আজকাল কর্মব্যস্ত জীবনে আমরা নিজস্ব স্বত্তাকে ভুলে যাই, হাসতে ভুলে যাই, গাইতে ভুলে যাই। সারাদিন কৃত্রিম গুরুগম্ভীর চেহেরা নিয়ে ঘুরে বেড়াই । দেখলে মনে হবে আমরা একদম বাবু।
#এক_বরিশাইল্লার_গপ্পে_গপ্পে_সেল_পোস্ট,
🕋আসসালামু আলাইকুম🕋
আজকাল কর্মব্যস্ত জীবনে আমরা নিজস্ব স্বত্তাকে ভুলে যাই, হাসতে ভুলে যাই, গাইতে ভুলে যাই। সারাদিন কৃত্রিম গুরুগম্ভীর চেহেরা নিয়ে ঘুরে বেড়াই । দেখলে মনে হবে আমরা একদম বাবু। শুদ্ধ ভাষা ছাড়া কথা বলতেই পারি না ।
কিন্তু আন্ঞলিক ভাষায় কথা বলা কোন অপরাধ না। আমরা সবাই কোন না কোন জেলার অধিবাসি।
দিনশেষে আমরা সবাই আমরা বাঙালি ,বাংলাদেশী। এটাই আমাদের আসল শিকড়। আমি বরিশালের বরগুনা জেলার মেয়ে। বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরিশাল সদর এই ছয় জেলার মানুষ বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। যে যাই বলুক এই আঞ্চলিকতার প্রশান্তিই অন্য রকম।
আমরা যতই বড় রেস্টুরেন্টে যাইনা কেন, আর সামনের মানুষ যতই প্রফেশনালিজম মেন্টেন করুক না কেন।
আমার মায়ের মুখের " মনু, ভাত বাড়ছি অল্ফ কয়ডা খাইয়া লও মা। এত বড় রাইত না খাইয়া থাহে না, সালুনডু কি সুন্দর মজা ওইছে, দুগ্গাহানে ভাত খাও মা। না খাইয়া থাকলে পেডের মধ্যে বিলোইর ছায় কামড় দেবে। "
এই কথার সামনে কোন দুনিয়ায় কোন হসপিটালিটির কেরামতি চলে। তাই আজ সেল পোস্ট হোক মায়ের ভাষায়।
ভালোবাসি মা।
মা মেয়ের গপ্প
মেয়ে মুমুঃ ওমা মা! ওওওমা!
মাঃ কও মা কি হইছে? এরম পিছে পিছে ঘুরো ক্যা? ঘরের কাম কাইজ কর কিছু নাইলে লেহাপড়া কর কতক্ষণ।
মুমুঃ ও মা নানুগো বাড়ি (নানা বাড়ি) যাবা না, মামার না বিয়া। মোরা কি বিয়ে শেষ হইয়া গেলে হেরপর যামু??
মাঃ কেমন কতা কও তুই, বিয়া শেষ হইলে যামু ক্যা, বিয়ার তো এহনো এক সপ্তাহ বাহি আছে। বিয়ার আগেই যামু। মোর এক্ক মাত্র ভাই। কইলজার বুডি, পরানের পরান। ও মোর যেমন এক্ক ভাই, মুইও ওর এক্ক বুইন৷ আব্বার মইরা যাওনের পর হইতে ওরে মুই কোলে পিডে টাইন্না বড় হরছি, স্কুলে লইয়া গেছি। কলেজে পড়াইছি ভাইরে। হেই ভাইর বিয়া সব দায়িত্ব মুই বড় বুইন মোর। এক্ক ভালো মাইয়া পাইছি হাত ছাড়া করি নাই। এহন নিজে থাইক্কা সব দায়িত্ব পালন করতে হইবে। কইলেই অয়না মাগো, নাও কাম, ঘর কাম, বিয়া কাম বড় কঠিন। (বরিশাইল্লা প্রবাদ) এহনো সব কেনা কাডা বাকি।
মুমুঃ কি কি কেনবা মা? হের লাইগা নানু বাড়ি যাইতে দেরি হইবে ক্যান?
