একজন নারীর সংগ্রামী জীবন
🏚 বিসমিল্লাহির রহমানুর রাহিম। 🏚
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
========®®®®®®®®========
সকল প্রশংসা মহান রব্বুল আলামীনের জন্য, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উপর।
❤💛💚💙💜💔❤💛💚💙💜🖤
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। যার প্রচেষ্টায় আমরা এমন একটা প্লাটফর্ম পেয়েছি, যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন,উদ্যোক্তা ভালো মানুষ, একটি সুশীল উদ্যোক্তা সমাজ ও পরিবেশ। যার অনুপ্রেরণা আজ লেখার সাহস পেয়েছি। পেয়েছি লক্ষ মানুষের মানুষের উৎসাহ অনুপ্রেরণা।
🌷..🌷..🌷..🌷..🌷..🌷..🌷..🌷,,🌷,,
আজ আবার হাজির হলাম কিছু ব্যতিক্রমী সমস্যা নিয়ে যেটা আমাদের জীবনে হর হামিসা হয়ে থাকে। কেন এমনটা হয় আসলে আমরা কী একটু আলাদা চিন্তা মন মানষুকতা আমাদের ভিতরে ধারন করতে পারি না।
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
"ইস,যদি অমন সুন্দর হতাম”,“আর একটু যদি লম্বা হতাম”,“অমন সুন্দর দেহ যদি আমার থাকতো”,“হায়! আমারও যদি অমন একটা কিছু থাকতো”--মুলত এমন সব আকাঙ্ক্ষার নামই মনস্তাত্ত্বিক হতাশা।বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জীবনটাই কেটে যায় এমন সব হতাশা মুলক আচরণ আর চিন্তাধারায়। আসলে মানুষের শ্রেষ্ঠ হবার আকাঙ্ক্ষাটা চিরন্তন। বরাবরই মানুষ চেয়েছে অন্যের থেকে নিজেকে শ্রেষ্ঠতম স্থানে নিয়ে যেতে।
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
অথচ
মানুষ জানেই না, অন্যকে পিছনে ফেলে নিজেকে এগিয়ে যাবার বাসনা বস্তূত নিজেকেই ছোট করে। কেন আমরা মন থেকে এগুলো দূর করতে পারি না।সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন,আরেক জনকে হারিয়ে আপনি কোনওদিন সফল হতে পারবেন না! বরং আপনি আপনার মতো থেকে আপনার জায়গাতেই কেমন করে
উন্নতি করবেন, সে চেষ্টাই যদি করেন দেখবেন আপনার সাফল্য দিন দিন বেড়েই চলেছে। সফল ব্যক্তিদের কাহিনী পড়বেন,দেখবেন তারা কেউই অন্যকে হারাতে চাননি, বরং তারা নিজেদের জায়গায় জিততে চেয়েছেন। হতে পারে আপনার মুখাবয়ব একটু খারাপ, কিন্তু তাতে কি! আপনি তো আপনার বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যা মণ্ডিত। আপনার ভেতরেই এমন সব গুণ রয়েছে যা অন্য যে কোনো মানুষের ভেতরে নেই।একটু খাটো হয়েছেন বলে যে আর হতাশার সীমা থাকবে না এমনটি নয়।
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
আপনার শারীরিক দৈর্ঘ্য আপনাকে সফল করবে না, বরং আপনার মস্তিষ্কের প্রখরতার দৈর্ঘ্য আপনাকে সাফল্যমণ্ডিত করে তুলবে। মানুষে চেহারা বা সুটান দেহ দেখে বিচার করা ঠিকনা। মানুষ বাঁচে তার সৃষ্টি কর্মের মধ্যে। তাই আপনার চেহারা যাই হোক না। ভালো কাজ করলে, ভালো মানুষ হলে, সবাই আপনাকে অনুসরণ করবে, মনে রাখবে। এখানে আবার মনে রাখা প্রয়োজন, মস্তিষ্ক আর মেধা দুটো আলাদা জিনিস।
মস্তিষ্ক আপনাকে সঠিক সময়ে সঠিক কাজ করার পথ দেখাবে আর মেধা আপনার কাজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। সফল ব্যক্তিদের খুব কমই মেধাসম্পন্ন ছিলেন, বরং তারা ছিলেন উর্বর মস্তিষ্কের
অধিকারী পরিশ্রমী ব্যক্তি।
🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄
যার কারণে সঠিক সময়ে সঠিক কাজটি করে তারা আজ সফল হয়েছেন আপনার যা কিছু নেই তা নিয়ে আপনি হতাশাই ভুগবেন না বরং যা আছে তাই নিয়েই উন্নতি করার চেষ্টা করুন। মনে রাখবেন-একই সৃষ্টিকর্তার সৃষ্টি আমরা।তিনি নিজেই আমাদেরকে এক এক রকমের অনুদান দিয়ে আমাদেরকে দুনিয়াই পাঠিয়েছেন। সৃষ্টিকর্তা আপনার পাশের মানুষটিকে সুন্দর স্বাস্থ্যের অধিকারী করেছেন,
