উদ্যোক্তা হতে পারা যেমন কঠিন তেমনি সম্মানের
🌸🌸🌸আসসালামু আলাইকুম 🌸🌸🌸
#গল্পে গল্পে সেল পোস্ট
"আজ সৃষ্টি সুখের উল্লাসে-
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে ক্ষুন হাসে,
আজ সৃষ্টি সুখের উল্লাসে। "
সৃষ্টির কি সুখ তা কেবল এর স্রষ্টাই জানেন তবে সকল সৃষ্টির একমাত্র মালিক পরম করুনাময় আল্লাহ তায়ালা।
আমি সাহিদা সুমি
কমিউনিটি ভলান্টিয়ার
কাজ করছি হোমমেড চকলেট নিয়ে
পেজঃ Chocolate Fiction
১৫/৬৪৮৪২
চাঁদপুর সদর
তা যা বলছিলাম, আসলেই নতুন কিছু বা শৈল্পিক কিছু করার নেশায় যে কতটা ভাললাগা আর ভালবাসা থাকে তা কেবলই এর নির্মাতাই বুঝেন। তার তাই তো উদ্যোক্তা হতে পারা যেমন কঠিন তেমনি সম্মানের। খুব ভাল লাগে যখন আমার কোন সৃষ্টি কারো জীবনে আনন্দ বয়ে আনে। কারো নতুন সম্পর্কের একটা ছোট ভূমিকা রাখে।
আমি গর্বিত একজন উদ্যোক্তা হতে পেরে,
আমি গর্বিত #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন সদস্য হতে পেরে,
আমি গর্বিত প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের ছাত্রী হতে পেরে।
অসংখ্য ধন্যবাদ স্যার এত্ত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের সবাইকে উপহার দেবার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া। নিশ্চয়ই আল্লাহ আপনার এই নেক কাজের উত্তম প্রতিদান দান করুন।
প্রথম যখন এই ফাউন্ডেশনে যুক্ত হই তখন আমি লক্ষ করতাম প্রতি মঙ্গলবার বার হাটবার বসে। সবাই সেল পোস্ট দেয়। আমি খুব অবাক হতাম কারন কোন অনলাইন প্ল্যাটফর্মে এই রকম হাটের কনসেপ্ট একদম ইউনিক। মাশাল্লাহ। আমি আরো অবাক হতাম যখন দেখতাম প্রিয় স্যার হাটের শেষে সবার সেল আপডেট নিচ্ছেন। আমি বিষ্মিত এবং অভিভূত।
এই যে সেল আপডেট স্যার নিচ্ছেন তাতে দুই রকম উপকার হচ্ছে,
১. যারা সেল করতে পেরেছেন তাদের আপডেট দিতে এক ধরনের থ্রিল কাজ করছে এবং আরো ভাল কাজ করার মোটিভেশান পাচ্ছেন।
২. যারা এখনো পর্যন্ত সেল করতে পারেন নি তারা অন্যের সেল দেখে মোটিভেটেড হচ্ছেন আরো পরিশ্রম করার, লেগে থাকার।
আলহামদুলিল্লাহ। কি সুন্দর কারিকুলাম তৈরি করেছেন স্যার নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে। আপনাকে আবারো ধন্যবাদ স্যার।
এ কারনেই বুঝি নিজের বলার জন্য একটা গল্প ফাউন্ডেশনকে আজ সবাই চেনে, উদ্যোক্তা তৈরির কারখানা হিসেবে।
আমি প্রথম প্রথম তেমন অর্ডার পেতাম না ফাউন্ডেশন থেকে। কিন্তু প্রিয় স্যারের প্রতিটি সেশন ফলো করে এবং এক্টিভ থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক ভাল অর্ডার পাচ্ছি। আর নিজেও এই প্রিয় ফাউন্ডেশনের ভাইবোনের কাছ থেকে নিজের প্রয়োজনীয় পন্য কেনার চেষ্টা করি।
আমি আমার গত সপ্তাহের হাট থেকে পাওয়া অর্ডার গুলোর একটির গল্প বলছি,
আমার চকলেট ফিকশনে মোস্ট সেলিং আইটেম হচ্ছে sms chocolates। চকলেট বারে ছোট করে মেসেজ লিখা যায়, এই ধরুন sorry, miss you, love you ma, congratulations এই রকম।
ফাউন্ডেশনের এর ভাই আমাকে নক দেন,
কুশল বিনিময়ের পর তার সাথে আমার কথোপকথন,( সংগত কারনে তার নাম প্রকাশ করলাম না)
🙍♂️ভাইয়াঃ আপু আমি ফাউন্ডেশন.... তম ব্যাচের... জেলার।
👩🦰আমি আলহামদুলিল্লাহ। পরিচিত হয়ে খুশি হলাম।
🙍♂️ভাইয়াঃ আপু আমি কিছু চকলেট অর্ডার করতে চাই। আপনার পোস্ট আমি সবসময় দেখি। আপনি নিজে বানান?
👩🦰আমিঃ আলহামদুলিল্লাহ। জি ভাই, নিজেই বানাই। প্যাকিং এ হেল্প করার জন্য শুধু লোক আছে।
🙍♂️ভাইয়াঃ আপু আপনি চাঁদপুর থেকেই কি সব জায়গায় পাঠাতে পারেন?? অনেক গরমে গলে যায় না চকলেট??
