আমার একটা স্বপ্ন পূরন করতে না পেরে জীবনে অন্ধকার চলে গিয়ে ছিলাম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারকাতুহু
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া তিনি আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক সবাইকে হেফাজতে থাকার তৈয়াফিক দান করুন। আমিন।
প্রিয় স্যারের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন। মানবতা সেবা করার আরো সুযোগ দান করুন। আমিন।
আমি সাথী আক্তার। ১২ তম ব্যাচ সদস্য। অনলাইনে বিভিন্ন গ্রুপে কেবল সময় পার করার জন্য যুক্ত হয়েছিলাম। সেখান থেকে এক সময় স্বপ্ন দেখা শুরু করি ।কিন্ত ১১ তম ব্যাচে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন যুক্ত হবার পর থেকে একটু একটু করে বুঝতে পারলাম স্যারের সেশন দ্বারা। সব কিছু থেকে কিছু না কিছুর ভালো দিক খুঁজে বের করতে হবে সেই থেকেই লেগে আছি। প্রিয় প্লাটফর্মে স্যারের সেশন গুলোর প্রেমে পড়ে গেলাম। আসলে কোন কিছু যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে তার প্রতি ভালোবাসা দ্বিগুন হয়ে যায়। চাইলেই ছেড়ে দেওয়া যাবে না।সেরকম আমার নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন সাথে আত্মা সম্পর্ক হয়ে গেছে । কেন জানি আমি বেশখন গ্রুপে থেকে দূরে থাকতে পারছি না সংসার, সন্তান সব মেনেজ করে আমি আমার সব টুকু সময় থাকি সবসময় শেখার নিশায় । প্রিয় স্যার সেশনে বলে থাকেন সমস্যা গভীরে প্রবেশ করুন পর্যবেক্ষণ করুন কেন, কিভাবে সমস্যা হলো ও সমাধান কি খুঁজে বের করুন।
স্যারের সেশন গুলো পড়ে বুঝার চেষ্টা করলাম আমার একটা স্বপ্ন পূরন করতে না পেরে জীবনে অন্ধকার চলে গিয়ে ছিলাম। সবসময় নেগেটিভ চিন্তা করতাম আমাকে দিয়ে হয়তো আর কখনো ভালো কিছু করা হবে না। চাকরিটাকে পছন্দ করতাম বেশি তাই সবসময় সেটার প্রতি আকৃষ্ট ছিলাম।
প্লাটফর্মে যুক্ত হবার পর থেকে বুঝতে পারলাম আমার জন্য আরো একটা সুযোগ অপেক্ষা করছে উদ্যোগতা হবার। কখন জানাতামি না উদ্যোগতা হবার কলাকৌশল গুলো কি।যেটা আমি প্রিয় প্লাটফর্মে যুক্ত হয়ে শিখতে পারছি সম্পূর্ণ ফ্রি। প্লাটফর্ম যুক্ত হবার আগে বড় বড় আরো অনেক প্লাটফর্মে সুপার এক্টিব ভাবে ছিলাম কিন্তু শিখতে পারি নাই কোন কিছু। কারণ ওখানের সব ট্রেনিং করতে কমপক্ষে ৫০০ টাকা আর ট্রেনিং ভিন্নতা সাথে টাকার পরিমান ছিলো বেশি যা আমার মতো গৃহিণীর পক্ষে সম্ভব ছিলো না। তার বিশেষ কারণ ছিলো আমার হাসবেন্ড তখন আমাকে সার্পোট করে নাই। আর সে টাকা না দিলে একজন গৃহিণী এক্সটা খরচ বহন করার মতো ক্ষমতা থাকে না।
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন প্রেমে পড়ে যায় এই জন্য বেশি এখানে সব ধরনের প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি। বিসনেজ রিলেটেড সকল ট্রেনিং সম্পূর্ণ ফ্রি কোন টাকা লাগে না। ICT ট্রেনিং, ইংরেজি প্রশিক্ষণ, নারীদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ, মার্কেটিং সম্পর্কে ট্রেনিং, কোরআন শিখার সুযোগ এ সব একটা জায়গায় শেখার সুযোগ তাও আবার সম্পূর্ণ ফ্রি তে। তাই চিন্তা করার সময় নেই নাই আমি। সরাসরি সব এক্টিব গ্রুপ থেকে আনএক্টিব হয়ে। শুরু করলাম প্রশিক্ষণ নেওয়া। আস্তে আস্তে স্যারে সেশনে প্রভাবিত হয়ে শিখতে লাগলাম।
