নিজেকে চিনুন,নিজেকে জানুন।নিজেকে সময় দিন
🍁🍁গল্প নয় তবে...........
🕌বিসমিল্লাহির রাহমানির রাহিম🕌
🕋আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ🕋
সর্বপ্রথম ঐ মহান আল্লাহ তা'আলার প্রশংসায় সেজদায় অবনত হচ্ছি, যিনি আমাদের এবং আমাদের পরিবারকে সুস্থ, সুন্দর রেখেছেন। তার জন্য মহান আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করছি ,আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালম পেশ করছি মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের সরদার,সায়্যিদুস্সাক্বালাইন, খাতামুন্নাবিয়্যন হযরত মুহাম্মাদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে,~~
শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি প্রিয় শিক্ষক, মেন্টর, ভালো মানুষ গড়ার কারিগর, জীবন্ত কিংবদন্তী এ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার
যিনি সুখ খুঁজে না আপন নীড়ে, প্রাণের টানে এই আঙিনায় বারে বারে আসে ফিরে, কালজয়ী, সময়উপযোগী মহা নায়ক, সকলের নয়নের আলো,আমাদের সকলের নয়নের মনি, শিক্ষাগুরু, আমাদের সকলের প্রিয় শিক্ষক যার চিন্তা ভাবনা এই স্বপ্নের প্ল্যাটফর্ম কে ঘিরে, যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে আমাদের অনুপ্রাণিত করেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয়
ইকবাল_বাহার_জাহিদ স্যার, যার পরিশ্রম একাগ্রতা, সততা ও নিষ্ঠার ফসল হিসেবে আমরা পেয়েছি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের মতো একটি মানবিক প্ল্যাটফর্ম। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা তাদের মেহনত ধারা নিজের বলার মত গল্পঃ ফাউন্ডেশন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে -অনেক অনেক ভালোবাসা নতুন পুরান সকল সদস্য ভাই বোনদের প্রতি ------
🍂ঘুরে দাঁড়ানোর নাম ই জীবন 🍂
জীবনে আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি, অথবা অনেক কিছু আমাদের জীবনে ঘটে, অপ্রতাশ্যিত ভাবে, তখন আমরা অনেকেই খাওয়া দাওয়া কথা বলা সব কিছু ছেড়ে দি,কিন্তু আমরা এটা কখনো ভাবিনা যে আমাদের এসবের কারনে কি আমাদের হারানো জিনিস ফিরে আসবে? যদি হারানে জিনিস ফিরে না ই আসে তাহলে কেন শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া, মনে রাখতে হবে নিজের জীবন নিজেকেই গড়তে হবে, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভভ নিজেক মানুষিক ভাবে শক্ত হওয়া,
🥀🥀গত বৃহস্পতিবারের ঘটনা
বিকাল বেলা বাড়ির সমবয়সী একটা কল দিলো
রেষ্টুরেন্টে জাওয়ার জন্য, তারপর জিজ্ঞেস করলাম, হঠাৎ করে রেষ্টুরেন্টে জাওয়ার মানে কি? বললো অনেক দিন হলো রেষ্টুরেন্টে জাওয়া হয় না তাই আরকি, তারপর আমিও রাজি হলাম জাওয়ার জন্য, সব কিছু ঠিক আমরা জাবো মাগরিবের আগ করে
এখন রেডি হওয়ার পালা,
রেডি বলতে পাঞ্জাবী আর পায়জামা পরা, পয়জামা পরলাম পাঞ্জাবী পরবো এমন সময় মনে হলো আগে মানি ব্যাগ টা নিয়ে নিই, তারপর পাঞ্জাবী পরবো, এখন মানি ব্যাগ পাইতেছিনা, কি যে এক অবস্থা, একদিকে সন্ধ্যা হয়ে জাচ্ছে, এখন মানি ব্যাগ টাও পাইতেছি না তারপর অনেক খুঁজলাম যে খানে যেখানে খুজার কথা, তারপর না পেয়ে মন খারাপ হয়ে গেলো, কি আর করবো আম্মু কে জিজ্ঞেস করলাম, মানি ব্যাগ দেখছে কিনা আম্মু বললো কই না তো তোর মানি ব্যাগ দেখি নাই
কি করবে এখন, মাথায় কিচ্ছু কাজ করতে ছিলনা,তারপর পায় জামাটা খুলে আবার লুঙ্গি পরলাম, মনটা বিষন্ন, কিছু ভালো লাগেনা, মাগরিবের নামাজ মসজিদে গিয়ে আদায় করলাম, তরাপর বাড়ী ফিরলাম,আমার আম্মু তো অনেক চিন্তা করতে লাগলো, বার বার জিজ্ঞেস করতেছে কই রাখছচ মানি ব্যাগ, কত টাকা ছিলো ইত্যাদি ইত্যাদি..
