সেদিন আমাকে আঘাত করেছে বলেই আজকে আমি একজন ফারজানা হতে পেরেছি
আসসালামু আলাইকুম৷
অনুপ্রেরণার ও ভালোবাসার প্রিয় প্লাটফর্ম এর সকল ভাই বোন কেমন আছেন???
আমি কখনোই আমার যন্ত্রণা গুলোকে পরিপূর্ণ ভাবে প্রকাশ করে সকলের সামনে আনতে পারি না।। তার থেকে বড় কথা চাইও না।।
কারন আমার পাশে অনুপ্রেরণা দিয়ে আমাকে সাহস দেয়ার থেকে আমাকে আরো তুচ্ছতাচ্ছিল্য করে ছুড়ে মারার লোক সংখ্যা অনেক।।।
আজ আপনাদের সামনে কিছুটা বলি।।
আর এই বলার সাহস পেলাম Iqbal Bahar Zahid স্যারের মত একজন ভাল মানুষের জন্য।।।।
💜💜💜ছোট্ট এ জীবন💜💜
জন্ম আর মৃত্যুর মাঝে ঘটে যায় কত ঘটনা।।
জন্মের পর মায়ের কোলে একমাত্র আশ্রয়।।
তারপর হাটি হাটি পা পা করে হাঁটতে শেখা। দৌড়াতে শেখা। একে একে করে একটা সময়ে এসে নিজের জীবনের দায়িত্ব নিজে নিয়ে নেয়া।।
জীবনটা বড়ই অদ্ভুত।।
মাঝে মাঝে মনে হয় এইযে গণনা🌿
দিনক্ষণ 🌿
ক্যালেন্ডার🌿
ঘড়ির কাঁটা 🌿
🏐আচ্ছা ঘড়ির কাঁটা যদি থমকে যেত।।
🏐অথবা ক্যালেন্ডারে কিছু তারিখগুলো না থাকতো।।
কত মজাই না হত। তাইনা???
একই ক্যালেন্ডার💚
আজকের তারিখটা আনন্দের।😊
আগামী বছরের ততটাই কষ্টের🙃
মাঝে মাঝে মনে হয় এই জীবনটা কোন একটা গোলকধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা সকলে পরিবর্তনের মাঝেই নিজেদেরকে পরিবর্তিত করে পথ চলছি।।।
কিন্তু প্রতিটা মানুষের জীবনের কষ্ট যন্ত্রণা গুলো আলাদা আলাদা।।। জীবনের কষ্টের পরিমান টা কারোও অনেক বেশি।। কারও টা একটু কম।। তবে সবার যন্ত্রণা গুলো সবার কাছে পাহাড় সমান।।
কেউ প্রকাশ করে কেউ বা নীরবে চোখের জল ফেলে।
🌺🌺 আজকে 30 অক্টোবর তারিখ টা আমার জন্য অনেক বিশেষ একটা তারিখ।।।
একটা সময় এই তারিখটা ছিলো অন্য দশটা তারিখের মতোই সাধারণ।।
জীবনের একটা সময় এসে এই তারিখটা হয়ে গেল আমার কাছে অনেক বেশি স্পেশাল।।
কিন্তু 🐜🐜🐜
আজ ক্যালেন্ডারের পাতায় তারিখ টা দেখলেই বুকের ভিতর এমন ভাবে মোচড় দিয়ে🐽 ওঠে তখন মনে হয়
🐙🐙🐙🐙🐙
"" বজ্র র থেকে শব্দ করে এনেও যদি চিৎকার করে কান্না করি"" চিতকার করে জীবনের কথাগুলো বলি।।
তাও কমবে না এতটুকু পরিমাণ আমার ভিতরে যন্ত্রনা।।।
🐙🐙🐙🐙🐙
আজকের দিনটা আমার জীবনের সেই দিন,, যে দিনের জন্য আমার জীবনে ধেয়ে এসেছে ঘূর্ণিঝড়।।।
হতে পারতো এই দিনটা আমার জীবনে সুখের পালতোলা নৌকা।।
কিন্তু সেটা না হয় শুধু
যন্ত্রণা।
যন্ত্রণা।
যন্ত্রণা
আমার যন্ত্রণা আমাকে শিক্ষা অনেক দিয়েছে,,
📞পৃথিবীতে যত যা-ই করো না কেন তোমার পথ তোমাকেই দেখতে হবে।
📞যতবার হোঁচট খেয়ে দারাবা ততবার তোমাকেই উঠে দাঁড়াতে হবে।