তিনি পারলে আপনাকেও সমপরিমাণ স্বাস্থ্য বা ঐশ্বর্যের
মালিক করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি, কারণ
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
সৃষ্টিকর্তা ভালো করেই জানেন কার কিসে মঙ্গল। কেননা মঙ্গলটা তো তারই সৃষ্টি। কারও হয়তো অঢেল সম্পত্তি আছে, মনে হতে পারে অমন সম্পদ আপনার থাকলে আপনিও কিছু করে দেখাতে পারতেন। কিন্তু সত্যিই যদি ব্যাপারটা তাই হতো, তাহলে যিনি সম্পত্তিটির মালিক তিনি নিজেও অনেক আগেই সফল ব্যাক্তিত্ব হতে পারতেন। একটু খেয়াল করে দেখবেন, অঢেল সম্পদ
থাকলেও সেই মানুষটি মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারেননি। ঠিক এমনি ভাবেই একই কথা সকল
ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং নিজের মনের এমন দুশ্চিন্তা
দূর করে ফেলুন।
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
অহেতুক হতাশা আপনাকে শুধু অন্যের ব্যাপারে ভাবিয়ে নিজের ব্যাপারে উদাসীন করে দিবে। এর থেকে বরং নিজের ব্যাপারে ভেবে, নিজের
সম্পদ আর সম্বলটুকুকে ভেবেই সে অনুপাতে কাজ করে যান। মনে রাখবেন, অন্যের যা কিছু আছে
তা নিয়ে ভেবে শুধু শুধু নিজে কষ্ট পাবেন কিন্তু তাতে কোনওদিন ভাগ পাবেন না।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
তাই অন্যের ব্যাপারে পার্থক্য করে নিজে নিজে কষ্ট না পেয়ে আপনি আপনার জায়গায় থেকে সফল হবার চেষ্টা করুন। দেখবেন, যাদের সুযোগ ছিল ভালো কিছু করার-যাদেরকে দেখে আপনি আফসোস করেছেন, একদিন তারাই আপনার সফলতার ভারে নুয়ে পড়বে।আর তাই আমাদের দরকার এগুলো না করা নিজেকে ছোট করে না দেখা। জীবনটা অনেক সুন্দর আর জীবনে অনেক কিছু দেখার বা জানার আছে তাই সব সময় ভালো চিন্তা ভাবনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সবাই আপনাকে খুঁজবে আমরা কেন মন খারাপ করবো আমরা শত সাহস আর নিষ্ঠার সাথে এগিয়ে যাবো আমাদের সফলতা একদিন না একদিন আসবেই ইনশাআল্লাহ।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
অন্যের মতো হবার চেষ্টা করবেন না।
নিজেকে নিজে প্রমাণ করুন।
অন্যের সুরভে সুরভিত হয়ে নিজের গন্ধকে উজাড় করার ভেতর কোনও বীরত্ব থাকতে পারে না । আপনি নিজেই যে কিছু পারেন তা প্রমান করে দিন। হয়তো মনে হতে পারে, আপনার দ্বারা সম্ভব নয়; কিন্তু মনে রাখবেন- যারাই আজ পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে বসে রয়েছে- তারা এমন কোন অমৃত সুধা পান করেনি যার ফল হিসেবে তারা হয়েছেন সফল ব্যাক্তিত্ব !
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
এটাই বাস্তবতা। আপনি অনুকরণ করতে যাবেন কেন? বরং আপনি হবেন অনুকরণীয় যেন আপনাকে দেখে আরও দশজনে বলতে পারে -"আমি অমুকের মতো হতে চাই"।
নিজেকে চিনুন- দেখুন-ভাবুন-চিন্তা করুন।
কেন পারবেন না? আপনাকে পারতেই হবে। শপথ করুন নিজের সাথে-" সফল হতে যা যা কিছু করার দরকার আমি তাই তাই করবো।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
শুভেচ্ছান্তে, তারুণ্যের মানিকগঞ্জ জেলা টিম।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৮
Date:- ২৯/০৮/২০২১
নাম :সাদিয়া শারমিন
কমিউনিটি ভলান্টিয়ার
জেলা :মানিকগঞ্জ
উপজেলা :সিংগাইর
রেজিস্টন:৫৩৯৩১
ব্যাচ:১৩
পেইজ লিংক:https://www.facebook.com/ponnobaharerbazar/