এই গুড়ি নিবেন গুড়ি আরে ভাই সামনে তো পিঠাপুলির ধুম পড়ে যাবে,,
#গল্পে গল্পে সেল পোস্ট
সূর্য টা উঁকিঝুকি দিচ্ছে। রাত যে পোহালো।
এদিকে টিনের চালে টুপ টাপ শিশির কণা পরার শব্দে আরো বেশী শিহরিত অনুভব করছি।
হালকা শীতের শিহরে ইচ্ছে করছে কম্বলটা আরেকটু বেশী মুড়িয়ে নিয়ে শুয়ে থাকতে। কিন্তু না আলসেমী করলে চলবেনা। তাই তো ইচ্ছে না থাকা স্বত্তেও উঠতে হলো বিছানা ছেড়ে।
গত রাতে যে কিছু অর্ডার এসেছে। এখন শুয়ে থাকলে তো সময় মতো ডেলিভারি দেয়া অসম্ভব। একজনo উদ্যোক্তা হিসেবে ভোক্তাকে সন্তুষ্ট করা ও কমিট মেন্ট রক্ষা করে কাজ করা অবশ্যই আমাদের প্রয়োজনীয়। প্রিয় মেন্টর তো আমাদের এই শিক্ষাই দিয়েছেন।
গত রাতে বসে বসে মন দিয়ে বই পড়ছি আর ভাবনার রাজ্যে হারিয়ে গেলাম। বই পড়ার সময় আমি আর আমার রাজ্যে থাকিনা,,হারিয়ে যাই বইয়ের ভীতরের সম্রাজ্যে। হঠাৎ মেসেঞ্জারের টুং টাং শব্দে বেরিয়ে এলাম বইয়ের রাজ্য থেকে। চোখ তুলে মোবাইল এর দিকে নজর দিতেই দেখি আমার প্রিয় এক বোনের মেসেজ।
আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন?
সালামের উত্তর দিয়ে কুশল বিনিময়ের পরে আপু জানালো তার বোনের বিয়ে।
তাই বেশ কিছু পিঠা,,হলুদের কেক,,মিষ্টি আর সন্দেশ এর লাগবে। আপুর থেকে পরিমান ও তারিখ জেনে নিয়ে আপুকে বিদায় দিলাম
বিদায়ের পর্যায়ে আপু বলে আপু আপনার আইটেম গুলো কত করে বললেন না তো।
ও আচ্ছা বলে দিচ্ছি
আপু
* ডিমসুন্দরী পিঠা পিস ১৮ টাকা
*ফুলঝুরি পিঠা পিস ১০ টাকা
*ডিমের পিঠা ৪০০ টাকা কেজি
*সুজির পিঠা ৪০০ টাকা কেজি
*নারিকেল জলপাই পিঠা ১০ টাকা পিস
*নারিকেল পুলি পিঠা ২০ টাকা পিস
*নারিকেল নাড়ু ৭০০ টাকা কেজি
*সন্দেশ মিষ্টির কম্বো বক্স ৭২০ টাকা কেজি
আপু এইগুলো শুধু মাত্র আপনার অর্ডারকৃত পণ্যের দাম দিলাম।
আর আমার সকল পণ্যের দাম জানতে অবশ্যই আমার পেজ @Fashion Food BD তে নক দিন।
আপুর সাথে কথা শেষ করে মনে পড়লো আরে আপু তো অনেক গুলো পিঠার অর্ডার দিলো। কিন্তু আমার তো গুড়ি প্রায় শেষের দিকে। আর এমনিতেও সামনে শীত,,,গুড়ির চাহদা প্রচুর। শীত মানেই তো পিঠাপুলি। আমার এক রিপিট কাস্টমার ও গুড়ির অর্ডার দিয়ে রাখছেন।
সময় সুযোগ হচ্ছে না তাই আর গুড়ি ভাঙানোও হচ্ছেনা। তাই রাতেই প্ল্যাণ করেই রেখেছি আজ সকালে গুড়ি করবো।
