আমার গল্পে মা বাবা
________বিসমিল্লাহির রহমানুর রাহিম_____ 🥀আসসালামু আলাইকুম 🥀
🌸সকল প্রশংসা মহান রব্বুল আলামীনের জন্য🌸_
🍁গল্পে গল্পে সেল পোস্ট 🍁
🌻আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার প্রচেষ্টায় আমরা সুন্দর একটি প্লাটফর্ম পেয়েছি। যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে অনেক নতুন উদ্যোক্তা। পেয়েছি অনেক মানুষের ভালোবাসা উৎসাহ ও অনুপ্রেরণা।
🌺আমার পরিচয়ঃ-
আমি বাবা মায়ের সবচেয়ে আদরের ছোট সন্তান। আমরা তিন ভাই -বোন। বোন ভাই তারপর আমি।বাবা আমাকে অনেক ভালোবাসেন।মা আমাকে ধর্মীয় শিক্ষায় মানুষ করছেন। আলহামদুলিল্লাহ কিছু টা হলেও ধর্মীয় শিক্ষা অর্জন করতে পেরেছি। প্রতিটি মুসলমানদের ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে।ছোট বেলা থেকে ইসলামি শিক্ষায় বড় হয়েছি।আপনারা সবাই ভাবছেন আমি কি মাদ্রাসায় পড়েছি। না আমি মাদ্রাসায় পরিনি।আমার মা আমাকে ইসলামি শিক্ষা দিয়েছেন।
🌷🌷আমার শিক্ষা জীবনঃ-
আমি ছোট থেকে পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম। বই পড়তে খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা শেষ করতে পেরেছি। আমি অল্প কিছু দিন আগে মাস্টার্স শেষ করেছি সবার দোয়া ও ভালবাসা নিয়ে।লেখা পড়ার পাশাপাশি হাতে কাজ গুলো করতাম ঘরে বসে।হাতের কাজ দেখলে সব সময় শিখতে মন চাইতো।শিখেও নিলাম সেলাই মেশিনের কাজ বল্ক বাটিকের কাজ কিন্তু কোন কাজে সফলতা আনতে পারিনি।।
মা সব সময় বলতেন শিখে যা।একদিন না একদিন কাজে লাগবে।
সত্যি মায়ের কথা এখন খুব বেশি মনে পড়ছে।একদিন না একদিন আমার হাতের কাজ গুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের মধ্যে দিয়ে আমার সফলতা আসবে একদিন ইনশাআল্লাহ। সফলতা অর্জনের জন্য প্রিয় স্যারের শিক্ষা নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ একদিন না একদিন সফল হবো।
❤️❤️আজ আমি লিখবো আমার প্রিয় দুজন মানুষকে নিয়ে ❤️❤️
যাদের দোয়া ছাড়া আমার জীবনে সফলতা কোন দিন আসবে না।
যাদের ভালোবাসা আমার জীবনকে করেছে সুন্দর। তারা হলেন আমার বাবা-মা
❤️মা
💕আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী।
😢মাকে কখনো কাজ করা ছাড়া কিছুই দিতে পারিনি।
মায়ের কাজ থেকে শিক্ষেছি কিভাবে বিপদে ধৈর্য ধরতে হয় মাকে সারাদিন শুধু কাজ করতে দেখি।কোথাও একটু বসে না।সকাল পাঁচ টা থেকে শুরু হয় তার কাজ শেষ হয় রাতের খাবার পর।মাকে অনেক ভালোবাসি।আমার মা অনেক বুদ্ধিমতী ও জ্ঞানী এবং সুন্দর মনের মানুষ। কেনো বললাম আমি সেই ছোট বেলা থেকে দেখেছি।আমার বাবার সামান্য বেতনের টাকা দিয়ে কিভাবে সংসার চালিয়েছে।তিন ভাই বোনকে লেখা পড়া শিক্ষিয়েছেন ঘর ভাড়া দিয়েছেন বাজার খরচের টাকা রেখেছেন আমার প্রাইভেট শিক্ষকের বেতনও দিয়েছেন। বাবাকে তার অফিসের সবাই বলতেন কি করে পারে এই সামান্য বেতনে।মা সব সময় হিসাব করে চলতেন। নিজের জন্য কিছু করতে না।শুধু আমাদের চিন্তা করতেন আমরা কি খাবো কি পড়বো।আমরা মা হলেন আমার আদর্শ।মা অনেক কষ্ট করেছেন।আমি যখন রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম জানিনা মা কিভাবে টের পেয়ে যেত সাথে সাথে মশা তারানোর জন্য কয়েলটা ধরিয়ে দিতো।সব সময় মা পাশে না থাকলে মনে হতো কিছু করতে পারবো না। আমার কাছে মাকে মনে হয় ম্যাজিকম্যান।যে কোন সমস্যা হলে সঠিক ভাবে তার সমাধান করে থাকেন।
আমি আমার মায়ের মত পরিশ্রমী হতে চাই। ধৈর্য্যশীল হতে চাই।
পৃথিবীর সকল মাকে জানাই আমার হাজারো সালাম।
❤️বাবা❤️
❣️আর আমার দেখা পৃথিবীর সবচেয়ে পরিশ্রমি পুরুষ হলেন আমার বাবা।