👩🦰আমিঃ জি ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি পুরো বাংলাদেশে।
যেহেতু প্রির্জাভেটিভ বা কোন হার্ষ ক্যামিকেল নেই তাই চকলেট প্রচন্ড গরমে সামান্য নরম হয় তবে চকলেটের ওয়েল প্যাকেজিং মেইনটেইন করা হয় বলে সেইপ নষ্ট হয় না আলহামদুলিল্লাহ। ৫ মিনিট ফ্রিজের নরমাল টেম্পারেচারে রাখলে ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ।
আপনি কোন চকলেট অর্ডার করতে চান?
🙍♂️ভাইয়াঃ sms chocolates. মানে একজনকে উপহার দিব। আপনি বলেন কোন কোন চকলেট ভাল হবে
👩🦰আমিঃ আচ্ছা। ভাইয়া কাকে দিবেন জানালে আমি খুব সহজেই তার জন্য চকলেট সিলেক্ট করতে পারব আর কি লিখা থাকবে?
🙍♂️ভাইয়াঃ ইয়ে মানে...... আপু মানে হচ্ছে...... ( কিছুই বলতে পারছে না)
👩🦰আমি ঘটনা যা বুঝার বুঝে বললাম,
বুঝতে পারেছি। সমস্যা নাই। তিনি কি খুব মিষ্টি খান? ঝাল কি লাইক করে?.........
🙍♂️ভাইয়া আমাকে ডিটেইলস সব জানালেন।
👩🦰আমিঃ কি লিখব চকলেটে?
🙍♂️ভাইয়াঃ ইয়ে মানে.... মানে আসলে.....
আমি আবারো অপেক্ষা করছি, এই প্রথম মারাত্মক রকমের লাজুক মেল কাস্টোমার পেলাম।
👩🦰আমিঃ ভাইয়া আমি হেল্প করছি,
আপনি যেটা পছন্দ হবে ওকে লিখে দিবেন।
Sorry
Congratulations
I miss you
Want to marry you
love you
🙍♂️ভাইয়াঃ ওকে।
👩🦰আমিঃ আচ্ছা আর কিছু এর সাথে?
🙍♂️ভাইয়াঃ আপু জান লিখে দিয়েন।
👩🦰আমিঃ জি আচ্ছা।
🙍♂️ভাইয়াঃ আপু, জানে তিনটা a দিয়েন।
👩🦰আমিঃ ওকে ভাইয়া। sms chocolates ৫০০ টাকা তবে ফাউন্ডেশনের ভাইবোনদের জন্য ৪৫০ টাকা। আর কিছু সাথে?
🙍♂️ভাইয়াঃ আপনার পছন্দ মত কিছু চকলেট দিয়ে ১০০০ টাকার মধ্যে বিল করবেন।আপনার বিকাশ নম্বর দিয়েন।
👩🦰আমিঃওকে ভাইয়া
🙍♂️ ভাইয়াঃ আপু আর একটা কথা
👩🦰আমিঃ জি ভাইয়া, বলেন না। আমি আপনার বোনোর মত। সংকোচন করার কিছু নেই।
ভাইয়া মনে হয় কিছুটা সহজ হলেন।
🙍♂️ভাইয়াঃ আপু একটা ছোট চিঠি ও কি দিতে পারবেন এর সাথে। আমি আসলে ওর এড্রেসই আপনাকে দিব। আপনি কি লিখে দিতে পারবেন আমার হয়ে।
👩🦰আমিঃউদ্যোক্তা জীবনে এইটাই বাকী ছিল আর😊
জী ভাইয়া পারব। কিন্তু আমার হেন্ড রাইটিং খুবই বাজে। টাইপ করে প্রিন্ট করে দিব কি?
🙍♂️ভাইয়াঃ না না। লিখে দিলেই হবে। হেন্ড রাইটিং সমস্যা না।।
👩🦰আমিঃ ওকে ভাইয়া।কি লিখে দিতে হবে আপনি টেক্সট পাঠিয়ে রাখুন।
আমি সেই ভাইকে তার রিকোয়ারমেন্ট মত চকলেট পাঠাই। ভাইয়াকে বলা ছিল চিঠির উত্তর আর চকলেটের রিভিউ দুটোই আমাকে জানাতে।
পরশু আমাকে নক দিয়ে জানালেন দুটোই পজিটিভ। আলহামদুলিল্লাহ। আর ওই এড্রেসে আমি যেন আরো দুটো চকলেট পাঠাই কারন উপহার গ্রহীতা অসম্ভব পছন্দ করেছে। ভাইয়া তার বাসার ঠিকানা দিয়ে সেখানেও তার ছোট বোনের জন্য একটা চকলেট পাঠাতে বললেন। 😊
প্রিয় স্যার সব সময় আমাদের বলেন, রিপিট কাস্টোমার বাড়াতে। আমি নিজেও রিপিট কাস্টোমারকে বিজনেসের এসেট ভাবি। চেষ্টা করছি প্রিয় স্যারের দেখানো পথে চলতে। চেষ্টা করছি ফাউন্ডেশনের আর সব ভাইবোনদের মত ৯-৫ টা ভুলে গিয়ে কাজ করতে।
একদিন এই প্রিয় ফাউন্ডেশনের সকল ভাইবোন আমার চকলেট ফিকশনের কাস্টোমার হবে ইনশাআল্লাহ।
দোয়ার আবেদন থাকল।
স্টাটাস অফ দি ডেঃ৬৫৬
তারিখঃ২৬-১০-২১
সাহিদা সুমি
কমিউনিটি ভলান্টিয়ার
কাজ করছি হোমমেড চকলেট নিয়ে
পেজঃ Chocolate Fiction
১৫/৬৪৮৪২
চাঁদপুর সদর