এভাবেই এগিয়ে যাবে আমাদের পরিবার যার নাম নিজের বলার মত গল্প ফাউন্ডেশন।।
#গল্পে_গল্পে_সেল_পোস্ট 🥰🥰🥰
বাংলা একটা প্রভাত আছে বারো মাসে তেরো প্রাবণ ।
তারপরও শীত মানেই একটু বাড়তি কিছু শীতের উৎসব একটু ভিন্ন ভাবে অনুভব করা যায়। সবকিছুতেই একটু এক্সট্রা আনন্দ।🥰🥰
আমার ফুফিরা যৌথ পরিবারগ্রামের বাড়িতে থাকে।পড়ালেখার সূত্রে ফুফাতো ভাইবোন গুলো বাইরে থাকে।ছুটির সময় এক মহা মিলন মেলা ঘটে ফুফি বাড়ি কালের পরিবর্তনে যদিও এমন দৃশ্য এখন বিরল।।
তারপরও আলহামদুলিল্লাহ আমার ফুফি বাড়ি এমন দৃশ্য চোখে পড়ে।।
যাইহোক শীতের দিনে বা কোন উৎসবের দিনটিকেও সেলিব্রেট করে।
যোর্থ পরিবারে বাবা, চাচা,মা,চাচী জেঠা,জেঠী, ভাইবোন মিলে বিশাল এক পরিবার। আলহামদুলিল্লাহ 🥰😛
সবাই একসাথে থাকার কারণে ছোট বড় ভাইবোনের সংখ্যা ও অনেক বেশি। বাড়িতে সবসময়ই কোন না কোন অনুষ্ঠান লেগেই থাকে। অনুষ্ঠান মানে ঘর ভর্তি আত্বীয় স্বজন।
পরিবার যত বড় হোক না কেনো যে কোন অনুষ্ঠানের জন্য নিয়মানুযায়ী কেনাকাটা বাধ্যতামূলক একটা ব্যাপার তাদের।
কম বেশি সবাই কেনাকাটা করে।
✍️✍️ যেহেতু ফুফিরা গ্রামে থাকে তো সেখান থেকে কেনাকাটা করতে উনাদের অনেক দূর জেলা সদরে যেতে হয়।।
সবাই মিলে না গেলেও, যারা ভালো বুঝেন তাদেরকে নিতে যাওয়া যায়।
যেহেতু ফুফি দের বাড়ি থেকে অনেক দূর তাই চাইলেও সবার যাওয়া পসিবল হয় না।
যার জন্য যা নিবে আসবে মাথা পেতে সবাই সেই টা মেনে নিবে সে পছন্দ হোক বা না হোক।।
এটা নিয়ে একটা চাপা কষ্ট সবার ভিতর বিরাজ করে কেউ মুখে বলে তো কেউ বলে না।।
অন্য দিকে যারা শপিং করতে যায় তাদের ভিতর ও আছে একটা বাড়িতে কষ্ট এতটা রাস্তা জার্নি করে টাকা খচর করে শপিং করে আনার পরে যদি দেখা যায় প্রিয়জনদের মুখে হাসি সত্যি এই কষ্ট মেনে নেয়া যায় না এভাবেই চলছে তাদের জীবন ।
যাইহোক এবার শীতের আগমনের আগেই ফুফাতো ভাইয়ের বিয়ের ডেইট ফিক্সড করে রাখা হয়েছে।শীতের কোন এক তারিখে তা সম্পন্ন হবে।
তো আগে থেকেই সকলের বিরাট প্রিপারেশন।কোথায় কিভাবে কি হবে এগুলোর দায়িত্ব নেয়ার জন্য একদল সেনাবাহিনী আছে।
তারা হলেন বাড়ির সিনিয়র রা। বাড়ির ছোটরা ও কিন্তু কিছুতে কম যায় না ।
ওরা এ বিষয়ে অনেক জ্ঞান দিবে।কিন্তু শেষ পর্যন্ত বড় রা সিদ্ধান্ত তাদের মেনে নিতে হবে ।
কিন্তু তাতে ওদের কিছু যায় আডেনা আইডিয়া দেয়ার জন্য জুনিয়ররা সর্বদা রেতি।।
যাইহোক বর্তমান পরিস্থিতি বেশি ভাল না অন্য দিকে শীত আসলে করোনা পরিস্থিতি আরও খারাপ হয় এটা নিয়ে সবাই মানষিক টেনশনে আছে ।
এই নিয়ে কথা চলছে এমন সময় আমার ছোট ফুফাতো বোন মৌমিতা বলে উঠলো তোমাদের সব সমস্যার সমাধান আমার কাছে আছে তো কেউ কেউ বললো কি সমাধান বল অন্য কেউ আবার বলে উঠলো ইচড়ে পাকা মেয়ে একটা সারাদিন ফোন হাতে বসে মিটি মিটি হাসে আর সব আজগুবি কথা বলে ওর কথায় কেউ গুরুত্ব দিও না।।
মৌমিতা একটু মন খারাপ করে বললো আমার কথা শুনতে হবে না তোমরা বৃষ্টি আপুর সাথে একবার কথা বল আশাকরি সমস্যার সমাধান পেয়ে যাবা।।
মোটামুটি সবাই মত দিলো আমার ফুফাতো বোন আমাকে কল দিয়ে ফুফার হাতে ধরিয়ে দিলো আমি সালাম দিয়ে কৌশল আদি জানতে চাইলে ফুফা আমাকে অগ্রীম দাওয়াত
দিলো সাথে তাদের সমস্যা তুলে ধরলো।।
সাথে সাথে আমার সমাধান 🥰🥰
ফুফা ডিজিটাল অনলাইনে যুগে এসব নিয়ে চিন্তা করার কোন কারন নেই তাছাড়া আমি তো আছি এত চিন্তা কিসের।??