,📞 তোমার ভালোবাসার জন্য তোমার মনটাকে আরো শক্ত করতে হবে নিজেকে অনেক বেশি ভালবাসতে হবে।।
🏐🏐🏐🏐
তুমি যদি তোমাকে ভালোবাস।
তুমি যদি নিজের মনটাকে শক্ত করতে পারো।।
তুমি যদি হাজার হোঁচটের পরে উঠে দাঁড়াতে পারো. তবে তুমি মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে।।
নয়তো মরে যাবে তীলে তীলে।।।
এই কথাগুলো বুঝতে আমার অনেকটা সময় লেগেছে
।।
🖤🖤🖤🖤
আমি হ্যাঁ আমি একবার দুইবার নয় চারবার আত্মহত্যা করতে গিয়েছি।
তখন আমার জীবনের মূল্য আমার কাছে কিছুই ছিলনা।।
ভাবি নাই আমি কিছু করতে পারবো।। ভাবি নাই আমি এতটা শক্ত ভাবে বেঁচে থাকতে পারবো।।
এতটা মানসিক শক্তি আমার মাঝে জন্ম নিবে।।
শুধু চোখের পানি আর রাস্তায় একা পথে চলা।।
🤐 দিনের-পর-দিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করা
🤐নিজের রক্তের সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপমানিত হওয়া।
যখন দিশেহারা হয়ে ঘুরে বেরিয়েছি আমি আত্মহত্যা করতে গিয়েছি, আমার স্পষ্ট মনে আছে শেষ যেবার আমি আত্মহত্যা করতে গেলাম।।
সেবার প্লান এমনই ছিল।
বেছে নিয়েছিলাম একটা উপযুক্ত সময়। যে সময়টা আমি একদম একা ছিলাম ঘরে।।
সম্পূর্ণ রেডি আমি আত্মহত্যার জন্য। ছোট্ট একটা সুইসাইড-নোট লিখলাম।।
গলায় রশি টানো পায়ের নিচ থেকে চেয়ারটা ধাক্কা দিয়ে সরানোর আগে আমার ভালোবাসার মানুষ গুলোকে চোখ বন্ধ করে কল্পনা করছিলাম।।।
মনে হচ্ছিল কে কে আমাকে কতটা আপন করে নিয়েছে। আর কতটা দূরে ঠেলে দিয়েছে।।
যে মানুষগুলোকে আমি ভালোবাসি। আমার নিজের জীবনের মধ্যমণি করে রেখেছিলাম। কি পেয়েছি তাদের কাছ থেকে???
হিসাবগুলো আমার চোখের সামনে স্পষ্ট ভাবে ভেসে উঠছিল।।
নিজেই সব হিসাব গুলো দেখে হতবাক হয়ে যাচ্ছিলাম।।
আর মনে মনে বলছিলাম বেঁচে থেকে আর কি করবো????
হঠাৎ আমার চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠলো আমার মমতাময়ী মায়ের মুখ।।হটাৎ পাশ থেকে আমার নানা ভাই আর নানূর স্পর্শ আর কথা শুনলাম।।
কিছুক্ষন স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম।।।
আমার মনে হচ্ছিল আমি এক অন্য জগতে ঢুকে গিয়েছি।। হঠাৎ করে মনে হতে শুরু করলো এটা আমি কি করছি। যে মানুষগুলোর জন্য আমি আত্মহত্যা করতে যাচ্ছি তারা আমাকে জন্ম দিয়েছে।। আমার শৈশব কৈশোর সুখের জন্য যাদের আত্মত্যাগ অপরিসীম।।
আর মাত্র কয়েক দিনের পরিচয় যে মানুষগুলোর কন্য আম নিজেকে শেষ করতে যাচ্ছি তারা তো আমাকে আসলে ভালোবাসে না।।
এই মানুষগুলো তো শুধুমাত্র তাদের প্রয়োজনে আমাকে ব্যবহার করেছে.