মাঃ মুমু তুই কইলাম দিনে দিনে অবুজ অইয়া যাইতেআছ। বিয়ার দাওয়াতের লোক খাওয়াইতে যে চাল, ডাল, তেল, গি, মশলা, চিনি এগুলান আগেই কেনা লাগবে। এইসব তোর বাপের ভাগের কাম। হে এইগুলান করবে। আর মোরে কইছে তোর আব্বায় নতুন বউয়ের লইগ্গা বেনারসি শাড়ি, থ্রি পিছ, বোরকা, গহনা আরও যা যা লাগে বেবাক পছন্দ কইরা কেনতে৷ তুই ও লগে যাবি তোর মামি ওইবে তুই পছন্দ কইরা দিবি। তয় মনু এইসব তো তোর নানুগো বাজারে ভালো তা পাওয়া যাইবে না। কাইল শহরে যামু কেনতে। সব কেনা কাটা কইরা লইয়া একচোডে তোর নানুগো বাড়ি যামু।
মুমুঃ আরে মা এইডা কোন বিষয় ই না। এর লইগ্গা নানু বাড়ি যাইতে দেরি হইব না। কাইলই নানু বাড়ি যাইতে পারমু।
মাঃ কি কয় মাইয়ায়, তায় এই এত বাজার সদায় কেনবে কেডা?
মুমুঃ হোনো মা, এইযে তোমার হাতে এক্ক স্মার্ট ফোন আছে এই ফোনের মধ্যেই সব আছে। এইহানে অর্ডার করলেই সব পাইয়া যাবা। আর শহরে যাওনের কাম নাই।
মাঃ কি কয় মাইয়ায়? এই মোবাইলের মধ্যে চাল, ডাল তেল, চিনি, শাড়ি গয়না সব পামু?
মুমুঃ হ মা সব পাবা।
মাঃ কেমনে? তুই কি কও কল্লা ঘেডি কিছু বুজিনা। বুজাইয়া ক।
মুমুঃ হোন মা, মুই একটা অনলাইন প্লাটফর্মের সদস্য। যার নাম #নিজের_বলার_মত_একটা_গল্প ফাউন্ডেশন। এইহানে অনেক সদস্য আছে সবাই পন্য কেনা ব্যাচা করে। হেরাই ক্রেতা হেরাই বিক্রেতা। এই হানে সব পাওয়া যায় মা। শাড়ি, গয়না, চাল, ডাল, ঘি, তেল চিনি যা লাগবে সব পাবা।
মাঃ হেরা কি ভালো মাল দিবনি? ঠিক মত দিব? দোকানে দেইক্কা হুইন্না বাইচ্ছা তারপর আনা ভালো না।।
মুঃ মা হেইডারে কয় ভালো মানুষের গ্রুপ। হেরা সবাই সততার সাথে ব্যবসা করে। হেরা সৎ, ভালো মানুষ। সততা আর কমিটমেন্ট ই হেগো মুলধন। এইডাই হেগো মেন্টর #জনাব_ইকবাল_বাহার_জাহিদ হেগো সবাইরে শিখাইছে। অর্ডার করলে হেরা ঠিক সময় মত পন্য বাড়ি দিয়া যাইব৷ আমাগো কষ্ট কইরা শহরে যাওনের দরকার অইবেনা।
মাঃ আচ্ছা তাইলে দেখ তো একটা শাড়ি পাওয়া যায় কিনা।
মুমুঃ হ মা। মুইতো অনেক দিন ধইররা ই আছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে। এইহানে মারিয়া আপায় শাড়ি গয়না বেচে। অনেক ভালো ভালো কালেকশন আপার। হেরে মেসেজ দিয়া দেহি বিয়ের শাড়ি পাওয়া যায় কিনা৷
মাঃ দেখ,
মুমুঃ আসসালামু আলাইকুম, মারিয়া আপু।
মারিয়া আপুঃ ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু?