সকাল হতেই শীতের আলসোমে কে ঝেড়ে চাউল নিয়ে নেমে পড়লাম গুড়ি করার মিশনে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে গেলাম এক চাচার বাড়িতে,,।চাচার বাড়িতে যাওয়ার পর চাচী বসতে দিলো আর চাচাকে ডেকে দিলো গুড়ি ভাঙানোর জন্য।
চাচা চাচী দুইজনেই কথার ফাকে জিজ্ঞেস করলো মারে তুমি এত গুড়ি কি করবে,,আসলে চাচা আমি একজন উদ্যোক্তা।
অনলাইনের মাধ্যমে এই গুড়ি গুলি সেল করি।
আমার কথা শুনে দুজনেই অবাক,, কি বলো অনলাইনে মানুষ গুড়ি ও কিনে।
জ্বি চাচা অনলাইনে মানুষ এখন সব কিছুই কিনে,, বর্তমানে মানুষ খুবই স্মার্ট তারা ঘরে বসেই নিত্যপ্রয়োজনীয় সকল চাহিদা অনলাইনের মাধ্যমেই মেটায়।
তো মা এত গুড়ি সেল হয়।
জ্বি চাচা সেল হয় আলহামদুলিল্লাহ।
আমার একজন প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার আমাদের জন্য #নিজের বলার মতো একটা ফাউন্ডেশন নামে একটা প্লাটফর্ম তৈরি করেছেন।
যেখানে পুরো বাংলাদেশ এর ৬৪ জেলা সহ বিশ্বের প্রায় ৫০ টির ও বেশী দেশের মানুষ আছেন।
আমরা প্রায় ৫ লক্ষ্য সদস্যের এক বিশাল প্লাটফর্ম।
এই প্লাটফর্মে আমরা ছালি হতে শুরু করে বাড়ি গাড়ি পযন্ত সব কিছুই কেনা বেচা করে থাকি
আর প্রত্যেক মঙ্গলবার হাট বসে এখানে।
আর প্রতিটি হাটে তো লাখ টাকার ও বেশী কেনা বেচা হয়।
আমরা সবাই ভালো মানুষের পরিবার,, একে অন্যকে অনেক বেশী শ্রদ্ধা করি ও ভালোবাসি।
আচ্ছা চাচা আজ যাই,, আজ তো মঙ্গলবার আমার আবার হাটে যেতে হবে।
আচ্ছা মা যাও অনেক দোয়া রইলো তোমার জন্য।
জ্বি চাচা আসসালামু আলাইকুম আসি।
আমি আবারো আসবো আপনার এখানে।
আল্লাহ হাফেজ।
চাচার কাছে থেকে বিদায় নিয়ে চলে এলাম হাটের উদ্দেশ্যে। রিকশা ওয়ালা বলে আপা কই যাবেন।আরে ভাই চলো চলো হাটে যামু,,,
আর এদিকে হাটে এসে দেখি ভীড় আর ভীড়। তারপরও চিপাচাপা দিয়া একটু জায়গা করে গুড়ি গুলো নিয়ে বসলাম😍😍
এই গুড়ি নিবেন গুড়ি
আরে ভাই সামনে তো পিঠাপুলির ধুম পড়ে যাবে,, পরে আর পাবেন না🥰
এই গুড়ি নিবেন গুড়ি
তাড়াতাড়ি আসেন
লইয়া যান লইয়া যান শেষ হইয়া যার।
এই গুড়ি নিবেন গুড়ি
মাত্র ৯০ টাকা করে কেজি
লইয়া যান লইয়া যান,,আজকে হাটের দিনে অর্ডার করলে প্রতি কেজি গুড়িতে ৫ টাকা ছাড় পাবেন।
লইয়া যান লইয়া যান🥰🥰
স্ট্যাটাস অফ দ্যা ডে - ৬৫৬
২৬/১০/২০২১
নওশিন তারানুম
কমিউনিটি ভলান্টিয়ার
নবম ব্যাচ
রেজিষ্ট্রেশন নম্বর ঃ১২৬২৮
জেলা ফেনী
ব্যবসাঃ ফুড ও গার্মেন্টস আইটেম নিয়ে
পেজঃ @Fashion Food BD