তারপর কিছুক্ষণ শুয়ে ছিলাম, মন অনেক খরাপ, মানিব্যাগে প্রায় ৫ হাজারের উপরে টাকা ছিলো,আইডি কার্ড, আরো কিছু জরুরি ইনফরমেশন, সব মিলিয়ে অনেক কিছু হারালাম,
শুয়ে শুয়ে অনেক কিছু চিন্তা করতে লাগলাম, কি করবো কি করা দরকার এখন, তারপর শোয়া থেকে উঠলাম, উঠে একটা ফ্রেন্ড কে কল করলাম, এবং তার সাথে বিষয়টা শেয়ার করলাম, ১০০% থেকে ৫% মন হালকা হলো
তারপর প্রতিদিন শেসন চর্চা মিটআপে জয়েন করলাম, সেখানে আমাকে কুরআন তেলোয়াতের জন্য বলা হলো,কুরআন তেলোয়াত করলাম, মনটা ৯৫% থেকে ৫০% ভালো হলো,তরপর শেসন সম্পর্কে কিছু কথা বললাম, আরো ১০% মন ভালো হলো,তারপর ইশার নামাজ পড়লাম, মনটা আরো ৩৫% ভালো হয়ে গেলো, বাকি থাকলো ৫% সেটা কবে ভালো হবে জানিনা,হয়তো অনেক দিন পযন্ত থাকবে,মানুষ বলে কথা,আবার হয়তো এর থেকে উত্তম কিছু পেলে মন পুরা ভালো হয়ে জাবে,
মূল কথা হলো মন খারাপ করে বসে থাকলে চলবেনা, এক্টিভ থাকার চেষ্টা করতে হবে তাহলে,সামনে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ,
আমরা সবসময় লোক মুখে একটা কথা বলতে শুনি যে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, সুতরাং, কিছু হারিয়ে গেলে মনে করতে হবে হয়তো এটা আমার ভাগ্যে ছিলনা তাই আল্লাহ নিয়ে গেছে,আল্লাহ চাইলে এটা না নিয়ে আরো দামি কিছু নিতে পরতেন, এখন হয়তো আমার মালের উপর দিয়ে বিপদ আসছে, আল্লাহ চাইলে আমার জানের উপর দিয়েও বিপদ টা দিতে পারতেন, তাই সবসময় আমরা পজিটিভ চিন্তা করবো
🍁বিপদের সময় ধৌয্য ধারন করা🍁
সুখ আর দুঃখ নিয়ে মানুষের জীবন।যখন সুখের সময় কাটায় কখন সময় চলে যায় বুঝতে পারি না। কিন্তু যখন দুঃখের সময় কাটাই, তখন মনো হয় সময় কাটে না।দুঃখ আছে বলেই সুখ প্রকাশিত হয়। মানুষ দুঃখের সময় সুখের কথা দিনগুলো মনে করে। অন্ধকার আছে বলেই আলোর সৌন্দর্য প্রকাশ পায়।
দুঃখ কে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।কারন দুঃখ কষ্ট মানুষকে সুখের পথ দেখায়।আজ যে কষ্টের দিন কাটিয়ে নিজেকে দুঃখী ভাবছেন।এমন ও হতে পারে এই দুঃখ নিয়ে আসছে আপনার জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ।যদি আপনি নিজেকে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন।
🌿“ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। “
🥀বি- পজিটিভ 🥀
সব সময় পজিটিভ চিন্তা-ভাবনা থাকলে সততার সাথে লেগে থাকলে ধৈর্য কে নিজের অবলম্বন করে রাখলে ভেবেচিন্তে কাজ করলে...মনোবল অটুট রাখলে জীবনে জড়িয়ে থাকা অনেক সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়।।জীবনের বাস্তবতা নিয়ে অনেক জ্ঞানী ও উক্তিবিদরা বিভিন্ন ভাবে বিভিন্ন উক্তি রেখে গিয়েছেন জীবনের কথা ভেবেই। “অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই,এক সময়
নিজের সেরাটাই বের করে আনা সম্ভব হয়
পরিশেষে এটাই বলবো,নিজেকে চিনুন,নিজেকে জানুন।নিজেকে সময় দিন।নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার নেশায় বুদ হয়ে থাকুন।সফলতা আসবেই
উদ্যোক্তা হওয়ার জন্য মনে প্রাণে প্রবল ইচ্ছা আগ্রহ থাকলে কোন না কোন রাস্তা ঠিকই বের হয়ে আসে।
কোন কিছু খুঁজে পেতে চাইলে, সেটা যা কিছুই হোক না কেন, হোক সেটা বিশাল কোন কিছুু অথবা হারানো চোখের চশমা, অথবা সামান্য কিছু, কিন্তু আপনাকে সবার আগে এটা বিশ্বাস করতে হবে যে এটা আমাকে দিয়েই হবে
জাওয়ার আগে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সময় নিয়ে লিখা গুলো পড়ছেন
আশা করছি ভুল হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে ধন্য করবেন।
বর্তমানে কাজ করছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে
🧭পেইজ লিংক https://www.facebook.com/Alif-Graphics-design-100780982356827/
🖊কাজের বিবরণ
👉পেইজ লোগো
👉ওয়েব ব্যানার
👉ফেসবুক প্রোফাইল ও কাভারফটো
👉ভিজিটিং কার্ড
👉গ্রুফ লোগো
👉ব্যানার ও শুভেচ্ছা কার্ড
👉নাম কালিগ্রাফি ডিজাই
স্ট্যাটাস অফ দ্যা ডে - ৬৫৯
৩০/১০/২০২১
🥀নাঈমুল হাসান(বিপ্লব)
🥀কমিনিটি ভলেন্টিয়ার
🥀জেলা★লক্ষীপুর
🥀থানা★রামগন্জ
🥀ব্যাচ★১৫
🥀রেজিঃ★৬৭৬৫০