মুমুঃ মুই ভালো আছি , আম্মে কেমন আছেন আপু?
মারিয়া আপুঃ আলহামদুলিল্লাহ আল্লায় রাখছে ভালো। আম্মেগো দোয়ায়।
মুমুঃ মোর মামার বিয়া আপু, এক সপ্তাহ পর। বিয়ার শাড়ি এবং গহনা দরকার।
মারিয়া আপুঃ বুইন এটা আমার পেইজ
পেইজ লিংকঃ https://www.facebook.com/mariasfashion.food/
সব শাড়ি আর গয়নার কালেকশন পেতে পেইজে যান। সব পাইবেন ওইহানে। সব সময় আপডেট পাইতে লাইক দিয়ে পাশে থাইক্কেন।
বেনারসি শাড়ি, জামদানি, কাতান, সিল্ক সব পদের শাড়ি আছে। দেওয়া যাইবে। ব্রাইডাল গহনা ও আছে।
মুমুঃ খুবই ভালো কতা আপু। তয় মাল কিন্তু দেতে অইবে একের মাল। ভালোতা।
মারিয়া আপুঃ আপু আম্মে মোর দেশি বুইন। আম্মেরে কি মুই নিশটা মাল (খারাপ পন্য) দেতে পারি কন? আম্মেরে ছবি আর ভিডিও পাঠাচ্ছি। দেইক্কা কন মোরে জানান আপু পছন্দ অইছে কিনা।
মুমুঃ জি আপু।
মাঃ এ মুমু শাড়ি গুলান তো জম্মের সুন্দর, একছের সুন্দর। ঘরে বইয়া এমন শাড়ি পাইলে শহরে যায় কেডা। তুই তোর আফারে ক, একটা বেনারসি কতেক রঙিন শাড়ি দেতে আর থ্রি পিছ দেতে।
মুমুঃ আপু আরও কয়েক পদ দেহান।
মারিয়া আপুঃ ওকে আপু, শাড়ি, থ্রি পিছ, লেহেঙ্গা, ব্রাইডাল গহনা পুরা বিয়ের প্যাকেজ আছে মোর দারে আপু। আম্মে এক্ক ভিডিও কল দেন দেহাইতে আছি।
ভিডিও কলে পছন্দ হওয়ার পর
মুমুঃ মারিয়া আপু এই বেনারসিডা, আর কিছু এই শাড়ি গুলান দেবেন বউয়ের লইগ্গা। এইগুলান বউয়ের গায় ফুইড্ডা থাকবে।
মারিয়া আপুঃ হয় আপু। ঠিক ই কইছেন৷ আর ব্রাইডাল গহনা সেট কোনডা দিমু আপু?
মুমুঃ আপু এইটা সবচেয়ে বেশি সুন্দর আর কালার গেরান্টি রয়েছে ৫ বছরের এইডাই দেন।
মারিয়া আক্তারঃ আচ্ছা আপু। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আর ডেলিভারি চারজ টা পাডাইয়া দেন। বাকি টাহা পন্য হাতে পাইয়া মুল্য পরিশোধ করবেন।
মুমুঃ নাম, ঠিকানা লেইক্কা দিছি আপু। আর চারজ বিকাশ চেক করেন। পাডাইছি।
মারিয়া আপুঃ হয় আপু পাইছি। সবগুলান পৌছে যাবে ৩-৭ দিনের মধ্যে।
মুমুঃ আইচ্ছা আপু। আল্লাহ হাফেজ।
মারিয়া আপুঃ আল্লাহ হাফে...