ফুফা একটু ভারী গলায় বললো বাপু একটু ঝেড়ে কাশো তোমাদের এত প্যাচ গোছ আমি বুঝিনা।
আমি _ ফুফা প্যাচের কিছু নেই অনলাইনে যুগে সব এখন আপনার হাতের মুঠোয় বাড়ি বাস পেয়ে যাবেন আপনার যা লাগবে সব।।
ফুফা এবার একটু রেগে গিয়ে বললো সে আবার কিভাবে কি শুনি।
আমি ফুফা মৌমিতার ইমুতে আমি ছবি পাঠিয়েছি সেখান থেকে দেখেন আপনার কি পছন্দ হয় আর বাকিদের ও দেখান কার কি লাগবে ইনশাআল্লাহ আমি সব ব্যবস্থা করে দিবো।
ফুফা এবার পুরোপুরি রেগে গিয়ে বললো ইয়ার্কি করো আমার সাথে আমি ছবি দেখে কি করবো আমার লাগবে কাপড়,, গহনা,, চাইল,, তেল লবন সহ যাবতীয় যা কিছু আছে সব।।
আমি বললাম ফুফা সব কিছুর ছবি দিয়েছি দেখেন এবার ফুফা একটা ঠান্ডা মাথায় বললো আমি এসব মোবাইল সম্পর্কে কিছু বুঝিনা।।
পাশ থেকে মৌমিতা বলতে শুরু করলো আব্বু আমি বুঝি তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি।
ফুফা ঠিক আছে দেখা দেখি মৌমিতা আস্তে আস্তে ফুফা সব পিক দেখালো ফুফা বেশকিছু প্রডাক্ট পছন্দ করলে কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গা ফুফা জানতে চাইলো এগুলো কোন মার্কেটে পাওয়া যাবে দাম কেমন হবে।
আমি ফুফা এগুলো কিন্তু কোন মার্কেটে যেতে হবে না এসব পাবেন #Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন এ।।
ফুফা আবার রেগে গিয়ে বললো এবার বুঝেছি এসব ধান্দা বাজি ব্যবসা তুমিও করো ছিঃ ছিঃ ছিঃ 😡😡
আমি,_ ফুফা এসব কি বলছেন কিসের ধান্দাবাজি??,, 😭😭
ফুফা _ ধান্দাবাজি না তো কি গত ঈদে করোনার কারনে আমার এক বন্ধুর মেয়ে মোবাইল থেকে কিসের যেনো পেইজ বলে সেখান থেকে অনেক কিছু অর্ডার করেছে।
বাসায় এনে দেখে যা অর্ডার করেছে তার সাথে কোন কিছুর মিল নেই সাথে কিছু ছেড়া কাপড় ও আছে।।
আমি_ ও এই কথা এই বিষয় আমিও জানি ফুফা কিন্তু আমাদের প্রিয় প্লাটফর্ম তেমন এখানে আমাদের প্রিয় শিক্ষক আমার একমাত্র অভিভাবক সব কিছুর আগে আমাদের ভাল মানুষ হতে শেখায়।
এখানে আমরা ছয় লক্ষ মানুষের একটা ভাল মানুষের বাগান
এখানে আমরা সবাই পজিটিভ নেগেটিভের কোন স্থান নেই আমাদের পরিবারে।
প্রিয় স্যার বলেন আগে আপনারা ভাল মানুষ হন তারপর বাকি সব এমনি আপনার ভাল হবে ইনশাআল্লাহ।
আমরাও চেষ্টা করছি স্যারের শিক্ষা বুকে ধারণ করে সৎ পথে থেকে সততা কমিটমেন্ট রক্ষা করে নিজের বলার মত একটা গল্প তৈরি করতে।।
ফুফা_ সে সব না হয় বুঝলাম কিন্তু তোমাদের স্যারের বেতন কত আর তিনি কোন দেশের??
