্চায় আসলেই সবাই সবাইকে চিনে।আমাদের জোনে অনেক ভালো আপু ভাইয়ারা আছেন কিন্তুু ২৫/৩০ জন ছাড়া আমি কাউকে চিনি না।।কারন তারা সেশন চর্চায় আসে না। তাই নেটওয়ার্ক বাড়ানোর জন্য সেশন চর্চা এবং বিভিন্ন মিট আপে থাকা খুবই প্রয়োজন।আমি সেশন চর্চা কে আমার প্রতিদিন এর রুটিনে একটা জায়গা করে দিয়েছি।যেখানে আমাকে থাকতেই হবে।ইনশাআল্লাহ আমি যত দিন পারি লেগে থাকব এই ফাউন্ডেশনের সাথে।
পরিশেষে আজ আমি একজন #উদ্যোক্তা
আপনাদের মূল্যবান সময় দিয়ে গল্পটি পড়ার জন্য অনেক ধন্যবাদ❣️
স্ট্যাটাস অফ দ্যা ডে - ৬৫৬
২৬/১০/২০২১
ধন্যবাদান্তে
👩🎓আমি ঃমুক্তা ভূঁইয়া।
🏅কমিউনিটি ভলেন্টিয়ার
🎗️ব্যাচঃ১৪
✍️রেজিষ্ট্রেশনঃ৬৫৫৭৯।
🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর
🏡বর্তমান অবস্থানঃ লালবাগ জোন ঢাকা।
🎨কাজ করছিঃ লেডিস আইটেম থ্রি পিছ, ওয়ান পিজ কুর্তি, বিচানার চাদর, লেডিস ব্যাগ, গোল্ড প্লেট সেট, চাপাতা ও খাঁটি মধু নিয়ে।
🎀পেইজঃhttps://www.facebook.com/muktabhuiyan17/