সারাদিন শুধু কাজ আর কাজ।তার যেন কোন বিশ্রাম নেই।
সেই সকালে অফিসে যেতেন আর অনেক রাত করে আসতেন। তারপর বাসায় আসার পর আগে আমার পড়া লেখার খবর নিতেন।আমার স্কুল কলেজের যত প্রকার কাজ ছিল পরীক্ষা ফী বেতন সব বাবা যেয়ে দিয়ে আসতেন। বই খাতা পর্যন্ত বাবা কিনে দিতেন।আমার বাবা আমার ভালো রেজাল্ট পেলে খুব খুশি হতেন।আমি যখন মাস্টার্স খুব ভালো রেজাল্ট পেয়ে বের হই বাবা অনেক খুশি হন এবং একজন এসে বলে তোমার পাশের আনন্দ তোমার বাবার মুখে দেখা যায়। বাবাকে আর কিছু দিতে পারলাম না।শুধু পরিশ্রম আর পরিশ্রম দিয়ে গেলাম। অফিস শেষে বাসায় এসে নিজের কাজ গুলো করতেন সঠিক ভাবে নামাজ আদায় করতেন মাঝে মাঝে কোরআন তেলওয়াত করতেন।সবার খোজ খবর নিতেন। আমার বাবা একজন সরল মনের অধিকারি এবং একজন সত্য মানুষ।এই কথা টা শুধু আমি বলি না অনেকেই বলে।আমার বাবা একজন ভালো মানুষ তিনি খুব গুচ্ছালো।ভালো মানুষের শত্রু অনেক বেশি থাকে। সেটা আমার বাবাকে দিয়ে বুঝেছি।আমার বাবাকে তার অফিসের লোকেরা অনেক ভালো জানতো।কিন্তু পিছনে শত্রু ও ছিল যার কারনে আমার বাবার চাকরিটা চলে গিয়ে ছিল। পরে বাবা জানতে পেরে ছিল কাজটা কারা করেছে। কিন্তু বাবা আর ঝামেলায় যেতে চাইনি।চাকরি টা যাওয়ার দিনটা অনরকম ছিল।বাবা প্রতিদিনের মত অফিসে যান। এবং তাকে তার স্যারের রুমে ডাকা হয় তারপর জানিয়ে দেওয়া হয় আজ থেকে আর তার অফিসে আসা লাগবে না।তার চাকরিটা আর নেই।বাবা দীর্ঘ বাইশ বছর চাকরিটা করেছেন।কারনটা বাবা জানতে চান তারা তেমন কিছু বললেন না শুধু বললেন এখন নতুন লোক নিবো।বাবা সাথে সাথে বাসায় চলে আসেন মা তারাতাড়ি আসার কারণ টা জানতে চায় বাবা মাথা নিচু করে কান্না কান্না গলায় বলেন আমার চাকরিটা নাই মা-ও কষ্ট পেলেন। তারপর ও দেখলাম বাবা-মা দুজনেই বলে উঠলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।একটু চিন্তা করতেন বাবা ভাইয়া চিন্তা করতে নিষেধ করতেন।কারণ ভাইয়া সরকারি চাকরি করেন ভাইয়া সবসময় বলে আমি আছি চিন্তা করবেন না। যা হওয়ার হয়েছে।আমি বাবাকে অনেক অনেক ভালোবাসি।আজ প্রায় দু বছর চাকরি টা নাই কিন্তু কিছু করতে পারিনি। তাই জীবনে বাবা-মার জন্য কিছু করতে চাই। জীবনে অনেক বড় হতে চাই। সবাই দোয়া করবেন।
💦আমি আমার বাবা-মাকে অনেক ভালো বাসি।জানি সবাই তাদের বাবা-মাকে অনেক ভালোবাসে
আমাদের উচিত বাবা-মাকে ভালোবাসা ভালো রাখা।
তাদের খুশির জন্য কাজ করা।তাদের দোয়া নিয়ে জীবনে কাজ করতে হবে তাহলে আমরা সফল হবো।
💐💐 ধন্যবাদ সবাইকে সবার মূল্যবান সময় নষ্ট করে আমার লেখা টা পড়েছেন।
💝কৃতজ্ঞতাঃ
নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের মধ্যে দিয়ে আমরা আমাদের মনের কথা গুলো শেয়ার করতে পারছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।যার অনুপ্রেরণায় আমরা নিজের পায়ে দাড়ানোর স্বপ্ন দেখি।স্বপ্ন দেখি একজন সফল উদ্যোক্তা হবার।এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি পেয়েছি হাজারো ভাই বোন। সবাই সবাইকে সহযোগিতা করেছে।
🥀আরও পেয়েছি হাজারো ভাই বোনের ভালোবাসাও উৎসাহ। যা একজন উদ্যোক্তার জীবনে খুব প্রয়োজন।
🌹🌹আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
অন্য কোন একদিন হয়তো আবারও লিখবো মনের কিছু কথা ইনশাআল্লাহ।
💥পাইকারি ও খুচরা 💥
প্রতিটি ড্রেসের খুচরা মূল্যঃ৫৫০--৯৫০ টাকা
স্টাটাস অফ দি ডেঃ৬৫৬
তারিখঃ২৬-১০-২১
আমি মুক্তা মনি
ব্যাচঃ১৪
রেজিঃ৬৭০৬৫
নিজ জেলাঃ বাগেরহাট
বর্তমানঃ নারায়ণগঞ্জ
কাজ করছি মেয়েদের পোশাক ও নিজের হাতে তৈরি বাটিক থ্রি পিছ নিয়ে।