তাহলে আমি কেন আমার জন্মদাত্রী মা।। আমার কে যারা তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে তাদেরকে কাঁদিয়ে এভাবে চলে যাব।।।।
🥴🥴🥴🥴
আজ সত্যি মনে হয় কেন আমি ওই সময় আমার পাশে এই প্লাটফর্ম টা পাইনি।।
খুব মিস করি। অনেক এলোমেলো সিদ্ধান্ত নিয়েছি, গুছিয়ে কোন কিছু করতে পারিনি।।
জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল।।। যদিও আত্মহত্যা করিনি কিন্তু জীবনটা ছিল বিভীষিকাময়।।।
তখন অনেক অল্প বয়স ছিল। অল্প বয়স থেকে নিজেকে সার্ভাইভ করে এই পর্যায়ে আনাটা ছিল আমার কাছে অনেক ভয়াবহ একটা যুদ্ধ।।।
কারন আমার যুদ্ধের সেনাপতি আর যুদ্ধের সৈনিক আমি একাই ছিলাম।।
আমি যদি নিয়ে utv লাইভে গেলাম সেদিন শুধু একটা কথা বলেছিলাম যে,, আমি ছয়টা মাস ভাত চোখে দেখিনি।।।।
কিন্তু একটি এর থেকে কঠিন কষ্টগুলো আমি পার করেছি।।। এখনও করে যাচ্ছি।।
আসলে আমি সেদিন বলতে পারিনি অনেক কথা আমি সব সময় দোয়া করি।।
এতটা কষ্ট এতটা যন্ত্রণা যেন কোন মেয়ের জীবনে না আসে.।
আমি সবসময় সেই মানুষগুলোর জন্য দোয়া করি যারা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই মানুষগুলোকে আমি ধন্যবাদ জানাই কারণ।
সেদিন আমাকে আঘাত করেছে বলেই আজকে আমি একজন ফারজানা হতে পেরেছি।।।
আজকে আমি আমার একটা পরিচয় করতে পেরেছি।।
আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি নিজে পরিশ্রম করে উপার্জন করতে পারছি।।।
2007 সাল থেকে সম্পূর্ণ নির্ভরশীলতার জীবন পার করছি।।
কৃতজ্ঞতা প্রকাশ করি প্রতিমুহূর্ত যিনে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন Iqbal Bahar ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি তিনি ছিলেন বিধায় আজকে আরো অনেক বেশি সাহস পাই।।।
কৃতজ্ঞতা জানাই ফাউন্ডেশনে এসে যে সকল ভাই ও বোন কে নিজের আপন করে পেয়েছি যারা পাশে আছেন.।
সকলে আমার জন্য দোয়া করবেন।।।।
স্ট্যাটাস অফ দ্যা ডে - ৬৫৯
৩০/১০/২০২১
👤 ফারজানা খানম জিতু
🔔কমিউনিটি ভলেন্টিয়ার।
ফরিদপুর জেলা, ক্যান্টনমেন্ট থানা, ঢাকা
১০ম ব্যাচ ,রেজি.নং: ১৩৮১৬
বর্তমান অবস্থানঃ ঢাকা (গুলশান জোন)
🔊প্রতিষ্ঠাতা উদ্দোক্তা : www.facebook.com/rosepetalsbd
🔊 www.facebook.com/hasnahenacollection
🔊 প্রপ্রাইটারঃ
রোজ পেটালস এবং হাসনাহেনা কালেকশন