আমি _ ফুফা স্যারের বেতন আমাদের সফলতা,, আমাদের দোয়া,,আমাদের ভালবাসা
স্যার বলেন আমি যখন থাকবো না তখন টেকনাফ থেকে তেতুলিয়ার কোথায় বসে একটা ছেলে বা মেয়ে যদি আমার চোখে একফোঁটা চোখের পানি ফেলে সেইটাই হবে স্যারের বড় পাওয়া।
ফুফা_ বা বা বাংলাদেশে এত ভাল মানুষ আছে নাকি যে কোন স্বার্থে ছাড়া মানুষের কথা ভাবে?
আমি _ আছে আপু সেইটাই বাস্তব প্রমাণ Iqbal Bahar Zahid স্যার।।
ফুফা_ বুঝলাম কিন্তু এই স্বার্থপর পৃথিবীর মানুষ গুলো কি সত্যি তোমাদের স্যারকে মনে রাখবে?
আমি_ ইনশাআল্লাহ রাখবে ফুফা_ তার জ্বলন্ত প্রমাণ ইতি মধ্য দেখেছি আপনি ভাবতেও পারবেন না আমাদের স্যার করোনা পজেটিভ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন,,
স্যারের অবস্থা অনেক কিটিক্যাল ছিলো আই সি ইউ তে ভর্তি ছিলেন।।
তখন বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৫০ টার অধিক দেশে স্যারের জন্য বিভিন্ন দোয়ার আয়োজন করা হয়েছে স্যার নাম যে একবার শুনেছে সেও স্যারের জন্য চোখের পানি ফেলেছে দোয়া করেছে।।
আর আমার কথা যদি বলেন তাহলে আমি বলবো স্যার যখন অসুস্থ ছিলেন তখন নামাজ পড়ে বার বার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলতাম রাব্বুল আলামিন প্রয়োজনে আপনি আমাকে নিয়ে যান কিন্তু স্যারকে সুস্থ করে দেন।।
আমি এক বৃষ্টি পৃথিবীতে না থাকলে শুধু একটা জান্নাত এতিম হবে
অপর দিকে স্যার না থাকলে আমরা ছয় লক্ষ ভাই বোন এতিম হবো 😭😭😭
ফুফা _ থাম মা আর বলতে হবে না একজন মানুষের জন্য মানুষ নিজের মৃত্যু কামনা করতে পারে সেই মানুষটা কত ভাল হলে এটা বোঝার মত বয়স আমার হয়েছে 😭😭😭
আজ থেকে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাদের গ্রুপ থেকে প্রয়োজনীয় সব কিছু কিনবো কথা দিলাম।।
আমি _ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন ফুফা।
ফুফা _ এখন বলো কি কি দিতে পারবা আমাদের জন্য??
