জেগে উঠেছি এক স্বপ্নবাজ তরুণ হয়ে এখন আমি স্বপ্ন দেখি অনেক বড়।
আসুন মূল গল্পে ফিরি,,
স্বপ্ন দেখা শুরু হলো এক নতুন উদ্যোক্তা হওয়ার, এবং লেগে পড়লাম লেখালেখির মাঝে একজন উদ্যোক্তা হয়ে। আস্তে আস্তে শুরু হচ্ছে আমার উদ্যোক্তার সফলতার গল্প,। আমি এখন স্বপ্ন দেখতে শিখেছি। আমি এখন ঘুরে দাঁড়াতে শিক্ষা অর্জন করতে পেরেছি। আমার স্বপ্ন এখন আকাশ কুসুম। আমি এখন জেগে জেগে স্বপ্ন দেখি। ঘুমন্ত অবস্থায় স্বপ্ন আমাকে এখন আর তাড়া করে বেড়ায় না। এখন আমাকে জেগে থেকে' দেখা স্বপ্ন গুলো তাড়া করে বেড়ায়। এটাই প্ল্যাটফর্ম থেকে শিক্ষা অর্জন করা। কারণ ঘুমন্ত স্বপ্ন গুলো কখনো পূরণ হয়না। স্বপ্ন যদি দেখতে হয়,? তাহলে জেগে থেকে স্বপ্ন দেখতে হয়! আর সেই স্বপ্ন অনুযায়ী কাজ করে যেতে পারি, সেটা আমার প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার থেকে শিক্ষা নেয়া। আলহামদুলিল্লাহ।
জেগে উঠেছি এক স্বপ্নবাজ তরুণ হয়ে। এখন আমি স্বপ্ন দেখি অনেক বড়,। আমার স্বপ্নটা আমি অনেক উপরে হিট করেছি, এখান থেকেই সাকসেস হবো ইনশাআল্লাহ। আমি দেখছি গ্রুপে হাজার হাজার তরুণ তরুণী কত টাকা বিক্রি করে এবং কত ভাবে পরিশ্রম করে সফল হয়ে যায়, আমিও পারবো ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস এটা আমার স্বপ্ন এটা আমার মূল চালিকাশক্তি এগিয়ে যাওয়ার।
আমি এখন স্বপ্ন দেখি প্রতিমাসে আমারও এক লক্ষ টাকা সেল হবে ইনশাআল্লাহ, আমি স্বপ্ন দেখি আমিও একদিন প্রিয় স্যারের ইউটিউব লাইভে আসবো, ইনশাআল্লাহ। এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন, সেই লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছি। আমার স্বপ্ন আমি একদিন এই প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ টাকা সেল করব। এবং সেটা সফল হবে।
এখন যদিও আমার সেল গুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে। আমি মনে করি এই ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই একদিন আমি অনেক বড় হয়ে উঠবো। ইনশাআল্লাহ। কারণ কথায় আছেনা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, এভাবে আস্তে আস্তে মিলিয়ে হয়ে ওঠে আকাশকুসুম এক পাহাড়। আমি স্বপ্ন দেখি অনেক বড়,।
আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অনেক দূর, আমার প্রথম সেল ছিল মাত্র ১২৫০ টাকা, তারপর থেকে আস্তে আস্তে সেল যেনো বেড়ে যাচ্ছে অনেক দূর,। আলহামদুলিল্লাহ। সেই যে খুচরা থেকে শুরু করে এখন আমার এই প্ল্যাটফর্ম থেকে পাইকারি সেল হচ্ছে। আলহামদুলিল্লাহ। যদিও পাইকারি গুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র সেল, তাও আমার কাছে মনে হয় অনেক বড় কিছু। সেল করার আগে চিন্তা করি কিভাবে কাস্টমারকে ভালো পণ্য দেয়া যায়। এই চিন্তাটা আমার মাথায় সব সময় থাকে,।
আমি খুব অল্প প্রফিট করি, আমি প্রতিটা কাস্টমারকে ধরে রাখার চেষ্টা করি,। আমি মনে করি এখন আমার হয়তো অল্প প্রফিট হচ্ছে, কিন্তু একসময় আমার এতটা প্রফিট হবে এতটা সেল হবে, আমার কখনো আর পিছনে ফিরে তাকাতে হবে না। যখন সেল বাড়বে তখন প্রফিট বাড়বে। হ্যাঁ এটা আমার স্বপ্ন, আমি একদিন আর পিছনে ফিরে তাকাতে চাইনা। অবশ্যই পিছনে ফিরে তাকাতে চাই, সেটা হচ্ছে পিছন থেকে কিছু কিছু শিক্ষা অর্জন করা গুলো আমি সারা জীবন মনে রাখতে চাই। পিছনের কষ্টগুলো যদি মনে না রাখে তাহলে আমি সামনে আগাবো কেমন করে।?