মুমুঃ আপু, আপু
মারিয়া আপুঃ কও কও কি হইল বুইন,
মুমুঃ আরও এক্ক শাড়ি আর এক্ক থ্রি পিছ লাগবে, বিয়ায় মোরাও তো এট্টু সাজ গোজ করমু। মায়ের লইগ্গা এক্ক শাড়ি আর এক জোড়া চুড়ি আর মোর লইগ্গা এক্ক থ্রি নিমু।
মারিয়া আপুঃ
মুমুঃ এই তিনডা দিয়েন। (ছবি দেখিয়ে)
মারিয়া আপুঃ আইচ্ছা এগুলান আগের গুলানের লগে একসাতে দিয়া দিমু আনে।
মুমুঃ আইচ্ছা। আল্লাহ হাফেজ।
মারিয়া আপুঃ আল্লাহ হাফেজ।
মাঃ মুমু মোর অনেক শাড়ি আছে। মোর শাড়ি লাগবে না। তুই দুইডা থ্রি পিছ ল। (মায়ের ভালোবাসা
মুমুঃ মা অর্ডার দেওয়া অইয়া গেছে। এহন আর কইলে কাম অইবে না। আর মোরা বিয়ার মধ্যে সবাই নতুন তা গায়দিমু, তুমি দেবানা ক্যা? তোমার ও নতুন তা লাগবে। বড় অইলে মুই নিজের টাহা দিয়া দেইক্কো তোমারে কত নতুন নতুন শাড়ি কিন্না দি। তোমারে রানীর নাহান সাজাইয়া রাখমু বোজ্জ।
মাঃ পাগল মাইয়া। তয় মোগো কাম তো গুছ অইল। তোর আব্বার যে বিয়ার খাওয়নের বাজার করা রইছে, হেইয়া থুইয়া তোর নানুগো বাড়ি যাই কেমনে।
মুমুঃ কোন সমেস্যা নাই, আব্বার বাজার দিয়ে বাড়ি আউক হের পর হেরে কইয়া এই নিজের বলার মতো গল্প গ্রুপ দিয়াই সদায় পাতি চাল, ডাল, তেল, চিনি, ঘি, মশলাপাতি যা লাগবে সব কেনা যাইবে। অনেক ভাই বুইনেরা আছে যারা এইয়া বেচে। এককালে স্বাস্থ সম্মত খাবার জিনিস পত্র। এইয়া তুমি চোখ বুজ্জাও খাইতে পারবা কোন সমেস্যা নাই।
মাঃ আচ্ছা তায় ব্যাগ পত্র গুছা। তোর আব্বায় আইলেই ভাত খাইয়া মেলা (রওনা) হরমু।
মুমুঃ ইয়ায়ায়া হয় মা। গুছাইতে আছি। আব্বায় আইলেই নানুগো বাড়ি যামু। আর জিনিস পত্র সব নানুগো বাড়ি পৌছাইয়া দেবে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ভাই বোনেরা।
মাঃ আসলেই এককালে নিশ্চিন্ত হইলাম। হেরা আসলেই অনেক ভালো। আইজ কাইজ এই চোর ডাহাইতের জবানায় ও ভালো মানুষ আছে। ভালো মানুষের গ্রুপ ও আছে। আল্লায় তারে নেক হায়াত দান কউক যে এই ভালো মানুষের গ্রুপ বানাইছে। আল্লায় হেরে অনেক বচ্ছর বাছাইয়া রাহুক।
মুই অনেক খুশি অইছি মনু তুই এই ভালো মানুষের গ্রুপের সদস্য। দোয়া করি তুই একজন ভালো মানুষ অ। মানুষের মতো মানুষ অ।
মুমু মাকে জড়িয়ে ধরে বলে,
তোমারে অনেক ভালোবাসি মা। আই লাভ ইউ মা।
স্ট্যাটাস অব দ্যা ডে--৬১০
Date: 31/08/2021
মারিয়া আক্তার,
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচঃ১৩, রেজিঃ ৫৭৫৩১
জেলাঃ বরগুনা
কাজ করছি শাড়ি, থ্রি পিছ, বেবি ড্রেস এবং গহনা নিয়ে।
বিজনেস পেইজঃ Maria's World