আমি_ ফুফা সুই থেকে শুরু করে গাড়ি বাড়ি সব পাবেন আমাদের গ্রুপে কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে ফুফা 🤗🤗
ফুফা _ আবার কি কাজ শুনি 🤔🤔🤔
আমি_ আপনাকে আমাদের গ্রুপে যুক্ত হয়ে রেজিষ্ট্রেশন করে আজীবন সদস্য হতে হবে সাথে প্রতি মঙ্গলবার আমাদের সাপ্তাহিক অনলাইন হাটবারে কিনতে চাই পোষ্ট করতে হবে
ইনশাআল্লাহ সেখান থেকে আপনার প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা কিনতে চাই পোষ্ট করলে কম হলেও সেখান থেকে আপনি ৫০ জন সেলার পাবেন যাদের কাছে আপনি বিভিন্ন রকম প্রাইজ জানতে পারবেন এবং সঠিকটা নিজে বুঝে নিতে পারবেন।
ফুফা_ এতখন তো সব ঠিক ছিলো এখন আবার রেজিষ্ট্রেশন এলো কেনো 🤨🤨
তাছাড়া রেজিষ্ট্রেশন করতে কত টাকা লাগবে 😢😢 বেশি টাকা হলে আমি বাপু পারবো না।
আমি_ ফুফা এক টাকাও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে রেজিষ্ট্রেশন হয় আমাদের প্রিয় প্লাটফর্মে তাছাড়া এখান থেকে একটা ব্যাচ টানা ৯০ দিনের কোচ করানো হয় সম্পূর্ণ ফ্রি
এই ৯০ দিনের কোর্চে শেখানো হয় উদ্যােক্তা তৈরীর ১২টি স্কিলস ৩৬০ টি কন্টেন্ট সহ আরও বেশ কিছু আর এই সব সম্পূর্ণ ফ্রি তে।
ফুফা_ থাক থাক মা আর বলিস না আমার মাথা ঘুরছে এখন আমাকে তোমাদের গ্রুপে রেজিষ্ট্রেশন করে দেও 😊😊
আমি_ ফুফা আপনি একা করলে হবে না আপনার পরিবারের সবাইকে করতে হবে, 🥰🥰🥰
ফুফা সে তো অবশ্যই করবে কিন্তু আমি তো তেমন কিছু বুঝিনা মা।
পাশ থেকে মৌমিতা আমি থাকতে কেনো তোমাদের এত ভাবনা, 😐😐
আমি ঠিক আছে মৌমিতা তুমি সব কিছু ফুফাকে বুঝিয়ে বলো আমি হাটে যাই 🏃♀️🏃♀️🏃♀️
মৌমিতা কই যাও আগে আমাদের সবার প্রডাক্ট দিয়ে যাও
আমি অনেক প্রডাক্ট দেখালাম বেশ কিছু সেল করলাম
সাথে আমার কাছে যা নেই সেগুলো যাদের কাছে আছে তাদের নাম মেনশন করে দিলাম যেমন Sagar Banik দাদাভাই তার বিবরণ মার্ট পেয়ে যাবে একের ভিতর সব।।
Mostak Ahmad Mridha ভাইয়ার কাছে পেয়ে যাবে কুরিয়ার সেবা সহ আরও কিছু।
নিঝুম আমিন আপুর কাছে পেয়ে যাবে বিভিন্ন রকম কসমেটিকস সহ আরও বেশ কিছু।।
এছাড়াও আরও কিছু ভাই বোনের নাম যাতে তাদের থেকে বাকি প্রডাক্ট গুলো তাদের নিতে পারে।
এভাবেই এগিয়ে যাবে আমাদের পরিবার যার নাম নিজের বলার মত গল্প ফাউন্ডেশন।।
অনেক গল্প হলো এবার সবাই হাটে চলুন নিয়ম মেন পোষ্ট করুন
মনে রাখবেন নিয়ম মানা একটা সৌন্দর্য প্রিয় অভিভাবক শিখিয়ে
আমরা সবাই নিয়ম মেনে চলবো স্যারের শিক্ষার মুল্যয়ন করবো ইনশাআল্লাহ।।।
পাইকারী পাইকারী পাইকারী নিতে যোগাযোগ করার বিশেষ অনুরোধ রইল 🥰🥰🥰
আমার কাছে যা যা পাবেন বেবী ড্রেস / থ্রিপিস / প্লাজু / শাড়ী/ পান্জাবী / হিজাব/ বোরকা / খিমার/ লুঙ্গী / ঘামচা / গজ কাপড়/ প্রিন্টের কাপড় / ওড়না / বেড সিট / কসমেটিকস / খেলনা / খাবার / সহ আরও বেশি কিছু আইটেম।।
এই সব কিছু পাইকারী নিতে যোগাযোগ করুন
📲📲 01881997296
আমার পেইজ অনুগ্রহে করে লাইক দিয়ে পাশে থাকার বিনীত অনুরোধ রইল 👇👇👇
https://www.facebook.com/শখের-ড্রেস-109280940840373/
স্ট্যাটাস অফ দ্যা ডে - ৬৫৬
২৬/১০/২০২১
🙋♀️ ইনায়া ইসলাম বৃষ্টি
🇧🇩জেলাঃ #বাগেরহাট
🏚️ বর্তমানঃ ওয়ারী জোন ঢাকা
🎈রক্তের গ্রুপঃ বি পজেটিভ
🏆কমিউনিটি ভলান্টিয়ার
🧍সদস্যঃ রেজিস্ট্রেশন টিম মেম্বার
🙋♀️সদস্যঃ টপ ২০ ক্লাব মেম্বার
💁♀️ হাট মনিটরিং টিম মেম্বার
👩✈️১১তম ব্যাচ
✍️রেজিস্ট্রেশন ২৯৪৬৯