কোন সময় যে শিখতে শিখতে উদ্যোগতা জীবন পা দিয়ে ফেলি জানি না। যত প্রিয় স্যারের সেশন পড়ছি মনে হচ্ছে কিছু জানি না আরো অনেক অনেক জানার ও শিখার আছে।
১২ তম ব্যাচ থেকে যুক্ত আছি শিখার নেশায় কখন চিন্তা করি নাই শুরু দিন থেকে আমার সেল হতে হবে।আমি সব সময় চিন্তা করতাম এক্টিব থাকি, শিখতে থাকি তারপর শুরু করবো ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো। আলহামদুলিল্লাহ এখন কিছু শিখতে পারলাম না কিন্তু লেগে থাকার কারন আর আমার ইচ্ছে শক্তি আজ আমাকে সফলতা পথে হাটাচ্ছে।স্যারে শিখাকে ধারন করে এখন আমি বলতে পারি আমি উদ্যোগতা হতে চাই, আমি পারবো এই বিশ্বাস, সাহস ও উদ্যোগতা হবার সকল কলাকৌশল শিখার মহাবিদ্যালয় আমার কাছে আছে তাই ভয় কে করি জয়। উদ্যোগতা হবার স্বপ্ন করবো জয় বলবো একদিন নিজের বলার মতো একটি গল্প। সেই আত্মা বিশ্বাস নিয়ে এগিয়ে চলছে আমার উদ্যোগতা জীবন।
অনেক কথা বলে ফেলাম এবার চলুন আজকের ৬৬ তম হাটবারের সেল গল্প। স্যারে শিখা নিয়ে এগিয়ে চলছি। আজ সকালে ঠিক সারে ৭ টা হবে তখন আমি ঘুমে।
🙋🙋নেওয়াজ ভাইঃ ফটিকছড়ি নেওয়াজ ভাইয়ের ফোন আপু ভালো আছেন। নাম্বার টা সেভ করা ছিলো না। তাই চিনতে পারছিলাম না। সে আমার প্রথমবার কাপল সেটের কাস্টোমার। কৌশল বিনিময় করে জিজ্ঞেস করছে আপু এখন কি ঘুমাচ্ছেন। আমার তো আরেক টা কাপল সেট লাগবে তাই ফোন করছিলাম ডিস্টার্ব করলাম।
আমিঃ না ভাই এখনি উঠবো বলেন।
🙋🙋নেওয়াজ ভাইঃ আপু আপনাকে তো নেটে দেখলাম না তাই সরাসরি ফোন দিলাম। ইনবক্সে একটা কাপল সেটর পিক দিয়েছি। টাকা পাঠাচ্ছি আপনার নাম্বারে এটা একটু ব্যবস্থা করে পাঠায়ে দিয়েন।
আমিঃ ইনশাআল্লাহ ভাই আগে দেখে জানাচ্ছি আছে নাকি।
🙋🙋নেওয়াজ ভাইঃ ওকে আপু।
বিছানে থেকে উঠে নেট ওপেন করে ইনবক্সে চেক করে দেখলাম ভাইয়ের অর্ডার করা শাড়ি টা আছে।আলহামদুলিল্লাহ। ভাইকে ইনবক্সে রিপলে দিলাম ভাই আছে। আপনি টাকা পাঠায়ে দিয়েন আমি আজ সেন্ট করার ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ হাটবার আমার জন্য খুব লাকি দিন প্রতি হাটবারে আল্লাহ পাকের দয়ায় সেল বা অর্ডার আচ্ছে। আলহামদুলিল্লাহ।
প্রিয় প্রিয় স্যারের কাছে আমি কৃতজ্ঞ। প্লাটফর্মে যুক্ত না হলে জীবন টা কে নতুন করে বুঝতে পারতাম না। আল্লাহ সব প্রিয় স্যারের নেক হায়াত দান করুন। আমাদের মতো স্বপ্ন বাজদের স্বপ্ন গুলো বাস্তবে রুপ দিতে প্রিয় মেন্টরের শিক্ষার খুব বেশি প্রয়োজন।আল্লাহ পাক স্যার কে দীর্ঘ হায়াত দান করুন। পরিবারের সবাইকে হেফাজতে রাখুন। আমিন
৬৫ তম হাট বারে পর আমার বড় একটি অর্ডার আছে ৩০,০০০ হাজার টাকা অবশেষে গত রবিবার কিছু প্রোডাক্ট কালেশনে না থাকায় বাদ দিয়ে ২৬,২০০ হাজার টাকা অর্ডার পাঠাতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক মনের ইচ্ছে গুলো কে পূরণ করে দিক।সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।
আমি কাজ করছি হোম মেইড ফুড সিজনাল আচার ও পাশাপাশি ড্রেসআপ নিয়ে।
*📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৩১*
*Date:- ২৮/০৯/২০২১ইং
সাথী আক্তার
কমিউনিটি ভলান্টিয়ার
রেজিষ্ট্রেশন টিম মেম্বার
ব্লাড মেনেজমেন্ট টিম মেম্বার
টপ 20 ক্লাব মেম্বার
২৪/৭ লাইভ সার্পোট টিম মেম্বার
ব্যাচঃ১২
রেজিঃ৩৭৯৫৫
জেলাঃ মুন্সিগঞ্জ ও পটুয়াখালী
বর্তমান অবস্থান মিরপুর