স্বপ্ন যদি দেখতেই হয়? তাহলে একবারে উপরে হিট করে দেখতে হবে। উপড়ে হিট করলে ওইখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছু না কিছু নিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকেই। তাই আমার স্বপ্ন একবারে উপরে হিট করে।
এবার আসল কথা শুনুন, আমার স্বপ্ন কি শুধু আমার নিজের একারই??
আমার নিজেকে আমার নিজেই প্রশ্ন? না আমার স্বপ্ন আমার নিজের একার নয়।
আমি স্বপ্ন দেখি নিজের পাশাপাশি, কিছু অসহায় পথ শিশুদের নিয়ে, আমি স্বপ্ন দেখি কিছু অসহায় স্টুডেন্ট দের কে নিয়ে, আমি স্বপ্ন দেখি এই সমাজের কিছু হতদরিদ্র পরিবার নিয়ে, আমি স্বপ্ন দেখি তাদেরকে নিয়ে যারা টাকার জন্য হসপিটালের চিকিৎসা ঠিকমতো করতে পারেনা,। আমি স্বপ্ন দেখি তাদেরকে নিয়ে যারা রাস্তায় বসে 60 বছরের উপরে ভিক্ষা করে তাদেরকে নিয়ে।, আমি স্বপ্ন দেখি তো তাদেরকেও নিয়ে যারা তার বাবার লাশ টা হসপিটাল থেকে টাকার জন্য এম্বুলেন্স করে বাড়ি নিতে পারেনা। আমি ছোটবেলা থেকেই মানুষের জন্য করি, সেটা গোপনেই করি কাউকে দেখিয়ে নয়। তাই আমার স্বপ্ন তার পাশাপাশি এই মানুষগুলোকে নিয়ে আমি বড় স্বপ্ন দেখি।
আমি বিশ্বাস করি আমি যদি উদ্যোক্তা হয়ে ঘুরে দাঁড়াতে পারি, এবং আমার ভালো একটা প্রফিট হয়, ভালো ইনকাম হয়, তাহলে আমি তাদেরকে নিয়ে কাজ করতে পারব। তাদের জন্য করতে পারব। আমার এই উদ্যোক্তার স্বপ্নটা শুধু আমার একার জন্য নয়। সবাইকে মিলে আমার এই স্বপ্নটা। আমি এই স্বপ্নটাকে অনেক উপরে হিট করেছি।
আপনি আমার থেকে একটা পণ্য কিনলে, এই টাকাটার মধ্যে থাকতে পারে কোন হতদরিদ্র মানুষের আহার। থাকতে পারে কোন হতদরিদ্র স্টুডেন্ট এর বই কেনার টাকা। থাকতে পারে কোনো হতদরিদ্র পথ শিশুর সুন্দরভাবে একটা পোশাক কেনার টাকা। থাকতে পারে কোন অসহায় মায়ের সন্তানের চিকিৎসার জন্য টাকা।
ভিক্ষা চেয়ে কারো জন্য সাহায্য চাওয়ার চাইতে কোন কিছু উদ্যোগ নিয়ে নিজের পরিশ্রম করে ইনকাম করে কারো জন্য করতে পারার মধ্যে অনেক বেশি সফলতা অনেক বেশি শান্তি। হ্যাঁ আমি এটা বিশ্বাস করি।
পরিশেষে বলতে চাই আমি এখান থেকে বিজয়ের হাসিটা হাসতে চাই। এবং সেটা আমার জন্য শুধু নয়, এ সমাজের জন্য, সমাজের কিছু মানুষের জন্য এবং এই শিক্ষাটাই আমি এই গ্রুপ থেকে পেয়েছি।। আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে, সততা দিয়ে জীবনের সুন্দর হাসিটা হেসে এগিয়ে যেতে চাই।
তার জন্য দরকার সবার সহযোগিতা, এবং সবার দোয়া সবার ভালোবাসা। এখানে প্রত্যেকটা সদস্য আমার কাছে একজন সাদা মনের মানুষ। আমি বিশ্বাস করি মানুষ মানুষের জন্য এই প্ল্যাটফর্ম সেটাই তৈরি করে যাচ্ছে।। আলহামদুলিল্লাহ।
আমি শেষ করবো তবে কিছু কথা বলে, আমাদের প্রিয় স্যার খুব অসুস্থ, এই অসুস্থতার মধ্যেও সে আমাদেরকে প্রতিদিন গাইড লাইন দিয়ে যাচ্ছে। এবং আমাদেরকে শিখিয়ে যাচ্ছে। আমরা সবাই তার জন্য দোয়া করব স্যার কে যেন আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে আমাদের মাঝে আগের মত করে ফিরিয়ে দেন। #আমিন_আমিন_আমিন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৩১
Date:- ২৮/০৯/২০২১
Md. Nirob Hossain
ব্যাচঃ 11
রেজিষ্ট্রেশনঃ 20519
জেলাঃ মুন্সিগঞ্জ
বর্তমানঃ ঢাকা
কমিউনিটি ভলান্টিয়ারঃ নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম।
মেম্বারঃ নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম।
,,একজন লেখক,